ইসলামী ব্যাংকের সেবা সমূহ

ইসলামী ব্যাংকের সেবা সমূহ সর্ম্পকে আবগত নন বলেই এই র্আটিকেলটিতে ক্লিক করেছেন। সর্ম্পূন র্আটিকেল জুড়ে আমরা ইসলামী ব্যাংকের সেবা সমূহ, ইসলামী ব্যাংকের সুদের হার কত এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হেল্প লাইন সম্পর্কে জানতে পারবো।
ইসলামী ব্যাংকের সেবা সমূহ
সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন আশা করছি ইসলামী ব্যাংকের সেবা সমূহ সহ ইসলামী ব্যাংকের আরো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন।

ভূমিকা

বাংলাদেশে ব্যাংক সেক্টর গুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম। ইসলামী ব্যাংক এমন একটি ব্যাংক যেটি ইসলামিক শরীয়া ভিত্তিক প্রচলিত হয়ে থাকে। ইসলামী ব্যাংকের মোট শাখা রয়েছে ৩৯৪টি। ইসলামী ব্যাংকের বাংলাদেশীয় বিনিয়োগের হার ৩৬. ৯০% এবং বিদেশী বিনিয়োগের হার ৬৩.১০% (প্রায়)। দ্য ব্যাংকের ম্যাগাজিনে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক একটানা নয় বছর শীর্ষ এক হাজার ব্যাংকের মধ্যে স্থান পায়।

ইসলামী ব্যাংকের সেবা সমূহ

ইসলামী ব্যাংক ইসলামী শরীয় ভিত্তিক প্রচলিত হওয়ার পাশাপাশি এটি বিভিন্ন সেবা প্রদান করে থাকে। 
চলুন জেনে নিয়ে যাক ইসলামী ব্যাংকের সেবা সমূহ সম্পর্কে-

