বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ - বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪

প্রিয় পাঠক, বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ এ কত এবং বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪ সম্পর্কে জানতে চেয়েছেন। আমি আপনাদের জানাবো বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৪ সালে বাংলাদেশ এ কত এবং বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা।
বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪
আরো জানাবো- বাজাজ প্লাটিনা ১০০ সিসি দাম বাংলাদেশ ২০২৪ কত, বাজাজ ডিসকভার ১১০ সিসি দাম ২০২৪ কত এবং বাজাজ পালসার 150 সিসি দাম কত সে সম্পর্কে।

বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ

আধুনিকতা বা যুগেরে সাথে তাল মিলিয়ে চলতে বাজাজ মোটরসাইকেল হতে পারে আপনার পছন্দের ভ্রমন সঙ্গী। নতুনত্বের ছোঁয়ায় অ্যাডভান্স সব ফিচার এবং ডিজাইনে তৈরী হয় বাজাজ মোটরসাইকেল। সবার থেকে এগিয়ে থাকতে বাজাজ মোটরসাইকেল হতে পারে আপনার সেরা পছন্দ। চলুন জেনে নেই ২০২৪ সালে বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের দাম সম্পর্কে-
বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ
ক্রমিক নাম্বার:মোটরসাইকেলের নাম:সিসিমোটরসাইকেলের দাম:
Bajaj CT 100 ES১০০১,২০,০০০ টাকা
Bajaj PLATINA 100 ES১০০১,২৮,০০০ টাকা
Bajaj PLATINA 110 H১১০১,৪০,০০০ টাকা
Bajaj DISCOVER 110 DISC১১০১,৪৬,০০০ টাকা
Bajaj DISCOVER 125 DISC১২৫১,৬০,৫০০ টাকা
Bajaj PULSAR NS125১২৫১,৮৯,৭৫০ টাকা
Bajaj PULSAR 150১৫০১,৮৯,৭৫০ টাকা
Bajaj PULSAR 150 Double DISC ABS১৫০২,২৫,০০০ টাকা
Bajaj PULSAR N160১৬০২,১০,০০০ টাকা
১০Bajaj PULSAR N160 FI DC ABS১৬০২,৫৯,৯০০ টাকা
১১Bajaj AVENGER 160 ABS১৬০২,৭৪,০০০ টাকা
১২Bajaj PULSAR N250২৫০৩,২৯.৯৯৯ টাকা

বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪ - ডিসকভার 125 বাংলাদেশ প্রাইস 2024 - 125cc বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম - বাজাজ ১২৫ সিসি নতুন মডেল

বাজাজের সবচেয়ে জনপ্রিয় ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল। দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি সহজ সব ফিচার যা সবাই ব্যবহার করতে পারে এবং সব বয়সের মানুষের সাথে মানানসই। দাম সবার সাধ্যের মধ্যে হওয়াতে সবাই এটি কিনতে আগ্রহ প্রকাশ করে। চলুন জেনে নেই বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪ ও ফিচার সম্পর্কে বিস্তারিত-
ডিসকভার মোটরসাইকেলটির দৈর্ঘ্য ২০৩৫ মিমি, প্রস্থ ৭৬০ মিমি এবং উচ্চতা ১০৮৫ মিমি। মাটি থেকে ইঞ্জিনের উচ্চতা ১৬৫ মিমি হওয়ার কারনে রোদ, বৃষ্টি হলেও সব ধরনের রাস্তাতে চালনা করা যায়। এই মোটরসাইকেলটিতে সর্বমোট ১০.৩ লিটার জ্বালানী ধরে থাকে। যার মধ্যে ৮ লিটার টাংকিতে এবং বাকি ২.৩ লিটার রিজার্ভে থাকে।

ডিসকভার মোটরসাইকেলটি ওজন ১২০ কেজি হওয়াতে সহজেই বহনযোগ্য। ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ১১ পিএস বা ৭৫০০ আরপিএম। সামনে ও পিছনের চাকার রিং অ্যালাই হুইপ দিয়ে তৈরী এবং চাকা গুলো টিউবলেস হয়ে থাকে। সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ১১০ মিমি ড্রাম ব্রেক রয়েছে, যার কারণে যে কোন রাস্তায়, যে কোন পারিবেশে ব্রেক খুব ভালো কাজ করে।
ডিসকভার মোটরসাইকেলটিতে জ্বালানী বেশ সাশ্রয়ী হয়ে থাকে। প্রতি ১ লিটার জ্বালানীতে প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে। কিক এবং স্লেফ দুই অস্থাতেই মোটরসাইকেল চালু করা যায়। এতে গিয়ার সংখ্যা ৪ টি ১ম গিয়ার নিচের দিকে বাকি সবগুলো উপরের দিকে হয়ে থাকে। একটি ডিজিটাল মিটার বক্স রয়েছে।

