কান্নার দ্বার নামে পরিচিত কোন প্রণালি - বিখ্যাত প্রণালী সমূহ
প্রিয় পাঠক, কান্নার দ্বার নামে পরিচিত কোন প্রণালি সহ বিখ্যাত প্রণালী সমূহ সম্পর্কে ও কোন কোন প্রণালী কোন কোন দেশকে বিভক্ত করেছে এবং কোন কোন প্রণালী কোন কোন জলরাশিকে সংযুক্ত করেছে তা জানতে চান? আপনি ঠিক আর্টিকেলটিতে ক্লিক করেছেন। যেখানে জানতে পারবেন- কান্নার দ্বার নামে পরিচিত কোন প্রণালি এবং বিখ্যাত প্রণালী সমূহ সম্পর্কে।
এছাড়া আরো জানতে পারবেন- বেরিং প্রণালি কাকে পৃথক করেছে, পক প্রণালি কোন দেশকে পৃথক করেছে এবং জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কোন দেশ বা জলরাশিকে।
কান্নার দ্বার নামে পরিচিত কোন প্রণালি
বাবেল-মান-দেব এটি একটি প্রণালির নাম। এই নাম টি এসেছে ফারসি শব্দ থেকে। আরব উপকূলে অবস্থিত দেশ গুলো এবং আফ্রিকার মধ্যবর্তী স্থানে এই প্রণালি টি অবস্থিত। এই প্রণালি টি সংযুক্ত করেছে এডেন সাগর ও লোহিত সাগর কে। বাবেল মান দেব প্রণালী পৃথক করেছে এশিয়া ও আফ্রিকা মহাদেশ কে। এই প্রণালি মাত্র ২০ মাইল প্রশস্ত।
পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া এবং দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। পৃথিবীর সবচেয়ে বড় দুইটি মহাদেশ কে পৃথক কারী এই বাবেল মান্দেব প্রণালীটির আরবি নাম হচ্ছে 'কান্নার দ্বার'।
পক প্রণালি কোন দেশকে পৃথক করেছে
পক প্রণালি ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। পক প্রনালি একটি সামুদ্রিক প্রনালি যা ভারতের একটি রাজ্য তামিলনাড়ু এবং পৃথিবীর একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা এর মাঝে অবস্থিত। রবার্ট পকের নামক একজন মাদ্রাজ প্রেসিডেন্সির গর্ভনর ছিলেন তার নামেই এই প্রণালির নাম করণ করা হয়। এই প্রনালি তে একটি সেতু রয়েছে যা ভারতের মূল ভূখণ্ডের সাথে রামেশ্বরম দ্বীপ এর সাথে সংযুক্ত হয়েছে।
বিখ্যাত প্রণালী সমূহ
বেরিং প্রণালি কাকে পৃথক করেছে
বেরিং প্রণালি এশিয়া ও উত্তর আমেরিকা এই দুই টি মহাদেশ কে পৃথককারী একটি প্রণালি। রাশিয়া ও আলাস্কা।
মেসিনা প্রণালী পৃথক করেছে
সিসিলি ইতালির একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চলটি মেশিনা প্রণালী দ্বারা বিভক্ত হয়েছে। সিসিলি অঞ্চলটি সিসিলিয়ান অঞ্চল নামে পরিচিত। সপ্তদশ শতকে সিসিলি ইতালির অন্তর্ভুক্ত ছিল।১৮৪৬ সালে সিসিলিকে স্বায়ত্তশাসিত প্রাদেশিক অঞ্চল হিসাবে স্বীকৃতি দেয় ইতালি। মেসিনা প্রণালী ২০১১ কিলোমিটার দীর্ঘ।
এই প্রণালী দিয়ে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, জলপাইয়ের তেল, ওয়াইন, সাইট্রাস তেল, প্রক্রিয়াজাত খাবার, ফার্মাসিউটিক্যাল দ্রব্যাদি, ইত্যাদি আমদানি ও রপ্তানি করার একটি জলপথ।
জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে
