মেয়েদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো - সবচেয়ে ভালো হারবাল শ্যাম্পু
প্রিয় পাঠক, মেয়েদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো এবং সবচেয়ে ভালো হারবাল শ্যাম্পু কোনটি তা জানার জন্য পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। যেখানে মেয়েদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো ও সবচেয়ে ভালো হারবাল শ্যাম্পু নাম সহ ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো এবং পাতলা চুলের জন্য শ্যাম্পুর নাম জানতে পারবেন।
চুলের যত্নে কোন শ্যাম্পু ব্যবহার করবেন, কোনটি ব্যবহার করা উচিত নয় এসব বিষয় নিয়েই আজকের এই আর্টিকেলটি।
ভূমিকা
আমাদের সৌন্দর্য বাড়াতে চুলের ভূমিকা অপরিসীম। বাংঙ্গালী নারীর চুলের খোঁপা সে তো ভূবন বিখ্যাত। কিন্তু এই চুলের যত্ন না নেয়ার ফলে আমরা আমাদের চুল হারিয়ে ফেলি। চুলের যত্নে শ্যাম্পু এক অপরিহার্য উপদান। আমরা চুল ভালো রাখতে নানা শ্যাম্পু ব্যবহার করে থাকি। কিন্তু কোন শ্যাম্পু চুলের জন্য ভালো।
আরো পড়ুনঃ চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা
কোন শ্যাম্পু ব্যবহারে চুল পড়া রোধ হয়, খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো, এসকল বিষয় আমাদের কাছে অজানা। এসকল বিষয়ে জানতে এবং আপনার চুলের জন্য কোন শ্যাম্পুটি ভালো হবে। তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। সেজন্য সমস্ত আর্টিকেলটি সময় নিয়ে পড়ুন। আশা করি উপকৃত হবেন।
মেয়েদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো - চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো
চুল মেয়েদের সৌন্দর্যতা বাড়ায়। কিন্তু যত্নে অবহেলার কারণে বা নানা ধরনের রাসায়নিক ক্যামিকেলের জন্য অধিকাংম মেয়েরা তাদের সুন্দর চুল গুলো হারিয়ে ফেলে। মেয়ে চুল পড়া রোধে একটি ভালো মানের শ্যাম্পু বাচাই করা জরুরি। যা চুল পড়া কমিয়ে চুল গুলো গোড়া থেকে মজবুত করবে। চলুন জেনে নেই মেয়েদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো-
LOreal Paris Fall Resist 3X Anti-Hair Fall Shampoo: লরিয়াল এমন একটি শ্যাম্পু যা সব ধরনের চুলের জন্য উপযুক্ত। লরিয়াল শ্যাম্পুতে রয়েছে আরজিনাইন নামক পুষ্টিকর অ্যামিনো এসিড, যা চুলের গোড়া পর্যন্ত পৌছে চুলের গোড়া শক্ত করে এবং চুল বৃদ্ধি করতে সাহায্য করে। এই শ্যাম্পু নিয়মিত ব্যবহারে ৯০ শতাংশ চুল পড়া কমানো সম্ভব।
লরিয়াল শ্যাম্পুতে আরো রয়েছে নিয়াসিনামাইড, যা আমাদের মাথার কোষগুলোকে পুষ্টি যোগায় এবং এই শ্যাম্পুতে থাকা জিঙ্ক পিসিএ আমাদের স্ক্যাল্পের ভালো রাখে এবং ব্যথা থেকে মুক্তি দেয়। এই শ্যাম্পুতে আরো রয়েছে লেবুর নির্যাস যা চুল গুলোকে শক্তিশালি করে তোলে এবং চুল ভালো রাখতে কাজ করে।
আরো পড়ুনঃ চুল পড়া বন্ধ ও ঘন করার উপায়