১.ডিপোজিট হিসাব সেবা সমূহ

২.বিনিয়োগ স্কিম সেবা সমূহ

৩.বিকল্প ব্যাংকিং সেবা সমূহ

১.ডিপোজিট হিসাব সেবা সমূহ:
  • আল-ওয়াদিয়াহ কারেন্ট একাউন্ট
  • আল-ওয়াদিয়াহ পার্সোনাল রিটেইল একাউন্ট
  • মুদারাবা স্পেশাল নোটিশ একাউন্ট
  • মুদারাবা পে-রোল একাউন্ট
  • মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট একাউন্ট
  • মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট একাউন্ট
  • মুদারাবা উপহার ডিপোজিট স্কিম
  • মুদারাবা প্রায়োরিটি সেভিংস একাউন্ট একাউন্ট
টার্ম ফিক্সড ডিপোজিট একাউন্ট
  • মুদারাবা টার্ম ডিপোজিট একাউন্ট
  • মুদারাবা মাসিক প্রোফিট ডিপোজিট একাউন্ট
  • মুদারাবা সেভিংস বন্ড স্কিম
  • মুদারাবা এনআরবি সেভিংস বন্ড
  • মুুদারাবা সিনিয়র সিটিজেন মাসিক প্রফিট ডিপোজিট স্কিম
সেভিংস একাউন্ট
  • মুদারাবা সেভিংস একাউন্ট
  • মুদারাবা স্টুডেন্ট সেভিংস একাউন্ট
  • মুদারাবা ফারমার্স সেভিংস একাউন্ট
  • মুদারাবা ইন্ডাস্ট্রিইয়াল এমপ্লোয়িজ সেভিংস একাউন্ট
  • মুদারাবা স্কুল স্টুডেন্ট সেভিংস একাউন্ট
মাসিক সেভিংস একাউন্ট স্কিম
  • মুদারাবা স্পেশাল সেভিংস (পেনশন) একাউন্ট
  • মুদারাবা মোহর সেভিংস একাউন্ট
  • মুদারাবা হজ্জ সেভিংস একাউন্ট
  • মুদারাবা বিবাহ সেভিংস একাউন্ট
  • মুদারাবা এডুকেশন সেভিংস স্কিমস
  • মুতারাবা এক্সপার্টিরিয়েট হাউসিং ডিপোজিট স্কিম
২.বিনিয়োগ স্কিম সেবা সমূহ-
  • হাউজহোল্ড ডিউরেবলস স্কিম
  • হাউসিং ইনভেস্টমেন্ট প্রোগ্রাম
  • ট্রান্সপোর্ট ইনভেস্টমেন্ট স্কিম
  • কার ইনভেস্টমেন্ট স্কিম
  • ইনভেস্টমেন্ট স্কিম ফর ডক্টরস
  • স্মল বিজনেস ইনভেস্টমেন্ট স্কিম
  • এগ্রিকালচার ইনক্রিমেন্টস ইনভেস্টমেন্ট স্কিম
  • রুরাল ডেভেলপমেন্ট স্কিম
  • রুরাল হাউসিং ইনভেস্টমেন্ট স্কিম
  • মাইক্রো ইন্ডাস্ট্রিজ ইনভেস্টমেন্ট স্কিম
  • এসএমই’স ইনভেস্টমেন্ট স্কিম
  • এস এম ই ই ওয়েম্যান ইনট্রাপ্রেনারস ইনভেস্টমেন্ট স্কিম
  • এনআরবি ইনভেস্টমেন্ট স্কিম
  • আরবান পুত্তর ডেভেলপমেন্ট স্কিম
  • সোলার প্যানেল ইনভেস্টমেন্ট স্কিম
  • ফ্রুট গার্ডেনিং ইনভেস্টমেন্ট স্কিম
  • ফ্রিল্যান্সার ইনভেস্টমেন্ট স্কিম
  • ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং ইনভেস্টমেন্ট স্কিম
  • লাইট ইঞ্জিনিয়ারিং ইনভেস্টমেন্ট স্কিম
  • রুরাল ট্রান্সর্পোট ইনভেস্টমেন্ট স্কিম
  • ক্লাস্টার ইনভেস্টমেন্ট স্কিম
৩.বিকল্প ব্যাংকিং সেবা সমূহ-
  • আই ব্যাংকিং-ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং সেবা।
  • আইডিএম-টাকা জমা চব্বিশ ঘন্টা।
  • এসএমএস ব্যাংকিং- একাউন্ট ব্যালেন্স, স্টেটমেন্ট।
  • এটিএম-নগদ উত্তোলন।
  • সেবাঘর- বিভিন্ন ব্যাংকিং সেবা।
  • ফোন ব্যাংকিং-ফোনের মাধ্যমে ব্যাংকিং সেবা
  • কনট্রাক্ট সেন্টার-১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০
  • এজেন্ট ব্যাংকিং- হিসাব খোলা, জমা, উত্তোলন, অনলাইন জমা, ইএফটি, ফরেন রেমিড্যান্স, এটিএম লোগো।
  • এমক্যাশ- মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, ফান্ড ট্রান্সফার।
  • পেমেন্ট গেটওয়ে-অনলাইনে কেনাকাটা ও বিল পরিশোধ।
  • ভিসা ডেবিট কার্ড- নগদ উত্তোলন, POS এর মাধ্যমে কেনাকাটা।
  • খিদমাহ ক্রেডিট কার্ড- নগদ উত্তোলন, POS এর মাধ্যমে কেনাকাটা।
  • বিজনেস এক্সপেন্সেস কার্ড-কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য প্রিপেইড কার্ড।
  • ট্রাভেল কার্ড-বিদেশে ভ্রমণকারীদের জন্য বিশেষ কার্ড।
  • হজ্জ র্কাড- হজ ও ওমরা যাত্রীদের জন্য বিশেষ কাজ।
  • ই-এফ টি - আর টি জি এস- ইসলামী ব্যাংক হতে অন্য ব্যাংকে স্বয়ংক্রিয় ফান্ড ট্রান্সফার।
  • আইবিবিএল আইস্মার্ট অ্যাপস- ব্যালেন্স, মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার।