ডিসকভার মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিসীমা ৯০ কিলোমিটার প্রাতি ঘন্টায়। যা যথেষ্ট উচ্চ গতি সম্পন্ন। এই মোটর সাইকেলটি তিনটি রঙ্গের হয়ে থাকে- লাল ও ম্যাট লাল মিশ্রন, কালো ও লাল মিশ্রন এবং কালো এবং নীল কালারের মিশ্রন। ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটির অফিসিয়াল দাম ১,৬০,৫০০ টাকা।

বাজাজ প্লাটিনা ১০০ সিসি দাম বাংলাদেশ ২০২৪ - বাজাজ প্লাটিনা 100 সিসি দাম কত - Platina 100 price in Bangladesh 2024

কম দামের মধ্যে অনেক ভালো একটি মোটরসাইকেল হলো বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি দাম তুলনা মূলক কম হওয়া সত্বেও এতে আধুনিক সব ফিচারে তৈরী করা হয়। এর ওজন কম হওয়াতে এটি সহজেই বহনযোগ্য হয়ে থাকে। চলুন জানা যাক বাজাজ প্লাটিনা মোটরসাইকেল সম্পর্কে-

প্লাটিনা ১০০ ইএস মোটরসাইকেলটির সর্বোচ্চ ইঞ্জিনশক্তি ৮.০২ পিএস। এর দৈঘ্য ২০০০ মিমি, প্রস্থ ৮৪০ মিমি এবং উচ্চতা ১০৬০ মিমি। মাটি থেকে ইঞ্জিনের দূরত্ব ১৯০ মিমি। এই মোটর সাইকেলটির ওজন প্রায় ১০৮ কেজি। আলো বেশি হওয়ার জন্য সামনের হেডলাইডে ১২ ভেল্টে বিশিষ্ট ৩৫ ওয়াডের বাল্ব ব্যবহার করা হয়েছে।
প্লাটিনা ১০০ সিসি এই মোটরসাইকেলে মোট ১১.৫ লিটার জ্বালানী ক্যাপাসিটি রয়েছে। যার মধ্যে ২ লিটার রিজার্ভ জ্বালানী থাকে। সামনে ও পিছনের চাকায় ১১০ মিমি ড্রাম ব্রেক সিস্টেম রয়েছে। এই মোটরসাইকেলটি প্রতি ১ লিটার তেলে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে। এর সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

প্লাটিনা ১০০ সিসি এই বাইকটির চাকা গলোতে টিউব রয়েছে। এটি কিক এবং সেল্ফ দুই ভাবেই ইঞ্জিন চালু করা যায়। এই বাইকে মোট ৪ টি ‍গিয়ার রয়েছে। সব গিয়ার নিচের দিকে হয়ে থাকে। এই মোটরসাইকেলটি কেবল মাত্র কালো কালারের হয়ে থাকে। বাংলাদেশে প্লাটিনা ১০০ সিসি এই বাইটির দাম ১ লক্ষ ২০ হাজার টাকা।

বাজাজ ডিসকভার ১১০ সিসি দাম ২০২৪ - ডিসকভার 110 সিসি বাংলাদেশ প্রাইস

বাজাজ ব্রান্ডের আরো একটি জনপ্রিয় মোটরসাইকেল হলো ডিসকভার ১১০ সিসির এই মোটরসাইকেলটি। যা সবাই অনেক স্বচ্ছন্দের ব্যবহার করতে পারে। এই বাইকটির আর্কষনীয় লুক এবং এর আধুনিক ফিচার সাবাইকে আকৃষ্ট করে। চলুন জেনে নেয়া যাক ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল সম্পর্কে-

