বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক (১০০+) স্ট্যাটাস জেনে নিন

প্রিয় পাঠক, বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক স্ট্যাটাস ও মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে বিভিন্ন ক্যাপশন বা স্ট্যাটাস বা ক্যাপশন সম্পর্কে জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই আর্টিকেলটিতে বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক স্ট্যাটাস ও মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে জানতে পারবেন।
মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি
আরো জানতে পারবেন- বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে স্ট্যাটাস, বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা এবং I miss you মৃত বাবাকে নিয়ে নতুন নতুন বাংলা স্ট্যাটাস।

ভূমিক: বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক স্ট্যাটাস - মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি

যার বাবা নেই কেবল মাত্র সেই বোঝে বাবা না থাকার যন্ত্রনা। বাবা পরিবারের সকল দ্বায়িক্ত হাসিমুখে নিজের কাধেঁ তুলে নেন। বাবা এমন একজন যিনি পরিবারের সকল সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন এবং সবার চাহিদা নিশ্চিত করেন। যিনি পরিবারের সকল দুঃখ কষ্ট নিজের করে নিয়ে অন্য সদস্যাদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকেন।
বাবা এমন একজন যিনি পাশে থাকলে সমস্ত দুনিয়া আপনার, আর বাবা ছাড়া আপনি নিতান্তই একা এবং সব দুঃখ কষ্টগুলো কেবল আপনার একার। এই পৃথিবীতে হাজারো খারাপ, অত্যাচারী এবং হিংস্র পুরুষ পাবেন কিন্তু একটাও খারাপ, অত্যাচারী বাবা পাবেন না। সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন বাবা আপনার জীবনে কি তা জানতে পারবেন।

বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক স্ট্যাটাস

বাবার মৃত্যুতে আমরা অনেকটা ভেঙে পরি। বাবার কথা মনে পড়ে অনেক খারাপ লাগে। বাবার পুরানো স্মৃতিগুলো মনে পড়ে। বাবার আদর, ভালোবাসা, শাসন গুলো অনেক মিছ করতে থাকি। বাবার কথা মনে পড়ে আবেগে আপ্লুত হয়ে। তার কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে নিজেদের হালকা করার চেষ্টা করি। কিন্তু প্রকাশ করার মতো তেমন কোন ভাষা খুজে পাইনা। তাই নিম্নে কিছু বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক স্ট্যাটাস দেয়া হলো-
বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক স্ট্যাটাস
বাবা আপনি আমাদের মাঝে আর নেই কিন্তু আপনার শিক্ষা, আপনার আদর্শ এবং নিস্বার্থ ভালোবাসা সবসময় আমাদের হৃদয়ে বেঁছে থাকবে। আপনাকে অনেক ভালোবাসি বাবা। আল্লাহ আপনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন।

বাবা তোমার অনুপস্থিতি প্রতিটি পদক্ষেপে অনুভব করছি। তোমার এই অনুপস্থিতি আমার জীবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। যা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তুমি ভালো থেকো বাবা, আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

হে আল্লাহ আপনি আমার বাবার কবরকে জান্নাতি বাগানে পরিনত করুন। তার যত পাপ রয়েছে, গুনাহ্ রয়েছে তা আমার চোখের পানির বিনিময়ে হলেও ক্ষমা করে দিন। আমার বাবাকে জান্নাত বাসী করো আল্লাহ। আমীন।

বাবা আজ তোমার মৃত্যু বার্ষিকী, গত বছর ও এই দিনে তুমি আমার সাথে ছিলে। আজ তুমি আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে গেছ। তুমি ওপারে অনেক ভালো থেকো বাবা। আল্লাহ তোমাকে জান্নাত নসীব করুন।

বাবা আমার প্রত্যেকটা মোনাজাতে তুমি থাকো। আমার চোখর পানির প্রতিটি ফোঁটা তোমায় অনেক মিস করে বাবা। আমরা তোমাকে ছাড়া ভালো নেই বাবা। সারাক্ষন নিজের অজান্তে তোমার কথা মনে পড়ে। আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ট জান্নাত জান্নাতুল ফেরদৌস দান করুন।

বাবা তুমি হলে আল্লাহর পক্ষথেকে সব চেয়ে বড় নিয়ামত। তুমি ছিলে কখনো কোন অভার, দুঃখ-কষ্ট অনুভব করতে দাওনি। আমাদের এভাবে একা রেখে চলে গেলে বাবা। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক বাবা। তুমি জান্নাত বাসী হও সে দোয়াই করি।

মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি

বাবার মৃত্যুতে সবচেয়ে শোকহত হয় তার সন্তানরা। এমন অবস্থা তার পায়ের নিচের মাটি সরে যায়। দৃঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে সারাক্ষন বাবার কথা ভাবতে থাকে। অনেকেই এই কষ্টগুলো শেয়ার করার উপযুক্ত সঙ্গী পায় না। যার কারনে বিভিন্ন শোস্যাল মিডিয়াতে তাদের মনের দুঃখ, কষ্ট গুলো শেয়ার করে নিজেকে শান্ত করে। সেজন্য কিছু উপযুক্ত ইসলামিক উক্তি খোঁজেন। নিম্নে কিছু মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি তুলে ধরা হলো-
  • হে আমার আল্লাহ, তুমি আমারে বাবাকে ভালো রাখো এবং তার প্রতি দয়া করো। যেমন তিনি আমাকে ছোট বেলায় ভালোবেসে লালন পালন করেছিলেন এবং আগলিয়ে রেখেছিলেন।
  • আল্লাহ আমি আমার পিতার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি অনেক দয়ালু, তুমি আমার বাবাকে ক্ষমা করে তাকে জান্নাত দান করো। আমীন।
  • আল্লাহ তুমি আমার বাবাকে আমার থেকে তোমার কাছে ডেকে নিয়োছো। আল্লাহ তুমি রহমানুর রাহীম, তুমি আমার বাবার জীবনের সকল গুনাহ্ গুলো ক্ষমা করে, আমার বাবাকে ভালো রেখো তাকে জান্নাত দান করো।
  • আল্লাহ তোমার মত দয়ালূ আর কেউ হয়না, তুমি আমার বাবাকে করুনা করে, আমার বাবাকে জান্নাতের পথ সুগম করে দিন।
  • হে আমার সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আমার বাবাকে দয়া করার আর কেউ নেই। তুমি আমার বাবাকে সর্ব উৎকৃষ্ট জান্নাত, জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।
  • আল্লাহ তুমি আমাদের প্রতি পালক, তোমর রহমতে আমরা বেঁচে আছি। আমার বাবা যদি কখনো একটি ভালো কাজও করে থাকে। সেই ভালো কাজের অছিলায় আমার বাবাকে জান্নাত দান করো।
  • আল্রাহ তুমি আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছো। জীবনে চলার পথে আমরা অনেকে ভূল করে থাকি। আমার বাবা তার জীবন চলার পথে ভূল করতে পারে। তার ভূল গুলো ক্ষমা করে, তার কবরকে জান্নাতে বাগীচায় পরিনত করুন।
  • আল্লাহ তোমার দরবারে আর্জি জ্ঞাপন করছি, তুমি আমার বাবার জীবনের ছোট বড় সকল গুনাহ সমূহ ক্ষমা করে, তাকে জান্নাত দান করুন। আমীন।
  • আল্লাহ আপনি দুনিয়া ও আখিরাতের মালিক, আপনি পারেন না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই। আপনি আমার বাবার প্রতি একটু রহম করুন। আমার বাবাকে জান্নাতে প্রবেশ করার তৈফিক দান করুন।
  • আল্লাহ তোমার করুনা থেকে আমার পিতাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার কবর কে জান্নাতে বাগীচায় পরিনত করুন। আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করুন। আমীন।

বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে স্ট্যাটাস

বাবার মৃত্যু আমাদের কাঁদায়। যে কান্না কারো কাছে প্রকাশ করা, যায় না নিজে সহ্য করা যায়। বাবার মৃত্যু বেদনার এবং তার চিরচেনা কথা গুলো, তার স্মৃতি চিরকাল আমাদের অন্তরে গেঁথে যায়। ভালোবাসলে ও বাবাকে কখনো বলা হয়নি, বাবা ভালোবাসি তোমায়। বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশে এবং বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে কিছৃ স্ট্যাটাস দেয়া হলো-

