সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো বাংলাদেশ - সানস্ক্রিন ক্রিম এর দাম ২০২৪

সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো বাংলাদেশ ও সানস্ক্রিন ক্রিম এর দাম ২০২৪ সম্পর্কে জানার ইচ্ছা নিয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের জানাবো সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো বাংলাদেশ ও সানস্ক্রিন ক্রিম এর দাম ২০২৪ সহ তৈলাক্ত ত্বকের সানস্ক্রিন ক্রিম দাম এবং ল্যাকমি সানস্ক্রিন এর দাম কত সে বিষয়ে।
সানস্ক্রিন ক্রিম এর দাম ২০২৪
আরো জানতে পারবেন- লোটাস সানস্ক্রিন ক্রিম এর দাম এবং সানস্ক্রিন ক্রিম এর উপকারিতা সহ সানস্ক্রিন ক্রিম বিষয়ে সকল তথ্য।

সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো বাংলাদেশ - সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো

সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো তা নির্ভর করে- আপনি কোন এলাকায় বসবাস করেন, সেখানে সূর্যের তাপমাত্রা কেমন এবং আপনার ত্বক কেমন তার উপর। বাংলাদেশের তাপমাত্রার উপর ভিত্তি করে সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো হবে তা আলোচনা করা হলো-
সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো বাংলাদেশ
Neutrogena Ultra Sheer Dry-Touch Sunblock SPF 50+: এটি এমন একটি সানস্ক্রিন ক্রিম, যে ক্রিম সবধরনের ত্বকে ব্যবহার করা যায়। তেলতেলে ত্বক হোক বা শুষ্ক ত্বক সব ত্বকের সাথে মানানসই এই সানস্ক্রিন ক্রিম। এই সানস্ক্রিন ক্রিম দীর্ঘ সময় পর্যন্ত ত্বককে সূর্যের ইউভিএ রশ্মি থেকে রক্ষা করে।
Supergoop Unseen Sunscreen SPF 30: এই সানস্ক্রিন ক্রিম কেবল মাত্র মুখে ব্যবহারের জন্য। এটি মেকাপ লাগানোর আগে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এই সানস্ক্রিন ক্রিম ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পর্যন্ত ত্বককে কোমল রাখে। তবে Supergoop Unseen Sunscreen SPF 30 ক্রিম তেলতেলে ত্বকে ব্যবহার না করাই ভালো।

Aēsop Protective Facial Lotion SPF 25: এই ধরনের সানস্ক্রিন ক্রিম শুষ্ক ত্বকের জন্য অধিক কার্যকারি। এটি ত্বককে ময়েশ্চারাইজিং করে এবং লম্বা সময় পর্যন্ত ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করে। Aēsop Protective Facial Lotion SPF 25 ক্রিম ফেস ক্রিমের মতো ব্যবহার করা যায়।
La Roche-Posay Ant​ (Daraz BD)​-In Milk Sunscreen SPF 60: এই ক্রিম তৈলাক্ত ত্বক হোক বা শুষ্ক ত্বক সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। ত্বকের সুরক্ষা প্রদানে এই ক্রিম অনেক কার্যকারি পাশাপাশি আপনার ত্বককে কোমলতা প্রদানে অন্য ক্রিমের থেকে অনেক বেশি ফলপ্রদ।

CeraVe AM Facial Moisturizing Lotion SPF 30: এই সানাস্ক্রিন ক্রিম শুষ্ক ত্বকের জন্য অনেক ভালো। এটি আপনাকে সূর্যের ইউভিবি রশ্মি থেকে রক্ষা করে। ত্বক হাইড্রেশন করার সাথে সাথে অনেক সময় ধরে ত্বককে সুরক্ষা প্রদান করে।