TRESemme Hair Fall Defense Shampoo: ট্রেসেমে ব্যান্ডের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ট্রেসেমে শ্যাম্পুতে রয়েছে ক্যারোটিন নামক একধনের উপাদান যা আমাদের র্দীঘ মেয়াদী চুল পড়া রোধে কাজ করে। ক্যারোটিন আমাদের চুল নতুন করে গজাতে সাহায্য করে এবং চুলের আগা ফাটা রোধ করতে বেশ কার্যকর।
ট্রেসেমে শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে প্রায় ৯৭ শতাংশ চুল পড়া রোধ হয় এমনটাই দাবি করে এর প্রস্তুত কারক কম্পানি। এতে রয়েছে ভিটামিন-ই যা চুল ধরে রাখা কোষ গুলোকে ভালো রাখে যা চুল পড়া রোধে কার্যকারি। এতে রয়েছে জিঙ্ক যা আমাদের চুল গজানোর জায়গাকে সঠিক পুষ্টি যোগায়। এছাড়া ও ট্রেসেমে শ্যাম্পুতে চুল কোমল ও মসৃন করার জন্য মাইক্র-কন্ডিশোনার ব্যবহার করা হয়।
Dove Hair Fall Rescue Shampoo: চুল পড়া রোধে এবং চুল বৃদ্ধির জন্য আরো একটি জনপ্রিয় ব্রান্ড হলো ডাভ। ডাভ শ্যাম্পুতে নিউট্রিলক অ্যাক্টিভস নামক উপাদানের জন্য শ্যাম্পুর কার্যকারিতা চুলের গভীর পর্যন্ত পৌঁছে চুল পড়া থেকে রক্ষা করে এবং চুল ভাঙ্গে যাওয়া থেকে বাঁচিয়ে চুলকে করে গোড়া থেকে শক্তিশালী।
আরো পড়ুনঃ চুলের জন্য নিম পাতার উপকারিতা
ডাভ শ্যাম্পুতে আরো রয়েছে সূর্যমখী ফুলের তেল যা চুলে পুষ্টি যুগিয়ে চুল রাখে মসৃন। এতে আরো রয়েছে পুষ্টিকর সিরাম যা চুলের গোড়া অবধি পৌছে এবং চুলের গোড়া মজবুত করে। ডাভ শ্যাম্পুতে রয়েছে ময়েশ্চার সিরাম যা মাথার ত্বকের গভীর থেকে ধূলাবালি সহ যাবতীয় সকল ময়লা বের করে আনে। এটি চুলের জন্য বেশ উপকারি।
Pantene Hair Fall Control Shampoo: বাংলাদেশে প্যানটিন শ্যাম্পুর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। প্যানটিনে থাকা ভিটামিন বি-৫ বা প্যানথল উপাদান চুলের পুষ্টি নিশ্চিত করে এবং চুল ভালো রাখতে সাহায্য করে। চুল পড়া রোধে বিশেষ ভাবে তৈরীকৃত শ্যাম্পু প্যানটিন। এই শ্যাম্প ব্যবহারে ৯৮ শতাংশ চুল পড়া বন্ধ হয়।
প্যানটিন শ্যাম্পুতে গঁজানো রাইচ ওয়াটার ব্যবহার করা হয়। যা চুল ভেঙ্গে যাওয়া রোধে এবং চুলে মসৃণতা প্রদানে কাজ করে। এই শ্যাম্পুতে ও ক্যারোটিন পাওয়া যায় যা আমাদের ভেঙ্গে যাওয়া বা ক্ষয়প্রাপ্ত চুলগুলোকে সারিয়ে তোলে এবং চুল পড়ে যাওয়া থেকে রক্ষা করে। আরো রয়েছে জিংক যা আমাদের চুলের গোড়া ব্যথা থেকে মুক্তি দেয়।
সবচেয়ে ভালো হারবাল শ্যাম্পু
চুল ভালো রাখতে এবং চুল পড়া রোধে হারবাল শ্যাম্পু বেশ উপকারি হয়ে থাকে। হারবাল শ্যাম্পু প্রধাণত বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে তৈরী করা হয়। এর প্রাকৃতিক উপাদান চুলে যথাযথ পুষ্টি যোগান দেয়। চলুন জেনে নেই সবচেয়ে ভালো হারবাল শ্যাম্পু সম্পর্কে-