  • আজ এই দিনেই আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিলো বাবা নামক নক্ষত্র, বাবার মৃত্যুতে আজ আমি একাকি হয়েছি, বেদানায় মন ভরাক্রান্ত। তোমায় ভালোবাসি বাবা।
  • বাবা তুমি আমায় ছেড়ে চলে গেলে, অমলিন তোমার স্মৃতি। চোখের কোণে জমেছে জল, তোমার প্রতিটি শব্দ আমার হৃদয়ে চলাচল। ভালোবাসি বাবা অনেক ভালোবাসি তোমায়।
  • আমার এই ক্ষুদ্র জীবনে বাবা তুমি চলে যেয়েও অমর, প্রতিটি কাজে তোমার অনুপ্রেরণা প্রতিটি নিশ্বাসে তোমার স্মরণ। আমাকে একা করে কেনো চলে গেলে বাবা। তুমি ছাড়া যে আমি বড্ড একা।
  • বাবা তোমার হাতের সেই আঙ্গুল, তোমার ভূবণ বিখ্যাত হাসি। থাকবে তুমি চিরস্মরণীয় হয়ে, বাবা তোমায় ভালো বাসি। তোমার সকল চাওয়া গুলো পূর্ণতা দেব বাবা তুমি চিরঅমর।
  • বাবা তুমি থাকাতে কত গভীর ঘুম হত, ছিলো না কোন হতাশা। বাস্তব জীবনে পর্দাপন করলাম, অপূর্ন রয়ে গেলো হাজারো স্বপ্ন আশা। একটি বার ফিরে আসো বাবা তোমাকে একবার আলিঙ্গন করতে চাই।
  • বাবা তোমার সাথে শৈশবের ‍দিন গুলি, তোমার কোলে নিশ্চিত ঘুম। তোমর স্মৃতি মনে পড়ে আজ বারবার, বাবা তুমি ফিরে আসো আর একটিবার। বাবা তুমি আমার হৃদয়ের চিরস্মরণীয় হয়ে থাকবে।
  • শৈশবে তোমার শিখানো জীবনে বাস্তব শিক্ষা পাঠ, আজও আমার প্রতিটি পদক্ষেপে পাই অনুপ্রেরণা, তুমি আমার জীবনে ছিলে হয়ে আর্শীবাদ। সেই আর্শীবাদে আমি সফল্যের পথে এগিয়ে যেতে চাই বাবা।

I miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

আমরা জীবন চলার পথে প্রতিটি ধাপে ক্ষনে ক্ষনে বাবাকে স্মরণ বা মিছ করে থাকি। বাবার কথা বলার ধরন, ভালো কাজে উৎসাহিত করা, খারাপ কাজে বাধা প্রদান করা এবং সঠিক পথে চলতে বাবার অনুপ্রেরণা গুলো মনে পড়ে। তখন বিষয় গুলো খারাপ লাগলে ও এখন প্রতি ধাপে ধাপে তোমার কথা গুলো মনে পড়ে বাবা। এমনি I miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস-

বাবা তুমি ছিলে রক্ষাকারী ছাতার মত, যে ছাতা বর্ষাকালে বৃষ্টি খেকে এবং গ্রীষ্মকালে প্রহর রোদ থেকে রক্ষা করে। তুমি আমার কাছে ঠিক তেমনি ছিলে বাবা। সব বাধা বিপত্তি থেকে আমাদের রক্ষা করতে।

তোমার সব চেয়ে ছোট আঙ্গুটি সবচেয়ে বেশি মিছ করি বাবা। যে আঙ্গুলটি ধরলে সমস্ত পৃথিবী আমার মনে হতো। আজ তুমি ছাড়া আমি বড্ড নিঃস্ব বাবা। আরেকটি বার তোমার হাতটি বাড়িয়ে দাও বাবা, আমি তোমার সেই ছোট আঙ্গুলটি ধরতে চাই।

বাবা তুমি আমার জীবনে থাকাকালীন, জীবন সিঁড়ি অনেক ছোট এবং সহজ মনে হতো। আজ তুমি ছাড়া সেই চির চেনা সিঁড়িগুলো ক্ষতবিক্ষত আর অনেক বেশি লম্বা মনে হয় বাবা।

আমার মন খারাপে, আমার ভেঙ্গে পড়াতে, আমার বিশ্বাস অটুট রাখতে তুমি আমার পাশে ছিলে বাবা। আজ তোমার কারণে আমার মন খারাপ, তোমাকে ছাড়া আমি ভিতর থেকে ভেঙ্গে পড়েছি বাবা। এখন কে আমাকে সাহস যোগাবে, কে আমার কাঁধে হাত রেখে বলবে- পাশে আছিতো এগিয়ে যাও।

লোকে বলে আল্লাহ তার প্রিয় মানুষদের তার কাছে ডেকে নেন। তুমিও তো আমার কাছে অনেক প্রিয় ছিলে বাবা। তাহলে কেনো তুমি আমাকে ডাকলে না, আমায় সাথে নিলে না। তুমি ছাড়া যে আমি বড্ড একা বাবা।

