ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf এবং ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন ও সমাধান জানতে চেয়ে আর্টিকেলটি পড়ছেন। এই প্রশ্ন ও সমাধান গুলো আপনার মৌখিক পরিক্ষার পাশাপাশি লিখিত পরিক্ষাতে ও সাহায্য করবে। নিম্নে উল্লেখিত প্রশ্নগুলোর সমাধান করলে সহজেই মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন।
ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf
অতএব সমস্ত আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন যেখানে ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf এবং ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেয়ে থাকবেন।

ভূমিকা

বৈধভাবে গাড়ি চালনা করতে আমাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। তবে ড্রাইভিং লাইসেন্স পেতে তিন ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরিক্ষার মতই সমান গুরুত্বর্পূূণ মৌখিক পরিক্ষা। সেজন্য ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf গুলো আমাদের আয়ত্তে থাকা জরুরী। যা ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার জন্য ফলপ্রদ হবে।

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf

প্রশ্ন-১. BRTA, BRTC,CNG, LPG, TDC, BDC এর পূর্ণরূপ কি?
BRTA- Bangladesh Road Transport Authority.

BRTC- Bangladesh Road Transport Corporation.

CNG- Compressed Natural Gas.

LPG- Liquefied Petroleum Gas.

TDC- Top Dead Center.

BDC- Bottom Dead Center.
প্রশ্ন-২. মিনিটে কতবার লুকিং গ্লাস দেখতে হয়?
৬ থেকে ৮ বার

প্রশ্ন-৩. কোন কোন জায়গায় হর্ন বাজানো নিষেধ?
নীরব এলাকায় হর্ন বাজানো নিষেধ।
হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত বা অনুরোধ প্রতিষ্ঠানসমূহের চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নিরব এলাকা হিসেবে চিহ্নিত।

প্রশ্ন-৪. স্পার্ক প্লাগ কোথায় থাকে?
স্পার্ক প্লাগ পেট্রল ইঞ্জিনিয়ার সিলিন্ডার হেডে।

প্রশ্ন-৫. মোটরযান কাকে বলে
মোটরযান আইনে, মোটরযান হলো কোন যন্ত্র চালিত যান, যার চালিকাশক্তি বাহিরের বা ভেতরে কোন উৎস হতে সরবরাহ হয়ে থাকে।
প্রশ্ন-৬. ক্লাচের কাজ কি?
  • গাড়ির গতি কমবেশি করা।
  • ইঞ্জিন ও গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা।
  • গাড়িকে নিউট্রল করা।
প্রশ্ন-৭. মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে কি করা বা লাগানো উচিত?
মরিচা পরিস্কার করার পর টার্মিনালে গ্রীজ লাগানো উচিত।

প্রশ্ন-৮. ইঞ্জিন অয়েল বা মোবাইল এর পরিমাণ কিসের সাহায্যে পরীক্ষা করা হয়?
ইঞ্জিন অয়েল বা মবেলের পরিমাণ ডিপিস্টিকের সাহায্যে পরীক্ষা করা হয়।

প্রশ্ন-৯. ক্লাচের কাজ কি?
ইঞ্জিনের বেগ শক্তিকে গিয়ার বক্সে প্রেরণ করা এবং বিচ্ছিন্ন করায় ক্লাচের কাজ।

প্রশ্ন-১০. ক্লাচে কখন চাপ দিতে হয়?
  • বিয়ের পরিবর্তন করার সময়।
  • ব্রেক করার সময় যদি গাড়ি থেমে যেতে চায় বা থামতে হয়।
প্রশ্ন-১১. লুব অয়েল (মবিল) কোথায় দিতে হয়?
ইঞ্জিনের উপরের অংশে হেড কভার বা ট্যাপেট কভারের নির্ধারিত পোর্টে ক্যাপ খুলে মবিল দিতে হয়।
প্রশ্ন-১২. নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত?
নিয়মিত ব্যাটারির পানি লেভেল পরীক্ষা করা উচিত।

প্রশ্ন-১৩. স্পার্ক প্লাগের কাজ কি?
স্পার্ক প্লাগ ইলেকট্রিক স্পার্ক সৃষ্টি করে।

প্রশ্ন-১৪. কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে?
মৃগী রোগী, উদ্মাদ বা পাগল, রাতকানা রোগী, কুষ্ঠ রোগী, হৃদরোগী, অতিরিক্ত মধ্যপায়ী ব্যক্তি, বধির ব্যক্তি এবং বাহবা পা চলাচল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এমন ব্যক্তি।

প্রশ্ন-১৫. কোন কোন গাড়িকে ওভারটেক করার সুযোগ দিতে হবে?
যে গাড়ির গতি বেশি, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরী সার্ভিস, ভিআইপি গাড়ি কে ওভারটেক করার সুযোগ দিতে হবে।