Organic Harvest Daily Shampoo: অর্গানিক হার্ভেস্ট ডেইলি শ্যাম্পু সব চুলের জন্য ব্যবহার উপযোগী। এতে রয়েছে অ্যালোভেরা যা চুলকে হাউড্রেট রাখে এবং চুল ময়েশ্চার প্রদান করে। এতে রয়েছে নারিকেল যা আমাদের চুলে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে। এই শ্যাম্পুতে রয়েছে ডিসিল গ্লুকোসাইড যা আমাদের চুলের সকল ময়লা পরিষ্কার করে।
এই শ্যাম্পুটি ১০০ ভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী। যা আমাদের চুল কোমল ও পরিষ্কার করে। চুলে আগা ফাটা রোধ করে। সিলিকন, সালফেট বা প্যারাবেন উপাদান বিহীন অর্গানিক হার্ভেস্ট ডেইলি শ্যাম্পু।
Himalaya Herbals Anti-Hair Fall Shampoo: হিমালিয়া ব্যান্ডের সাথে আমরা মোটামোটি সবাই পরিচিত। হিমালিয়া শ্যাম্পুতে রয়েছে আমলকি যা আমাদের চুল বৃদ্ধি করে এবং চুলে কন্ডিশনার হিসেবে কাজ করে। এতে রয়েছে ছোলা যা চুলে প্রোটিন সরবরাহ করে থাকে এবং চুলের গঠন মজবুত করতে সাহায্য করে। এছাড়া চুলের গোড়া মজবুত করে।
Biotique Bio Bhringraj Fresh Growth Hair Oil: এই শ্যাম্পুতে রয়েছে আমলকী যা চুলো গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে। এছাড়া এতে রয়েছে ভৃঙ্গরাজ চুল বৃদ্ধি করে এবং চুল ভালো রাখে। চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল গোড়া থেকে করে শক্ত। স্ক্যাল্পে কোন সমস্যা বা ব্যথা হলে তা দূর করতে সহায়ক। এতে থাকা নারিকেল চুলেকে শয়শ্চারাইজ করে।
Khadi Natural Amla and Bhringraj Hair Cleanser: এই শ্যাম্পুটি ১০০ ভাগ অর্গানিক একটি চুল পরিষ্কার করার, চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে অনেক কার্যকারি। এতে রয়েছে ব্রাহ্মী যা চুল বৃুদ্ধি করতে এবং স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া ও রয়েছে মেথি যা চুলকে পুষ্টি যোাগায় এবং চুলের গঠন ঠিক রাখে।
এতে রয়েছে আমলকি। আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে শক্ত করে এবং চুল পড়া রোধ করে।
খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো
প্রিয় পাঠক, খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো তা জানার আগে খুশকি কেন হয়, খুশকি কত দিন আগে থেকে আপনার চুল এর স্কাল্পে রয়েছে এবং খুশকির ধরন সম্পর্কে ভালো ভাবে জেনে নিতে হবে। মূলত খুশকি হয় ত্বক এর এলার্জি জনিত সমস্যার কারনে। মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন বা ইস্ট জীবাণুর সংক্রমণ এর কারনে খুশকি হয়।
চুলের স্কাল্পে তেল ব্যবহারের ফলে অনেক সময় তেল জমে থেকে তৈলাক্ত হয়ে যায় এ থেকে খুশকি জন্মায়। চুলে খুশকি হলে চুলের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে এবং উকুন এর সূত্রপাত হয়।স্কাল্প সব সময় পরিষ্কার রাখার মাধ্যমেই খুশকি থেকে মুক্তি পাওয়া সম্ভব সে ক্ষেত্রে প্রয়োজন ভালো শ্যাম্পু, আসুন জেনে নেই কিছু খুবই কার্যকরী শাম্পুর নাম এবং গুনাগুণ সম্পর্কে-
