ntrca teacher salary scale কত তা জানুন

ntrca teacher salary scale এবং এমপিও কলেজ শিক্ষকের বেতন ও পেনশন সুবিধা সম্পর্কে জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের জানবো, ntrca teacher salary scale এবং এমপিও কলেজ শিক্ষকের বেতন ও পেনশন সুবিধা সম্পর্কে। আপনদের মনোযোগ আর্কষণ করছি সমস্ত আটিকেলটি পড়ার জন্য। 
ntrca teacher salary scale
ntrca teacher salary scale ছাড়া আরো জানতে পারবেন, Ntrca প্রভাষক বেতন স্কেল, ntrca teacher salary এবং এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের বেতন কত সে বিষয়ে।

ভূমিকা

বাংলাদেশে প্রায় সকল পর্যায়ে, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের একটি নিদিষ্ট বেতন স্কেল রয়েছে। আর সেই বেতন স্কেল অনুযায়ী কর্মরত সবাইকে বেতনের অন্তর্ভূক্ত করা হয়ে থাকে। ntrca teacher salary scale ও এর ব্যতিক্রম নয়। এই পেশায় কর্মরত স্কুল, কলেজে শিক্ষকদের একটি নিদিষ্ট বেতন স্কেলে বেতন প্রদান করা হয়।

আজকের আর্টিকেলে মূল বিষয় ntrca teacher salary scale কত? তাদের সুযোগ-সুবিধা ও তারা কত পেনশন পান সে বিষয়ে। আশা করছি সকল বিষয়ে সত্য এবং সঠিক তথ্য পাবেন।

Ntrca প্রভাষক বেতন স্কেল - এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের বেতন কত

শিক্ষক নিবন্ধন নিয়োগ সম্পূর্ন হলে শিক্ষকরা কত টাকা পান, কি ধরনের সুযোগ-সুবিধা পান, এখানে পদোন্নতি হওয়ার সম্ভাবনা কেমন? পদোন্নতি হলে বেতন কত? এই পদ থেকে কি প্রধান শিক্ষক হওয়া যায়? হলে সেক্ষেত্রে বেতন কত? সকল প্রশ্নের উত্তর সম্পর্কে চলুন জানা যাক-

কলেজের লেকচারার( ৯ম গ্রেড):
আপনি যদি কলেজের লেকচারার হয়ে যোগদান করেন, সেক্ষেত্রে নবম গ্রেড অনুযায়ী আপনার মূল বেতন হবে ২২,০০০ টাকা। সাথে পাবেন বাড়ি ভাড়া বাবদ ১,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ- ৫০০ টাকা পাবেন। তাহলে সর্বোমোট বেতন:
  • মূল বেতন- ২২০০০ টাকা
  • বাড়ি ভাড়া - ১০০০ টাকা
  • চিকিৎসা ভাতা - ৫০০
  • সব মিলিয়ে - ২৩,৫০০ টাকা।
অ্যাসিসটেন্ট প্রফেসর:
১০ বছর পর আপনার পদোন্নতি হয়ে যদি অ্যাসিসটেন্ট প্রফেসর হয়ে যান। সেক্ষেত্রে আপনার মূল বেতন হবে ৩৫০০০ হাজার টাকা। সাথে বাড়ি ভাড়া বাবদ আরো পাবেন ১০০০ টাকা সহ চিকিৎসা ভাতা ৫০০ টাকা। তাহলে অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে বেতন:
  • মূল বেতন - ৩৫,০০০ টাকা
  • বাড়ি ভাড়া - ১০০০ টাকা এবং
  • চিকিৎসা ভাতা - ৫০০ টাকা
  • সব মিলিয়ে ৩৬,৫০০ টাকা বেতন পাবেন অ্যাসিসটেন্ট প্রফেসর পদে অবস্থানরত অবস্থায়।
এরপর আরো পদোন্নতি পেয়ে যদি কলেজের পিন্সিপাল হয়ে যান। সেক্ষেত্রে আপনার মূল বেতন বৃদ্ধি হয়ে দাঁড়াবে ৫০,০০০ হাজার টাকা। সাথে বাড়ি ভাড়া বাবদ পাবেন ১,০০০ টাকা আর চিকিৎসা ভাতা বাবদ পাবেন ৫০০ টাকা। তাহলে কলেজের প্রিন্সিপাল হিসেবে বেতন-
  • মূল বেতন - ৫০,০০০ টাকা
  • বাড়ি ভাড়া - ১,০০০ টাকা
  • চিকিৎসা ভাতা - ৫০০ টাকা
  • সব মিলিয়ে - ৫১,৫০০ টাকা বেতন পাবেন কলেজের প্রিন্সিপাল হয়ে।

ntrca teacher salary scale

শিক্ষক নিবন্ধন নিয়োগ শেষে আপনি যদি স্কুল পর্যায় সহকারি শিক্ষক হিসেবে যোগ দান করেন। তাহলে আপনার বেতন কেমন হবে? সুযোগ সুবিধা কেমন? নিম্নে আলোচনা করা হলো-

