টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪ - টিভিএস নিউ মডেল বাইক
টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪ সালে একই রয়েছে এবং সাথে টিভিএস নিউ মডেল বাইক এসেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। আমি আপনাদের জানাবো টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪ সালে কেমন. কি কি সুযোগ-সুবিধা রয়েছে এবং বাংলাদেশে টিভিএস নিউ মডেল বাইক সর্ম্পকে ও দাম সর্ম্পকে।
সর্ম্পূন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন, টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪ এবং টিভিএস নিউ মডেল বাইক সর্ম্পকে জানতে পারবেন।
টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪ - টিভিএস বাইক দাম ২০২৪ বাংলাদেশ - টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ - TVS Bike Price in Bangladesh 2024
নতুনত্ব ডিজাইন এবং এডভান্স সব ফিচারে তৈরী হয় টিভিএস মোটরসাইকেল। বাংলাদেশের প্রায় সকল পেশার এবং সকল বয়সের মানুষ টিভিএস মোটরসাইকেল ব্যবহার করে থাকে। টিভিএস মোটরসাইকেলের দাম সাধ্যের মধ্যে হওয়াতে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সবাই টিভিএস বাইকগুলো কিনতে বা চালাতে পছন্দ করে। টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪ সালে কত চলুন জেনে নেয়া যাক-
টিভিএস নিউ মডেল বাইক
টিভিএস এর অনেক নিউ মডেলের বাইক রয়েছে। কিন্তু সব নতুন মডেল এখনো বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশে সর্বশেষ টিভিএস এর যে বাইকটি পাওয়া যায় সেটি হলো Apache RTR 4V Fi বাইকটি। এই বাইকটি ১৬০ সিসির একটি বাইক। নিম্নে Apache RTR 4V Fi বাইক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
Apache RTR সিরিজ সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। এই অ্যাপাচি আরটিআর সিরিজের আরো একটি নতুন Apache RTR 160 4V Fi বাইক। এই বাইকটির ইঞ্জিন শক্তি ১৭.৫৫ পিএস বা ৯২৫০ আরপিএম। এই বাইকটিতে ৩ টি রাইডিং মুড রয়েছে। এই বাইকটির দৈর্ঘ্য ২০৩৫ মিমি, প্রস্থ ৭৯০ এবং উচ্চতা ২০৩৫ মিমি। মাটি থেকে ইঞ্জিনের উচ্চতা ১৮০ মিমি।
আরো পড়ুনঃ হোন্ডা মোটরসাইকেল দাম ২০২৪ বাংলাদেশ
Apache RTR 160 4V Fi বাইকটির ফুয়েল ক্যাপাসিটি ১২ লিটার। এই বাইকটি কেবল মাত্র সেল্ফ অবস্থায় র্স্টাট করা যায়। ওজন ১৪৬ কেজি। এই বাইকে মোট ৫ টি গিয়ার রয়েছে, যার মধ্যে ১ম গিয়ার নিচের দিকে বাকি সব গিয়ার উপরের দিকে। গাড়ির সর্বোচ্চ গতি সীমা সাধারন রাস্তায় ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং শহর বা বৃষ্টিতে ১০৩ কিলোমিটার পার ঘন্টা।