কেটোম্যাক ২% শ্যাম্পুঃ এই শ্যাম্পু টি ব্যাবহার করা হয় স্কাল্প বা ত্বকে ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যার কারনে. দীর্ঘ দিন হলে যারা খুশকির সমস্যায় ভুগছেন তারা এই শ্যাম্পু টি ব্যাবহার করতে পারেন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই শ্যাম্পু দিয়ে চুলের স্কাল্পে পরিষ্কার করুন।
কিটোকোনাজল শ্যাম্পুঃ স্কাল্পের ফাঙ্গাল কমাতে এই শ্যাম্পু খুব কার্যকরী। কিটোকোন গ্রুপ এর এই শ্যাম্পু টি ব্যাবহারে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল এর বৃদ্ধি হয় এবং নতুন চুল গজায়। এই শ্যাম্পু টি সাধারণত দেশ এর বাহিরে উৎপাদন হয় ফলে দাম কিছুটা বেশি হয়। সাধারণত ৫০০ - ৬০০ টাকা।
কিটোকোন ২% শ্যাম্পুঃ এই শ্যাম্পু টি বর্তমানে বাংলাদেশ এর প্রায় সকলেই যারা খুশকি বা মাথার স্কাল্পের সমস্যায় ভুগছেন সকলেই ব্যাবহার করে থাকেন কেননা দাম তা ও যেমন নাগালের মধ্যে এর কার্যকরীতা ও খুব ভালো।
নিজোরাল শ্যাম্পুঃ এই শ্যাম্পু টি থাইল্যান্ড এর উৎপাদিত শ্যাম্পু। এন্টি-ড্যানড্রফ, এন্টি-ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পেতে মিজোরাল শ্যাম্পু ব্যবহার করা হয় । এই শ্যাম্পু টির প্রাইজ ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত হতে পারে।
পাতলা চুলের জন্য শ্যাম্পু
চুল কে গোঁড়া থেকে মজবুত এবং নতুন চুল গজালে পাতলা চুল থেকে ঘন চুলে পরিণত হয়। চুল এর ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যাবহার করা উচিৎ। কিছু শ্যাম্পুর নাম জেনে নেয়া যাক যে শ্যাম্পু গুলো পাতলা চুলে ব্যাবহারের উপযোগী।
- অ্যাডভান্স হেয়ার ফল সলিউশন সিল্কি স্মুথ কেয়ার শ্যাম্পু।
- ডভ হেয়ার ফল রেসকিউ শ্যাম্পু।
- সানসিল্ক শ্যাম্পু।
- সেসা অনিওন হারবাল শ্যাম্পু।
- ক্লিনিক প্লাস এগ হোয়াইট শ্যাম্পু।
- ভাটিকা শ্যাম্পু।
- হিমালয়া হারবাল শ্যাম্পু।
- লরিয়াল প্যারিস ফল রিপেয়ার অ্যান্টি হেয়ার-ফল শ্যাম্পু।
- ট্রেসিমি হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু।
- বায়োটিক বায়ো ক্যাল্প প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার।
- ইন্দুলেখা ব্রিংহ অ্যান্টি হেয়ারফল হেয়ার ক্লিনজার।
- ওজিএক্স থিক অ্যান্ড ফুল বায়োটিন অ্যান্ড কোলাজেন শ্যাম্পু।
- দ্য মমস কো. ন্যাচারাল প্রোটিন শ্যাম্পু।
- পুরা হেয়ার প্রোটিন বায়োটিন শ্যাম্পু।
- আড়ং আর্থ শ্যাম্পু।
লেখকের মন্তব্য: মেয়েদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো - সবচেয়ে ভালো হারবাল শ্যাম্পু
প্রিয় পাঠক, আশা করি মেয়েদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো এবং সবচেয়ে ভালো হারবাল শ্যাম্পু কোনটি তা বুঝতে পেরেছেন। আমার মতে মেয়েদের চুল পড়া রোধে Pantene Hair Fall Control Shampoo ভালো এবং সবচেয়ে ভালো হারবাল শ্যাম্পু হলো Himalaya Herbals Anti-Hair Fall Shampoo. শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url