প্রশ্ন-১৬. পেট্রল ইঞ্জিনের কম্প্রেশন প্রেসার ও তাপমাত্রা কত থাকে?
  • কম্প্রেশন প্রেসার ৬-১০ kgf/cm2 এবং 
  • তাপমাত্রা ২৫০-৩০০ ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্ন-১৭. পেট্রোল ইঞ্জিনের র্স্পাক ভোল্টেজ কত?
১০০০০-২৫০০০ ভোল্টেজ।

প্রশ্ন-১৮. ডিজেল ইঞ্জিনের সংকোচন ও তাপমাত্রা কত?
  • সংকোচন চাপ- ৩০-৪০ kgf/cm2
  • সংকোচন তাপমাত্রা- ৬৫০-৮০০ ডিগ্রি সেলসিয়াস।

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন

প্রশ্ন-১৯. ট্যাপেট ক্লিয়ারেন্স কেন রাখা হয়?
ইঞ্জিন চলাকালীন সময়ে তাপে বর্ধিত ভাল্ব স্টিমের জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয় তাই ট্যাপেট ক্লিয়ারেন্স রাখা হয়।

প্রশ্ন-২০. সুপার চার্জার এর কাজ কি?
ইঞ্জিনের আয়তনের দক্ষতা বৃদ্ধির জন্য বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে বাতাস বা বাতাস ও জ্বালানির মিশ্রণ প্রবেশ করানোর জন্য সুপার চার্জার ব্যবহার করা হয়।

প্রশ্ন-২১. স্পার্ক প্লাগ এর গ্যাপ কত হয়ে থাকে?
.৫-১.২ মিলিমিটার।

প্রশ্ন-২২. কার্বোটরের কাজ কি?
সঠিক পরিমাণে বাতাস জ্বালানি মিশ্রণ করা এবং মিশ্রণে পরিমাণ হার।

প্রশ্ন-২৩. পিস্টনের কাজ কি?
একটি ইঞ্জিনে কম্পাস চেম্বারে উৎপাদিত শক্তিকে রোপণ করে সিলিন্ডারের ভিতরে উঠানামা করে। পরে ওই শক্তিকে কানেক্টরের মাধ্যমে ট্রামশেপ্ট সরবরাহ করে।

প্রশ্ন-২৪. ইন্ডাক্টরের কাজ কি?
ইনটেক্টর জ্বালানি কে সূক্ষ্ম কণায় পরিণত করে দহন পরিপষ্টে স্প্রে করে।

প্রশ্ন-২৫. ইগ্নেশন অয়েল এর কাজ কি?
ব্যাটারি লো ভোল্টেজ বিদ্যুৎ কে হাই ভোল্টেজে পরিণত করে। যা র্স্পাক প্লাগ গ্যাপ লাফ দিয়ে অতিক্রম করার সময় অগ্নিস্ফিত প্রদান করে।

প্রশ্ন-২৬. গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে?
গাড়ির রাস্তার বাম পাশ দিয়ে চলবে। যে রাস্তায় একাধিক লেন থাকবে, বাম পাশে ধীর গতিতে চলবে ডান পাশে দ্রুতগতির গাড়ি চলবে।

প্রশ্ন-২৭. গাড়িতে কি কি লাইট থাকে?
  • হেডলাইট।
  • পার্ক লাইট।
  • ব্রেক লাইট।
  • রিভার্স লাইট।
  • ইন্ডিকেটর লাইট।
  • ফ্ক লাইট ।
  • নাম্বার প্লেটলাইট।
প্রশ্ন-২৮. কখন বাম দিক থেকে ওভারটেক করা যাবে?
যখন সামনে থাকা গাড়ি চালক ডানদিকে মোড় নেয়ার ইচ্ছায়, যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবে। তখনই পিছনের গাড়ি চালক বামদিকে ওভারটেক করবে।

প্রশ্ন-২৯. গাড়ির গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কিভাবে সংকেত দিবে?
চালক তার ডান হাত গাড়ির জানালা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে ওপর নিচে ওঠানামা করবে।

প্রশ্ন-৩০. লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার ও কি কি?
লেভেল ক্রসিং বা রেল ক্রসিং দুই প্রকার- (ক) রক্ষিত রেল ক্রসিং। (খ) অরক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার হীন রেল ক্রসিং।

প্রশ্ন-৩১. রক্ষিত ক্রসিং এ চালকের কর্তব্য কি?
গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। যদি রাস্তা বন্ধ থাকে তাহলে গাড়ি থামাতে হবে। যদি খোলা থাকে তাহলে ডানে-বামে ভালোভাবে দেখে অতিক্রম করতে হবে।

