জিমেইল অ্যাকাউন্ট লগ ইন - জিমেইল আইডি কিভাবে খুলবো

জিমেইল অ্যাকাউন্ট লগইন ছাড়া আপনার ফোন অচল। আমারা সকলেই সচরাচর এমন সমস্যা মুখোমুখি হই যে, কিভাবে জিমেইল আইডি খুলবো? কিভাবে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করবো? কিভাবে জিমেইল আইডি পাসওয়ার্ড বের করবো ইত্যাদি আরো নানা বিষয়ে যা খুব সহজেই সমাধান করা সম্ভব।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইন
পুরো আর্টিকেল জুড়ে জানতে পারবেন জিমেইল অ্যাকাউন্ট লগ ইন সহ জিমেইল বিষয়ে যত জল্পনা কল্পনা রয়েছে।

ভূমিকা

জিমেইল হলো গুগোলের একটি পরিসেবা। যার মাধ্যমে ইমেইল আদান প্রদান সহ ব্যবহারকারিদের বিভিন্ন সুবিধা ও সুরক্ষা প্রদান করে। যেখানে সর্ম্পন বিনামূল্যে ইমেইল আদান-প্রদান ও সংরক্ষণ করা যায়। অ্যামাজন বনকে যেমন পৃথিবীর ফুসফুস বলা হয় ঠিক তেমনি একটি ফোন বা কম্পিউটারের ফুসফুস হলো জিমেইল।

জিমেইল অ্যাকাউন্ট লগ ইন

আমরা সকলেই সাধারনত ফোন বা কম্পিউটারে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে থাকি। জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমি যে বিষয় গুলো দেখবো তা অনুসরন করুন আশা করছি ‍ কোন সমস্যা ছাড়া জিমেইলে লগ ইন হতে পারবেন।
কম্পিউটার বা ল্যাপটপে জিমেইল লগইন-

আপানার কম্পিউটারে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।

র্সাচ বারে www.gmail.com লিখুন।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইনআপনার জিমেইল অ্যাড্রেসটি দিয়ে Next এ চাপ দিন।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইনআপনার জিমেইল পাসওর্য়াডটি দিয়ে Next এ চাপ দিন।
আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন সর্ম্পন হয়েছে।

ফোন বা মোবাইলে জিমেইল লগইন-

প্রথমে আপনার ফোনের জিমেইল অ্যালিকেশনটি ওপেন করুন।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইন
ওপেন করার পর New In Gmail লেখা আসবে সেখানে GOT IT এ চাপ দিন।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইন
তারপর Add An Email Address এ চাপ দিন।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইন
Set up email থেকে Google সিলেক্ট করুন।

আপনার ফোনে যদি লক দেয়া থাকে সেক্ষেত্রে লকটি খুলে ভেরিফাই করুন।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইন
আপনার জিমেইল অ্যাড্রেস বা ফোন নাম্বরটি দিয়ে Next এ চাপ দিন।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইন
আপনার জিমেইল পাসওর্য়াডটি দিয়ে Next এ চাপ দিন।
জিমেইল অ্যাকাউন্ট লগ ইন
I agree তে ক্লিক করে পরের পেজে MORE চেপে Accept করে দিন।

লগইন হওয়ার পর TAKE ME TO GMAIL এ চাপ দিন।

আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন সর্ম্পন হয়েছে।

জিমেইল আইডি কিভাবে খুলবো - নতুন জিমেইল একাউন্ট খুলব - নিউ জিমেইল অ্যাকাউন্ট

আমাদের অনেকেই জানিনা কিভাবে সঠিক নিয়ম মেনে জিমেইল আইডি খুলতে হয় চলুন জেনে নেয়া যাক-

প্রথমত আপানার কম্পিউটারে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন।


র্সাচ বারে create gmail account লিখুন।
জিমেইল আইডি কিভাবে খুলবো
Create a Gmail account এ ক্লিক করুন।
জিমেইল আইডি কিভাবে খুলবো
নিজের জন্য হলে For myself এ ক্লিক করুন অথবা ব্যাবসার জন্য হলে To manage a business সিলেক্ট করুন।
জিমেইল আইডি কিভাবে খুলবো
নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে নেক্সট বাটনে চাপ দিন।
জিমেইল আইডি কিভাবে খুলবো
আপনার জন্ম তারিখ টি সঠিকভাবে পূরণ করুন এবং লিঙ্গ নির্ণয় পড়ে নেক্সটে ক্লিক করুন।
নতুন জিমেইল একাউন্ট খুলব - নিউ জিমেইল অ্যাকাউন্ট

আপনার জিমেইল এড্রেস নির্বাচন করুন এক্ষেত্রে কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন।
নতুন জিমেইল একাউন্ট খুলব - নিউ জিমেইল অ্যাকাউন্ট
আপনি কি শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করে নেক্সটে ক্লিক করুন।
নতুন জিমেইল একাউন্ট খুলব - নিউ জিমেইল অ্যাকাউন্ট
একটি ফোন নম্বর ব্যবহার করে আপনার জিমেইলটি ভেরিফাইড করে নিন। তার জন্য আপনার ফোনে ছয় সংখ্যার একটি গোপন নাম্বার যাবে যেখানে নির্দিষ্ট স্থানে দিয়ে নেক্সটে ক্লিক করুন।

