মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা বেতন কত - মালয়েশিয়া বেসিক বেতন কত ২০২৪
প্রিয় পাঠক, মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা বেতন কত এবং মালয়েশিয়া বেসিক বেতন কত ২০২৪ কত? এ বিষয়ে অনেকেই আমাদের নিকট জানতে চান। চলুন জেনে নেয়া যাক মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা বেতন কত ও মালয়েশিয়া বেসিক বেতন কত ২০২৪ সহ মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত সে বিষয়ে বিস্তারিত।
আরো জানতে পারবেন- মালয়েশিয়া সুপার মার্কেট বেতন কত, মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি এবং মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত সে সম্পর্কে।
ভূমিকা
উন্নত দেশ গুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। যেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষ তাদের স্বপ্ন সফল করতে পাড়ি জমায়। মালয়েশিয়াতে যাওয়া যেমন সহজ এখানে কাজের চাহিদা ও অনেক। আর মালয়েশিয়াতে ভিসা প্রসেসে তেমন কোন সমস্যা হয় না বললেই চলে। তবে কিছু দালাল বা প্রতারকের খপ্পরে পড়লে সমস্যা হতে পারে।
স্বপ্নের দেশ মালয়েশিয়া যাওয়ার আগে আপনাকে জানতে হবে, মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা বেতন কত বা অন্যান্য কাজের বেতন কত বা ভিসা সম্পকে বিস্তারিত।
মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা বেতন কত
মালয়েশিয়ার পাড়ি জমানোর আগে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কোন ভিসাতে বা কোন কাজে মালয়েশিয়াতে যাবেন। সেই কাজের বেতন কেমন, কাজের চাহিদা কেমন সহ খুঁটিনাটি সকল বিষয়ে জানা প্রয়োজন। আপনি যদি রেস্টুরেন্ট ভিসায় যান, তাহলে সবার আগে জানতে হবে, মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা বেতন কত এবং এই কাজে সুযোগ সুবিধা কেমন। চলুন জেনে নেই-
মালয়েশিয়াতে রেস্টুরেন্টের কাজ পাওয়া অন্য কাজের তুলনায় সহজ। মালয়েশিয়াতে এই কাজের চাহিদা ও অনেক। রেস্টুরেন্টের কাজের বেতন নির্ভর করে কর্ম দক্ষতার উপর মানে আপনি কাজ কেমন জানেন। কাজ না জানলেও সমস্যা নেই। যে কম্পানিতে যাবেন তারা প্রশিক্ষনের মাধ্যমে শিখিয়ে নেবে। শুরুতে কম বেতন হলেও আস্তে আস্তে আপনার কর্ম দক্ষতার উপর বৃদ্ধি পাবে।
মালয়েশিয়াতে রেস্টুরেন্টের কাজে নতুন অবস্থায় একজন হেল্পারের সর্বনিম্ন বেসিক বা মূল বেতন মোটামুটি ১৫০০ রিংগিত,যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৯০০০ টাকার কাছাকাছি। আপনি যদি ওয়েটার পদে কাজ করেন, তাহলে আপনার বেতন ১৬০০ রিংগিত বা তার একটু বেশি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪১৬০০ টাকার মত। আপনি যদি মহিলা ওয়েটার হয়ে থাকেন তাহলে আপনার বেতন দাঁড়বে ১৮০০ রিংগিত বা ৪৬৮০০ টাকা।
আপনার কাজ জানা থাকলে, যদি কুক হিসেবে কাজ করেন তাহলে আপনার বেতন হবে ২০০০ রিংগি বা তার বেশি। যা বাংলাদেশি টাকায় ৫২০০০ টাকা। এছাড়া ওভার টাইম পাবেন প্রতিদিন ৩ ঘন্টা বা তার বেশি। যেখানে মোটামুটি মাসে ৩০০ থেকে ৬০০ রিংগিত ওভার টাইমের বেতন পাবেন। যা আপনার মূল বেতনের সাথে যোগ হয়ে অনেক ভালো মানের বেতন পাবেন। বাংলাদেশি টাকায় প্রায় ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকার মত।
