দাঁতের জন্য ভালো টুথপেস্ট কোনটি - মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা
প্রিয় পাঠক, দাঁতের জন্য ভালো টুথপেস্ট কোনটি, তা বুঝতে পারছেন না অথবা মেডিপ্লাস টুথপেস্ট ব্যবহার করেন কিন্তু এর উপকারিতা সম্পর্কে অবগত নন। আমি আপনাদের জানাবো দাঁতের জন্য ভালো টুথপেস্ট কোনটি এবং মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা সহ বাংলাদেশী টুথপেস্ট ব্র্যান্ড এর নাম সম্পর্কে।
আরো জানতে পারবো, সেনসোডাইন টুথপেস্ট কোন কোম্পানির এবং ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট কোনটি সে বিষয়ে বিস্তারিত আলোচনা।
ভূমিকা
দাঁতের যত্নে আমরা সবাই টুথপেস্টের ব্যবহার সেই অনেক বছর আগে থেকেই। কিন্তু আমরা অনেকেই জানি না, আমাদের দাঁত উপযোগী কোন টুথপেস্ট ভালো হবে। কোন টুথপেস্টে ফ্লোরাইড থাকে, কোন টুথপেস্ট আমাদের মুখের সংক্রমন রোধে কাজ করে এবং মুখে থাকা দুর্গন্ধ দূর করে আমাদের সতেজ নিশ্বাস নিতে সাহায্য করে।
আমরা পুরো আর্টিকেল জুরে অনেক কিছু শিখতে পারবো যেমন- বাংলাদেশের সবচেয়ে ভালো টুথপেস্ট কোনটি। মেডিপ্লাস টুথপেস্ট কোন দেশের কোম্পানি এবং বাংলাদেশী টুথপেস্ট ব্র্যান্ড সম্পর্কে জানবো। সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করি এ সকল বিষয়ে জানতে পারবেন।
দাঁতের জন্য ভালো টুথপেস্ট কোনটি - বাংলাদেশের সবচেয়ে ভালো টুথপেস্ট কোনটি
দাঁতের যত্নে টুথপেস্টের ভূমিকা অপরিসীম। একটি ভালো মানের টুথপেস্ট আমাদের দাঁতের সুরক্ষা প্রদান করে। একটি টুথপেস্টের কাজ হলো দাঁতকে জীবানুমুক্ত ও পরিষ্কার করার পাশাপাশি দাঁতকে শক্তিশালি করে তোলা। বাংলাদেশে দেশী ও বিদেশী অনেক টুথপেস্ট পাওয়া যায়। যা আমরা প্রতিনিয়ত আমাদের দাঁতের যত্নে ব্যবহার করে আসছি। চলুন জানা যাক বাংলাদেশের সবচেয়ে ভালো টুথপেস্ট কোনটি-
কোলগেট: কোলগেট টুথপেস্ট Colgate-Palmolive কোম্পানির একটি পণ্য। Colgate-Palmolive টুথপেস্ট সহ স্বাস্থ্য পরিচর্যা এবং গৃহস্থালী পণ্য তৈরী করে থাকে। কোলগেট অনেক পারিচিত একটি টুথপেস্ট এবং অনেক বিশ্বস্ততার সাথে দীর্ঘ সময় ধরে সমান তালে চলছে কোলগেট টুথপেস্ট। কোলগেটে রয়েছে সোডিয়াম ফ্লোরাইড যা দাঁতের ক্ষয় রোধে কাজ করে।
কোলগেট টুথপেস্টে আরো রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট এটি আমাদের দাঁতকে পরিষ্কার করতে সাহায্য করে। কোলগেট টুথপেস্টে থাকে উইটেনিং এজেন্ট এই উপাদান আমাদের দাঁত সাদা রাখতে সহায়ক। আরো থাকে সোরবিটল নামক মিষ্টিযুক্ত উপাদান যার কারনে দাঁত মাজার সময় মিষ্টি স্বাদ অনুভব হয়।
