মেকআপ আইটেমের নাম - মেকআপ বক্স এর দাম

মেকআপ আইটেমের নাম, মেকআপ বক্স এর দাম জানতে চান? কোন মেকআপ কিনবেন? কেনো কিনবেন? কোন মেকআপ আইটেম ভালো হবে? আপনার প্রশ্ন যদি হয় এমন তাহলে আপনি ঠিক আর্টিকেলটি তে ক্লিক করেছেন। চলুন জেনে নেয়া যাক কিছু মেকআপ আইটেমের নাম ও মেকআপ বক্স এর দাম সহ মেকআপ বিষয়ে যাবতীয় সকল খুঁটিনাটি।
মেকআপ আইটেমের নাম
সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। যেখানে আরো জানতে পারবেন বাচ্চাদের মেকআপ বক্স, নতুন বউয়ের মেকআপ বক্স এবং ন্যাচারাল মেকআপ করার নিয়ম সম্পর্কে।

ভূমিকা

প্রিয় পাঠক, নারী যদি এমনিই সুন্দর হয় তাহলে মেকআপ এর প্রয়োজন পরবে কেন? মেকআপ কি শুধু মেয়ে দের জন্যই প্রয়োজন? বর্তমান যুগের সাথে তাল মেলাতে গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়স এর মানুষ এর জন্য মেকআপ একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই এই মেকআপ বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা আমদের সকলের জন্য বাঞ্ছনীয়।
মেকআপ আইটেমের নাম না জেনে ব্যবহারে যেমন আপনার ত্বক বা শারীরিক ক্ষতি হতে পারে, ঠিক তেমনি মেকআপ বক্স এর দাম না জেনে ক্রয় করে হতে পারে অর্থের ক্ষতি। আসুন জেনে নেই মেকাপের নাম, দাম এবং মেকআপ এর আদ্যোপান্ত।

মেকআপ আইটেমের নাম

প্রিয় পাঠক, একটি গ্ল্যাম লুক পেতে কে না চায় " একটি গ্লাম লুক আপনার পার্সোনালিটি কে করতে পারে মার্জিত আকর্ষণীয়। এই সুন্দর গ্লাম লুক পেতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মেকাপের আইটেম গুলো। কি কি আইটেম ব্যবহার করলে পারফেক্ট গ্লেম লুক পাবেন। এক নজরে দেখে নিন মেকআপ আইটেম এর নাম-
মেকআপ আইটেমের নাম
১. প্রাইমারঃ মেকআপ তালিকার প্রথম উপকরণ টি প্রাইমার। এটি খুবই গুরুত্বপূর্ণ কারন আপনার মুখের ত্বক যদি অতিরিক্ত শুষ্ক বা অতিরিক্ত তৈলাক্ত হয় সে ক্ষেত্রে একটি সুন্দর ফিনিশিং পেতে ত্বক এর ময়েশ্চারাইজার লেভেল ব্যালেন্স করতে প্রাইমার এর বিকল্প নেই। এ ছাড়াও ব্রনের দাগ, চোখের নিচ এর কাল দাগ ঢেকে দীর্ঘ সময় ধরে মেকআপ পারফেক্ট রাখতে প্রাইমার এর জুরি নেই।

প্রিয় পাঠক বেইজ মেকআপ করে নেয়ার আগে ত্বক পরিষ্কার করতে প্রাইমার ব্যাবহার করুন। কিছু বেস্ট প্রাইমার এর নাম এবং দাম সম্পর্কে জানতে মনোযোগ সহকারে পড়ুন।

Smash Box Photo Finish Foundation Primer
এই প্রাইমার টি অয়েল ফ্রি। যাঁদের ত্বক তৈলাক্ত এবং ব্রণ রয়েছে তাদের জন্য একটি বেস্ট অপশন এই প্রাইমার টি। ৬০% পানি রয়েছে প্রাইমার টিতে। এই প্রাইমার টি অনেক বাশি পাতলা হওয়া তে খুব সুন্দর ভাবে ত্বকে সেট হয়ে যায় এবং নিখুত একটি লুক দেয়। এতে রয়েছে সিলিকা যা আপনার ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে দীর্ঘ সময় ধরে। এই প্রাইমার টির দাম বাংলাদেশি টাকায় ১৮৮০ টাকা - ২০০০ টাকা পর্যন্ত হতে পারে।

