21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪ - ২১ ক্যারেট সোনার দাম ২০২৪ বাংলাদেশ

21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪ তা জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। ২১ ক্যারেট সোনার দাম ২০২৪ বাংলাদেশ এ কত সেটি আজ আর্টিকেলের মূল বিষয়। আমি আপনাদের জানাতে চলেছি 21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪ এবং ৮ আনা সোনার দাম কত ২০২৪ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা-
২১ ক্যারেট সোনার দাম ২০২৪ বাংলাদেশ
পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা রাখছি, 21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪ সম্পর্কে জানতে পারবেন।

ভুমিকা

সোনা পৃথিবীতে মূল্যবান ধাতু গুলোর মধ্যে একটি। এটির প্রচলন মিশরীয়রা ১০ হাজার বছর আগে শুরু করলেও বর্তমান বিশ্বে সবাই সোনা অনেক স্বাচ্ছন্দে ব্যবহার করে থাকে। প্রাচীন কালে গ্রীক ও রোমানিয়ারা তাদের মুদ্রাতে সোনা ব্যবহার করতো। মধ্যযুগে সোনা ধন-সম্পত হিসেবে পরিগনিত হয় এবং রাজা-বাদশারা সোনাকে বিশেষ মূল্য দিতেন।
আমরা সকলেই রেগুলার সোনা না কিনলেও সোনার দাম সম্পর্কে মোটামুটি ধারণা রাখি। তাই আমাদের সকলের জানা উচিত 21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪ সম্পকে।

21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪

বর্তমানে আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে, সোনা ছাড়া বিয়ে বা অন্য কোন অনুষ্ঠান পরিপূর্ন হয়। অন্যান্য ধাতু থেকে সোনার দাম অনেকটা কম হওয়াতে সবাই সোনা ব্যবহার করতে পছন্দ করেন। স্বর্ণের তৈরি অলংকার পুরো দেশ বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। এমনকি বিয়ের রিং, মালা থেকে শুরু করে সমস্ত কিছু সোনার হয়ে থাকে।
21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪
তাই বর্তমান সময়ে সোনার দাম জানার সবার মঝে কৌতূহল সৃষ্টি করে। বিয়ে বাড়ি থেকে শুরু করে সব জায়গাতে সোনার ব্যবহার অনেক। তাই সোনার দাম জানা জরুরি । আমি জানাতে চলছি আজ 21 ক্যারেট স্বর্ণের দাম কত সে সম্পর্কে-
আজ 21 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরী ১,১৩,৮৩১ টাকা প্রায়। সর্বশেষ ১১ মে সোনার দাম ‍ছিলো ১,১১,৯৫০ টাকা প্রায়। মাত্র ৭ দিনে সোনার ১৮৮১ টাকা বাড়ানো হয়েছে। সর্বশেষ আজ ১৯ মে ২০২৪ তারিখে সোনার দাম ১ লক্ষ ১৩ হাজার ৮ শত ৩১ টাকা। ২০২৪ সালে এখন পর্যন্ত সোনার দাম ২৩ বার পরিবর্তন করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর মধ্যে সোনার দাম ১২ বার বাড়ানো এবং ১১ বার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। গত ১ মাসে ১৬ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে ১০ বার বাড়ানো এবং ৬ বার কমানো হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি মাসে আরো ১ বার সোনার দাম বাড়াতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

২১ ক্যারেট সোনার দাম ২০২৪ বাংলাদেশ

সমসময়ে ২১ ক্যারেট সোনার চাহিদা অনেক বেশি কারন সমসাময়িক বিবেচনায় ২১ ক্যরেট সোনার মান অনেকটা ভালো এবং সাধ্যের মধ্যে ২১ ক্যারেটের সোনার কোন বিকল্প নেই। ২১ ক্যারেটের সোনায় প্রায় ৯১.৬৭ ভাগ সোনা থাকে এবং বাকি ৮.৩৩ ভাগে অন্যান্য ধাতু সমন্বয় করে ২১ ক্যারেটের সোনা তৈরি করা হয়।

২১ ক্যারেটের সোনার দাম ১,১৩,৮৩১ টাকা। তবে আপনার আশেপাশে জুয়েলার্স এ সোনার দাম ১,১৩,৮৩১ টাকা থেকে কম-বেশি হতে পারে। কারন প্রতিনিয়ত সোনার দাম উঠা-নামা করে। তাই ২১ ক্যারেট বা অন্য ক্যারেটের সোনার দাম সম্পর্কে অবগত হয়ে সোনা ক্রয় করুণ। অন্যথায় প্রতারিত হতে পারেন।
  • ২১ ক্যারেটের ১ ভরি বা ১৬ আনা সোনার দাম- ১,১৩,৮৩১ টাকা।
  • ২১ ক্যারেটের ১৩ আনা সোনার দাম- ৯২,৪৮৮ টাকা।
  • ২১ ক্যারেটের ১০ আনা সোনার দাম- ৭১,১১৫ টাকা।
  • ২১ ক্যারেটের ৮ আনা সোনার দাম- ৫৬,৯২০ টাকা।
  • ২১ ক্যারেটের ৪ আনা সোনার দাম- ২৮,৪৬০ টাকা।
  • ২১ ক্যারেটের ১ আনা সোনার মূল্য- ৭,১১৫ টাকা প্রায়।
সোনার দাম যেকোন দিন, যেকোন সময় পরিবর্তন হয়ে থাকে। কাজেই সোনা কিনার পূর্বে সোনা বিষয়ে জেনে সোনা কিনুন। সোনার ক্যারেট সম্পকে যেহেতেু আমাদের তেমন কোন ধারনা থাকে না। তাই সোনার ক্যারেট সম্পর্কে ও জানুন।