Apache RTR 160 4V Fi মোটর সাইকেলটিতে রয়েছে মোটো এবিএস ব্রেক সিস্টেম।সামনের চাকায় ২৭০ মিমি এবং পিছনের চাকা ২০০ মিমি এবিএস। সামনের চাকা এবং পিছনের চাকা দুটোই টিউবলেস হয়ে থাকে। সামনে থাকা হেড লাইটটি ডিআএল অথবা এফপিএল সহ এলইডি বাল্প। চাকার রিং অ্যালয় হুইল। ব্রেক এবং ক্লাচ অ্যাডজাস্ট করা যায়।
এই বাইকটি ১ম গিয়ারে ৭ কিলোমিটার প্রতি ঘন্টায় চালনা করা যায়। ২য় গিয়ারে ১২ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ৩য় গিয়ারে ১৭ কিলোমিটার প্রতি ঘন্টায় চালনা করা যায়। বাংলাদেশে এই মোটর সাইকেলটির কালার কেবল মাত্র একটি- ম্যাট কালো। Apache RTR 160 4V Fi বাইটির বাংলাদেশে অফিসিয়াল প্রাইজ ২,৬৯,৯৯৯ টাকা।
টিভিএস বাইক 125 সিসি
বাংলাদেশে টিভিএস মোটরসাইকেল ১২৫ সিসি রয়েছে মোট ৩ টি। একটি টিভিএস ম্যাক্স, টিভিএস স্টাইকার এবং টিভিএস রাইডার। এই ধরনের বাইক সব বয়সের মানুষ চালাতে পারে এবং এর চাহিদা সব থেকে বেশি। নিম্নে টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেল তিনটির ফিচারসহ দাম নিয়ে আলোচনা করা হলো-
আরো পড়ুনঃ ট্রাফিক আইন ও জরিমানার তালিকা
TVS Max - 125cc - দাম - ১,৩৪,৪৯৯ টাকা
TVS Max বাইটির ইঞ্জিন 125 CC Ecothrust Engine এবং এই মোটরসাইকেলটির ইঞ্জিন শক্তি ১১ বিএইচপি বা ৮০০০ আরপিএম। বাইটি কিক এবং সেল্ফ দুই অবস্থাতেই চালু করা যায়। বাইকটির ওজন ১১৭ কেজি। TVS Max মোটরসাইকেলটিতে সর্বমোট জ্বালানী ধরে ১৫ লিটার (রির্জাব সহ)। চাকার বিং অ্যলায় মেটারিয়াল দিয়ে তৈরী।
সবোচ্চ গতিসীমা ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। সামনে এবং পিছনে এলইডি হেড লাইড। সামনের ব্রেক ২৪০ মিমি ডিস্ক এবং পিছনের ব্রেক ১৩০ মিমি ড্রাম। এই মোটর সাইকেলের গিয়ার সংখ্যা ৪ টি এবং ৪ টি গিয়ারই নিচের দিকে। এলইটি ইন্টেকেটর রয়েছে এবং মিটার সম্পূর্ন ডিজিটাল স্পিডোমিটার রয়েছে।
আরো পড়ুনঃ ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন
এই মোটরসাইকেলটির বিশেষ সুবিধা হলো এটিতে মোবাইল চার্জ করা যায় এবং সিটের নিচে অনেক বড় একটি ফাঁকা জায়গা রয়েছে। মোটরসাইকেলটি ২ টি কালার রয়েছে, ম্যাট সবুজ এবং ম্যাট নীল। বাংলাদেশী টাকায় এই মোটসাইকেলটি অফিশিয়াল প্রাইজ ১,৩৪,৪৯৯ টাকা। তবে লোকাল মার্কেটে বা শোরুমে ২ থেকে ৩ হাজার টাকা কম রাখতে পারে।
TVS Stryker - 125cc - দাম - ১,৪৪,৯৯৯ টাকা
TVS Stryker ১২৫ সিসি মোটরসাইকেলটির Ecothrust-engine রয়েছে। বাইকটির সর্বোচ্চ ইঞ্জিন শক্তি ১১.০১ পিএস বা ৮০০০ আপিএম। এটির ওজন ১১৭ কেজি। মোটরসাইকেলটিতে মোট ১৪.৫ লিটার জ্বালানী ক্যাপাসিটি। চাকার রিং অ্যালায় হুইল দিয়ে তৈরী। সামনের চাকা এবং পিছনের চাকা দুটোই টিউববিহীন।