সানস্ক্রিন ক্রিম এর দাম ২০২৪

ভালো মানের সানস্ক্রিন ক্রিমের নাম জানার সাথে সাথে এগুলো দাম জানা ও জরুরি। সানস্ক্রিন ক্রিমের দাম নির্ভর করে- আপনি কোন ব্রান্ডের সানস্ক্রিন ক্রিম কিনবেন, সানস্ক্রিন ক্রিমের এসপিএফ, কতটুকু কিনবেন এবং কোথায় থেকে কিনবেন তার উপর। চলুন সানস্ক্রিন ক্রিম এর দাম ২০২৪ সম্পকে জানা যাক-
  • নিউট্রোজেনা এসপিএফ ৫০+: ৩০ মিলি - ৫৫০ টাকা।
  • ল্যাকমে এসপিএফ ৫০+: ৬০ মিলি - ৩৫০ টাকা।
  • ল্যাভিশা এসপিএফ ৪০: ৫০ মিলি - ৪০০ টাকা।
  • সেফগার্ড এসপিএফ ৫০+: ১০০ মিলি - 2০০ টাকা।
  • ল্যাটোমিলাক এসপিএফ৫০+: ৫০মিলি - ৫০০ টাকা।
  • অ্যাভিল এসপিএফ৫০: ৫০ মিলি - ৬০০ টাকা।
  • সানস্ক্রিন স্পেশালিস্ট এসপিএফ৪০+: ৩০ মিলি - ৩০০ টাকা।
  • সিবা এসপিএফ৫০: ৩০ মিলি - ৪৫০ টাকা।
  • ফিজিয়োডার্ম এসপিএফ৫০+: ৫০ মিলি - ৭০০ টাকা।
  • ইউসেলিন এসপিএফ৩০: ৫০ মিলি - ৩০০ টাকা।
  • নিউট্রোজেনা এসপিএফ ৫০+: ৮৮ মিলি - ৯৯৯ টাকা।

তৈলাক্ত ত্বকের সানস্ক্রিন ক্রিম দাম

তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন ক্রিম খুব দরকারি। তৈলাক্ত ত্বকে সানস্ক্রিন ক্রিম ব্যবহার না করলে রোদে গেলে ত্বক থেকে অনেক বেশি তেল নির্গত হয়। যা আমাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেই তৈলাক্ত ত্বকের কিছু নাম এবং দাম সম্পর্কে-
  • ল্যাটোমিলাক এসপিএফ ৫০+: ৫০ মিলি - ৪৯৯ টাকা।
  • অ্যাভিল এসপিএফ ৫০: ৫০ মিলি - ৫৯৯ টাকা।
  • সানস্ক্রিন স্পেশালিস্ট এসপিএফ ৪০+: ৩০ মিলি - ৩১০ টাকা।
  • লাইকা এসপিএফ ৫০+: ৩০ মিলি - ৩৬০ টাকা।
  • সেবামাইল্ডর এসপিএফ ৫০+: ৫০ মিলি - ৪৬০ টাকা।
  • ডার্মাটোলজিক্যাল এসপিএফ ৩০: ৩০ মিলি - ৩৯৯ টাকা।
  • ওয়াইএসপি এসপিএফ ৫০: ৫০ মিলি - ৬৯৯ টাকা।
  • ল্যাকমি এসপিএফ ৪০+: ৬০ মিলি - ৩৯৯ টাকা।
  • ন্যাচুরাল গ্লো এসপিএফ ৩০: ৫০ মিলি - ২৬০ টাকা।

ল্যাকমি সানস্ক্রিন এর দাম কত

ল্যাকমি কসমেটিকস আইটেমের সাথে পরিচিত নন, এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ল্যাকমি অত্যান্ত জনপ্রিয় একটি ব্যান্ড এবং এর প্রোডাক্ট চাহিদা ও অনেক। প্রোডাক্টের মান অনেক ভালো হওয়ায়, সব বয়সের মানুষ এই ক্রিম গুলো ব্যবহার করে থাকে। ল্যাকমি সানস্ক্রিন ক্রিম ও এর ব্যতিক্রম নয়। চলুন জানি এর দাম সম্পর্কে-
  • Lakme Sun Expert SPF 24 PA++ : ১০০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৮০০ টাকা।
  • Lakme Sun Expert SPF 5: ১০০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ১০৫০ টাকা।
  • Lakme Sun Expert SPF 24 PA++ Lot: ৩০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৩৫০ টাকা।
  • Lakme Sun Expert SPF 24: ৬০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ২৫০ টাকা।
  • Lakme Sun Expert SPF 40+: ৬০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৩৫০ টাকা।
  • Lakme Sun ‍Shield SPF 50+: ৬০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৪০০ টাকা।
  • Lakme Sun ‍Shield SPF 50+: ৩০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ২৫০ টাকা।
  • Lakme Sun ‍Glow SPF 30+: ৫০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৩০০ টাকা।

