সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সর্ম্পকে বিস্তারিত

সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম আমাদের অনেকেরই অজানা। আমি সর্ম্পূন র্আটিকেল জুরে সেলফিনের খুটিনাটি সমস্ত বিষয়ে আলোচনা করেছি। যেখানে জানতে পারবেন সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম, সেলফিন থেকে টাকা উত্তোলনসহ আরো অন্যান্য বিষয়।সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়মসুতরাং সর্ম্পূন র্আটিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। আশা করছি সেলফিন নিয়ে যত সংশয় রয়েছে সব কিছু পরিষ্কার হয়ে যাবেন।

ভূমিকা

প্রিয় পাঠক র্বতমান সময়ে আমাদের প্রায় সবারই ইসলামি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে।আমরা খুব কম সংখ্যক গ্রহক রয়েছি যারা সেলফিন অ্যাপ বা এর ব্যবহার সর্ম্পকে অবগত। যেখানে সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম, র্সেলফিন থেকে টাকা উত্তোলন, আক্যাউন্ট নিবন্ধন, ডিলিটসহ সমস্ত কিছু চলুন জেনে নেই।

সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

ইসলামি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর যত মাধ্যম রয়েছে তার মধ্যে সব থেকে সহজ উপায় হলো সেলফিন ব্যাবহার করে অন্য ব্যাংকে টাকা পাঠানো। নিচের ধাপগুলো অনুসরন করুন জানতে পারবেন সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সর্ম্পকে-

প্রথমত আপনার ফোনে থাকা সেলফিন অ্যাপসটি ওপেন করুন।
৬ সংখ্যার পিন দিয়ে লগইন চেপে অ্যাপসে প্রবেশ করুন।
ফান্ড ট্রান্সফার সিলেক্ট করুন।
এমন একটা ইন্টারফেস আসবে এখানে Other Bank এ ক্লিক করুন।
এখানে আপনি দুইভাবে টাকা পাঠাতে পারবেন যার একটি ইএফটি অন্যটি এনপিএসবি। এনপিএসবি সিলেক্ট করুন। এই ধাপে-
কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেটি সিলেক্ট করুন। যার কাছে টাকা পাঠাবেন তার নাম লেখুন। যে নাম্বারে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন। কত টাকা পাঠাবেন সে এমনটি লিখুন। একটি পেমেন্ট রেফারেন্স দিন এবং সর্বশেষ আপনার সেলফিন পিন নাম্বারটি দিয়ে কনর্ফাম করুন।
যেখানে ১০ টাকা র্চাজ করার মাধ্যমে আপনার টাকা পাঠানো সফল হয়েছে।

র্সেলফিন থেকে টাকা উত্তোলন

আপনার কার্ড টি কি হারিয়ে গিয়েছে? চেক বই তো পকেটে নেয়া সম্ভব নয় তাই না?
এমন সময় সম্পূর্ণ নিরাপদ ভাবে অ্যাকাউন্ট এর টাকা উত্তোলন করতে পারবেন তাও আবার অতিরিক্ত কোন চার্জ ছাড়া।
  • এটিএম বুথ থেকে
  • ইসলামী ব্যাংক এর যে কোন এজেন্ট আউটলেট থেকে।
  • ইসলামী ব্যাংক এর শাখা থেকেও।
বুথ ব্যাবহার করে টাকা উত্তোলন এর প্রসেস জানতে বিস্তারিত নিচে দেখুন।
প্রথমত আপনার চেলফিন অ্যাকাউন্ট এ লগইন হয়ে ক্যাশআউট অপশন এ ক্লিক করুন।এটিএম থেকে টাকা উত্তলন করতে এটিএম অপশন ক্লিক করুন। টাকার পরিমান ৫০০ এর গুনিতক হিসাবে পরিমান নিরধারন করুন, আপনার লগ ইন পিন দিয়ে একটি টোকেন জেনারেট করুন পরবর্তীতে এই টোকেনটি বুথে ব্যবহার করতে হবে।
এই টোকেনটির মেয়াদ ৩০ মিনিট থাকে ৩০ মিনিট সময়ের মধ্যে আপনাকে বুথে যেতে হবে বুথে ক্যাশ আউট অপশনে ক্লিক করুন সেলফিন সিলেক্ট করুন আপনার সংখ্যার ফোন নাম্বারটি প্রেস করুন এবার আপনার টোকেনটি সাবমিট করুন আপনার ফোনে একটি ওটিপি মেসেজ আসবে ওটিপি বসিয়ে টাকার পরিমাণ বসিয়ে আপনার সেলফি লগইন তিনটি প্রেস করার সাথে সাথে আপনি বুট থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