I agree তে ক্লিক করে এগিয়ে যান।

আপানার জিমেইল আইডি সঠিক নিয়মে খোলা সর্ম্পন হয়েছে।

আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি

অনেক সময় আমরা আমাদের যে জিমেইল রয়েছে তার ইমেইল ভুলে যায় অথবা দীর্ঘ সময় ধরে ব্যবহার না করার ফলে আমাদের সেটি একদমই মনে থাকে না। চলুন জেনে নিয়ে আমরা আমাদের ভুলে যাওয়া জিমেইল একাউন্টটি কিভাবে ফিরে পেতে পারি-
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
প্রথমে আমরা আমাদের ফোন বা কম্পিউটারের কিছু ব্রাউজার ওপেন করে সার্চবারে সাইন ইন জিমেইল লিখে সার্চ করলে প্রথমে যে লিংক আসবে সেটাতে ক্লিক করব।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
তারপরে এমন একটি ইন্ট্রোফেস আসবে সেখান থেকে ফরগেট ইমেইল সিলেক্ট করব।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
আমরা যেহেতু আমাদের জিমেইল আইডিটি জানিনা বা ভুলে গেছি সে ক্ষেত্রে আমরা এখানে আমাদের ফোন নম্বরটি ইনপুট করে নেক্সটে ক্লিক করব।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
তারপর আমরা এখানে আমাদের নামের প্রথম অংশ এবং শেষ অংশটুকু দিয়ে নেক্সটে ক্লিক করব।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
কনফার্মেশন এর জন্য আপনার ফোনে একটি এসএমএস এর মাধ্যমে ওটিপি কোড যাবে। কোডটি বসিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার এই ফোন নাম্বার দিয়ে ঠিক কতটি জিমেইল খোলা আছে সেটি দেখাবে। আমার এখানে একটি জিমেইল দেখাচ্ছে আপনারদের ক্ষেত্রে যদি একাধিক জিমেইল খোলা থাকে সেক্ষেত্রে একাধিক জিমেইল দেখাবে। আপনার যে জিমেইলটি প্রয়োজন সেটিতে ক্লিক করে এগিয়ে যান।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
আপনার যে জিমেইলটি প্রয়োজন সেটাতে ক্লিক করার পর একটি পাসওয়ার্ড এর অপশন আসবে। আপনি যেহেতু আপনার পাসওয়ার্ডটি জানেন না সে ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
ফরগেট পাসওয়ার্ডটি ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি আপনার পাসওয়ার্ডটি আপলোড করতে পারবেন বা নতুন একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন সেক্ষেত্রে আপডেট পাসওয়ার্ড এ ক্লিক করুন। আর যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে না চান সেক্ষেত্রে কন্টিনিউ এ ক্লিক করুন।
আমার জিমেইল একাউন্ট ভুলে গেছি
আপডেট পাসওয়ার্ড এ ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে একটি নতুন পাসওয়ার্ড চাইবে। আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করে আপডেট পাসওয়ার্ড এ ক্লিক করুন।

আপনার জিমেইলটি ফিরে পাওয়ার সাথে সাথে আপনার জি মেইলটি আপনার ফোনে লগইন ও সম্পূর্ণ হয়েছে।

কিভাবে জিমেইল আইডি পাসওয়ার্ড বের করবো - নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো

দৈনন্দিন কাজের ব্যস্ততায় আমরা আমাদের ফোনে থাকা জিমেইলের পাসওয়ার্ডটি ভুলে যায়। আমি আপনাদের যা দেখাতে চলছি তার মাধ্যমে আপনি যদি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি ভুলেও যান সে ক্ষেত্রে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক-
কিভাবে জিমেইল আইডি পাসওয়ার্ড বের করবো
প্রথমত আপনার হাতে থাকা ফোনটি থেকে প্লে স্টোর অথবা জিমেইল অ্যাপ্লিকেশটি ওপেন করে নিতে হবে।
কিভাবে জিমেইল আইডি পাসওয়ার্ড বের করবো
প্লে স্টোর ওপেন হলে কোনায় থাকা আপনার জিমেইল আইকনের উপর ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। সেখানে থাকা গুগল একাউন্ট লেখাটির উপর ক্লিক করতে হবে।
নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো
গুগল একাউন্ট লেখাতে ক্লিক করলে এমন একটা ইন্টাফেস আসবে যেখানে থাকা অপশন গুলোর মাঝে ডান থেকে বাম দিকে স্ক্রল করে আপনাকে সিকিউরিটি অপশনটি ক্লিক করে, নিচের দিকে স্ক্রল করে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি খুঁজে নিতে হবে।
নিজের জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো
পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে থাকা google.com অপশনটিতে ক্লিক করতে হবে।

সেখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেইল লগইন রয়েছে তা দেখতে পারবেন। এবং সেগুলোতে থাকা পাসওয়ার্ড অপশনে আই আইকনে ক্লিক করলে আপনি আপনার ব্যবহারিত পাসওয়ার্ডটি দেখতে পারবেন।

লেখকের মন্তব্য: জিমেইল অ্যাকাউন্ট লগ ইন

প্রিয় পাঠক, আশা করছি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন - জিমেইল আইডি কিভাবে খুলবো এগুলো সহ জিমেইল বিষয়ে সকল যাবতীয় বিষয় বুঝতে পেরেছেন। র্আথিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। নিজের পিন নম্বর সুরক্ষিত রাখুন। অপরিচিত কোন ব্যক্তি আপনার ফোনে আসা ওটিপি নাম্বার চাইলে তা দেয়া থেকে বিরত থাকুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url