এবার আসি রেস্টুরেন্ট ভিসায় যেতে কত দিন সময় লাগবে,যেতে কেমন টাকা লাগবে এবং সুযোগ সুবিধা সম্পর্কে- মালয়েশিয়ায় যেতে সময় লাগে সাধারণত ৩ থেকে ৪ মাস(এজেন্ট ভেদে ভিন্ন হতে পারে)। আপনার সব মিলিয়ে খরচ হবে ৪,৫০,০০০ থেকে ৫,০০,০০০ (চার লক্ষ থেকে পাঁচ লক্ষ) টাকা।
সুযোগ-সুবিধা:
মালয়েশিয়াতে রেস্টুরেন্ট ভিসাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেখানে থাকা-খাওয়া খরচ মালিক বহন করে থাকে। প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি করার পাশাপাশি ৩ ঘন্টা ওভার টাইম ডিউটি করতে পারবেন। মালয়েশিয়াতে রেস্টুরেন্টে চাপ অনেক বেশি থাকে। চাপ বেশি হলে ৩ ঘন্টার ও বেশি সময় ওভার টাইম ডিউটি করতে পারবেন।
মালয়েশিয়াতে রেস্টুরেন্ট ভিসায় যেতে সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর( একেক কোম্পানির চাহিদা একেক রকম)। কোনো কোনো কম্পানি আসা যাওয়ার টিকিটের সুবিধা দিয়ে থাকেন এবং কাজ ছেড়ে একবারে দেশে আসার সময় এক কালীন সময়ের জন্য ৫-৬ লাখ টাকা ভর্তুকি দিয়ে থাকে।
মালয়েশিয়া বেসিক বেতন কত ২০২৪
যেকোন মানুষ যেতে পারে এমন দেশ যতগুলো রয়েছে তার মধ্য বেসিক বেতন মালয়েশিয়াতে অনেক ভালো। মালয়েশিয়াতে যে কাজেই যান না কেনো, আপনার সর্ব নিম্ন বেসিক বেতন হবে ১৫০০ রিংগিত বা ৩৯০০০ টাকা। এছাড়া প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা ওভার টাইম তো আছেই। সর্বনিম্ন পদে বেসিক বেতন এবং ওভার টাইম যোগ করা হলে আপনি বাংলাদেশি টাকায় ৫০,০০০ থেকে ৫৫,০০০ হাজার টাকা মাসে ইনকাম করবেন।
আপনি যদি ফ্রি ভিসাতে মালয়েশিয়া যেয়ে থাকেন তাহলে আপনার যেকোন কাজ করতে হতে পারে। তবে নিদিষ্ট কোন কম্পানির কাজে গেলে, একাই কাজ যতদিন মালয়েশিয়া থাকবেন ততদিন করতে হবে। আপনি ফ্রি ভিসাতে হোক আর কোম্পানিতে হোক আপনি দিনে ৮ ঘন্টা ডিউটির পাশাপাশি ৩ থেকে ৪ ঘন্টা ডিউটি করলে অনায়াসে ৬০- ৭০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
মালয়েশিয়াতে কাজের কোন অভাব হয়না। যদি ভালো কোন এজেন্ট এর মাধ্যমে যেতে পারেন। এখানে নানা ধরনের কাজ রয়েছে। তার মধ্যে ওয়ার ফিটিংস, পাইপ ফিটিংস, মিলিং ফিটিংস, সেনিরেটাইজার বা টেলির কাজ, রিপিয়ারিং এর কাজ সহ শপিংমল, রেস্টুরেন্টে কাজ অন্যতম। যেগুলোতে কাজ করলে অনেক মোটা অংকের টাকা ইনকাম করা সম্ভব। চলুন জেনে নেই কোন কাজে কেমন বেতন-
ওয়ার ফিটিংস বা পাইপ ফিটিংস কাজে শুরুতে হেলপার হিসেবে কাজ করতে হয়। ধীরে ধীরে আপনি এই কাজে অভিজ্ঞতা অর্জন করলে আপনিজেই কাজগুলো করতে পারবেন। হেল্পার হিসেবে বেতন- ২০০০ থেকে ২৫০০ রিংগিত বা ৫২০০০ থেকে ৬৫০০০ টাকা। এবং অভিজ্ঞতা অর্জন করলে- ৩০০০ টাকা বা তার বেশি। বাংলাদেশি টাকায় ৮০,০০০ টাকার মত।
মিলিং ফিটিংস ও সেনিরেটাইজার বা টেলির কাজেও একই প্রথমে হেল্পার হিসেবে কাজ করতে হবে এবং পরে নিজেই করতে পারবেন অভিজ্ঞতা সাপেক্ষে। হেল্পার হিসেবে বেতন- ২০০০ থেকে ২৫০০ রিংগিত এবং অভিজ্ঞতা অর্জনের পর বেতন হবে ৩০০০+ রিংগিত। রিপিয়ারিং এর কাজে বেতন- ৩০০০ রিংগিত বা প্রায় ৮০ হাজার টাকা।
