স্বপ্ন সুপার শপ মেম্বারশিপ - স্বপ্ন আউটলেট সর্ম্পকে বিস্তারিত
স্বপ্ন সুপার শপ মেম্বারশিপ সর্ম্পকে জানতে র্আটিকেলটিতে ক্লিক করেছেন। আমি আপনাদের জানাবো স্বপ্ন সুপার শপ মেম্বারশিপ নাম্বার, স্বপ্ন আউটলেট ও স্বপ্ন সুপার শপ সর্ম্পকে আপনার সকল অজানা তথ্য সর্ম্পকে।
স্বপ্ন সুপার শপের শ্লোগান- কষ্টের টাকায় শ্রেষ্ট বাজার। যেখানে আপনি বিভিন্ন অফার সহ ডিসকাউন্ট মূল্যে বাজার করতে পারবেন।
ভূমিকা
বাংলাদেশের রিটেইল চেইন সুপার শপ গুলোর মধ্যে স্বপ্ন সুপার শপ অন্যতম। ২০০৮ সাল থেকে শুরু করে র্বতমান সময় র্পযন্ত সর্ম্পন বাংলাদেশ জুরে সুগৌরবের সাথে তাদের সেবা প্রদান করছে। স্বপ্ন এসিআই লজিস্টিক লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। যার র্বতমান আউটলেট সংখ্যা ৩৫৪ টি এবং কিছু প্রস্তাবিত রয়েছে। আরো জানতে সর্ম্পূন র্আটিকেলটি পড়ুন।
স্বপ্ন সুপার শপ মেম্বারশিপ - Shwapno membership card
স্বপ্নতে যেমন কষ্টের টাকায় শ্রেষ্ট বাজার করা যায় ঠিক তেমনি এখানে বিভিন্ন অফারসহ নানা ধরনের সেবা বিনামূল্যে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম স্বপ্ন সুপার শপ মেম্বারশিপ নাম্বার। স্বপ্ন সুপার শপ মেম্বারশিপ সেবা ২ ধরনের হয়ে থাকে-
- ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মেম্বারশিপ নাম্বার।
- পয়েন্ট যুক্ত মেম্বারশিপ নাম্বার।
ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মেম্বারশিপ নাম্বার: স্বপ্ন সুপার শপ র্কতৃপক্ষ কিছু নিদিষ্ট র্শত সাপেক্ষে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মেম্বারশিপ নাম্বার দিয়ে থাকে। যেখানে ১% থেকে শুরু করে ৮% বা তার বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে। যা আপনার ক্রয়কৃত বাজার থেকে আপনার প্রাপ্য পার্সেন্টেজ অনুযায়ী সমপরিমাণ টাকা কম রাখা হয় এবং তা আপনি সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুন: ইসলামি ব্যাংক নাম্বার সর্ম্পকে
পয়েন্ট যুক্ত মেম্বারশিপ নাম্বার: পয়েন্টযুক্ত মেম্বারশিপ নাম্বার স্বপ্নে প্রত্যেকটি গ্রাহকের জন্য উন্মুক্ত। যেখানে আপনি ১০০ টাকা বা তার বেশি বাজার করলে প্রতি ১০০ টাকায় ১ পয়েন্ট করে আপনার মেম্বারশিপ নাম্বারে যুক্ত হবে।