ইসলামী ব্যাংকের সুদের হার কত

ইসলামী শরিয়াহ মোতাবেক আমরা জানি আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট সুদকে করেছেন হারাম এবং ব্যবসাকে করেছে হালাল, সেই দিক থেকে বিবেচনা করে ইসলামী ব্যাংক সুদের কারবার করে না। আপনার জমানো আমানত থেকে ইসলামী ব্যাংক ব্যবসা করে এবং সেখান থেকে মুনাফার অংশ আপনাকে দেয় সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট একাউন্ট গুলোতে মুনাফার হার ২০২৪ সাল অনুযায়ী মুনাফা রেট সম্পর্কে-
  • মুনাফার হার সাধারণত ৬% থেকে ৭%
  • অ্যাকাউন্ট এর মেয়াদ বিভিন্ন সময়ের হয়ে থাকে তিন বছর অথবা পাঁচ বছর।
  • প্রাপ্ত মুনাফা থেকে ১৫% পরিমাণ টাকা ভ্যাট ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হেল্প লাইন

যে কোন তথ্যের জন্য ২৪ ঘন্টা অভিজ্ঞ এজেন্ট দ্বারা ইসলামী ব্যাংকের কল সেন্টার পরিচালিত আপনার যেকোন জন্য নিচে বর্ণিত নাম্বারে কল করে কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারবেন
  • কাস্টমার কেয়ার ১৬২৫৯, ২-৮৩৩১০৯০
  • ফ্যাক্স : 880- 2- 9564532, 880 -2- 9568634
  • ই মেইল : info@islamibankbd.com
  • ওয়েব ঠিকানা : http://www.islamibankbd.com
  • লোকাল অফিস (০২) ৯৫৫২৮৯৭
  • ফরেন এক্সচেঞ্জ শাখা ৯৫৬৫৭৫৬, ৯৫৬৯৪১২, ৯৫৬৯৪১৩
  • ফরেন রেমিটেন্স সার্ভিস ৭১১১০৮১, ৭১১২০৩৮, ৭১১৭৭১৮ (Customer Service: Ext ৪২২, ৪১৬)
  • ওভারসিজ ব্যাংকিং ডিভিশন ৯৫৬৩০৪০ (Ext: ৩০১,৩১৭) SWIFT : ১১২
  • এটিএম কার্ড সাপোর্ট ০১৭১৩১৯০৬৯৩, ০১৭২৯০৭২৮৯০, ০১৭২৯০৭২৮৯১, ৯৮৩০৮৪০, ৯৮৩০৮৪৪

ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা

বাংলাদেশে ব্যাংকিং খাতে রেমিট্যান্স আনয়নে শীর্ষ তালিকার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক এক নম্বর। দেশ ৮০% মানুষ এর বিশ্বস্তর জায়গা করে নিয়েছে ইসলামী ব্যাংক। বর্তমানে দেশের বেসরকারি ৪৩ টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক একটি স্বনামধন্য ব্যাংক। ইসলামী ব্যাংক সরিয়াহ ভিত্তিক হওয়ার কারণে আর্থিক তারল্য আর্থিক ঘাটতিতে রয়েছে।
বর্তমান ইসলামী ব্যাংক এর এই ঘাটতির পরিমাণ ৮৩২১ কোটি টাকা। অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাংক এ যে টাকা জমা রাখে সেই টাকার সুরক্ষার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকার অংশ বাংলাদেশ ব্যাংক এ জমা রাখতে হয়। যা ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এর চাহিদা মতো সেই পরিমান টাকা জমা রাখতে ব্যর্থ হয়েছে।

নানা অনিয়ম থাকার কারনে আগের থেকে কমে গেছে আমানত এর প্রবৃদ্ধি সেই পরিপ্রেক্ষিতে ঋণ দেয়া কমেনি, সুতরাং আমানত এর চেয়ে ঋণ এই চলে যাচ্ছে বেশি অংশ । এতে করে বাংলাদেশ ব্যাংক এর চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকার অংশ বাংলাদেশ ব্যাংক এ জমা রাখতে ব্যর্থ হচ্ছে ইসলামী ব্যাংক। তাই জরিমানা টাকা পরিশোধ করতে পারছে না। একেই বলে তারল্য আর্থিক ঘাটতি ।

ইসলামী ব্যাংক শাখা

বর্তমানে ইসলামী সরিয়াহ ভিত্তিক বাণিজ্যিক ব্যাংকে ৩৯৪ টি প্রধান শাখা রয়েছে, ২২৯টি উপশাখা রয়েছে এবং ২ হাজার ৭২১ টি এজেন্ট আউটলেট রয়েছে।