লোটাস সানস্ক্রিন ক্রিম এর দাম

মেয়েদের কাছে আরো একটি জনপ্রিয় ব্রান্ড লোটাস। এর প্রোডাক্ট কোয়ালিটি যেমন ভালো এর চাহিদা ও অনেক বেশি। ত্বক ভালো রাখতে সবাই লোটাস সানস্ক্রিম ক্রিম সরার পছন্দের তালিকায় প্রথমে রাখে। ভালো ক্রিম হওয়া সত্বেও এর দাম অনেকটা কম হয়ে থাকে। নিম্নে কিছু লোটাস সানস্ক্রিন ক্রিম এর দাম দেওয়া হলো-
  • Lotus Safe Sun SPF 30+: ৫০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৩৫০ টাকা।
  • Lotus Safe Sun SPF 50+: ৫০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৪৫০ টাকা।
  • Lotus Safe Sun SPF 30+: ১০০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৫৫০ টাকা।
  • Lotus Safe SPF 50+: ১০০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৬৫০ টাকা।
  • Lotus Pro BRITE SPF 50+: ৩০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৪০০ টাকা।
  • Lotus Herbals Safe Sun 3-in-1 Matte SPF 40: ১০০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৮৫০ টাকা।
  • Lotus Herbals Safe Sun SPF 50: ১০০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৮০০ টাকা।
  • Lotus Herbals Safe Sun Whitening+ SPF 30: ১০০ মিলি সানস্ক্রিন ক্রিমের দাম ৬৫০ টাকা।

সানস্ক্রিন ক্রিম এর উপকারিতা

আমাদের ত্বকের সবথেকে বেশি ক্ষতি করে সূর্য। সানস্ক্রিন ক্রিম আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সানস্ক্রিন ক্রিম ব্যবহারের ফলে আমাদের ত্বক অনেকটা মসৃণ ও কোমল থাকে। সানস্ক্রিন ক্রিম ব্যবহারের আরো অনেক উপকারিতা রয়েছে। নিম্নে সানস্ক্রিন ক্রিম এর উপকারিতা আলোচনা করা হলো:
সানস্ক্রিন ক্রিম এর উপকারিতা
সানস্ক্রিন ক্রিম ব্যবহারের ফলে আমাদের ত্বকে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়। কারন সানস্ক্রিন ক্রিম সূর্যের ইউভিএ রশ্মি ও ইউভিবি রশ্মি থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। যাতে আমাদের ত্বকে গভীরে সূর্যের ইউভিএ রশ্মি প্রবেশ করতে পারেনা। ফলে আমাদের ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
সানবার্ন এবং সানস্পট প্রতিরোধ সানস্ক্রিন ক্রিমের কার্যকারিতা অনেক। নিয়মিত সানস্ক্রিন ক্রিম ব্যবহারের ফলে সানবার্ন এবং সানস্পট হয় না যার কারনে আমাদের ত্বকের বর্ণ একই রকম থাকে। সানস্ক্রিন ক্রিম ব্যবহারে আমাদের ত্বকে মাত্রাতিরিক্ত মেলানিন জমা হয় না। ফলে আমাদের ত্বকে উজ্জলতা ‍বৃদ্ধি পায়।

সানস্ক্রিন ক্রিম আমাদের ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায়। নিয়মিত সানস্ক্রিন ক্রিম ব্যবহারে সূর্যের ইউভি রশ্মি ত্বকের কোলাজেন এবং ইলাস্টিন ভেদ করতে পারে না। ফলে আমাদের ত্বক কুঁচকে ‍যাওয়া থেকে রক্ষা হয় এবং টান টান ভাব ধরে রাখে।

সানস্ক্রিন ক্রিম আমাদের ত্বকে বয়সের ছাপ পড়তে দেয়না। কারন সানস্ক্রিন ক্রিম ত্বকের রিঙ্কল এবং ফাইন লাইন কমাতে সাহায্য করে। ফলে আমাদের ত্বকে বয়সের ছাপ পড়া থেকে বিরত থাকে এবং আমাদের মুখের গঠন বজায় থাকে।

লেখকের মন্তব্য: সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো বাংলাদেশ - সানস্ক্রিন ক্রিম এর দাম ২০২৪

প্রিয় পাঠক, আশা করি সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো বাংলাদেশ ও সানস্ক্রিন ক্রিম এর দাম ২০২৪ বিষয়ে জানতে পেরেছেন। সানস্ক্রিন ক্রিম কেনার আগে অবশ্যই দাম জেনে কিনুন এবং নকল প্রোডাক্ট এড়িয়ে চলুন। উপরে উল্লেখিত সকল তথ্য সংগ্রহ করা। এতে কারো আর্থিক বা শারীরিক ক্ষতি হলে অ্যামপ্লি ইনফো দায়ী থাকতে বাধ্য নয়।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url