এভাবে পয়েন্ট যোগ হতে হতে যখন ১০০ পয়েন্ট বা তার বেশি হবে, তখন আপনি পয়েন্ট গুলো খরচ করতে পারবেন। তবে র্সবনিম্ন ১০০ পয়েন্ট ভাঙ্গাতে পারবেন। এর কম হলে তা ভাঙ্গাতে পারবেন না। সর্ম্পন বাংলাদেশের যেখানে থেকে বাজার করুন না কেনো আপনি আপনার মেম্বারশিপ নাম্বারে পয়েন্ট যুক্ত করতে পারবেন।
কিন্তু পয়েন্ট ভাঙ্গাতে হলে আপনার মেম্বারশিপ নাম্বার স্বপ্নের যে আউটলেটের অন্তর্ভুক্ত ঠিক সে আউটলেট থেকেই ভাঙাতে পারবেন। যেখানে ১০০ পয়েন্টের বিপরীতে ৭৫ টাকার বিনামূল্যে বাজার করতে পারবেন।
স্বপ্ন সুপার শপ হেড অফিস
স্বপ্ন সুপার শপ হেড অফিস: লেভেল ৮, নোভা টাওয়ার, ২৭০ তেজগাঁও আই/এ, ঢাকা ১২০৮, বাংলাদেশ।
Shwapno membership Card registration - Shwapno membership sms
- এসএমএস এর মাধ্যমে
- আউটলেটের কর্তৃপক্ষের মাধ্যমে
প্রথমত আপনার মোবাইলের এসএমএস অপশনে যেতে হবে , ম্যাসেজ অপশনে টাইপ করতে হবে SWP একটি স্পেস দিয়ে আপনি যে আউটলেটের অধীনে মেম্বারশিপ নাম্বার খুলতে চাচ্ছেন সেই আউটলেট এর কোড যেমন R008 তারপর একটি স্পেস দিয়ে আপনার ফুল নাম তারপরে স্পেস দিয়ে আপনার ঠিকানা এবং সেন্ড করতে হবে ২৬৯৬৯ নাম্বারে।
আউটলেটের কর্তৃপক্ষের মাধ্যমে যে ভাবে স্বপ্ন মেম্বারশীপ রেজিস্ট্রেশন করবেন:
যে আউটলেটে মেম্বারশিপ নিতে চান সেই আউটেলেটের রিলেশনশীপ ম্যানেজারের নিকট আপনার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা দিলে কতৃপক্ষ ৭ দিনের সময় নিবেন। ৭ দিনের মধ্যে আপনার মেম্বারশিপ নাম্বার রেজিস্ট্রেশন হয়ে যাবে।
স্বপ্ন সুপার শপ সম্পর্কে তথ্য
রিটেইল চেইন সুপার শপ গুলোর মধ্যে স্বপ্ন সুপার শপ বাংলাদেশের অন্যতম। স্বপ্ন সুপার শপ তাদের যাত্রা শুরু করে ২০০৮ সালে। এসিআই লজিস্টিক লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন। সর্ম্পূন বাংলাদেশ জুরে তাদের আউটলেট সংখ্যা ৩৫৪ টি। সব থেকে বেশি আউটলেট সংখ্যা ঢাকাতে। সকাল ৭ টা থেকে রাত ১০ টা র্পযন্ত তাদের সকল আউটলেট খেলা থাকে।
সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটিতে ও তাদের সকল আউটলেটগুলো যথা নিয়মে খোলা থাকে। স্বপ্ন সুপার শপে মাছ, মাংস থেকে শুরু করে র্পাসোনাল কেয়ার, খেলনা ও উপহার সামগ্রী, পোশাক আইটেম, বেবি কেয়ার, বেভারেজ সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম, প্যাকেট জাত খাদ্য, শিশু খাদ্য, ফল ও কাঁচা বাজারের সমস্ত পণ্য স্বপ্ন সুপারশপে পাওয়া যায়।
স্বপ্ন আউটলেট - Shwapno Outlet Code
