পাইলস এর চিকিৎসা সহ ঔষধ এর নাম জেনে রাখুন

প্রিয় পাঠক, পাইলস এর চিকিৎসা সহ ঔষধ এর নাম এবং পাইলস এর আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে জানেন না বলেই আর্টিকেলটিতে ক্লিক করেছেন। এই সর্ম্পূন আর্টিকেলটি পড়লে পাইলস এর চিকিৎসা সহ ঔষধ এর নাম এবং পাইলস এর আয়ুর্বেদিক ওষুধ এর নাম ও পাইলস এর চিকিৎসা খরচ কেমন হয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পাইলস এর চিকিৎসা ঔষধ এর নাম
অতএব সম্পূর্ন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন, যেখানে পাইলস এর চিকিৎসা ঔষধ এর নাম এবং পোইলস নিরাময়ে কেমন খরচ হয় সে বিষয়ে জানতে পারবেন।

ভূমিকা

মলদ্বারের একটি জটিল রোগ পাইলস। পাইলস এর আর এক নাম অশ্ব। গ্রাম বাংলার মানুষ এমন কি প্রাচীন কালে পাইলস নাম টি অশ্ব নামে পরিচিত ছিল। পায়ুপথ এর এ রোগ সম্পর্কে অনেক মানুষ আছেন যারা খোলামেলা কথা বলতে পছন্দ করেননা এবং ডাক্তারের শরণাপন্ন হন না তবে পাইলস রোগের সঠিক চিকিৎসা না নেওয়ার ফলে এটি বড় ধরনের আকার লাভ করতে পারে।
পাইলস এই রোগটি ছোট-বড়, কম বয়সী এমনকি বৃদ্ধ মানুষের ও হতে পারে।মলদ্বারে রক্ত পাত এবং তীব্র ব্যথা অনুভূত হয়।তাই এই গুরুতর বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে রাখা সকলের প্রয়োজন। পাইলস সম্পর্কিত খুঁটিনাটি সব কিছু জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

পাইলস এর চিকিৎসা ঔষধ এর নাম - পাইলস এর এলোপ্যাথিক ঔষধের নাম

এলোপ্যাথিক চিকিৎসায় পাইলস সম্পূর্ণ ভালো হয় না। তবে ব্যথা এবং রক্তপাত হতে মুক্ত পেতে তাৎক্ষনিক এলোপ্যাথিক ওষুধ অনেক কার্যকর। প্রিয় পাঠক আসুন জেনে নেই কিছু কার্যকরী পাইলস এর ওষুধ এবং কেমন পর্যায়ে কি ওষুধ খাওয়া প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত।
পাইলস এর চিকিৎসা ঔষধ এর নাম
Daflon 1000 mg
যে সব ব্যাক্তি দীর্ঘদিন হলে পাইলস এর সমস্যায় ভুগছেন তারা এই ওষুধ টি খেতে পারেন। রক্তনালীর ব্যাধিগুলির চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহৃত হয়। দীর্ঘদিনের পাইলস ভালো করতে এই ওষুধ সেবন করতে পারেন। এটির দাম বর্তমানে ২৭০ টাকা স্থান ভেদে কম বেশি হতে পারে।

Lignocaine gel
পাইলস রোগে আক্রান্ত ব্যাক্তির মলত্যাগের সময় অতিরিক্ত জ্বালাপোড়া অনুভব করেন তাদের জন্য খুব কার্যকর একটি জেল। মলত্যাগ এর ১৫-২০ মিনিট আগে এই জেল আক্রান্ত স্থানে ব্যাবহারে মলত্যাগ এর সময় জ্বালাপোড়া কম অনুভূত হয়। এই জেল টি ভারতে তৈরিকৃত তাই বাংলাদেশ এ দাম একটু বেশি। এর বর্তমান মূল্য ৪০০ টাকা।

Normanal 500mg
পাইলস এর এলোপ্যাথিক যেগুলো ঔষধ রয়েছে তার মধ্যে একটি খুব কার্যকারি একটি ঔষধ। পাইলস রোগের কারণে যাদের মলদ্বারে প্রচন্ড আকারে ব্যথা করে কিংবা মলদ্বার ফুলে ওঠে এবং তীব্র জ্বালাপোড়া করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এর বর্তমান মূল্য ১০ পিস ৯০ টাকা।