রেস্টুরেন্টের কজে যদি হেল্পার হয়ে কাজ করেন বেতন- ১৫০০ রিংগিত। ওয়েটার হিসেবে কাজ করলে- ১৮০০ রিংগিত এবং কুক হিসেবে ২০০০ থেকে ২৫০০ রিংগিত বেতন পাবেন। যেখানে থাকা-খাওয়ার খরচ সম্পর্ন কোম্পানি বহন করবে।
মালয়েশিয়া সুপার মার্কেট বেতন কত
মালয়েশিয়াতে পরিশ্রম কম এবং খুব সহজেই পাওয়া যায় এমন কাজ হলো সুপার মার্কেটের কাজ। মালয়েশিয়াতে অনেক সুপার মার্কেট রয়েছে এবং এই কাজের চাহিদা অনেক বেশি। মালয়েশিয়াতে সুপার মার্কেটের ডিউটি টাইম ৮ ঘন্টা এবং ওভার টাইম ৪ ঘন্টা। দিনে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করার সুযোগ রয়েছে।
সুপার মার্কেট বা সুপার শপের কাজে সুবিধা হিসেবে আপনি পাবেন, কোম্পানি থেকে থাকার জায়গা। কিন্তু খাওয়া খরচ নিজের। সুপার মার্কেটের কাজে শুরুতে আপনি সেলস ম্যান হিসেবে করতে পারবেন। সেলস ম্যানের কাজ কাস্টমারকে কোন পণ্য খুজে দেওয়া, পণ্যের দাম সহ পণ্য সম্পকে ধারনা রাখা এবং কাস্টমারকে সে বিষয়ে ধারনা দেওয়া, প্রতিদিন পণ্যের মেয়াদ আছে কিনা তা চেক করা এবং কোন পণ্যের মেয়াদ শেষ হয়ে গেলে সেটি সরিয়ে রাখা।
কোন পণ্য শেষ হয়ে গেলে তা পুনরায় গোডাউন থেকে এনে সাজিয়ে রাখা। কাস্টমারের সাথে অনেক ভালো ব্যবহার করা। সেলস ম্যান হিসেবে কাজ করে, পণ্য সম্পর্কে এবং কাস্টমার সার্ভিস ভালো ভাবে দিতে পারলে আপনি পস ম্যান বা বিলিং ম্যান হিসেবে কাজ করতে পারবেন। তখন আপনার কাজ হবে কোন কাস্টমার কোন পণ্য ক্রয় করলে তার বিল করা।
সেলসম্যান হিসেবে শুরুতে আপনার বেতন হবে- ১৫০০ থেকে ২০০০ রিংগিত বা বাংলাদেশি টাকায় ৩৯০০০ হাজার টাকা থেকে শুরু করে ৫২০০০ হাজার টাকা। পস ম্যান হিসেবে কাজ করলে আপনার বেতন হবে- ২০০০ থেকে ২৫০০ রিংগিত বা বাংলাদেশি টাকায় ৫২০০০ হাজার টাকা থেকে ৮০০০০ হাজার টাকা প্রায়।
মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি
মালয়েশিয়াতে কাজের কোন অভাব নেই এবং সব কাজের চাহিদা অনেক বেশি। আপনি যে ভিসাতেই যান না কেনো অন্য দেশের তুলনায় কাজ পেতে সময় কম লাগে। কাজ তো পাবেনই সাথে পাবেন থাকা খাওয়ার সু-ব্যবস্থাসহ অনেক ভালো মানের বেতন। তবে এর মধ্যে কিছু কাজ রয়েছে অন্যান্য কাজে তুলনায় এই কাজ গুলো চাহিদা অনেক বেশি। নিম্নে কিছু কাজ ও তার বেতন সম্পর্কে বলা হলো-
মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত
মালয়েশিয়াতে ফ্রি ভিসা বা কোম্পানি ভিসা প্রায় একি রকম বেতন এবং সুযোগ সুবিধা প্রায় একই হয়ে থাকে। ফ্রি ভিসা হোক বা কোম্পানি ১৫০০ রিংগিত বা ৩৯০০০ টাকা মূল বেতন। ফ্রি ভিসার থেকে কোম্পানি ভিসাতে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। চলুন জেনে নেই মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত এবং এর সুযোগ সুবিধা সম্পর্কে-
মালয়েশিয়ার সব কাজের বেসিক বেতন ১৫০০ রিংগিত। কোম্পানি ভিসায় প্রতিদিন ওভার টাইম ডিউটি পাওয়া যায়। প্রতি ঘন্টা ১০.৬৮ বা ১১ রিংগিত পাওয়া যায়। যা মাস শেষে প্রায় ৯০০ রিংগিত বা টাকা হয়ে থাকে। কাজের চাপ বেশি হলে ১২ ঘন্টার পরও ডিউটি করা যায়। ১২ ঘন্টার পর প্রতি ঘন্টা ১৫ থেকে ১৭ রিংগিত দিয়ে থাকে। তবে এমন ডিউটি মাসে ৪ থেকে ৫ টি পাওয়া যায়।