সমস্ত বাংলাদেশ জুরে স্বপ্ন সুপার শপের আউটলেট রয়েছে ৩৫৪ টি এবং কিছু প্রস্তাবিত রয়েছে। যা খুব জলদি সচল হবে। চলুন জেনে নেই স্বপ্ন সুপার শপ আউটলেট নাম ও বাংলাদেশের ৬৪ জেলার কোন কোন স্থানে অবস্থিত এবং ঠিকানা-
আউটলেট কোড - আউটলেটের নাম - ঠিকানা
F070 মাসদাইর, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ
D014 মিশনপাড়া,নবাব সলিমুল্লাহ রোড, নারায়ণগঞ্জ
F004 ময়মনসিংহ, সাহেব আলী রোড, কায়েস টাওয়ার, নোটুনবাজার, ময়মনসিংহ
F116 গাংগিনার পাড়, নুরজাহান কমপ্লেক্স, কোতোয়ালি, ময়মনসিংহ
F002 জামালপুর, বকুলতয়াল রোড, জামালপুর সদর, জামালপুর
F024 টাঙ্গাইল, রহিমা কমপ্লেক্স, জেলা সদর রোড আকুর টাকুর, টাঙ্গাইল।
F096 টাঙ্গাইল, প্রধান সড়ক কলেজ পাড়া, টাঙ্গাইল, টাঙ্গাইল, টাঙ্গাইল।
F155 টাঙ্গাইল মির্জাপুর
F105 নরসিংদী
C012 ব্রাহ্মণবাড়িয়া মালেক খয়ের প্লাজা
F125 ঠাকুরগাঁও,জমজম টাওয়ার
F133 নাটোর , মকবুল প্লাজা, ঢাকা রোড, কানাইখালী, নাটোর।
F113 বরিশাল বগুড়া রোড, কবি জীবনানন্দ দাস সরক শীতলাখোলা মোড়, বরিশাল সদর, বরিশাল।
F001 বরিশাল এন. হোসেন ভবন, শহীদ নজরুল ইসলাম সরক, পুলিশ লাইন রোড বরিশাল।
F110 গোপালগঞ্জ, কলেজ রোড, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
F123 যশোর,রেল রোড, শেখ রাসেল চত্বর, কোতয়ালী, যশোর।
F095 কুষ্টিয়া, আরএ খান রোড, থানাপাড়া, সাপলা চত্বর, কুষ্টিয়া।
F128 নবাবগঞ্জ, বাগমারা, ফাতেমা প্লাজা, ঢাকা রোড, বাগমারা বাজার, নবাবগঞ্জ, ঢাকা।
F129 দৌলতপুর, আপার যশোর রোড, দৌলতপুর, খুলনা।
F093 ফরিদপুর,আব্দুল করিম মিয়া সরক, ফরিদপুর সদর, ফরিদপুর।
F097 রংপুর শ্যামলী, টোলা মসজিদ সংলগ্ন, কোতোয়ালী, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর।
F099 মানিকগঞ্জ, চাঁদনী রয়েল টাওয়ার, শহীদ রফিক সরক, মানিকগঞ্জ।
R008 বগুড়া ,পুুলিশ প্লাজা, বগুড়া সাতমাথা, বগুড়া।
F131 দিনাজপুর গণেশটোলা, পর্ণনাথপুর, আধুনিক মোড়, গণেশতলা, দিনাজপুর সদর, দিনাজপুর।
F102 আশুগঞ্জ, বি.বাড়িয়া, শরীয়তনগর, আশুগঞ্জ বাজার রোড, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
F127 বাজিতপুর কিশোরগঞ্জ, জহিরুল ইসলাম রোড, বাজিতপুর, কিশোরগঞ্জ।
C014 হালিশহর-2 স্বপ্ন, বাদুরতলা, আদর্শ সদর, ছোটোরা, কুমিল্লা।
D017 পশ্চিম কাফরুল স্বপ্ন, প্যালোলিক মল্লিক প্লাজা, ঢাকা।