Colorbar Perfect Match Primer
প্রিয় পাঠক, আপনি যদি বলি রেখা সম্পর্কিত সমস্যার সম্মুখিন হয়ে থাকেন তাহলে এই প্রাইমার টি আপনার জন্য। এই প্রাইমার ব্যাবহার এ বলিরেখা র দাগ দূর হয়ে যায়। প্রাইমার টি সম্পূর্ণ অয়েল ফ্রি।
লম্বা সময় পার্টি কিংবা কোন ট্যুরে এই প্রাইমার টি ব্যাবহার করতে পারেন। এই প্রামাটির বাংলাদেশী মূল্য ১৩৫০ টাকা হতে ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

Maybelline New York Baby Skin Instant Pore Eraser Primer
এই প্রাইমার টি জেল এর মতো। এই প্রাইমার দীর্ঘ সময় এর জন্য ব্যাবহার এর উপযোগী নয়। হালকা মেকআপ করতে এই প্রাইমার ব্যাবহার উপযোগী। তবে দাগ ঢাকতে এই প্রাইমার খুব কার্যকরী। এই প্রাইমারটির বাংলাদেশী মূল্য ৮০০ টাকা- ১০০০ টাকা পর্যন্ত হতে পারে।

Revlon Photoready Color Correcting Primer
এই প্রাইমার টি হালকা তাই ত্বকে একটি ম্যাট এবং সফট লুক দেয়। যাঁদের ত্বকে গর্ত বা বলিরেখা থাকে টা ঢেকে দিয়ে প্রাকৃতিক লুক দিতে সাহায্য করে। এই প্রাইমার মেকআপ ছাড়া ও ব্যাবহার করা যায়। এই প্রাইমারটির বাংলাদেশী মূল্য ২০০০ টাকা- ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

L'Oreal Paris Base Magique Transforming Smoothing Primer
এই প্রাইমার টি তৈলাক্ত ত্বক এর তেল শুষে নেয়। নিখুঁত মেকআপ লুক দেয় । তৈলাক্ত ত্বক থেকে শুরু করে মিশ্র ত্বক এর জন্য বেস্ট একটি প্রাইমার এটি। এই প্রাইমারটির বাংলাদেশী মূল্য ১৭০০ টাকা- ২০০০ টাকা পর্যন্ত হতে পারে।

২. কনসিলারঃ মেকআপ তালিকার দ্বিতীয় উপকরণ টি কনসিলার। কনসিলার ত্বকের টোন অনুযায়ী কিনতে হয় যা খুব গুরুত্বপূর্ণ। মেকআপ এ দাগহীন লুক পেতে কনসিলার এর বিকল্প নেই। চোখ এর নিচ এর ডার্ক সার্কেল, ব্রণ, মেস্তার দাগ সম্পূর্ণ ঢাকতে বেইজ মেকআপে কনসিলার ছাড়া মেকআপ অসম্পূর্ণ। আসুন জেনে নেই কিছু বেস্ট কনসিলারের বিষয়ে-

ঘন ও ভারী কভারেজের হয়ে থাকে কনসিলার। সাধারণত ২ ধরনের কনসিলার ব্যাবহার করা যেতে পারে। একটি কালার কারেক্টিং কনসিলার যা ত্বকের রঙের অসামঞ্জস্যতা ঢাকতে সাহায্য করে।এ ধরনের কনসিলার ক্রিম, স্টিক বা পেন্সিল আকারে পাওয়া যায়। অন্যটি ব্রণ, নাকের পাশের রেডনেস এমনকি মুখের সব ঢাকতে সাহায্য করে। এক এক কনসিলার বিভিন্ন ধরনের কভারেজ দিয়ে থাকে।

L.A. Girl Pro Concealer Classic Ivory
এই কনসিলার টি ৩ টি শেড এ পাওয়া যায়। কিছুটা ম্যাট ফিনিশ লুক দিতে সাহায্য করে থাকে। এই কনসিলার টির প্রাইজ ৫০০- ৬০০ টাকা পর্যন্ত হতে পারে বাংলাদেশে।

IMAGIC Liquid Concealer
ফুল কভারেজের এই কনসিলার টি লিকুইড টেকচার হয়ে থাকে। তৈলাক্ত ত্বক এর জন্যে পারফেক্ট একটি কনসিলার। এই কনসিলার টির প্রাইজ ৩০০- ৫০০ টাকা পর্যন্ত হতে পারে বাংলাদেশে।