সামনের চাকার ব্রেক সিস্টেম ২৪০ এমএম ডিস্ক এবং পিছনের চাকার ব্রেক সিস্টেম ১৩০ এমএম ড্রাম। TVS Stryker ১২৫ সিসি মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিসীমা ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মটোর সাইকেলটির ৪ টি কালার পাওয়া যায়। লাল, সবুজ ও কালো মিশ্রিত, টাইটেনিয়াম ধূসর এবং নীল ও কালো মিশ্রিত কালার। এটির অফিসিয়াল প্রাইজ ১,৪৪.৯৯৯ টাকা।
TVS Raider - 125cc - দাম - ১,৫৭,৯৯৯ টাকা
TVS Raider ১২৫ সিসির এই মোটরসাইকেলটি একটি নেকেড ডিজাইনের মোটরসাইকেল। নতুন এলইডি হেডলাইট রয়েছে। বডি কালারের সাথে মিল রেখে ইঞ্জিন কালার করা হয়েছে। সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক সিস্টেম ১৩০ মিমি। সবোচ্চ ইঞ্জিন শক্তি ৮.৩৭ পিএস বা ৭৫০০ আরপিএম।
এই মোটরসাইকেলে রয়েছে ৫ টি গিয়ার। ১ম গিয়ার নিচের দিকে বাকি সব গিয়ার উপরের দিকে। এই মোটরসাইকেলটির র্দৈঘ্য ২০৭০ মিমি, প্রস্থ ৭৮৫ মিমি এবং উচ্চতা ১০২৮ মিমি। মাটি থেকে ইঞ্জিনের দূরত্ব ১৮০ মিমি। এই বাইকটির সর্বমোট ওজন ১২৩ কেজি। সামনে এবং পিছনে উভয় টায়ার টিউববিহীন হয়ে থাকে।
১২ ভোল্টের ৪ এএইচ একটি শক্তিশালি ব্যাটারি রয়েছে। এই মোটরসাইকেলটিতে জালানী ক্যাপাসিটি রয়েছে ১০ লিটার। এই বাইকটির ৩টি কালার রয়েছে- ম্যাট লাল. উজ্জ্বল নীল, ম্যাট ব্লাক এবং উজ্জ্বর হলুদ। বাংলাদেশে TVS Raider ১২৫ সিসির এই মোটরসাইকেলটির অফিসিয়াল দাম ১,৫৭,৯৯৯ টাকা।
টিভিএস মেট্রো ১০০ দাম - TVS bike 100cc
টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেলটি অনেক বেশি প্রচলিত। মোটরসাইকেলটির সর্বোচ্চ ইঞ্জিন শক্তি ৮.২৯ বিএইচপি বা ৮.৪ পিএস। কিক এবং সেল্ফ দুই ভাবেই ইঞ্জিন চালু করা যায়। এটির ওজন ১১৩ কেজি। রির্জাভ তেল সহ সর্বমোট ১০ লিটার তেল ক্যাপাসিটি রয়েছে। চাকার রিং কাস্ট অ্যালায় দিয়ে তৈরী।
সামনের চাকায় ডিস্ক ব্রেক সিস্টেম ২৪০ মিমি এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক সিস্টেম ১১০ মিমি। টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেলটি সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই বাইকটি মাইলেজ দেয় ৮৬ কিলোমিটার প্রতি লিটারে। এটির তিনটি কালার রয়েছে- লাল ও কালো মিশ্রিত, নীল ও সিলভার মিশ্রিত এবং টাইটেনিয়াম ধূসর কালার। এটির বর্তমান বাজারে অফিসিয়াল দাম ড্রাম ব্রেক ১,১৯,৯৯৯ টাকা এবং ডিস্ক ব্রেক ১,২৬,৯৯৯ টাকা।
Apache RTR 160 4V দাম বাংলাদেশ
