তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো মেয়েদের - গরমে কোন ফেসওয়াস ভালো

প্রিয় পাঠক, তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো মেয়েদের এবং গরমে কোন ফেসওয়াস ভালো হবে, এই বিষয়ে জানেন না বলেই আর্টিকেলটিতে ক্লিক করেছেন। যেখানে আমি আপনাদের জানাবো তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো মেয়েদের এবং গরমে কোন ফেসওয়াস ভালো হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা। 
গরমে কোন ফেসওয়াস ভালো
যেখানে আরো জানতে পারবেন, ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো, শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো এবং ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম সম্পর্কে।

ভূমিকা

আমাদের ত্বক থেকে ধূলাবালি সহ যাবতীয় ময়লা পরিষ্কার করতে ফেসওয়াস এক অপরিহার্য উপাদান। এটি আমাদের ত্বক পরিষ্কার করে উজ্জলতা প্রদান করে। এছাড়া ফেসওয়াস আমাদের লোপকূপ ও পরিষ্কার রাখে। যার ফলে আমাদের ত্বকে ব্রণ সহ ব্লাকহেডস ও হোয়াইটহেডস হওয়া থেকে বিরত রাখে।
মুখে মেকাপ বা অন্যান্য প্রসাধুনিক ব্যবহারে যে আস্তরণের সৃষ্টি হয় তা খুব সহজেই পরিষ্কার করতে ফেসওয়াস ব্যবহার জরুরি। দীর্ঘক্ষন রোদে থাকার ফলে ত্বক পুড়ে যেতে পারে। সেই পোড়া দাগ দুর করতে ও ফেসওয়াস ব্যবহার করা যায়। এছাড়া ও তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াস ব্যবহার করা অত্যাবশক।

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো মেয়েদের - তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো - মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

ত্বকে অতিরিক্ত তেলতেলে হলে ত্বকে থাকা লোপকুপ বন্ধ হয়ে যায়। যার কারনে ব্রণ সহ ত্বকে ফুসকুরি ও লালচে ভাব হয়ে থাকে। মেয়েদের ত্বকে এই সমস্যাগুলো আরো বেশি হয়ে থাকে। ত্বকে থাকা তেল দূর করতে ফেসওয়াস ব্যবহার করা জরুরি। ফেসওয়াস ব্যবহারে ত্বকে থাকা তৈলাক্ত ভাব দূর করে সতেজতা ফিরিয়ে আনে। নিম্নে তৈলাক্ত ত্বকের জন্য কিছু ভালোমানের ফেসওয়াস নিয়ে আলোচনা করা হলো-
তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো মেয়েদের
Cetaphil DermaControl Oil Removing Face Wash: এই ফেসওয়াসটি কেবলমাত্র তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরী ফেসওয়াস। এতে রয়েছে জিংক সালফেল যা ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব শোষন করে নেয়। আরো রয়েছে গ্লিসারিন যা মেয়েদের ত্বকে ময়েশ্চারাইজ করে ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে।

এছাড়া Cetaphil DermaControl Oil Removing Face Wash এ ভিটামিন-বি৫ রয়েছে যা ত্বককে কমল ও মসৃণ করে। এই ফেসওয়াস প্রায় ৯৯ শতভাগ তৈলাক্ত ভাব দূর করতে সক্ষম। বণের দাগ বা বিভিন্ন ছোট ছোট দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত এই ফেসওয়াস ব্যবহারে তেলতেলে ভাব দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জল করতে সাহায্য করে।
Neutrogena Oil-Free Acne Wash: এই ফেসওয়াসটি তৈলাক্ত ত্বক ও ব্রণ প্রতিরোধে বিশেষ ভাবে তৈরী। এতে রয়েছে সোডিয়াম সালফোনেট যাত্বকের বিভিন্ন ময়লা এবং তেল অপসরণ করাতে কাজ করে। এতে আরো রয়েছে প্রপেলিন গ্রাইকোল, যা মেয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। এতে আরো রয়েছে অ্যালোভেরার নির্যাস যা ত্বককে সতেজতা প্রদান করে।

Neutrogena Oil-Free Acne Wash ব্যবহারে এতে থাকা স্যালিসিলিক অ্যাসিডের কারনে মেয়েদের লোপকুপ খুলে যায় এবং মৃত কোষগুলোকে স্বাভাবিক করে এবং নতুন কোষ তৈরী করতে সহায্য করে। যার কারণে ব্রণ ওঠার সম্ভাবনা অনেকটা কমে যায়। এই ফেসওয়াস নিয়মিত ব্যবহারে ত্বকে তৈলাক্ত ভাব দূর হওয়া এবং ব্রণ রোধে বেশ কার্যকারি।

Garnier SkinActive Micellar Foaming Face Wash: তৈলাক্ত ত্বকের জন্য আরো একটি উপযুক্ত ফেসওয়াস হলো Garnier SkinActive Micellar Foaming Face Wash. এতে রয়েছে মাইসেলার ওয়াটার যা আমাদের ত্বকে জমে থাকা মেকাপের আবরণ, ময়লা এবং তেল দূর করে। আরো রয়েছে ত্বক পরিষ্কার ও ব্রণ পতিরোধ করার জন্য স্যালিসিলিক অ্যাসিড নামে এক ধরনের উপাদান।