জীবনে অনেক কিছু না চাইতেও তুমি আমার অপূর্ণতা গুলো পূরণ করেছো। কিন্তু আমি তো সবসময় তোমাকে আমার পাশে চাইতাম বাবা। তাহলে কেনো তুমি আমার সেই আশা পূর্নতা দিলে না বাবা। তুমি ছাড়া আমি অথৈই সাগরে ভেসে চলছি বাবা।

বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা

বাবা আমাদের জীবনে এমন এক গুরুত্বপূর্ন ব্যক্তি, যার কাছ ভালোবাসা ও আবদারের কোন কমতি নেই। বাবা ছাড়া প্রতিটি সন্তান শূন্য। জন্ম থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত সবকিছু বাবার অবদান। সেই বাবাদের উৎসর্গ করে নানা ধরনের স্ট্যাটাস পোস্ট করে থাকি। কিন্তু তা বাস্তবতার সাথে মিলে না। তাই আপনাদের সুবিধার্থে বাবা নিয়ে নিম্নে কিছু স্ট্যাটাস বাংলায় দেয়া হলো-
বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা
  • বাবা তুমি আমার জীবনের স্তম্ভ, তোমার ছায়ায় আমি নিরাপদ। সারা জীবন তোমাকে সাথে নিয়ে বাঁচতে চাই বাবা। তোমার ছায়াতে থাকতে চাই। আমাকে তোমার পাশে রেখো বাবা।
  • তুমি কেবলমাত্র আমার বাবাই নও, তুমি আমার বন্ধু , তুমি আমার খেলার সাথী, তুমি আমার আর্দশ, তুমি আমার অনুপ্রেরণা, তুমি আমার সব কিছু বাবা।
  • বাবা তুমি সব সময় আমার পাশে আছো, তুমি আমার পাশে ছিলে, যদি কখনো না ফেরার দেশে চলে যাও তবু ও আমার অন্তরে থাকবে। আমি তোমাকে হারাতে চাইনা বাবা।
  • বাবা তোমার সাথে কাটানো প্রত্যেকটা মহূর্ত আমার কাছে অনেক দামী। তোমার ভালোবাসা, তোমার কেয়ার, তোমার শাসন আমার জীবনে আর্শিবাদ স্বরুপ এবং অতি মূল্যবান।
  • বাবা তুমি এমন একজন মানুষ, যার ঋণ কখনো শোধ করার মতো নয়। তোমাকে অনেক ভালোবাসি বাবা। এই জগতে এবং পর জগতে তোমার ঋণের মূল্য জানি দিতে পারবো না, তবে শেষ বয়সে তোমাকে আগলিয়ে রাখবো।
  • তোমার এত এত ত্যাগ স্বীকারে, আমার জীবনটা ও দিয়ে দেই তবু ও কম হয়ে যাবে। আমার জীবনের চেয়ে ও তোমাকে বেশি ভালোবাসি বাবা।
  • আমার জীবন চলার পথের তুমি আমার পথের দিশা, তোমার ভালোবাসা, দোয়া আমার শক্তি। আমি কখনো বড় হতে চাই না বাবা তোমার ছোট্ট খোকা হয়ে থাকতে চাই।
  • তোমার হাত ধরে ছোট বেলায় যখন হাঁটতাম, একটি আত্মবিশ্বাস কাজ করতো। আজ বড় হয়ে সেই দিন গুলো খুব বেশি মনে পড়ে বাবা। তোমার সাথে হাঁটতে চাই।
  • সেই ছোট বেলায় শেখানো হাজারো কথা, কাজ এতদিন পরেও আমাকে উৎসাহিত করে। তুমি ছিলে আমার শিক্ষক।

লেখকের মন্তব্য: বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক স্ট্যাটাস - মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি

প্রিয় পাঠক, আশা করি বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে ইসলামিক স্ট্যাটাস এবং মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে ইতি মধ্যে জানতে পেরেছেন। এছাড়া ও বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা তে, I miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস সহ বাবার মৃত্যু বার্ষিকী নিয়ে স্ট্যাটাস সম্পর্কে অবগত হয়েছেন। বাবা চেয়ে থাকুক বা না থাকুক, তাদের আর্দশে জীবন গড়ার চেষ্টা করুন। তাদের প্রতি সব সময় সম্মান প্রদর্শন করুন। বৃদ্ধ বয়সে তাদের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করুন এবং বৃদ্ধাশ্রম নাম শব্দটি ডিকশনারি থেকে হারিয়ে যায়। ভালো থাকুক সকল বাবার।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url