এই প্রণালী একটি সংকীর্ণ প্রণালী। জিব্রাল্টার প্রণালী ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। এবং ইউরোপের স্পেন দেশ ও আফ্রিকার মরক্কো আরব দেশটিকে জেব্রাল্টার প্রণালী পৃথক করেছে এবং সংযুক্ত করেছে বৃহৎ আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর।
বসফরাস প্রণালী পৃথক করেছে
বিশ্বের সবচেয়ে শুরু প্রণালীর নাম বসফরাস প্রণালী। সরু এই প্রণালী চারটি সাগরকে সংযুক্ত করেছে। বসফরাস প্রণালী এবং দারদানের প্রণালী উভয়ে তুরস্কের মাঝে অবস্থিত। এই দুইটি প্রণালীকে একত্রে টার্কিশ প্রণালীও বলা হয়।
বসফরাস প্রণালী - মর্মর সাগর দারদানেলস প্রণালী হয়ে এজিয়েন সাগর ও ভূমধ্যসাগরে প্রবেশ করতে পারে। ভূমধ্যসাগর থেকে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে উত্তর আটলান্টিক সাগর এবং মিশরের সুয়েজ খাল হয়ে লোহিত সাগর আরব সাগর আর ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে। এ কারণে অন্যান্য সকল প্রণালী থেকে বসফরাস প্রণালী কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রণালী।
কার্চ প্রণালী পৃথক করেছে
রাশিয়া এবং ক্রিমিয়া উপদ্বীপ এর মাঝে অবস্থিত এই কাজ প্রণালী এই কাজ প্রণালীটি অনেক সংকীর্ণ। ইউক্রেন কার্ড প্রণালীর পার্শ্ববর্তী দেশ বেলারুস কার্ড প্রণালীর পাশে অবস্থিত। এই প্রণালীটি রাশিয়া দখল করে রেখেছে।
এই প্রণালীর মাধ্যমে ইউক্রেন থেকে খাদ্যশস্য বিভিন্ন দেশে পাঠানো হয় রাশিয়া ২০১৪ সালে এই প্রণালীটি দখল করার ফলে ইউরোপের শস্য ভান্ডার খ্যাত ইউক্রেন থেকে খাদ্য শস্য অন্যান্য দেশে রপ্তানি করতে ব্যাঘাত ঘটছে।
ফ্লোরিডা প্রণালী পৃথক করেছে
কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত ফ্লোরিডা প্রণালী, সুতরাং শরীরা প্রণালী কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে। উত্তর আমেরিকার মূল ভূখণ্ডের সাথে এই প্রণালীর অবস্থান। মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে ফরিদা প্রণালী।
প্রণালি কি
প্রণালি বলতে সাধারণত নর্দমা জাতীয় অনেক ক্ষীণ, সরু জল পথ কে বুঝায় যা দুটি মহাদেশ কেও আলাদা করতে পারে এবং এই সরু জলপথের মাধ্যমে দুটি সাগর, সমুদ্র কে সংযোগ করতে পারে তাই মূলত প্রণালি।
প্রণালী কাকে বলে
দুটি বৃহৎ নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জল প্রবাহ বা যে কোন অংশের দুটি বিশাল ভূখণ্ড কে পৃথককারী সুদীর্ঘ ও সরু প্রাকৃতিক জলরাশিকে প্রণালি বলে। পৃথিবীতে অসংখ্য প্রণালি রয়েছে যেমন- পক প্রণালি, হরমুজ প্রণালি, বসফরাশ প্রণালি ইত্যাদি।
লেখকের মন্তব্য: কান্নার দ্বার নামে পরিচিত কোন প্রণালি - বিখ্যাত প্রণালী সমূহ
প্রিয় পাঠক, আশা করি কান্নার দ্বার নামে পরিচিত কোন প্রণালি সে বিষয়ে এবং বিখ্যাত প্রণালী সমূহ সম্পর্কে বুঝতে পেরেছেন। আরো জানতে পরেছেন প্রণালী কি বা কাকে বলে, বেরিং প্রণালি কাকে পৃথক করেছে, ফ্লোরিডা প্রণালী কাকে পৃথক করেছে, কার্চ প্রণালী কাকে পৃথক করেছে এবং বসফরাস প্রণালী কাকে পৃথক করেছে সে সর্ম্পকে।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url