PINKFLASH Lasting Matte Concealer
চোখ এর অংশের জন্য সাধারণত পাতলা টেকচার কনসিলার বেশি কার্যকর হয়ে থাকে। এই কনসিলার টির প্রাইজ ২০০- ৫০০ টাকা পর্যন্ত হতে পারে বাংলাদেশে।

৩. ফাউন্ডেশনঃ প্রাইমার এবং কনসিলার দেয়ার সাথে সাথে ফাউন্ডেশন দেয়া একদম ঠিক না। এতে মেকআপ ত্বকে সেট হয় না। মিনিমাম ৫-১০ মিনিট অপেক্ষা করুন প্রাইমার এবং কনসিলার ত্বকে সেট হতে সময় দিতে হবে। আজ কাল ফাউন্ডেশন এর চাহিদা বেশী থাকায় অনেক নকল ফাউন্ডেশন পাওয়া যায় তাই চেষ্টা করুন একটি ব্রান্ড এর ফাউন্ডেশন কিনতে।

ফাউন্ডেশন যদি নকল বা ত্বকের সাথে মিল না হয় তবে ত্বকে নানা ধরনের সমস্যা হতে পারে।ফাউন্ডেশন কিনতে বেশ কিছু শেড থাকে অনেকেই ত্বক এর সাথে সঠিক শেড টি বাছাই করতে পারেন না। শেড ম্যাচ না হলে মেকআপ এর সকল আয়োজন ই বৃথা হয়ে যেতে পারে। এই ফাউন্ডেশন ঠিক মতো ত্বকের সঙ্গে না মিশলে পুরো মেকআপটাই নষ্ট হয়ে যায়।

যেহেতু মেকআপ করা হয় একটু সুন্দর দেখাতে তাই চেষ্টা করুন নিজের ত্বক এর টোন থেকে ১ শেড বেশী লাইট কালার ফাউন্ডেশন নিতে। কিছু বেস্ট ব্রান্ডের ফাউন্ডেশন এর নাম সম্পর্কে জেনে নিন-

W7 12 Hour HD Foundation
এই ফাউন্ডেশন টি ইউজার ফ্রেন্ডলি, এটি সকল স্কিন টাইপ এর জন্য, মিডিয়াম কাভারেজ দিয়ে থাকে। ম্যাট লুক দেয়। এটি একটি ওয়াটার প্রুফ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন টির প্রাইজ বাংলাদেশ এ ৫০০-৬০০ টাকা।

Jordana foundation
ম্যাক্সিমাম ফুল কভারেজ ফাউন্ডেশনটি কাউন্সিলর এবং ফাউন্ডেশন দুটার কাজই করে। ক্রিম লিকুইড এই ফাউন্ডেশন টি অয়েল ফ্রি। এই ফাউন্ডেশন টির প্রাইজ বাংলাদেশ এ ৪০০- ১৬০০ টাকা পর্যন্ত হতে পারে।

Lakmi Foundation
এই ফাউন্ডেশন টি ৬ টি ইউনিক শেড এ পাওয়া যায়। যারা মেকআপ শুরু করে স্কুল বা কলেজ এর আপু দের জন্য বেস্ট একটি ফাউন্ডেশন এটি। এই ফাউন্ডেশন টির প্রাইজ বাংলাদেশ এ ২০০- ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

MAC Studio Fix Fluid Foundation
অয়েল কন্ট্রোল করে প্রাকৃতিক ম্যাট ফিনিশিং লুক এর জন্য বেস্ট একটি ফাউন্ডেশন এটি। প্রোফেসনাল মেকআপ লুক পেতে এই ফাউন্ডেশন এর জুরি নেই । এস পি এফ ১৫, সূর্যের রশ্মি থেকে ইউভি প্রোটেক্টেড একটি ফাউন্ডেশন ওয়াটারপ্রুফ এবং সুয়েট প্রুফ। এই ফাউন্ডেশন টির প্রাইজ বাংলাদেশ এ ৩৫০০- ৪০০০ টাকা পর্যন্ত হতে পারে।

৪. আইশ্যাডোঃ প্রাইমার, কনসিলার ও ফাউন্ডেশনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টি হচ্ছে আইশ্যাডো। বর্তমানে জনপ্রিয় কিছু চোখ মেকআপ স্মোকি আই, ব্রাইডাল লুক, গ্রেডিয়েন্ট লুক, মডেল লুকের মতো বিভিন্ন ধরনের লুকের জন্য আইশ্যাডো কৌশল ব্যবহার করা হয়। এর জন্য দরকার ভালো আই শ্যাডো প্যালেট।