সেলফিন একাউন্ট ডিলিট

অ্যাকাউন্ট ডিজেবল করতে ১৬২৫৯ এ কল করে আপনার সেল্ফিন একাউন্টের রেজিস্ট্রেশন টি ক্যান্সেল করতে পারেন এবং অ্যাপসটি আনইন্সটল করে দিতে পারেন যদি সেলফির অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিংক করা থাকে সে ক্ষেত্রে ১৬২৫৯ এ কল করে এজেন্টকে বলবেন আপনার ব্যাংক একাউন্টে সেলফি অ্যাকাউন্টের সাথে লিংকআপ ক্যান্সেল করে দিতে। এবং অ্যাপ টি ইনঅ্যাকটিভ স্ট্যাটাস করে নিবেন। আনইনস্টল করে দিলেই অ্যাপ টি বন্ধ হয়ে যাবে।

সেলফিনের সুবিধা - সেলফিন চার্জ

চার্জ নিয়েই যত মাথা ব্যথা, এত এত সুবিধা আর চার্জ থাকবে না তাই কি হয়? চলুন দেখে নেই সেলফিন এর সকল চার্জ ও সুবিধা সম্পর্কে
  • সেলফিন এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট এর টাকা চেক করা সম্পূর্ণ ফ্রি ।
  • ইসলামী ব্যাংক এর অ্যাকাউন্ট এবং কার্ড থেকে সেলফিন এ অ্যাড মানি করা সম্পূর্ণ ফ্রি।
  • ইসলামী ব্যাংক এর খিদমাহ কার্ড থেকে অ্যাড মানি করতে ০.৭%+ ভ্যাট।
  • ইসলামী ব্যাংক সাড়া অন্য ব্যাংক এর অ্যাকাউন্ট অথবা কার্ড থেকে অ্যাড মানি করতে পার ট্রানজেকশনে ২% চার্জ।
  • ইসলামী ব্যাংক এর অন্য একটি ওয়ালেট অ্যাপ এম ক্যাশ থেকে অ্যাড মানি তে পার ট্রানজেকশনে ১% চার্জ।
  • সেলফিন টু সেলফিন সম্পূর্ণ ফ্রি ।
  • সেলফিন অ্যাপ ব্যাবহার করে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এ ৫ টাকা চার্জ।
  • ফান্ড ট্রান্সফার NPSB ১০ টাকা।(অন্য ব্যাংকে)
  • ফান্ড ট্রান্সফার EFT ১০ টাকা।(অন্য ব্যাংকে)
  • শুধু মাত্র ইসলামী ব্যাংক এর বুথ থেকে টাকা উত্তোলন, রেমিটেন্স গ্রহণ, পেমেন্ট ট্রানজেকশন সম্পূর্ণ ফ্রি।
  • ক্যাশ বাই কোড ১ টাকা প্রতি ১০০০ টাকা লেনদেনে।
  • বিদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
  • অনেক প্রবাসী গ্রাহকরা রয়েছেন যারা দেশ এর বাহিরে অবস্থান কালীন দেশ এ একটি বিশ্বস্ত অ্যাকাউন্ট খুলতে চান ইসলামী ব্যাংকে ।
  • অ্যাকাউন্ট খুলতে যে ফর্ম প্রয়োজন তা আপনি ইসলামী ব্যাংক এর অফিসিয়াল ওয়েব সাইটে পেয়ে জাবেন। ফর্ম টি পূরণ করে সাক্ষর করে PDF আপনার পরিবারের সদস্য যেমন- বাবা, মা, স্বামী অথবা স্ত্রীর মাধ্যমে যে শাখা তে অ্যাকাউন্ট খুলতে চান সেই শাখায় জমা দিন সেক্ষেত্রে প্রয়োজন হবে
  • আপনার পূরণ করা নির্ভুল ফরমটি ।
  • আপনার ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি।
  • নমিনীর ২ কপি ছবি ও এনআইডি কার্ড এর ফটোকপি।
  • পাবলিক নোটারি অথবা নটারাইজ করা কিংবা দূতাবাস দ্বারা প্রত্যয়িত করে নিন।
  • যোগাযোগ এর মাধ্যম , আয়ের উৎস, বাক্তিগত বিবরণ ।
  • জমা দেয়ার পর ৭২ কর্ম ঘণ্টা অপেক্ষা করুন। অ্যাকাউন্ট টি ওপেন হয়ে যাবে শাখার মাধ্যমে।
অন্যথায় যে সব প্রবাসী ভাই সৌদি, ওমান, সিঙ্গাপুর, বাহারাইন অবস্থান করছেন তাদের জন্য
এজেন্ট এর মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ ভাবে অ্যাকাউন্ট খোলা যায় ।