বর্তমান তরুণ প্রজন্মের সবচেয়ে পছন্দের এবং অধিক জনপ্রিয় একটি বাইক Apache RTR 160 4V. যেখানে রয়েছে অতি আধুুুনিক সব ফিচার এবং নান্দনিক ডিজাইন। এই বাইকটি ৩ ধরনের পাওয়া যায়- সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক এবং এবিএস। ধরণভেদে দাম ও আলাদা হয়ে থাকে। চলুন জেনে নেই Apache RTR 160 4V এর আরো ফিচার ও দাম সর্ম্পকে-
Apache RTR 160 4V মোটরসাইকেলটিতে রয়েছে ডিজিটাল মিটার, যেখানে তেল কম থাকলে সর্তক বার্তাসহ সংযুক্ত করা রয়েছে আধুনিক সব প্রযুক্তি। ইঞ্জিন রক্ষার্থে ইঞ্জিন কভার ব্যবহার করা হয়েছে। এই মোটরসাইকেলে রয়েছে সুপার মোটো এবিএস সহ রোটো পেটাল ডিস্ক ব্রেক সিস্টেম, যার মাধ্যমে যেকোন পরিস্থিতিতে বাইক নিয়ন্ত্রন করা যায়।
আরো পড়ুনঃ Brta লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
Apache RTR 160 4V মোটরসাইকেলটির সর্বোচ্চ ইঞ্জিন শক্তি ১৬.৫ পিএস বা ৮০০০ আরপিএম। কিক এবং সেল্ফ যেকোন ভাবেই ইঞ্জিন চালু করা যায়। এতে রয়েছে ৫ গিয়ার সর্ম্পূণ গিয়ার বক্স। যার ১ম গিয়ার নিচের দিকে বাকি সবগুলো উপরের দিকে। এতে রয়েছে ১২ ভোল্টের ৬ এএইচ বিশিষ্ট ব্যাটারি। যা দীর্ঘ সময় ধরে সেবা প্রদান করে।
AHO LED হেডলাইড সাথে এলইডি বাল্প। উভয় চাকার টায়ার টিউববিহীন হয়ে থাকে। সামনের চাকায় ২৭০ মিমি রোটো পেটাল ডিস্ক ব্রেক সিস্টেম এবং পিছনের চাকায় ১৩০ মিমি ড্রাম এবং ২০০মিমি রোটো পেটল ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে। এই ব্রেক সিস্টেম যেকোন বড় ধরনের এক্সিডেন্টের হওয়া থেকে রক্ষা করতে পারে।
Apache RTR 160 4V এর দৈর্ঘ্য ২০৫০ মিমি, প্রস্থ ৭৯০ মিমি এবং উচ্চতা ১০৫০ মিমি। মাটি থেকে ইঞ্জিনের দূরত্ব ১৮০ মিমি। এই মোটর সাইকেলটির ওজন ১৪৩ এবং ১৪৫ কেজি হয়ে থাকে। জ্বালানী ক্যাপাসিটি ১২ লিটার এবং রির্জাজ জ্বালানী থাকে ১.৫ লিটার। এই মোটর সাইকেলের ৩ টি কালার রয়েছে- লাল, ম্যাট নীল এবং কালো। বাংদেশে এটি অফিশিয়াল দাম সিঙ্গেল ডিস্ক ১,৯২,৯৯৯ টাকা, ডাবল ডিস্ক ২,০৯,৯৯৯ টাকা এবং এবিএস ২,২৯,৯৯৯ টাকা।
লেখকের মন্তব্য: টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪ - টিভিএস নিউ মডেল বাইক
প্রিয় পাঠক, আশা করি টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪ সালে কত এবং টিভিএস নিউ মডেল বাইক সর্ম্পকে অবগত হয়েছেন। আরো জেনেছেন- টিভিএস বাইক 125 সিসি এর দাম ও ফিচার সর্ম্পকে। এক্সিডেন্ট এড়াতে সাবধাণতার সাথে গাড়ি চালনা করুন। ট্রাফিক আইন সর্ম্পকে ধারণা রাখুন এবং ট্রাফিক আইন মেনে চলুন।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url