প্রশ্ন-৩২. অরক্ষিত ক্রসিং এ চালকের কর্তব্য কি?
গাড়ির গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে এগোতে হবে। প্রয়োজনে লেভেল ক্রসিংয়ের নিকট গাড়ি থামাতে হবে এরপর ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে।

প্রশ্ন-৩৩. কুলিং সিস্টেম কাকে বলে?
যে পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনের অপসারণ করে, ইঞ্জিনকে কার্যকরী তাপমাত্রায় রাখা হয় তাকে কুলিং সিস্টেম বলে।

প্রশ্ন-৩৪. কুলিং সিস্টেম কত প্রকার ও কি কি?
কুলিং সিস্টেম দুই প্রকার-(ক) ওয়াটার কুলিং সিস্টেম। (খ) এয়ার কুলিং সিস্টেম।

প্রশ্ন-৩৫. কোন গাড়ির সামনেও পিছনে L লেখা থাকলে কি বুঝায়?
ড্রাইভিং শিক্ষানিবেশের গাড়ির সামনেও পিছনে L লেখা থাকবে। এ গাড়ি থেকে সাবধান থাকতে হবে।

প্রশ্ন-৩৬. সাধারণত গাড়ি কত কিলোমিটার চলার পরে এয়ার ফিল্টার পরিবর্তন করতে হয়?
গাড়ি ৮৪৫০০ কিলোমিটার চলার পর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হয়।

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষা

প্রশ্ন-৩৭. গাড়ি কত কিলোমিটার চলার পর ফুয়েল ফিল্টার পরিবর্তন করতে হয়?
গাড়ি ১৯০০০ কিলোমিটার চলার পর ফুয়েল ফিল্টার পরিবর্তন করতে হয়।

প্রশ্ন-৩৮. গাড়ি কত কিলোমিটার চলার পর ওয়েল ফিল্টার পরিবর্তন করতে হয়?
৬৪০০ কিলোমিটার চলার পর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হয়। উল্লেখ্য যে, যে সমস্ত যানবাহন ধীরগতিতে অর্থাৎ টাউন সার্ভিস, সে সকল গাড়ি ১৬০০ কিলোমিটার চলার পর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হয়।

প্রশ্ন-৩৯. ইগনিশন সিস্টেম বলতে কি বুঝায়?
পেট্রো ইঞ্জিনে যে পদ্ধতিতে কমপ্রেশন চেম্বারে সংকুচিত বাতাস ও জ্বালানির মিশ্রণে ইলেকট্রিক স্পার্ক ঘটিয়ে প্রচলন করা হয় তাকে ইগ্নেশন সিস্টেম বলে।

প্রশ্ন-৪০. সাসপেনশন সিস্টেম কি বা কাকে বলে?
গাড়ির কাঠামো, গঠন ও ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতি ঝুলন্ত অবস্থায় রাখাকে সাসপেনশন সিস্টেম বলে।

প্রশ্ন-৪১. পাবলিক সার্ভিস মোটরযান কাকে বলে?
যে মোটর যান ভাড়ার বিনিময়ে যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয় তাকে পাবলিক সার্ভিস মোটরযান বলে। ভাড়ায় চলিত বাস মিনিবাস ট্যাক্সি ক্যাপ ইত্যাদি।

প্রশ্ন-৪২. প্রাইভেট সার্ভিস মোটরযান কাকে বলে?
ড্রাইভার ব্যতীত আটজনের বেশি যাত্রী বহনের উপযোগী যে মোটরযান মালিকের পক্ষে তার ব্যবসা সম্পর্কিত কাজে এবং বিনা হারায় যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয় তাকে প্রাইভেট সার্ভিস মোটরযান বলে।

প্রশ্ন-৪৩. রেডিয়েটরে কি থাকে?
পানি।

প্রশ্ন-৪৪. পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত?
২১ বছর

প্রশ্ন-৪৫. পাকা ও ভালো রাস্তায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত?
৩০ কিলোমিটার।