সেলফিন অ্যাপ ডাউনলোড

ইসলামী ব্যাংক এর সফল একটি ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম সেলফিন। অ্যাপ টি বিনা মূল্যে পাওয়া যাচ্ছে প্লে স্টোরে বর্তমানে অ্যাপটি ১০ হাজার+ দেশি-বিদেশি গ্রাহক ব্যাবহার করছে। শুধু মাত্র অ্যান্ড্রয়েড ফোনে, অ্যাপলে অ্যাপ টি ব্যাবহার করা যাচ্ছে। যেভাবে অ্যাপটি ডাউনলোড করবেন-
প্রথমত প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে হবে।
র্সাচ বারে সেলফিন লেখে র্সাচ করে নিন।
এবার ইন্সটল বাটনে চেপে ইন্সটল করে নিন।

সেলফিন কার্ড

সেলফিন কার্ডটি ভার্চুয়াল কার্ড নামে পরিচিত। একাউন্টের এগেনস্টে থাকা ভিসা গেটওয়ে তে ব্যবহারযোগ্য ডেবিট কার্ডের মতই ভার্চুয়াল কার্ড টি কাজ করে। এই ভার্চুয়াল কার্ডে থাকে-
  • ১৬ সংখ্যার কার্ড নাম্বার।
  • তিন সংখ্যার সিভিভি কোড।
  • এক্সপায়ার ডেট।
যা ব্যবহার করে বাংলাদেশের যেকোনো ই-কমার্স সাইটে এস এস এল গেট ওয়েতে অনলাইন ট্রানজেকশন করতে পারবেন যেমনঃ বিকাশ, নগদ, রকেট, কার্ডটি ব্যবহার করে ট্রানজেকশন করতে পারবেন এবং অনলাইন শপিং মল যেমনঃ দারাজ বা যেই সাইটে ডেবিট কার্ড সাপোর্ট করে সেই সব জায়গায় এই ভার্চুয়াল কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন।তবে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন এই কার্ড ব্যবহার করা সম্ভব নয়।

সেলফিন ডায়াল কোড

সেলফিন অ্যাপ এর কোনো ডায়াল কোড নেই। একমাত্র অ্যাপস ব্যবহার করেই লেনদেন এবং যাবতীয় কাজ করা যায়।