স্কুল পর্যায় সহকারি শিক্ষক(১১ গ্রেড):
আপনার চাকুরি যদি স্কুল পর্যায় সহকারি শিক্ষক হিসেবে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মূল বেতন ১১ গ্রেড অনুযায়ী ১২,৫০০ টাকা। সাথে বাড়ি ভাড়া হিসেবে ১,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ আরো ৫০০ টাকা পাবেন। তাহলে সহকারি শিক্ষক হিসেবে আপনার বেতন:
  • মূল বেতন -১২,৫০০ টাকা
  • বাড়ি ভাড়া - ১,০০০ টাকা
  • চিকিৎসা ভাতা - ৫০০ টাকা
  • সর্বমোট ১৪,০০০ টাকা সহকারি শিক্ষক পদে থাকা অবস্থায়।
এখানে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে, যদি আপনার বিএড ডিগ্রি থেকে থাকে। বিএড ডিগ্রি থাকলে তখন ১১ তম গ্রেড থেকে আপনার পদোন্নতি হয়ে ১০ গ্রেডে পদোন্নতি হবে। তখন আপনার মূল বেতন দাড়াবে ১৬,০০০ হাজার টাকা। বাড়ি ভাড়া বাবদ ১,০০০ এবং চিকিৎসা ভাতা বাবদ ৫০০ টাকা। আপনার বেতন হবে-
  • মূল বেতন -১৬,০০০ টাকা
  • বাড়ি ভাড়া - ১,০০০ টাকা
  • চিকিৎসা ভাতা - ৫০০ টাকা
  • সর্বমোট ১৭,৫০০ টাকা।
সিনিয়র শিক্ষকে পদোন্নতি:
১০ বছর ১০ম গ্রেডে চাকুরি করার পর আপনার পদোন্নতি হয়ে নবম গ্রেড অনুযায়ী সিনিয়র শিক্ষক পদে যোগদান করতে পারবেন। তখন আপনার বেতন হবে- মূল বেতন ২২,০০০ টাকা। সাথে পাবেন বাড়ি ভাড়া বাবদ ১,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ- ৫০০ টাকা পাবেন। তাহলে সর্বোমোট বেতন:
  • মূল বেতন- ২২০০০ টাকা
  • বাড়ি ভাড়া - ১০০০ টাকা
  • চিকিৎসা ভাতা - ৫০০
  • সব মিলিয়ে - ২৩,৫০০ টাকা সিনিয়র শিক্ষকপদে অবস্থানরত অবস্থায়।

ntrca teacher salary

শিক্ষক নিবন্ধন নিয়োগ শেষে আপনি যদি স্কুল পর্যায়-২ তে যোগদান করেন। সেক্ষেত্রে আপনার পদ কি হবে? বেতন কত পাবেন? অন্যান্য সুবিধা নিম্নে আলোচনা করা হলো-

জুনিয়র শিক্ষক স্কুল পর্যায়- ২(১৬ গ্রেড):
আপনার যদি স্কুল পর্যায়-২ তে জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ হয়ে থাকে, তবে আপনার মূল বেতন হবে ১৬ গ্রেড অনুযায়ী ৯,৩০০ টাকা। আরো পাবেন বাড়ি ভাড়া বাবদ ১,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ পাবেন ৫০০ টাকা। তাহলে সব মিলিয়ে-
  • মূল বেতন - ৯,৩০০ টাকা
  • বাড়ি ভাড়া - ১,০০০ টাকা
  • চিকিৎসা ভাতা - ৫০০ টাকা
  • সর্বমোট ১০,৮০০ টাকা বেতন পাবেন জুনিয়র শিক্ষক হিসেবে।

এমপিও কলেজ শিক্ষকের বেতন ও পেনশন সুবিধা

  • উপরের উল্লেখিত ৩ ক্যাটেগরির সকল শিক্ষকই প্রতি বছর তাদের মূল বা ব্যাসিক বেতনের ২৫% হারে ২ টি উৎসব ভাতা পেয়ে থাকবেন।
  • বেসিক বা মূল বেতনের ২০% বৈশাখি ভাতা হিসেবে, প্রতিবছরে একবার করে পাবেন।
  • বর্তমান বাজার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য প্রতি জুলাই মাসে মূল বেতনের ৫% হিসাব করে এক ধরনের ভাতা প্রদান করা হয়।
  • বেসরকারি স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক বা মাসিক যে ফিস নেয়া হয়। তা স্কুল কলেজের উন্নতিতে খরচ করার পরেও যদি ফান্ডে কোন টাকা থেকে থাকে তবে তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
  • চাকুরিতে জয়েন করার পর ৩ ক্যাটেগরির সকলে শিক্ষকগন প্রতি বছর তার ব্যাসিক বা মূল বেতনের ৫% ইনক্রিমেন্ট পেয়ে থাকেন।
  • এছাড়া ও চাকুরীজীবন সমাপ্তিতে এককালীন পেনশনের জন্য,আপনি যতদিন চাকরিরত থাকবেন। আপনার বেতনের কিছু অংশ কেটে রেখে আপনাকে এককালি পেনশন দেওয়া হবে। গ্রাচুইটি, কল্যান ট্রাস্ট এই দুই ধরনের এককালিন পেনশন পাবেন এমপিওভূক্ত প্রতি শিক্ষকগন।

লেখকের মন্তব্য:ntrca teacher salary scale - এমপিও কলেজ শিক্ষকের বেতন ও পেনশন

প্রিয় পাঠক, আশা করছি, ntrca teacher salary scale কত এবং এমপিও কলেজ শিক্ষকের বেতন ও পেনশন কেমন হয় তা বুঝতে পেরেছেন। শিক্ষকদের চাকরি অনেক সম্মানি একটি চাকরী। তবে আমার মতে শিক্ষকদের বেতন, তাদের পরিশ্রম ও তাদের পেশা হিসেবে একটু কম। বর্তমান ঊর্ধগতির বাজারে এই টাকায় জীবন নির্বাহ করা অনেকটা কষ্টসাধ্য। শিক্ষকদের বেতন বাড়ানো উচিত।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url