Garnier SkinActive Micellar Foaming Face Wash এ রয়েছে লেবুর নির্যাস যা মেয়েদের ত্বক অনেক বেশি উজ্জল করতে সাহায্য করে। এতে আরো রয়েছে খনিজ যা ত্বকের সুরক্ষা নিশ্চিত করে বিভিন্ন সংক্রামন এড়াতে বা ব্যকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। তেলতেলে ভাব দূর করা ও ত্বক ময়েশ্চারাইজ করতে এটি ব্যবহার করা উপকারি।

গরমে কোন ফেসওয়াস ভালো - কোন ফেসওয়াশ মুখের জন্য ভালো - ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

গরমে মুখ সতেজ রাখা দরকার কেননা গরমে মুখ অনেকটা ঘেমে গিয়ে লবণাক্ত করে তোলে। যা খুব অসস্তিকর এবং ত্বকের জন্য অনেক ক্ষতিকারক। গরমে লোমকূপ গুলো অনেক বেশি বন্ধ হয়ে যায়। যার ফলে মুখে তেলতেলে ভাব ও ব্রণ দেখা দেয়। এই গরমের হাত থেকে ত্বককে বাঁচতে চলুন জেনে নেই কিছু ভালো ফেসওয়াস সম্পকে-

Simple Kind to Skin Refreshing Facial Wash Gel: এই ফেসওয়াসটি মূলত রিফ্রেশিং ফেসওয়াস। এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং মুখে জমে থাকা তেল ময়লা পরিষ্কার করে। এতে রয়েছে প্রোপিলিন গ্লাইকল যা ত্বককে হাইড্রেট রাখে। আরো রয়েছে থাইম নামক এক ধরনের পানীয় যা ত্বক অনেক বেশি পরিষ্কার করে এবং অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।

Simple Kind to Skin Refreshing Facial Wash Gel এ রয়েছে পটাসিয়াম সোর্বেট যা ব্যকটেরিয়া প্রতিরোধে কাজ করে। এতে থাকা সোডিয়াম হাইড্রোক্সাইড যা ত্বকের পিএইচ মান বজায় রেখে উজ্জলতা প্রদানের পাশাপাশি সতেজতা ফিরিয়ে আনে। গরমে আপনার ত্বকের যত্নে Simple Kind to Skin Refreshing Facial Wash Gel হতে পারে আপনার প্রশান্তির কারণ।
La Roche-Posay Effaclar Purifying Foaming Cleanser: গরমে রিফ্রেশমেন্ট বাড়াতে আরো একটি উপযোগী ফেসওয়াস হলো La Roche-Posay Effaclar Purifying Foaming Cleanser. যা ত্বকের সতেজতা বৃদ্ধি করার সাথে সাথে ত্বকে জমে থাকা ময়লা এবং মেকাপের স্তর দূর করে। এতে রয়েছে নারকেলের প্রক্রিয়াজাত করা পানি যা ত্বককে হাইড্রেট রাখে।

এছাড়া আরো রয়েছে অ্যালোভেরা যা ত্বককে রিফ্রেশ রাখে এবং ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এতে রয়েছে জিংক পিসিএ যা ত্বকে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মুখে যে কোন সংক্রমন এড়াতে কাজ করে। তাই ত্বকের সতেজতা বা রিফ্রেশমেন্ট বজায় রাখতে La Roche-Posay Effaclar Purifying Foaming Cleanser ফেসওয়ার আপনার জন্য উপকারি হতে পারে।

শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

ঠান্ডা আবহাওয়ায় আমাদের শরীরের রক্তপ্রবাহ নালী সংকুচিত হয়ে আমাদের ত্বকে রক্তপ্রবাহ অনেক কমে যায় যার করনে ত্বক শুষ্ক হয়ে যায়। কম আদ্রতার কারনে ও আমাদের ত্বক শুষ্ক হতে পারে। এমনকি সূর্য থেকে বের হওয়া ক্ষতিকর ইউভি রশ্মির কারনে ও ত্বকের শুষ্কতা দেখা দিতে পারে। শুষ্কতা রোধে চলুন জেনে নেই কিছু ফেসওয়াসের নাম।

Cetaphil Gentle Skin Cleanser: এই ফেসওয়াসটি কেবল মাত্র সংবেদনশীল বা শুষ্ক ত্বকের জন্য তৈরী করা হয়েছে। এই ফেসওয়াসে রয়েছে একধরনের ত্বকের উপকারী সেটিল অ্যালকহল যা ত্বকের মসৃণতা এবং কোমলতা বজায় রাখে। এতে রয়েছে সোডিয়াম লওরি সালফেট যা ত্বকের আদ্রতা ঠিক রেখে তেল বা ময়লঅ পরিষ্কার করে। যা শুষ্ক ত্বকের জন্য বেশ ভালো।
Cetaphil Gentle Skin Cleanser ফেসওয়াস ব্যবহারে ত্বকের লোমকুপ গুলো খুলে যাওয়ার কারনে ত্বকে ব্রণ ওঠা বা তেলতেলে ভাব হওয়া থেকে বিরত রাখে। মুখে ব্রণ বা তেলতেলে ভাব না থাকলে ত্বক শুষ্ক হওয়া থেকে থাকে। তাই ত্বক শুষ্কমুক্ত রাখতে Cetaphil Gentle Skin Cleanser নিয়মিত ব্যবহার করা উচিত।