D090 ধানমন্ডি 9 স্বপ্ন, বে পার্ক হাইটস, ধানমন্ডি, ঢাকা।
D091 মিরপুর 12,হাজী কুজরাত আলী মোল্লা সুপার মার্কেট, মিরপুর-12, ঢাকা।
F033 পূর্ব শেওড়াপাড়া স্বপন, মিরপুর, ঢাকা।
F088 হাজীগঞ্জ, চাঁদপুর স্বপ্ন, হাজীগঞ্জ বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর।
F091 সিরাজগঞ্জ শহীদ সারওয়ার্দী রোড স্বপ্ন, শহীদ সারওয়ার্দী রোড, সিরাজগঞ্জ।
F092 নোয়াখালী মাইজদী স্বপ্ন, আব্দুল মালেক উকিল সরক, গুপ্তানকো, নোয়াখালী সদর।
F104 ভৈরব বাস স্ট্যান্ড স্বপ্ন, কমলপুর, কিশোরগঞ্জ রোড, ভৈরব, কিশোরগঞ্জ।
F117 আরমানিটোলা স্বপ্ন, বাবু বাজার, লালবাগ।
F135 চরপাড়া ময়মনসিংহ স্বপ্ন, চরপাড়া, কোতোয়ালি, ময়মনসিংহ।
F136 দক্ষিণ সস্তাপুর স্বপ্ন, দক্ষিণ সস্তাপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
F139 সিদ্দিরগঞ্জ স্বপ্ন, মৌচাক সড়ক, পূর্ব সাহেব পাড়া, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
F140 নড়াইল স্বপ্ন, ভাউখালী, নড়াইল যশোর রোড, নড়াইল, নড়াইল।
F143 ছাতক, সিলেট স্বপ্ন, মন্ডুলিভোগ, মোহিনী, ছাতক, সুনামগঞ্জ।
F146 জামগোরা স্বপ্ন, খাদিজা বেগম শপিং কমপ্লেক্স, জামগোড়া, আশুলিয়া, সাভার, ঢাকা।
F148 ঈশ্বরদী স্বপ্ন, সাহাপুর, রূপপুর নোটুন হাট মোড়, ঈশ্বরদী, পাবনা।
F150 মুন্সিগনজ স্বপ্ন, রহীক করিম টাওয়ার, বাগমামুধলী, সদর হাসপাতাল রোড, মুন্সীগঞ্জ।
F156 নরসিংদী মাধবদী বাজার স্বপ্ন, আতিফ টাওয়ার, দক্ষিণ বিরামপুর, মাধবদী বাজার, নরসিংদী।
F158 খুলনা সোনাডাঙ্গা স্বপ্ন, মজিদ সরণি, সোনাডাঙ্গা আর/এ (১মগলি) সোনাডাঙ্গা, খুলনা
F159 সিলেট গোয়ালাবাজার স্বপ্ন, হাজী নাসিব উল্লাহ মার্কেট, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলেট
F160 মিরপুর আহমেদনগর স্বপ্ন, আহমেদনগর, পাইকপাড়া, মিরপুর-১, মিরপুর, ঢাকা
F161 ভালুকা স্বপ্ন, ভালুকা পাঁচ রাস্টার মোড়, ভালুকা, ময়মনসিংহ
F162 উত্তরখান মাজার চৌরাস্তা স্বপ্ন, জামান টাওয়ার, উত্তরখান, ঢাকা
F163 ময়মনসিংহ ত্রিশাল স্বপ্ন, তরফদার মফিজুল ইসলাম মার্কেট, ত্রিশাল, ময়মনসিংহ
F164 মাটিকাটা স্বপ্ন, মাটিকাটা রোড, ঢাকা সেনানিবাস, ঢাকা
F165 লাকসাম স্বপ্ন, দৌলতগঞ্জ বাজার, চৌদ্দগ্রাম রোড, লাকসাম, কুমিল্লা
F166 সিলেট বিশ্বনাথ স্বপ্ন, বনফুল, পুরান বাজার বিশ্বনাথ, সিলেট
F167 নারায়ণগঞ্জ বন্দর স্বপ্ন, আমিন আর/এ, বন্দর, নারায়ণগঞ্জ