৮ আনা সোনার দাম কত ২০২৪

সোনা কার না পরতে ভালো লাগে? মেয়ে জাতি সব থেকে পছন্দের জিনিস সোনার অলংকার। যে আলংকার তারা সারা জীবন পরতে চায়। বিশেষ করে বাংলাদেশে এমন কোন মেয়ে পাবেন না, যার অঙ্গে কোন অলংকার নেই। সব মেয়েরা অনেকটা আনন্দের সহিত স্বাচ্ছন্দে দীর্ঘ সময় ধরে স্বর্ণের অলংকার পরে থাকেন।
সবাই সোনার অলংকার পরে থাকলেও এর দাম বিষয়ে ৯০ ভাগ মানুষ এর দাম সম্পর্কে জানেন না। আমি আপনাদের জানাতে চলছি বিভিন্ন ক্যারেটের ৮ আনা সোনার দাম সম্পকে। চলুন জেনে বর্তমান সোনার বাজারে ৮ আনা সোনার দাম কত ক্যারেটে কত টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
  • ২৪ ক্যারেটের ৮ আনা সোনার দাম- ৬২,৮৪০ টাকা।
  • ২২ ক্যারেটের ৮ আনা সোনার দাম- ৫৮,৬৪১ টাকা।
  • ২১ ক্যারেটের ৮ আনা সোনার দাম- ৫৬,৯২০ টাকা।
  • ১৮ ক্যারেটের ৮ আনা সোনার দাম- ৪৭,৯৮০ টাকা।
  • সনাতন পদ্ধতিতে তৈরী ৮ আনা সোনার দাম- ৩৯৬৭০ টাকা।
জেনে রাখা ভালো, আজ ২৪ ক্যারেট ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার ৬৮০ টাকা। ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১,১৭, ২৮১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ১,১১,৯৫০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৯৫,৯৬১ টাকা প্রতি ভরি। এছাড়া ও বিভিন্ন সনাতন পদ্ধিতিতে তৈরী সোনার দাম ৭৯,৩৪০ টাকা প্রায়।

সোনার দাম কত আজকে 2024 - আজকের সোনার দাম কত ২০২৪ বাংলাদেশ - ১ ভরি সোনার দাম কত ২০২৪

সোনা কিনা হোক বা না হোক সোনার বাম মোটামুটি সবাই জানতে চায়। সোনার অলংকারের অনেক বেশি চাহিদা কারণ অন্যান্য ধাতুর অলংকার অনেক দামি হয়ে থাকে যা সবার পক্ষে বহন করা সম্ভব হয় না। অর্থনৈতিক সমীক্ষার ওপর বিবেচনা করে সোনার দাম নির্ধারন করে থাকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজকের সোনার দাম কত ২০২৪ বাংলাদেশ
আজ বাংলাদেশে ক্যারেটের উপর ভিত্তি করে সোনার দাম কত টাকা ভরি, গ্রাম বা আনা চলুন জেনে নেয় যাক-

প্রতি ভরি সোনার দাম:
  • ২৪ ক্যারেটের ১ ভরি সোনার দাম- ১ লক্ষ ২৫ হাজার ৬৮১ টাকা।
  • ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম- ১ লক্ষ ১৭ হাজার ২৮০ টাকা।
  • ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম- ১ লক্ষ ১১ হাজার ৯৫১ টাকা।
  • ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম- ৯৫ হাজার ৯৬০ টাকা।
  • সনাতন পদ্ধতিতে তৈরী ১ ভরি সোনার দাম- ৭৯ হাজার ৩৩৯ টাকা।
প্রতি গ্রাম সোনার দাম:
  • ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম- ১০ হাজার ৭৭২ টাকা।
  • ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম- ১০ হাজার ৫১ টাকা।
  • ২১ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম- ৯ হাজার ৫৯৪ টাকা।
  • ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম- ৮ হাজার ২২৪ টাকা।
  • সনাতন পদ্ধতিতে তৈরী ১ গ্রাম সোনার দাম- ৬ হাজার ৭৯৯ টাকা।
প্রতি আনা সোনার দাম:
  • ২৪ ক্যারেটের ১ আনা সোনার দাম- ৭ হাজার ৮৫৬ টাকা।
  • ২২ ক্যারেটের ১ আনা সোনার দাম- ৭ হাজার ৩৩০ টাকা।
  • ২১ ক্যারেটের ১ আনা সোনার দাম- ৬ হাজার ৯৯৭ টাকা।
  • ১৮ ক্যারেটের ১ আনা সোনার দাম- ৫ হাজার ৯৯৮ টাকা।
  • সনাতন পদ্ধতিতে তৈরী ১ আনা সোনার দাম- ৪ হাজার ৯৫৯ টাকা।

লেখকের মন্তব্য: 21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪ - ২১ ক্যারেট সোনার দাম ২০২৪ বাংলাদেশ

প্রিয় পাঠক, আশা রাখছি এতক্ষণে 21 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৪ ও ২১ ক্যারেট সোনার দাম ২০২৪ বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছেন। সোনা ক্রয় করার আগে সোনার দাম ভালো ভাবে জানুন। আসল ও নকল সোনার চেনার চেষ্ট করুন। সব জানার পর সোনা কেনার চেষ্টা করুন। প্রতারকদের জালে পা দিবেন না। তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। অ্যামপ্লি ইনফোর সঠিক তথ্য দেয়ার চেষ্টা করে। কেউ প্রতারিত হলে অ্যামপ্লি ইনফো কোন ভাবেই দায়ি থাকবে না।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url