পেপসোডেন্ট: পেপসোডেন্ট টুথপেস্ট ইউনিলিভার এর একটি অধিক জনপ্রিয় টুথপেস্ট হলো পেপসোডেন্ট। পেপসোডেন্ট টুথপেস্টের চাহিদা অনেক বেশি হওয়ায় এটি পাউডার ও পেস্ট দুই ধরনের দাঁতের মাজনি পাওয়া যায়। পেপসোডেন্ট টুথপেস্টে রয়েছে পেপারমিন্ট যা মুখের দুর্গন্ধ দূূর করতে সহায়ক।
পেপসোডেন্ট টুথপেস্টে আরো রয়েছে জাইলিটল নামক উপাদান, যা আমাদেরে দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। আরো থাকে ফ্লোরাইড যা দাঁতের ক্ষয় রোধে কাজ করে। ক্যালসিয়াম থাকায় আমাদের দাঁতে শক্তি বৃদ্ধি হয় এবং এতে রয়েছে সোডিয়াম লরিল সালফেট যা আমাদের দাঁতকে অধিকতর পরিষ্কার করতে সাহায্য করে।
ড্যাবর রেড: ড্যাবর রেড টুথপেস্ট Dabur India Ltd. কোম্পানির একটি পণ্য। ড্যাবর একটি জনপ্রিয় আয়ুর্বেদিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে টুথপেস্ট ছাড়াও প্রাকৃতিক উপাদানে পণ্য তৈরী হয়ে থাকে। ড্যাবর রেড টুথপেস্টে লবঙ্গের উপস্থিতি পাওয়া যায়, যা আমাদের মুখের এবং মাড়ি ব্যথা কমাতে সাহায্য করে।
এতে রয়েছে লবণ, লবণ থাকাতে আমাদের মাড়ি শক্ত হয় এবং মুখে থাকা ব্যবটেরিয়া দূর হয়। আরো রয়েছে পুদিনা ও জিরা, যা আমাদের মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি আমাদের মুখে ক্ষতিকর সংক্রমন রোধ করে। এছাড়া ড্যাবর রেড টুথপেস্টে ফ্লোরাইড, ক্যালসিয়াম, জাইলিটল সহ উইটেনিং এজেন্ট রয়েছে, যেগুলোর উপকারিতা ইতিমধ্যে জেনেছি।
হিমালয়া: হিমালয়া টুথপেস্ট Himalaya Wellness Company এর একটি পন্য। এই টুথপেস্ট প্রাকৃতিক ও বিভিন্ন আয়ুর্বেদিক উপাদানে তৈরী হয়ে থাকে। হিমালয়া টুথপেস্টে রয়েছে নিম, এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান যা আমাদের মুুখে থাকা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং মাড়ির রোগ হওয়া থেকে রক্ষা করে।
হিমালয়া টুথপেস্টে রয়েছে অ্যালোভেরা, যা আমাদের মাড়ির ব্যথা কমাতে সাহায্য করে এবং মাড়িকে প্রশান্তি দেয়। আরো রয়েছে হারিতকি, বিভিতাকি এবং আমলকি সমন্বয়ে তৈরি একটি আয়ুর্বেদিক ফর্মুলা যাকে আমরা ত্রিপালা নামে চিনি। এই পুষ্টিগুন আমাদের মাড়ি শক্ত করতে ভূমিকা পালন করে।
এছাড়া ও রয়েছে কারিপাতা, মেসওয়াক, কারদামোম সহ দাঁতের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে নানা উপকারিতা সম্পূর্ন উপাদান। যা আমাদের মুখের দূর্গন্ধ থেকে শুরু করে মাড়ির যত্ন এবং মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। মুখ ও দাঁতের যত্নে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট হিমালয়া টুথপেস্ট।