ডিসকভার ১১০ সিসির এই মোটরসাইকেলটির দৈর্ঘ্য ২০৩৫ মিমি, প্রস্থ ৭৬০ মিমি এবং উচ্চতা ১০৮৫ মিমি। মাটি থেকে ইঞ্জিনের উচ্চতা ১৬৫ মিমি। এই মোটরসাইকেলটিতে সর্বমোট ৮ লিটার জ্বালানী ধরে থাকে। যার মধ্যে ৬ লিটার টাংকিতে এবং বাকি ২.৩ লিটার রিজার্ভে থাকে। ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ৮.৬ পিএস বা ৭০০০ আরপিএম।
ডিসকভার মোটরসাইকেলটি ওজন ১২০ কেজি। সামনে ও পিছনের চাকার রিং অ্যালাই হুইপ দিয়ে তৈরী এবং চাকা গুলো টিউবলেস হয়ে থাকে। সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ১১০ মিমি ড্রাম ব্রেক রয়েছে। গিয়ার সংখ্যা ৪ টি ১ম গিয়ার নিচের দিকে বাকি সবগুলো উপরের দিকে হয়ে থাকে।

ডিসকভার মোটরসাইকেলটি প্রতি ১ লিটার জ্বালানীতে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ প্রদান করে। কিক এবং স্লেফ দুই অস্থাতেই মোটরসাইকেল চালু করা যায়। মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিসীমা ৯০ কিলোমিটার প্রাতি ঘন্টায়। সাইকেলটি তিনটি কালার লাল, কালো এবং নীল হয়ে থাকে। ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলটির অফিসিয়াল দাম ১,৪৬,০০০ টাকা।

বাজাজ পালসার মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ - বাজাজ পালসার 150 সিসি দাম কত

পালসার এমন একটি মোটরসাইকেল যেটি সবাই চালাতে আগ্রহ প্রকাশ করে থাকে। দেখতে আর্কষনীয় বিধায় এই বাইকটি সবার সাথে মানানসই। এর ব্রেক সিস্টেম অনেক কার্যকারি এর ইঞ্জিন রক্ষার্থে ইঞ্জিন কভার ব্যবহার করা হয়েছে। চলুন জেনে নেই এই মোটরসাইকেলটির আরো নানা ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা-
বাজাজ পালসার মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ
বাজাজ পালসার 150 সিসি মোটরসাইকেলটির সর্বোচ্চ ইঞ্জিনশক্তি ১৪ পিএস বা ৮০০০ আরপিএম। এর দৈঘ্য ২০৩৫ মিমি, প্রস্থ ৭৬৫ মিমি এবং উচ্চতা ১১১৫ মিমি। মাটি থেকে ইঞ্জিনের দূরত্ব ১৬৫ মিমি। এই মোটরসাইকেলটির ওজন প্রায় ১৪৪ কেজি। হেডলাইডে ২ টি পাইলট লাইট সহ ১২ ভোল্টের ৩৫ ওয়াডের বাল্ব ব্যবহৃত হয়েছে।

বাজাজ পালসার 150 সিসি মোটরসাইকেলটির সামনের চাকায় ২৬০ মিমি ডিস্ক ও সাথে এবিএস ব্রেক সিস্টেম এবং পিছনের চাকায় ২৩০ মিমি ডিস্ক ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে মোট ১৫ লিটার জ্বালানী সংরক্ষিত থাকে। যার মধ্যে ২ লিটার বিজার্ভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ১ লিটার তেলে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে।
বাজাজ পালসার 150 সিসি মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়। সামনে ও পিছনের চাকা টিউবলেস হয়ে থাকে। এটি কিক এবং সেল্ফ দুই ভাবেই ইঞ্জিন চালু করা যায়। এই বাইকে মোট ৫ টি ‍গিয়ার রয়েছে। ১ম গিয়ার নিচের দিকে এবং বাকি সব গিয়ার উপরের দিকে হয়ে থাকে।

বাজাজ পালসার 150 সিসি মোটরসাইকেলটি ২ ধরনের কালারের হয়ে থাকে, একটি নীল ও কালোর মিশ্রণে এবং অন্যটি লাল ও কালোর মিশ্র্রণ হয়ে থাকে। বাংলাদেশে প্লাটিনা ১০০ সিসি এই বাইটির দাম ১ লক্ষ ২০ হাজার টাকা। তবে যেকোন লোক দোকান বা শোরুমে ৩০০০ থেকে ৪০০০ টাকা কম মূল্যে পেতে পারেন।

লেখকের মন্তব্য: বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ - বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪

প্রিয় পাঠক, আশা করি বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ এ কত এবং বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৪ সালে এসে কত সে সম্পর্কে বুঝতে পেরেছেন। দূর্ঘটনা এড়াতে যতটা সম্ভব নিরাপদে মোটরসাইকেল চালনা করুন। নিজে ট্রাফিক আইন মেনে চলুন এবং অন্যকে উৎসাহিত করুন। আপনার যাত্রা শুভ হোক।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url