ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছ ও ফল গাছ লাগানোর উপকারিতা

প্রিয় পাঠক, ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছে কোনটি এবং ছাদ বাগানের উপকারিতা সম্পর্কে জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের জানাবো ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছ কোনটি সবচেয়ে ভালো হবে এবং ছাদ বাগানের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। 
ছাদ বাগানের উপকারিতা
আরো জানতে পারবেন, ছাদ বাগানের জন্য উপযুক্ত কোন সবজি এবং ছাদ বাগানের জন্য উপযুক্ত ফল গাছ কোনটি। এছাড়া ছাদে বাগান করলে ছাদের কোন ক্ষতি হয় কিনা সে সম্পর্কে জানতে পারবেন।

ভূমিকা

শহর অঞ্চলে প্রাকৃতির সাথে মিশতে ছাদ বাগানের বিকল্প অন্য কিছু হয় না। ছাদ বাগান আমাদের সুস্থ্য স্বাভাবিক জীবন দান করার পাশাপাশি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এক উপকারি বন্ধু হলো ছাদ বাগান। শহরে দালান-কোটা, জ্যাম-জটের মাঝে একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে ছাদ বাগানের ভূমিকা অপরিসীম।
আমরা শহরগুলোকে আধুনিক করতে ‍গিয়ে উন্নয়নের নামে হর হামেশায় অনেক বড় বড় গাছ কেটে ফেলছি। পরিবেশে অক্সিজেন কমানো পাশাপাশি কনক্রিটের বর্জ্য বৃদ্ধি আমরা উন্নয়ন বলে চালিয়ে দিচ্ছি। শহর অঞ্চলে কেবল মাত্র ছাদ বাগানই পারে আমাদের অক্সিজেনের অভার পূরন করতে এবং পরিবেশ কে রক্ষা করতে।

ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছ

ছাদ বাগানে আমরা প্রায় সব ধরণের ফুল গাছ লাগিয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না কোন ফুল গাছ ছাদ বাগানের জন্য সবচেয়ে ভালো এবং ভালো ফুল দেয়। ছাদে মাটির পরিমান অনেক কম থাকে। যেখানে আমরা চাইলেই সব ধরনের গাছ লাগাতে পারি না। চলুন জেনে নেই ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছ সম্পর্কে-
ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছ
প্রথমে যে গাছটির কথা বলবো তা হলো গোলাপ গাছ। কলম করা গোলাপের চাড়া খুব অল্প পরিমান মাটিতেই হয়ে থাকে। এটি ছাদ বাগানে লাগানোর জন্য সবার পছেন্দের একটি গাছ। গোলাপের সুগন্ধ নিতে সবাই অনেক পছন্দ করেন এবং এর পরিচর্ষা ও অনেক সহজ বলে গোলাপ গাছ ছাদ বাগানের জন্য বেশি জনপ্রিয়।

গাঁধা ফুল গাছ ছাদ বাগানের জন্য আরো একটি কমন ফুল গাছ। গাঁধা ফুল লাগানো আসল কারণ হলো এটি সারা বছর ধরে ফুল দেয়। এই গাছের অনেক বেশি পরিচর্যার প্রয়োজন হয়না । এছাড়া ও গাঁধা ফুল তাপ বা রোদ সহ্য করে টিকিয়ে থাকতে পারে। এতে মাটি অনেক কম পরিমানে লাগে এবং যেকোন মাটিতে গাঁধা ফুল গাছ বেড়ে ওঠে।
চন্দ্রমল্লিকা তার বিশেষ বৈশিষ্ট হলো নানা ধরণের ফুল দিতে পারে। এই ফুল দেখতে অনেক ছোট হওয়াতে এবং বিভিন্ন রঙ্গের হওয়াতে ছাদ বাগানের জন্য উপযুক্ত একটি গাছ হিসেবে পরিচিত চন্দ্রমল্লিকা। এটি ঝুলন্ত টবে বা ছাদে রাখে টবে অনেক কম পরিমানের মাটি এবং কম পানি ব্যবহারে রোপন করা যায় বলেই এটি অনেক বেশি জনপ্রিয় একটি ফুল গাছ।

আরো একটি জনপ্রিয় ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছ হলো বাগানবিলাস ফুল গাছ। এটি অনেক কম পরিমান মাটিতে বা টবে রোপন করা যায় বিধায় এটি ছাদ বাগানে সবার পছন্দের তালিকার অর্ন্তভূক্ত। এই ফুল গাছ দীর্ঘ সময় ধরে ফুল দিতে পারে এবং পরিবেশের যেকোন অবস্থা্য় টিকে থাকতে পারে।

আরো একটি চাহিদা সম্পূর্ন এবং অধিক জনপ্রিয় ফুল গাছ হলো ডালিয়া ফুল গাছ। এটির ফুল সাধারণত বড় এবং সাদা ও মেরুন রঙ্গের হয়ে থাকে। কম পরিচর্যায় অনেক বেশি ফুল পাওয়া যায়। ডালিয়া ফুল গাছ ছাদে লাগানো উপযুক্ত একটি গাছ। এই গাছ সব ধরণের মাটি বা টবে লাগানো যায়।