মেডিপ্লাস: মেডিপ্লাস টুথপেস্ট Mediplus Pharmaceuticals Pvt. Ltd. কোম্পানির একটি পণ্য। অধিকাংশ ডাক্তাররা দাঁতের বিভিন্ন সমস্যায় মেডিপ্লাস টুথপেস্ট ব্যবহার করার কথা বলে থাকেন। কারণ মেডিপ্লাস এক ধরণের আর্য়ুবেদিক ও প্রাকৃতিক উপাদনে উৎপন্ন হয়ে থাকে। মেডিপ্লাস টুথপেস্টে রয়েছে তুলসি উপাদান, যার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণে আমাদের মুখের সংক্রমন রোধ করে।
মেডিপ্লাস টুথপেস্টে রয়েছে মেনথল, যা মুখের দুর্গন্ধ দূর করে, সতেজ নিশ্বাস নিতে ভূমিকা রাখে। এতে রয়েছে নিম, যা মুখের ব্যাকটেরিয়া দূর করে এবং মাড়ি ভালো রাখে। আরো রয়েছে বাবল, যা মাড়ি শক্ত করার পাশাপাশি দাঁত মজবুত রাখতে সাহায্য করে। এছাড়া ইতিমধ্যে জানা আরো নানা পুুষ্টি উপাদান থাকে য আমাদের দাঁতের যত্নে, পরিষ্কার রাখতে এবং সংক্রমন এড়াতে কার্যকারি ভূমিকা পালন করে।
মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা - মেডিপ্লাস টুথপেস্ট কোন দেশের কোম্পানি
মেডিপ্লাস টুথপেস্ট বাংলাদেশের সুনামধন্য কোম্পানি Enfords Bangladesh Ltd. এর একটি পন্য। এই কোম্পনি মূলত বিভিন্ন ঔষধ ও পার্সোনাল কেয়ারের অধিকাংশ পণ্য তৈরী করে থাকে। Enfords Bangladesh Ltd. কোম্পানির বাংলাদেশেসহ বিভিন্ন দেশে ঔষধ ও অন্যান্য পণ্য সরবরাহ করে থাকে। তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হওয়াতে এর চাহিদা অনেক বেশি।
মেডিপ্লাস টুথপেস্টে যেসকল উপাদান পাওয়া যায় এবং এর উপকারিতা:
- দাঁতের ক্ষয়রোধে মেডিপ্লাস টুথপেস্ট কাজ করে। কারণ এতে রয়েছে ফ্লোরাইড নামক একধরনের উপাদান। যা আমাদের দাঁতে এনামেলকে শক্তিশালী করে এবং দাঁত ক্ষয় হওয়া থেকে রক্ষা করে।
- মাড়ি ভালো রাখতে মেডিপ্লাস টুথপেস্ট বেশ কার্যকারি। কারণ মেডিপ্লাস টুথপেস্টে রয়েছে নিম ও বাবলের মত প্রাকৃতিক উপাদান, যা মাড়ি সংক্রমন রোধ করে এবং মাড়িতে ব্যথা হলে তা কমাতে সাহায্য করে।
- মুখে ব্যাকটেরিয়া ধ্বংস করতে মেডিপ্লাস টুথপেস্টের ভূমিকা অপরিসীম। কারণ মেডিপ্লাস টুথপেস্টে রয়েছে লবঙ্গ ও তুলসি। যা আমাদের মুখে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এবং মুখে থাকা সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে।