পিগমেন্টেশন খুব হাই-কোয়ালিটি এ ধরনের শ্যাডো প্যালাট বাছায় করার চেষ্টা করুন। ব্রাইডাল লুক বা সেলিব্রেটি লুকের জন্য গ্লিটার সংযুক্ত আই শ্যাডো ব্যবহার করে চোখের মেকআপ কে আরো হাইলাইট করা যায়। কিছু শ্যাডো প্যালাট এর নাম বিউটি গেজেট, আই ম্যাজিক, হুদা বিউটি, গিয়ামি মালতী প্যালাট। একটি ভাল মান এর শ্যাডো প্যালাট এর দাম ৫০০-২০০০ পর্যন্ত হতে পারে সাইজ অনুযায়ী দাম নির্ভর করে।

৫. আইলাইনারঃ আইলাইনার এর ব্যাবহার অনেক জনপ্রিয়। চোখের মূল আকর্ষণ আইলাইনার কে ঘিরে। এটি বিভিন্ন টেকচার এ পাওয়া যায়। যেমন লিকুইড, গেল, সাইন পেন ইত্যাদি। একটি ভালো আইলাইনার বাছায় করতে হয় স্মাজ প্রুফ ও লং লাস্টিং দেখে কিছু ভাল আইলাইনার এর নাম-
  • Imagic water proof gel eyeliner pen
  • flormer midnight matte eyeliner
  • W7 liqued eyeliner pot
  • Lakmi insta-liner water resistant eyeliner.
মিনিমাম ২০০ টাকা হতে ৮০০ টাকার মধ্যে একটি ভাল মান এর আইলাইনার পেয়ে যাবেন।

৬.সেটিং পাউডারঃ ফাউন্ডেশন ব্যাবহারের পর অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সেটিং পাউডার অবশ্যই ব্যাবহার করা দরকার। কমপ্যাক্ট পাউডার, লুজ পাউডার, বানানা পাউডার ইত্যাদি ফাউন্ডেশন এর পর ব্যাবহার করা হয় মেকআপ কে লং লাস্টিং করতে। একটি ভাল মানের সেটিং পাউডার এর দাম ৫০০-১৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

৭.ব্লাশনঃ বাংলাদেশে পাউডার, লিকুইড, ক্রিম ব্লাশন ব্যাবহার এর প্রচলন সবচেয়ে বেশি। সাধারণত মুখের আকার এর উপর নির্ভর করে ব্লাশন ব্যাবহার করা উচিত। একটু ডার্ক ত্বকে গাঢ় ব্লাশন ব্যাবহার করতে হবে।

৮. হাইলাইটারঃ প্রিয় পাঠক, আরও বেশি গর্জিয়াস লুক পেতে হাইলাইটার ব্যাবহার করা যেতে পারে যা একান্ত নির্ভর করে আপনার লুক আপনি কত টা গর্জিয়াস বা সিম্পল করতে চান তার উপর। একটা নিখুঁত লুক পেতে হাইলাইটার ব্যাবহার করা অনেক টা কার্যকর। এ ক্ষেত্রে সুপার সিল্কি পিগমেন্ট হাইলাইটার ব্যাবহার করা যেতে পারে যার মূল্য ১০০০-৪০০০ পর্যন্ত হতে পারে।

মেকআপ বক্স এর দাম

বর্তমানে সেরা কিছু মেকআপ বক্স এর দাম-
  • কসমেটিক অর্গানাইজার অয়েল ফ্রি কিট - ২২০০ টাকা।
  •  ল্যাকমি মেকআপ বক্স কিট - ৬০০ টাকা।
  • মরফী মেকআপ বক্স কিট - ১০০০ টাকা।
  • বিবি বিউটি কিস টাচ মেকআপ বক্স - ৩৫০ টাকা।
  • ফ্যাশন ব্রান্ড মেকআপ বক্স - ৩৫০ টাকা
  • নেকেড সেভেন কিস টাচ মেকআপ বক্স - ৩৫০ টাকা।
  • অলিভ মেকআপ বক্স - ৪৫০ টাকা।
  • কালার স্প্রিট মেকআপ বক্স - ৮০০ টাকা।