কোম্পানি কাজের আরো একটি বড় সুবিধা হলো আপনি চাইলে সাপ্তাহিক ছুটি বা হলি ডে তে ডিউটি করতে পারবেন। আর অন্য দিনের তুলনায় ডাবল বেতন পাবেন। সেক্ষেত্রে দেখা যায় মাস শেষে ৩০০০ থেকে ৩২০০ রিংগিত ইনকাম করা সম্ভব। যা বাংলাদেশী টাকায় ৮০০০০ হাজার থেকে ৯০০০০ হাজার টাকা।
মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত
কনস্ট্রাকশন কাজের বেতন খানিকটা দক্ষতার উপর নির্ভর করে। আপনি যদি এই কাজে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে শুরুতেেই মিস্ত্রি হিসেবে কাজ করতে পারবেন। আর যদি আপনার এই কাজে দক্ষতা না থাকে তাহলে শুরুতে হেলপার হিসেবে কাজ করতে পারবেন। আপনার কাজ হবে নির্মাণ কাজে প্রয়োজনীয় ইট, সিমেন্ট, মসলা যোগান দেওয়া।
মালয়েশিয়াতে কনস্ট্রাকশনের কাজে সব থেকে বেশি বেতন অন্যান্য দেশের তুলনায়। মালয়েশিয়াতে নির্মাণ কাজের চাহিদা ও অনেক বেশি। বর্তমানে মালয়েশিয়াতে নতুন নতুন অবকাঠামো তৈরী হওয়ার কারনে কাজ পাওয়া অনেকটা সহজ। মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন আপনার পদ অনুযায়ী হয়ে থাকে।
- আপনি যদি কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তাহলে আপনার বেতন হবে- ১৫০০ থেকে ১৬০০ রিংগিত বা ৩৯০০০ থেকে ৪১৬০০ টাকা।
- আপনি যদি মজুর হিসেবে কাজ করেন, তাহলে আপনার বেতন হবে- ১৬০০ থেকে ২০০০ রিংগিত বা ৪১৬০০ থেকে ৫২০০০ হাজার টাকা।
- আপনি যদি রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন, তাহলে বেতন পাবেন- ২৫০০ থেকে ৩০০০ রিংগিত বা ৬৫০০০ থেকে ৭৮০০০ টাকা।
- আপনি যদি কারিগর হিসেবে কাজ করেন, তাহলে বেতন পাবেন- ২৫০০ থেকে ৩০০০ রিংগিত বা ৬৫০০০ থেকে ৭৮০০০ টাকা।
- আপনি যদি সাইট সুপারভাইজার হিসেবে কাজ করেন, তাহলে বেতন পাবেন- ৩০০০ থেকে ৪০০০ রিংগিত বা ৭৮০০০ থেকে ১০৪০০০ টাকা।
লেখকের মন্তব্য: মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা বেতন কত - মালয়েশিয়া বেসিক বেতন কত ২০২৪
প্রিয় পাঠক, মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা বেতন কত এবং মালয়েশিয়া বেসিক বেতন কত ২০২৪ সহ মালয়েশিয়া সুপার মার্কেট বেতন কত এবং মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি তা জানতে পেরেছেন। সাথে আরো জেনেছেন, মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত ও মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত সে সম্পকে।
উপরে উল্লেখিত তথ্য সমূহ বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা। যা যেকোনো সময় পরির্বতন হতে পারে বা তথ্যসমূহ এদিক সেদিক হতে পারে। কোন ক্ষতির সম্মুখিন হলে অ্যাম্পলি ইনফো দায়ী থাকবে না। যেকোনো দেশে যাওয়ার আগে ভিসা সহ সকল বিষয়ে অবগত হওয়া উচিত। দালাল বা প্রতারত চক্র এড়িয়ে চলা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্তকতা হওয়া এবং যে কাজেই যাননা কেনো কাজ শিখে যাওয়া উচিত।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url