- দাঁতের হলদে ভাব এবং দাঁতে থাকা দাগ দূর করতে মেডিপ্লাস ব্যবহার করা জরুরী। কারণ মেডিপ্লাস টুথপেস্টে রয়েছে মেসওয়াক ও কারিপাতা। যা দাঁতে থাকা হলদে ভাব দূর করে এবং দাঁতে থাকা যেকোন দাগ দূর করে।
- মুখের দুর্গন্ধ দূর করতে মেডিপ্লাস টুথপেস্টে বিকল্প কম টুথপেস্টই রয়েছে। মেডিপ্লাস টুথপেস্টে রয়েছে কারাদামোম এবং মেনথল যা আমাদের মুখের দুর্গন্ধ করতে এবং সতেজ শ্বাস গ্রহন করতে সাহায্য করে।
বাংলাদেশী টুথপেস্ট ব্র্যান্ড - বাংলাদেশের টুথপেস্ট কোনটি
বাংলাদেশে অনেক ভালো মানের টুথপেস্ট ব্যান্ড রয়েছে। যা আমাদের অনেকের কাজে পরিচিত এবং চাহিদা সর্ম্পূন টুথপেস্ট। আবার বিদেশী কিছু ব্যান্ড রয়েছে, যেগুলো বিদেশী কোম্পানির হলে ও তা বাংলাদেশে উৎপন্ন হয়ে থাকে। চলুন জেনে নেই বাংলাদেশী টুথপেস্ট ব্যান্ড বা বাংলাদেশে স্থায়ীভাবে উৎন্ন হয় এমন টুথপেস্ট সম্পর্কে-
সেভলন টুথপেস্ট: সেভলন টুথপেস্ট বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ACI Limited এর একটি পণ্য। যা বাংলাদেশী একটি কোম্পানি এবং সেভলন টুথপেস্ট বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়।
ম্যাজিক টুথপেস্ট: বাংলাদেশের আরো একটি সফল কোম্পানি Square Toiletries Ltd. আর ম্যাজিক টুথপেস্ট তাদের একটি পণ্য। Square Toiletries Ltd. এর অন্যান্য পণ্যের মতে ম্যাজিক টুথপেস্ট এর চাহিদা অনেক বেশি।
মেডিপ্লাস টুথপেস্ট: মেডিপ্লাস টুথপেস্ট Enfords Bangladesh Ltd. এর একটি কোয়ালিটিফুল পণ্য। এটি বাংলাদেশি একটি ব্যান্ড এবং বাংলাদেশের অধিকাংশ ডাক্তাররা এই পেস্ট ব্যবহার করার কথা বলে থাকেন।
হোয়াইট প্লাস টুথপেস্ট: Square Toiletries Ltd. এর আরো একটি ভালো মানের টুথপেস্ট হলো হোয়াইট প্লাস। বাংলাদেশি ব্যান্ড হওয়াতে এটি সবার কাছে অনেক বেশি চাহিদা সম্পূর্ণ একটি পেস্ট হোয়াইট প্লাস।
ব্রাশ আপ টুথপেস্ট: Anfords Bangladesh Ltd. এর একটি পণ্য ব্রাশ আপ টুথপেস্ট। যা সম্পূর্ণ ভাবে বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে। দাঁত পরিষ্কার রাখতে এবং দাঁতের যত্ন নিশ্চিত করতে বাংলাদেশে ব্যাপক প্রচলন রয়েছে ব্রাশ আপ টুথপেস্টের।
সেনসোডাইন টুথপেস্ট কোন কোম্পানির
সেনসোডাইন টুথপেস্ট GlaxoSmithKline (GSK) কোম্পানির একটি পণ্য। যা সমস্ত বিশ্ব ব্যাপি অনেক প্রচলিত এবং চাহিদা সম্পন্ন একটি টুথপেস্ট। এই টুথপেস্ট এত বেশি জনপ্রিয় যে তিনটি দেশে এর সদর দপ্তর রয়েছে। যুক্তরাজ্য, লন্ডন এবং নেদারল্যান্ড এর রটারডামে এগুলো অবস্থান করে।