বাচ্চাদের মেকআপ বক্স

প্রিয় পাঠক, আপনার সোনামনির বয়স যদি হয় ৩ বছর তাহলে তাকে সাজিয়ে তুলতে পারবেন মেকআপ এর ছোঁয়ায়। কিন্তু যে কোন পণ্য ব্যাবহার করার আগে অবশ্যই গুনাগুণ বিচার করে ব্যাবহার করা অবশ্যই প্রয়োজনীয়। বাংলাদেশে নিরাপদ শিশু মেকআপ কিট নিয়ে এসেছে বায়োজিন কিডস ফ্রেন্ডলি মেক আপ গিফট বক্স- টুটু হাউস।

এটি একটি ইউরোপিয়ান ব্রান্ড ভাইপেরা এর প্রডাক্ট। এটি আপনার শিশুর ত্বক এর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে শিশু দের মেকআপ না করাই ভাল।

নতুন বউ এর মেকআপ বক্স

বিয়ের শপিং এ হাজার টা কেনা কাটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেকআপ বক্স লাল টুক টুক বউ সাজতে মেকআপ বক্স এর বিকল্প নেই। আসুন জেনে নেই কিছু ব্রাইডাল মেকআপ বক্স সম্পর্কে-
  • কালার ব্রড আই শ্যাডো ৪ পার্ট - ৬৫০ টাকা।
  • বিউটি গেজেট আই শ্যাডো ৩ পার্ট - ৭৫০ টাকা।
  • নেকেড ৪ মেকআপ বক্স কিস টাচ কোম্পানির - ১৫০০ টাকা।
  • বিবি সিমার মেকআপ বক্স - ১৫০০ টাকা।
  • মিস রোজ মেকআপ বক্স - ১৬০০ টাকা।
  • টাইলামি ব্রান্ড মেকাআপ বক্স - ২০০০ টাকা।

ন্যাচারাল মেকআপ করার নিয়ম

বিশ্বজুড়েই এখন নুড মেকআপ বা হালকা সাজের চল যা একটি এলিগেন্ট লুক দেবে। একটি প্রাকৃতিক চেহারা, ত্রুটিহীন ভ্রু, স্পটলেস স্কিন টোন কে না চায়? বর্তমানে সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মেয়েরা ন্যাচারাল মেকআপ করে থাকেন। মুখের আকৃতি আকর্ষণীয় করতে সাধারণত মেকআপ করে থাকে।
ন্যাচারাল মেকআপ করার নিয়ম
মেকআপে গ্লোয়িং ও লং লাস্টিং ন্যাচারাল লুক এর কদর দেশ বিদেশ এর সেলিব্রেটিরা ও করে থাকেন।বিশ্বজুড়েই এখন নুড মেকআপ বা হালকা সাজের চল। ন্যাচারাল লুক এর আসল রহস্য মেকআপ শুরু করার আগে ত্বক ভাল ভাবে পরিষ্কার করে নেয়া। ফেস ওয়াস দিয়ে মুখ ধোয়ার পর হাইড্রেটিং শিট মাস্ক ব্যাবহার করুন এতে ত্বক পরিষ্কার হবে এক্সট্রা গ্লো করবে সাথে মেকআপ ব্লেন্ড হবে।

সিরাম বা ময়েশ্চারাইজার ব্যাবহার করা যেতে পারে। প্রাইমার, কনসিলার এবং ফাউন্ডেশন স্কিন টোন বিবেচনা করে ব্যাবহার করুন। হালকা হাইলাইটার এবং সব শেষে লং-লাস্টিং মেকআপ স্প্রে ব্যাবহার করুন। পুরুষদের তুলনায়, নারীদের নিজেদের প্রকাশ করার জন্য গ্রহণযোগ্যতা অনেক বেশি। প্রিয়জন এর কাছে মনোযোগ পেতে নারীরা মেকআপ করে।

লেককের মন্তব্য: মেকআপ আইটেমের নাম ও মেকআপ বক্স এর দাম

প্রিয় পাঠক, নারী প্রাকৃতিক ভাবে সুন্দর হয় তবে নিজেকে পারিপার্শ্বিক ভাবে তাল মিলাতে এবং নিজেকে আকর্ষণীয় করে তুলতে নারীরা মেকআপ ব্যবহার করে থাকেন। তবে মেকআপ ব্যবহার করার ক্ষেত্রে মেকআপ আইটেমের নাম, মেকআপ বক্স এর দাম জেনে ব্যবহার করা উচিত। মেকআপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যাতে আপনার ত্বকে কোন পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দেয়।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url