প্রশ্ন-৪৬. একনাগাড়ে কত ঘন্টা গাড়ি চালানোর অনুমতি আছে?
পাঁচ ঘন্টা।

প্রশ্ন-৪৭. পি সাইন দ্বারা কি বুঝায়?
পার্কিং এর স্থান।

প্রশ্ন-৪৮. ট্রাফিক সাইন কত প্রকার?
তিন প্রকার।

প্রশ্ন-৪৯. ইয়ার ক্লিনারের কাজ কি?
বাতাস পরিষ্কার করা।

প্রশ্ন-৫০. গাড়িতে কত ভোল্টেজের ব্যাটারি থাকে?
6 ভোল্ট এবং 12 ভোল্ট।

প্রশ্ন-৫১. এয়ার ফিল্টার এর কাজ কি?
বাতাস পরিষ্কার করা।

প্রশ্ন-৫২. চেসিস এর কাজ কি?
গাড়ির বডিকে ধরে রাখা।

প্রশ্ন-৫৩. ফগ লাইট কখন ব্যবহার করতে হয়?
কুয়াশাচ্ছন্ন রাস্তায়।

প্রশ্ন-৫৪. টুলবক্সে কি কি থাকে?
হাইড্রোলিক জ্যাক, হুইল রেঞ্জ, স্ক্রু ড্রাইভার।

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন ২০২৪

প্রশ্ন-৫৫. গাড়িতে ব্যবহৃত ব্যাটারির ইলেকট্রোলাইট এর লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে?
ডিসটিল্ড ওয়াটার।

প্রশ্ন-৫৬. ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?
ব্যাটারীতে।

প্রশ্ন-৫৭. গিয়ার পরিবর্তনের সময় অবশ্য করণীয় কি?
ক্লাচ ধরতে হবে।

প্রশ্ন-৫৮. ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?
এয়ার লক (ডিজেল), ভ্যাপার লক(পেট্রেল)।

প্রশ্ন-৫৯. কুলিং ফ্যানের কাজ কি?
রেডিয়েটরের ভিতর দিয়ে বাতাস প্রবাহিত করা এবং গরম পানি ঠান্ডা করা।

প্রশ্ন-৬০. টেম্পারেচার মিটার ইঞ্জিনের কি নির্দেশনা দেয়?
ইঞ্জিনের তাপমাত্রা (র্কাযকারী)।

প্রশ্ন-৬১. র্স্পাক প্লাগ কোথায় ব্যবহার করতে হয়?
ইঞ্জিন হেডে এবং পেট্রেল ইঞ্জিনের সিলিন্ডার হেডে।

প্রশ্ন-৬২. সাইলেন্সারের কাজ কি?
গাড়ির শব্দ নিয়ন্ত্রন করা।

প্রশ্ন-৬৩. লাল বৃত্তে ৫০ কি.মি লেখা থাকলে গাড়ির র্সবোচ্চ গতি কত রাখা যাবে?
৫০ কিলোমিটার/ ঘন্টা।

প্রশ্ন-৬৪. ইঞ্জিনের কয়েকটি যন্ত্রাংশের নাম বলুন?
রকার র্আম, এয়ার ক্লিনার, ইনটেক-এগজাস্ট,মিনিফোল্ড ক্রাংক।

প্রশ্ন-৬৫. কখন লুবওয়েল পরির্বতন করতে হয়?
সাধারণত লুব অয়েলের ঘনত্ব কমে গেলে (২৫০০-৩০০০ কি.মি)বোঝাই, ব্রেক জ্যাম হলে।

প্রশ্ন-৬৬. বাধ্যতামূলক না বোধক চিহ্ন থাকে?
লাল বৃত্তে।

প্রশ্ন-৬৭. অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার র্সবনিম্ন বয়স কত?
১৮ বছর।

প্রশ্ন-৬৮. ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক ওয়েল লেভেল কম থাকলে কী হতে পারে?
ব্রেক ফেল হতে পারে।

প্রশ্ন-৬৯. ডান দিকের লেন ব্যবহার করবে কোন গাড়ি?
অ্যাম্বুলেন্স।

প্রশ্ন-৭০. লাল বৃত্তে সাইন কি র্নিদেশনা প্রর্দশন করে?
অবশ্য পালনীয়।

প্রশ্ন-৭১. গাড়ির ব্যাটারিতে নিয়মিত কি চেক করতে হয়?
পানির লেভেল ও এসিড লেভেল।

প্রশ্ন-৭২. কোথায় ওভারটেকিং নিষেধ?
সরু রাস্তায়, ব্রীজের উপর, ওভার টেকিং স্থানে।

প্রশ্ন-৭৩. রোড সাইনের প্রকার কি কি?
বাধ্যতামূলক, সর্তকতামূলক. তথ্যমূলক।

প্রশ্ন-৭৪. নীল বৃত্তে ৪০ কি.মি লিখার র্অথ কি?
গাড়ির র্সবনিম্ন গতি ৪০ কি.মি।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, উপরিউক্ত আলোচনায় ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf, ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন এবং ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার যাবতীয় সকল বিষয়ে অবগত হয়েছেন। আশা করছিে আলোচিত বিষয়গুলো থেকে উপকৃত হবেন। যা আপনার ড্রাইভিং লাইসেন্স এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটি মাধ্যম হতে পারে।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url