F168 শেরপুর স্বপ্ন, খরমপুর মোড়, শফিকউদ্দিন সরক, শেরপুর
F169 ইস্টার্ন হাউজিং, মিরপুর স্বপ্ন, মিরপুর হাউজিং এস্টেট, মিরপুর, ঢাকা
F170 বালুরচর, সিরাজদিখান স্বপ্ন, হাজী হোসেন আলী শপিং সেন্টার, বালুরচর বাজার, মুন্সীগঞ্জ
F172 বনশ্রী ই ব্লক স্বপ্ন, বনশ্রী, রামপুরা, ঢাকা
F173 আশুলিয়া স্বপ্ন, প্রধান সড়ক আশুলিয়া, ঢাকা
F174 কুষ্টিয়া ভেড়ামারা স্বপ্ন, কাচারীপাড়া হাই রোড, ভেড়ামারা, কুষ্টিয়া
F175 গাজীপুর চৌরাস্তা স্বপ্ন, চান্দোনা চৌরাস্তা গাজীপুর, গাজীপুর
F176 নারায়ণগঞ্জ দেবভোগ স্বপ্ন, পশ্চিম দেবভোগ, নাগবাড়ির মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ
F177 কিশোরগঞ্জ স্টেশন রোড স্বপ্ন, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ
F178 মিশন রোড, চাঁদপুর স্বপ্ন, হিরোশিমা কমপ্লেক্স, চাঁদপুর
F179 টাঙ্গাইল সাবালিয়া স্বপ্ন, সাবালিয়া, টাঙ্গাইল
F180 মোহাম্মদপুর বসিলা স্বপ্ন,বসিলা সিটি, মোহাম্মদপুর, ঢাকা
D021 - বনানী-১
D061 - বনানী-২
C013 - কুমিল্লা-২
D076 - গুলশান-২
D062 - গুলশান-১
D004 - নাখালপাড়া
D031 - গুলশান-2
F010 - উত্তরা-১০
F015 - উত্তরা-9
D079 আশকোনা
D003 উত্তরা-6
F082 দক্ষিণখান
D016 উত্তরা 11
D058 উত্তরা-03
F027 প্রেমবাগান
F048 কাওলা
F147 রানাভোলা
D046 - লেকসিটি আউটলেট
D023 - নিকুঞ্জ-২
D084 - বসুন্ধরা
F122 নতুন বাজার
D007 গ্রীন রোড
D075 ধানমন্ডি-২৭
D074 জিগাটোলা আউটলেট
F012 কাঠাল বাগান আউটলেট
D059 মনিপুরী পাড়া আউটলেট
D064 পান্থপথ (নতুন)
D034 শাহজাহান রোড
D067 ঢাকা হাউজিং
D068 কাদেরাবাদ হাউজিং
D086 মোহাম্মদপুর আউটলেট
F011 আদাবর(শেখেরটেক)
F021 তাজমহল আউটলেট
F023 শ্যামলী আউটলেট
F044 জিগাতলা আউটলেট
F062 ট্যানারি মোড় আউটলেট
F089 মোহাম্মদিয়া হাউজিং
F109 হাজারীবাগ
F134 ঢাকা উদ্যান আউটলেট
F130 পশ্চিম কাজীপাড়া
F050 মিরপুর-10
F056 মিরপুর-12
D070 মিরপুর-১
D065 মিরপুর-6
F085 উত্তর কাজীপাড়া
F118 মিরপুর-২
F075 পশ্চিম শেওড়াপাড়া
F068 কচুক্ষেত
D072 মিরপুর-১১
D071 মিরপুর-10
F124 পশ্চিম শেওড়াপাড়া
D055 মিরপুর-12
D089 মিরপুর বড়বাগ
D056 কাজীপাড়া-2
F144 মিরপুর-১৪
F126 মিরপুর কালশী
F040 মাজাররোড
F073 অরবিট গলি
F032 পিরেরবাগ
F038 উত্তর টোলারবাগ
F064 শিয়ালবাড়ী রূপনগর
F009 গুলশান লিংক রোড