Erian
যারা পাইলস রোগে আক্রান্ত এবং পাশাপাশি প্রচুর চুলকানি হয় তাদের জন্য এই এ্যালোপ্যাথিক ঔষধ অত্যাধিক কার্যকরী।এমনকি যাদের মলদ্বারে প্রচন্ড ব্যথা করে ও যাদের মলদ্বার ফুলে ওঠে এমন গুরুতর অবস্থায় এই ওষুধ টি বেশ কার্যকর। এটি ক্রিম অয়েন্টমেন্ট তাই এটি খুব দ্রুত কাজ করে আক্রান্ত স্থানে। এই ক্রিম টির দাম মাত্র ৮৫ টাকা।

Osmolax 100ml
এটি মূলত একটি এলোপ্যাথিক সিরাপ। পাইলস রোগীকে এই ওষুধটি খেতে দেওয়া হয়।রাতে ঘুমানোর আগে ভরা পেটে এই সিরাপ সেবন করলে পাইলস এর ব্যথা কিছুটা কমে। এটির মূল্য ১৫০ টাকা।

প্রিয় পাঠক, এই উপরিউক্ত এ সকল ওষুধ পাইলসের রোগীদের দেওয়া হয়ে থাকে কিন্তু আপনি যদি পাইলসের আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার কে দেখাতে হবে এক একজনের শরীরের কন্ডিশন অনুযায়ী ওষুধ সেবন করা উচিত তাই পাইলসের সমস্যা কম থাকতেই কোন বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা চিকিৎসা গ্রহণ করুন।

পাইলস এর চিকিৎসা কোথায় ভালো হয়

পাইলস জটিল রোগ না হলেও এ বিষয়ে অবহেলা ও সময়মতো সঠিক চিকিৎসার অভাবে জটিল রোগে পরিণত হতে পারে। তাই জেনে রাখা ভালো পাইলসের চিকিৎসা কোথায় এবং কি ভাবে ভালো হতে পারে। সাধারণত ওষুধ খেলে সাময়িক ভাবে ব্যথা নিরাময় হয় তবে একবারে পাইলস নির্মূল হয় না।
৯০ শতাংশ পাইলস রোগী অপেরাশন ছাড়া নিয়ম মেনে চলাফেরা করলে বিশেষ করে খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনের মাধ্যমে পাইলস থেকে মুক্ত হতে পারে বিকল্প পদ্ধতি হিসাবে অপারেশনের মাধ্যমে পাইলস থেকে মুক্ত পাওয়া যায় তাই অবশ্যই রেজিস্টার বিশেষজ্ঞ ডাক্তার এর শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা উত্তম।

পাইলস এর আয়ুর্বেদিক ওষুধ

আয়ুর্বেদ চিকিত্‍সা মূলত ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে প্রচলিত চিকিত্‍সা পদ্ধতি। এই পদ্ধতিতে পাইলস এর চিকিৎসা করা হয়। আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা তে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বিভিন্ন ভেষজ উদ্ভিদ এর পাতা বাকল শিকড় থেকে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত করা হয়।

পাইলস রোগ প্রতিকারে যেসব ভেষজ উপাদান আয়ুর্বেদিক ঔষধ হিসেবে কার্যকর তা হচ্ছে বাসক, থানকুনি, আমলকী, হরিতকি, মেহেদি পাতা, ইসবগুল, নিমপাতা, নিমতেল ও নিম এর ফুল, ভাংপাতা, মুকিল, জিংগবিলোবা।
  • পাইলস এর ক্ষেত্রে রক্তপাতযুক্ত জটিল সমস্যার সময় বাসক পাতার রস ১ চামচ করে দিনে তিনবার সেবন করুন। এতে রক্তপাত কম হয়।
  • ফুলে যাওয়া রোধ করতে সাতটি নিমফুল বা নিম বীজের মজ্জা এক গ্লাস পানি সহ সকালে সেবন করুন। ইসবগুল এক চামচ পরিমাণ পানিসহ রাতে সেবন করুন।
  • এছাড়াও বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরী ওষুধ টোনালেক্স, হ্যানরয়েড, হ্যানরয়েড বি, মুকিল, মাজুন ওশবা, সফুফ ইন্দেমালি, ট্যাবলেট পিবলিউ হামদর্দের ক্লিনিকগুলো থেকে চিকিৎসকের পরার্মশে খেতে পারেন।

পাইলস এর হোমিওপ্যাথি

মলদ্বারে হেমরইদাল প্লেক্সসাস আছে সেখানে থেকে ভেইন ছিঁড়ে আসে অথবা ভেতর থেকে বাহিরে বের হয়ে আসে এটিকে পাইলস বলে।পাইলস সাধারণত ২ ধরনের হয়ে থাকে। যে পাইলস ভেতরে থাকে তা হলো ইন্টারনাল পাইলস, বাইরের দিকে থাকে এক্সটারনাল পাইলস।