সেনসোডাইন টুথপেস্ট বিশেষভাবে তৈরী করা হয়, শির শির অনুভূতি সম্পন্ন দাঁতের জন্য। গরম কিছু খেতে গেলে দাঁতে শিরশির অনুভূতি হতে পারে আর ঠান্ডা কিছু খেলে ও হতে পারে। এই শির শির অনুভূতি দূর করতে সেনসোডাইন টুথপেস্ট অনেক বেশি কার্যকারি এবং সেটি আধুনিক বিজ্ঞানে পরিক্ষিত।
এছাড়া ও দাঁতে এনামেলকে সুরক্ষা প্রদান করে দাঁতে ক্ষয়রোধ করতে সাহায্য করে। উপরে উল্লেখিত উপাদান গুলোর সব বৈশিষ্ট রয়েছে সেনসোডাইন টুথপেস্টে। তাই পুরো বিশ্বে অনেক বিশ্বস্ততার সাথে ব্যবহার করে থাকে। তবে অন্যান্য টুথপেস্টের থেকে সেনসোডাইন টুথপেস্টের দাম একটু তুলনা মূলক বেশি হয়ে থাকে।
ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট কোনটি
বর্তমান সময়ে আমরা যেসকল টুথপেস্ট ব্যবহার করি তার প্রায় সব টুথপেস্টে ফ্লোরাইড যুক্ত থাকে। ফ্লোরাইড মূলত আমাদের দাঁতের এনামেল শক্ত করে এবং দাঁতের ক্ষয়রোধ করে। দাঁত ভালো রাখতে আমাদের ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা উচিত। চলুন জেনে নেই ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট গুলোর নাম-
- কোলগেট টুথপেস্টে ফ্লোরাইড যুক্ত থাকে। তার মধ্যে কোলগেট টোটাল, কোলগেট ক্যাভিটি প্রটেকশন এবং কোলগেট ম্যাক্স ফ্রেশ টুথপেস্টে ফ্লোরাইড মিশ্রিত থাকে।
- পেপসুডেন্ট টুথপেস্টে ও ফ্লোরাইড থাকে। তার মধ্যে পেপসুডেন্ট জার্মিচেক এবং পেপসুডেন্ট এক্সপার্ট প্রটেকশন টুথপেস্ট অন্যতম। যে টুথপেস্ট গুলো ফ্লোরাইডের জন্য অনেক বেশি প্রচলিত।
- সেনসোডাইন টুথপেস্টে ও প্রয়োজনীয় ফ্লোরাইড থাকে। সেনসোডাইন র্যাপেড রেলিভ, সেনসোডাইন ফ্রেশ মেন্ট এবং সেনসোডাইন রিপিয়ার অ্যান্ড প্রটেক্ট টুথপেস্ট ফ্লোরাইড এর জন্য পরিচিত।
- ওরাল-বি টুথপেস্টে ও পরিমিত ফ্লোরাইড থাকে। ওরাল-বি প্রো-এক্সপার্ট এবং ওরাল-বি থ্রিডি হোয়াইট ফ্লোরাইড এর জন্য অন্যতম।
- হিমালিয় কমপ্লিট কেয়ার টুথপেস্টেও পরিমাণমতো ফ্লোরাইড বিদ্যমান। তবে হিমালিয়ার সব টুথপেস্টে ফ্লোরাইড থাকে না।
লেখকের মন্তব্য: দাঁতের জন্য ভালো টুথপেস্ট কোনটি - মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা
প্রিয় পাঠক, আশা করি দাঁতের জন্য ভালো টুথপেস্ট কোনটি এবং মেডিপ্লাস টুথপেস্ট এর উপকারিতা সম্পর্কে জেনেছেন। বাংলাদেশী টুথপেস্ট ব্র্যান্ড সম্পর্কে, ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট কোনটি এবং সেনসোডাইন টুথপেস্ট কোন কোম্পানির সে বিষয়ে বুঝতে পেরেছেন। টুথপেস্ট কেনার আগে অবশ্যই উপরে উল্লেখিত নিয়ম গুলো মেনে টুথপেস্ট ক্রায় করুন।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url