D088 সাতেরকুল
F065 উত্তর বাড্ডা থানা রোড
F060 আদর্শ নাগর
D081 মেরুল বাড্ডা
D012 উত্তর বনশ্রী
D019 খিলগাঁও
D049 উত্তর বনশ্রী
D051 বসাবো-২
D080 মুগদা
F013 বনশ্রী
F017 মধুবাগ
F039 হাজীপাড়া
F046 তিলপাপাড়া
F054 বুদ্ধ মন্দির
F078 আনসার এইচ/কিউ, খিলগাঁও
F111 নিউ ইস্কাটন
F112 দক্ষিণ বনশ্রী
F121 আফতাবনগর
D006 মালিবাগ
D054 মোহননগর
D045 আজিমপুর
F022 ধোলাইখাল
F051 গেন্ডারিয়া
D083 গোলাপবাগ
D060 গোপীবাগ টিকাতলী
D078 হাসনাবাদ
D041 Jat-2
F108 লালবাগ রোড
F098 লালবাগ এপেক্স
F132 কোনপরা ডেমরা
F086 নারিন্দা
F138 চুনকুটিয়া
F138 চুনকুটিয়া
F141 দোহার
D011 নাজিমুদ্দিন
D011 নাজিমুদ্দিন
D063 - নতুন ওয়ারী
D002 পোস্তগোলা
D002 পোস্তগোলা
F067 সোনিরক্রাহ
D053 দক্ষিণ কাজলা
D018 সূত্রাপুর
S008 আম্বরখানা
F071 কুমারপাড়া
S001 উপশহর, সিলেট
S002 শিবগঞ্জ, সিলেট
S003 পাঠানটুলা, সিলেট
F083 গোলাপগঞ্জ, সিলেট
F115 হবিগঞ্জ
F114 শ্রীমঙ্গল, মৌলভী বাজার
S007 বিয়ানীবাজার সিটি সেন্টার, সিলেট
F107 CTG চান্দগাঁও, চট্টগ্রাম
F100 CTG আগ্রাবাদ, চট্টগ্রাম
C001 গোলপাহাড়, চট্টগ্রাম
C009 হালিশহর, চট্টগ্রাম
C011 কুমিল্লা-1
F003 ফেনী
F077 মাওনা, গাজীপুর
F090 সফিপুর, গাজীপুর
F094 মাস্টারবাড়ি, ভালুকা,ময়মনসিংহ
F103 কোনাবাড়ী, গাজীপুর
F119 মেম্বারবাড়ি,গাজীপুর
F120 বাইপাল, ঢাকা
F151 আউচপাড়া,গাজীপুর
F145 কাশিমপুর, গাজীপুর
D047 জয়দেবপুর, গাজীপুর।
F034 ভৈরব, কিশোরগঞ্জ
F053 জয়দেবপুর,গাজীপুর
F072 রওসান সরক, গাজীপুর
F074 কলেজ রোড, গাজীপুর
F079 শিমুলতলী, গাজীপুর
F081 বোর্ড বাজার, গাজীপুর
F101 বনমালা রোড, গাজীপুর
F152 কাপাসিয়া আউটলেট
F142 উত্তর খাপাড়া,গাজীপুর।
F007 সাতাইশ, টঙ্গী, গাজীপুর
F016 মধুমিতা রোড, টঙ্গী, গাজীপুর
D024 টঙ্গী,গাজীপুর
F149 সাভার, পল্লী বিদুৎ
F087 সাভার নিউ মার্কেট, ঢাকা
F137 সাভার থানা, ঢাকা
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক, আশা করছি স্বপ্ন সুপার শপ মেম্বারশিপ, স্বপ্ন আউটলেট কোড সহ স্বপ্ন সুপার শপ বিষয়ে যাবতীয় সকল বিষয় বুঝতে পেরেছেন। কেনাকাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। পণ্য দাম বিষয়ে অবগত থাকুন। কোন চাটুকার বিজ্ঞাপন বা প্রচারে প্রলোভিত হওয়া থেকে বিরত থাকুন।এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url