ইসলামী ব্যাংক ডিপোজিট

প্রিয় পাঠক, সুদ মুক্ত ভাবে মুনাফা পেতে ইসলামী ব্যাংক এ টাকা ডিপোজিট করতে পারেন। যদি আপনি প্রতি মাস এ ৫০হাজার, ১ লক্ষ অথবা যে কোন পরিমান টাকা ডিপোজিট করলে ব্যাংক আপনার টাকা অন্য কোন বাবশায়ে গ্রাহক কে সল্প মুনাফায় বিনিয়োগ করবে এবং প্রাপ্ত মুনাফা থেকে আপনার জমা করা অর্থে একটা নির্দিষ্ট পরিমান অর্থ আপনার অ্যাকাউন্ট দিবে ।

ইসলামী ব্যাংকে কয়েক ভাবে ডিপোজিট করতে পারেন-
আপনার অ্যাকাউন্ট যে শাখায় রয়েছে সেই শাখায় উপস্থিত হয়ে জমা বই এর মাধ্যমে টাকা জমা দিতে পারেন।
  • ইসলামী ব্যাংক এর অন্য শাখায় গিয়ে ও টাকা ডিপোজিট করতে পারেন সে ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।
  • বাংলাদেশ এর অন্য কোন ব্যাংক থেকে ও ডিপোজিট করতে পারেন।
  • সরাসরি এর মাধ্যমে ও জমা ডিপোজিট করতে পারবেন।
  • ইসলামী ব্যাংক এর এটিএম সুবিধা গুলোর মধ্যে অন্যতম আইডিএম মেশিন। এই মেশিনে খাম এর মাধ্যমে টাকা জমা দেয়া যায়। দুই কর্ম দিবস এর মধ্যে আপনার অ্যাকাউন্ট এ ডিপোজিট হয়ে যাবে।
ইসলামী ব্যাংক এর ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত মুনাফার রেট ফিক্সড নয়। এটি পরিবর্তন যোগ্য ব্যাংক যে অর্থ বছর এ অর্জিত মুনাফা বেশি হয় সে বছর ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডার এর মুনাফার রেট বেশি হয়। যে অর্থ বছর এ অর্জিত মুনাফা কম হয় সে বছর ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডার এর মুনাফার রেট কম হয়।

ইসলামী ব্যাংক লোন

ইসলামী ব্যাংক লোন পদ্ধতি অন্যান্য ব্যাংক এর থেকে কিছুটা আলাদা ফলে এই লোন (ইনভেস্ট) পদ্ধতি নিয়ে অনেকের কাছে অনেক মতভেদ ,এই কারনে ইসলামী ব্যাংক থেকে লোন (ইনভেস্ট) কি ভাবে সহজে পাওয়া যাবে এর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন।

নতুন বাড়ি নির্মাণ, ফ্লাট নির্মাণ, কৃষি, ব্যবসা-বাণিজ্য , শিল্প, দোকান, ইত্যাদি ক্ষেত্রে ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ পেতে পারেন।
বিনিয়গের কিছু খাত সম্পর্কে জানুনঃ

বাই- মুরাবাহাঃ এটি একটি আরবিক শব্দ, একজন ক্রেতা এবং একজন বিক্রেতার মধ্যে একটি চুক্তি। বিক্রেতা কিছু নির্দিষ্ট পণ্য বিক্রি করে ক্রেতার কাছে নগদ অর্থ নেয় এবং নির্দিষ্ট তারিখে নগদ অর্থের একটি পারসেন্টেন্স অনুযায়ী কিস্তি হিসাবে পরিশোধ করতে পারে । এই পণ্য হতে পারে আপনার বাড়ির শেয়ার,আপনার ব্যবসার শেয়ার অথবা যেকোন পণ্য যা বিনিময়ে জমির আইনের অধীনে অনুমোদিত সম্পদ।
  • এই বিনিয়োগে প্রফিট হলে চুক্তি অনুযায়ী প্রফিট বন্টন হবে।
  • এই বিনিয়োগে ক্ষতি হলে সেটি গ্রাহক বহন করবে।
  • প্রতিমাসে,৩ মাসে, বা ৬ মাসে কিস্তিতে নগদ অর্থ প্রফিট সহ পরিশোধ করার সুযোগ আছে।
  • চুক্তির সময়কাল ১-২ বছর।
বাই-মুয়াজ্জালঃ ব্যাংক এবং ক্লায়েন্ট এর মধ্যে চুক্তি, বাকিতে ক্রয় করে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধ করা এই চুক্তিকে মুয়াজ্জাল চুক্তি বলা হয়। ব্যাংক গ্রাহককে সরাসরি অর্থ দেওয়ার পরিবর্তে দ্রব্যমূল্য কিনে দেয়া এবং সেই দ্রব্যমূল্যের সমপরিমাণ টাকা গ্রাহকের থেকে কিস্তিতে নেয়ার বিষয়টি হচ্ছে মুয়াজ্জাল।