সেলফিন নাম্বার পরিবর্তন

সেলফিন অ্যাপস থেকে সেলফিন নাম্বার পরির্বতন করা যায় না। এজন্য আপনাকে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের যোগাযোগের মাধ্যমে সেলফির নাম্বার পরিবর্তন করতে হবে।

সেলফিন নিবন্ধন - সেলফিন রেজিস্ট্রেশন

সেলফিন নিবন্ধন করার জন্য নিচে দেওয়া ধাপগুলো অনুসরন করুন-
আপনার ফোনে ডাউনলোড করা সেলফিন অ্যাপসটি ওপেন করে নিন।

ওপেন করার পর এই রকম একটি ইন্টারফেজ দেখতে পারবেন। এখান থেকে রেজিষ্টার বাটনে চাপ দিন।
এরপর রেজিষ্টার র্ফম থেকে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করুন। আর যদি বাংলাদেশ না হয়ে অন্য কোন দেশ হয় তা হলে অ্যাবরোড সিলেক্ট করুন।

উইথ থেকে যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিষ্টার করতে চান তাহলে ন্যাশনাল আইডি সিলেক্ট করুন অন্যথায় যদি ব্যাংক অ্যাকাউন্ড নাম্বার দিয়ে রেজিষ্টার করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ড সিলেক্ট করুন।
সিলেক্ট করলে পরের ধাপে নিয়ে যাবে এবং এইরকম একটি পেজ দেখতে পারবেন। এখান থেকে সিম অপারেটর সিলেক্ট করুন, আপনার মোবাইল নাম্বারটি দিন এবং ৬ সংখ্যার একটি পিন দিয়ে রেজিষ্টার বাটনে চাপ দিন।

আপনার দেয়া মোবাইল নাম্বারে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে, সেটি যথাস্থানে বসিয়ে সাবমিট করুন।
পরের ধাপে আপনার এনআইডি র্কাডের ছবি চাইবে ন্যাশনাল আইপি ফন্ট চেপে আইডি র্কাডের সামনের অংশের এবং ব্যাক চেপে আইডি র্কাডের পিছনের অংশের ছবি দিয়ে কনর্ফাম আপলোডে চাপ দিন।

এনআইডি র্কাড আপলোড হলে আপনার যাবতীয় সকল ইনফরমেশন দেখাবে। এখানে শুধু আপনার র্বতমান ঠিকানা দিয়ে, লিঙ্গ সিলেক্ট করুন এবং আপনি কোন পেশায় নিয়োজিত সেটি সিলেক্ট করে নেষ্টে চাপ দিন।

এই পেজে আপনাকে একটি ছবি তুলতে হবে। ওপেন ক্যামেরাতে চাপ দিয়ে ছবি তুলুন। ছবি তোলার সময় অবশ্যই চোখের পাতা ফেলবেন। ছবি তোলা সর্ম্পন হলে কনর্ফাম আপলোডে ক্লিক করুন।

আপনার নাম, ইমেইল এবং একটি রিফার ফোন নাম্বার দিয়ে নেষ্টে ক্লিক করুন।
আপনার সেলফিন অ্যাকাউন্টটি খোলা সঠিক ভাবে সর্ম্পন হয়েছে।

ইসলামী ব্যাংক সেলফিন কি

সেলফিন হলো ইসলামি ব্যাংকের ডিজিটাল ট্রানজেকশন অ্যাপস। যার মাধ্যমে ইসলামি ব্যাংকের গ্রাহকরা ঘরে বসে টাকা আদান-প্রদান এবং ব্যাংকিং বিষয়ে সকল কাজ করতে পারেন।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আশা করছি সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম, সেলফিন থেকে টাকা উত্তোলনসহ সেলফিন বিষয়ে সকল যাবতীয় বিষয় বুঝতে পেরেছেন। র্আথিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। নিজের পিন নম্বর সুরক্ষিত রাখুন। অপরিচিত কোন ব্যক্তি আপনার ফোনে আসা ওটিপি নাম্বার চাইলে তা দেয়া থেকে বিরত থাকুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url