হোমিওপ্যাথি পদ্ধতিতে পাইলস এর খুব কার্যকারী চিকিৎসা রয়েছে। পাইলস এর উপসর্গ প্রাথমিক পর্যায়ে হোমিওপ্যাথি চিকিৎসা করলে খুব দ্রুত নিরাময় হয়। সে জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নেয়া উচিৎ।

পাইলস এর চিকিৎসা খরচ

বাংলাদেশের বেশীর ভাগ মানুষ পাইলসের চিকিৎসা করতে সচারচর ভারতে যেয়ে থাকেন। অপেরাশনের জন্য এক এক হাসপাতাল এক এক পরিমাণ চার্জ নিয়ে থাকে। ভারতে পাইলস এর চিকিৎসা করতে আনুমানিক ৩০ হাজার থেকে ১ লক্ষ্য ৫০ হাজার টাকা পর্যন্ত বাংলাদেশী টাকা খরচ হতে পারে।

বাংলাদেশ এর বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে পাইলস এর চিকিৎসা হয়৫। এই চিকিৎসা তে বাংলাদেশে ৪৫হাজার থেকে ৬৫হাজার টাকা খরচ হতে পারে।

পাইলস এর স্থায়ী চিকিৎসা

বর্তমানে সাধারণত লেজার অপারেশনের মাধ্যমে পাইলস এর স্থায়ী চিকিৎসা করা হয়। পাইলস দীর্ঘ দিন ধরে থাকলে এবং গুরুতর অবস্থা দেখা দিলে সে ক্ষেত্রে লেজার অপারেশান করা হয়। পাইলস এর লাস্ট ধাপে চিকিৎশক রা অপেরাশান এর পরামর্শ দিয়ে থাকেন। এই অপেরাশন করতে বাংলাদেশে ৪৫হাজার টাকা থেকে ৬৫হাজা]র টাঁকা পর্যন্ত খরচ হতে পারে।

পাইলস এর অবস্থা বুঝে চিকিৎসার স্থায়িত্ব বুঝতে পারা যায়। পাইলস এর প্রাথমিক পর্যায়ে ঔষধ সেবন করলে অপারেশন ছাড়াও পাইলস রোগ ভালো হয়।

পাইলস এর ঘরোয়া চিকিৎসা

ওষুধ বা অষ্ট প্রচারের মাধ্যমে পাইলসের স্থায়ী সমস্যা সমাধান করা যায় এর পাশাপাশি যদি এই পাইলসের স্তরটি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে ঘরোয়া উপায়ও পায়ের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।
  • তীব্র ব্যথা অনুভূত হলে পাইলস নিরাময়ে বরফ ব্যাবহার করুন। রক্তের চলাচল স্বাভাবিক রাখতে এবং রক্তপাত কমাতে বরফ বেশ কার্যকরী। ১০-১৫ মিনিট আক্রান্ত স্থানে বরফ দিয়ে রাখলে রক্তপাত ও জ্বালাপোড়া কমে যায়।
  • জামে থাকে প্রচুর পরিমাণ এর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা পাইলস এর সমস্যা দূর করতে সাহায্য করে। প্রতিদিন জাম এর জুস বা আস্ত জাম খেলে পাইলস দূর হয়।
  • পানি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানি শূন্যতার কারনে পাইলস এর সমস্যা এমনকি কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে।হালকা কুসুম গরম পানির সাথে আদা, লেবু ও মধু মিশিয়ে দিনে অন্তত ২ বার খেলে পাইলস দ্রুত নিয়ন্ত্রণে আসে।
  • ওল পাইলস এর রোগ নিরাময় করতে খুব কার্যকরী। এছাড়াও শাক-সবজি তরল প্রকৃতির খাবার পাইলস রোগীর মল ত্যাগ এর সময় ব্যথা, রক্তপাত, তীব্র জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
  • ফাইবারযুক্ত খাবারের অভাব, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত ওজন, গর্ভাবস্থায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকার অভ্যাসসহ বিভিন্ন কারণে এই রোগ শরীরে বাসা বাঁধতে পরে।

লেখকের মন্তব্য: পাইলস এর চিকিৎসা ঔষধ এর নাম - পাইলস এর আয়ুর্বেদিক ওষুধ

প্রিয় পাঠক, আশা করি পাইলস এর চিকিৎসা ঔষধ এর নাম এবং পাইলস এর আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। পাইলস রোগের খরচ অনেক হয়ে থাকে এবং এই রোগে আক্রান্ত রোগীরা অনেক কষ্ট ভোগ করেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। পাইলস হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরার্মশ নিন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url