বাই-ইস্তিজারারঃ এটি একটি এমন চুক্তি যেখানে একজন ক্রেতা বিভিন্ন কিস্তিতে একক চুক্তির অধীনে কিছু ক্রয় করে চুক্তিটি একটি একক চুক্তি হিসেবে বিবেচিত হবে যেখানে সমস্ত শর্তাবলী চূড়ান্ত করে ব্যাংক কর্তৃক ।
ইস্তিজারার ভিত্তিতে পূর্ব নির্ধারিত পণ্য ক্রয় ও বিক্রয় করতে সরবরাহকারী এবং ক্লায়েন্টদের সাথে ব্যাংক আলাদাভাবে চুক্তিবদ্ধ হয় । চুক্তি বাস্তবায়নে বিনিয়োগ সুরক্ষিত করার জন্য বন্ধ গ্যারান্টি নগদ নিরাপত্তা প্রাপ্ত করাও জায়েজ।

বাই-সালামঃ বাই-সালাম অর্থ অগ্রিম ক্রয়-বিক্রয় । এই প্রক্রিয়া হল একটি বিক্রয় যেখানে একটি নির্দিষ্ট পণ্য অথবা জমি ভবিষ্যতের সময়ে ক্রেতার কাছে সরবরাহ করার জন্য অগ্রিম মূল্যের বিনিময়ে সম্পূর্ণরূপে প্রদান করা হয় । এখানে মূল্য নগদে পরিষদ করলেও পণ্যটি গ্রাহক পরে পায়।

বাই- ইসতিসনাঃ চুক্তি করে উৎপাদন অথবা বিক্রয় পদ্ধতি হলো বাই-ইসতিসনা মূল বিষয়। একজন গ্রাহক যদি বাড়ি নির্মাণ করতে চায় তাহলে সে বাই- ইসতিসনা মাধ্যমে ব্যাংক থেকে বিনিয়োগ পেতে পারে এ ক্ষেত্রে ব্যাংক হবে নির্মাণকারী এবং গ্রাহক হবে বাড়ির মালিক।
এবং এই প্রক্রিয়ায় ব্যাংক যে পরিমাণ অর্থ বাড়িটি নির্মাণ করতে খরচ করেছে গ্রাহক একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিস্তিতে ব্যাংকের সেই পরিমাণ অর্থ পরিশোধ করবে।

বাই- আস-সারফঃবাই- আস-সারফ হল অর্থের বিনিময়ে অর্থের চুক্তি। প্রাচীন যুগে যেমন সোনার বিনিময়ে সোনা, রুপার বিনিময়ে রুপা তেমনি নগদ অর্থের বিনিময়ে নগদ অর্থকে লেনদেন কে বাই- আস-সারফ বিনিয়োগ বলে।

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে ২০২৪

বর্তমানে ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান আহসানুল আলম। তিনি মোহাম্মাদ সাইফুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলে । আহসানুল আলম ইসলামী ব্যাংক এর শেয়ারহোল্ডার পরিচালক।

লেখক এর মন্তব্য

প্রিয় পাঠক, আশা করছি ইসলামী ব্যাংকের সেবা সমূহ, ইসলামী ব্যাংকের সুদের হার কত ও ইসলামি ব্যাংকের র্বতমান অবস্থা সহ ইসলামি ব্যাংকের যাবতীয় সকল বিষয় সম্পকে অবগত হয়েছেন। র্আথিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ইসলামে সুদ হারাম করা হয়েছে অতএব সুদ দেয়া বা নেওয়া থেকে বিরত থাকুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url