Aveeno Daily Facial Cleanser: এই ফেসওয়াসে ক্লোইডাল ওটমিল রয়েছে যা ত্বকেকে প্রশান্তি যোগায় ও ত্বকে থাকা বিভিন্ন ব্রন বা ফুসকরির ব্যথা কামায় এবং ত্বক শুষ্ক রোধে কাজ করে। এই ফেসওয়াস ব্যবহারে ত্বক স্বাভাবিক থাকে এবং শুষ্কতা কমায়। এতে রয়েছে সোডিয়াম ল্যূরেথ সালফেট যা ত্বকের ময়লা পরিষ্কার করার সাথে তেল রোধ করে।

Aveeno Daily Facial Cleanser ফেসওয়াসে রয়েছে গ্লিসারিন যা ত্বকে লোমকুপে প্রবেশ করে ক্ষতিকর সকল ব্যাকটেরিয়া পরিষ্কার করে এবং ত্বক শুষ্ক প্রতিরোধে বেশ কার্যকারি ভূমিকা পালন করে। তাই ত্বক ভালো রাখতে নিয়মিত Aveeno Daily Facial Cleanser ফেসওয়াস ব্যবহার করুন এবং ত্বক রাখুন শুষ্কমুক্ত।

ফর্সা হওয়ার ফেসওয়াস এর নাম

ফর্সা হওয়া অনেকটা নির্ভর করে জিনগত বা বংশগত ভাবে এছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মি এবং হরমনগত কারণে হয়ে থাকে। ফর্সা হওয়ার জন্য ফেসওয়াস ব্যবহারের থেকে সবচেয়ে বেশি জরুরি হলো সুষম খাদ্য গ্রহন, নিয়মিত পর্যাপ্ত পানি পান এবং রোদে বের হলে সানস্ক্রিন ক্রিম ব্যবহার। আর সবথেকে বড় কথা হলো ফর্সা হওয়া বা কালো হওয়া সম্পূর্নটা নির্ভর করে মেলানিন হরমনের কারণে।
গরমে কোন ফেসওয়াস ভালো
তারপর ও ত্বক পরিষ্কার রাখতে এবং ত্বকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে সংক্রামন এড়াতে ফেসওয়াস ব্যবহার করা যেতে পারে। ফেসওয়াস নির্বাচন করার আগে অবশ্যই আপনার ত্বক অনুযায়ী বা আপনার আপনার ত্বকে ব্যবহার উপযোগী ফেসওয়াস ব্যবহার করুন। রাসায়নিক ভাবে প্রক্রিয়াত জাত ব্যবহার এড়িয়ে চলুন, এতে আপনার ত্বকের ক্ষতি হতে পারে।

ফর্সা হওয়ার ফেসওয়াস নির্বাচন করার আগে অবশ্যই সেই ফেসওয়াসগুলো নির্বাচন করা উচিত, যেগুলোতে গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসিলিক অ্যাসিড রয়েছে। এই উপকারি উপাদানগুলি আমাদের ত্বক যথেষ্ঠ পরিষ্কার ও ফর্সা করার পাশাপাশি আামাদের ত্বকে থাকা মৃত কোষগুলোকে উজ্জীবিত করে এবং নতুন কোষের সৃষ্টি করে।

কিছু ফর্সা হওয়া ফেসওয়াসের নাম:Olay White Radiance Advanced Whitening Foaming Cleanser
  • Pond's White Beauty Spot-less Fairness Face Wash
  • Garnier Skin Naturals Light Complete Fairness Face Wash
  • Lotus Herbals WhiteGlow Active Skin Whitening + Oil Control Face Wash
  • Himalaya Herbals Fairness Kesar Face Wash
  • Biotique Bio White Advanced Fairness Face Wash
  • Lakme Absolute Perfect Radiance Skin Lightening Face Wash
  • Clean & Clear Fairness Face Wash
  • Cetaphil Brightening Gentle Face Cleanser
  • Neutrogena Bright Boost Refreshing Gel Cleanser

লেখকের মন্তব্য: তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো মেয়েদের - গরমে কোন ফেসওয়াস ভালো

প্রিয় পাঠক, আশা করি তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো মেয়েদের - গরমে কোন ফেসওয়াস ভালো তা বুঝতে পেরেছেন। ফেসওয়াস আমাদের ত্বকের উজ্জলতা ও সংক্রামন এড়াতে অনেক উপকারি। তবে ফেসওয়াস কেনার আগে আপনার ত্বকের ক্ষতি করে এমন ফেসওয়াস পরিহার করুন এবং ত্বক উপযোগী ফেসওয়াস ব্যবহার করুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url