ছাদ বাগানের উপকারিতা

আমরা যতই শহরে বাস করিনা কেন আমাদের সবারই প্রাকৃতির স্নিগ্ধ বাতাসে বাঁচতে ইচ্ছা করে। কর্মক্ষেত্রে বা বিভিন্ন কাজের কারনে আমরা শহরে প্রাকৃতির ছোয়া খুজতে ছাদ বাগান করে থাকি। শহরে ফাঁকা জায়গার অভাবে আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি। যা আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সহ পরিবেশের ভারসাম্য বজায় রাখে। নিম্নে ছাদ বাগানের উপকারিতা আলোচনা করা হলো-

বাতাস শুদ্ধ করতে ছাদ বাগানের গুরুত্ব অপরিসীম। শহরে গাছপালা কম থাকায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেক বেশি হয়ে থাকে। কিন্তু ছাদ বাগানের কারণে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। ছাদ বাগানে থাকা গাছ গুলো কার্বন ডাই অক্সাইড গ্রহন করে অক্সিজেন ত্যাগ করে বাতস শুদ্ধ করে। যার কারণে আমরা পরিশুদ্ধ অক্সিজেন পাই।

এয়ার কন্ডিশনারের ব্যবহার কমাতে ছাদ বাগান ভূমিকা রাখে। তাপমাত্রা অনেক বেড়ে গেলে ছাদে থাক গাছ পালা সূর্যের তাপ শোষণ করে নেয়ার ফলে ছাদসহ সমস্ত বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রনে থাকে। যার করণে এয়ার কন্ডিশনারের ব্যবহার অনেকটা কমে যায় এবং বৈদ্যুতিক ঘাটতি পূরনে ভূমিকা রাখে।
মানসিক প্রশান্তির জন্য ছাদ বাগান অন্যতম একটি কারন। আপনি মানসিক টেনশনে থাকলে ছাদে কিছুক্ষন গাছপালার মাঝে হাটাহাটি বা গাছের পরিচর্যাতে সময় দিন। প্রাকৃতির ছোয়ায় আপনার সকল টেনসন দূর হবে এবং ছাদে থাকা নানা ধরনের ফুলের সুগন্ধ আপনাকে মানসিক ভাবে প্রশান্তি দেবে।

তাজা খাদ্য গ্রহণে ছাদ বাগান হতে পারে আপনার জন্য একটি ছোটখাটো বাজার বা জমি। যেখানে আপনি বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফলমূল চাষ করতে পারবেন। আপনি নিজে চাষ করায় এখানে কোন কিটনাশক বা পির্জাভেটিব ব্যবহারের কোন দরকার হবে না। যার কারণে আপনার এবং আপনার পরিবারের জন্য তাজা খাদ্য নিশ্চিত করতে পারবেন।

ছাদ বাগানের কারণে আপনার সমস্ত বাসার সৌন্দর্য বৃদ্ধি পায় সাথে সাথে পরিবেশের ভারসাম্য ও রক্ষা হয়। এছাড়া ও ছাদ বাগান করার কারনে বিভিন্ন পাখি প্রজাপতির আনাগোনা বেড়ে যায়। সবুজ গাছপালা আমাদের মনসিক চাপ কমিয়ে মন প্রফুল্ল রাখে। তাই আমাদের সকলের উচিত ছাদ বাগান তৈরী করে পরিবেশের উন্নতিতে নিজেকে নিয়োজিত করা।

ছাদ বাগানের জন্য উপযুক্ত সবজি

ছাদ বাগানে প্রায় সবধরনের সবজি চাষ করা যায়। ছাদে আলো বাতাস খুব সহজেই চাষকৃত আাবাদে ভালো ফলন হতে সাহায্য করে। যে কারণে ছাদে যেকোন সবজি চাষ উপযোগী। ছাদ বাগানের কারণে আপনার তাজা বা স্বাস্থ্যসম্মত খাবারের চিন্তা করতে হয় না। চলুন জেনে নেই ছাদ বাগানের জন্য উপযুক্ত সবজি সম্পর্কে-
  • ছাদে শশা চাষ অনেক ভালো হয়। শশার গাছ অনেক ছোট পাত্রে ও রোপন করা যায়, ছাদে থাকা প্রাকৃতিক আলো বাতাসে কারণে শশা গাছ খুব দ্রুত বেড়ে যায় এবং উচ্চফলনশীল হয়ে থাকে।
  • টমেটো চাষ করা যেতে পারে। টমেটো গাছে ভালো রোদ এবং পানি পেলে উৎপাদন অনেক ভালো হয়। যা ছাদ বাগানে খুব সহজেই গাছ পেয়ে থাকে।
  • ছাদ বাগানে বেগুন চাষ খুব সহজ এবং উচ্চ ফলনশীল। প্রকৃতিক আলো বাতাসে ছোট টবে ও ভালো বেগুন চাষ করা সম্ভব।
  • কাঁচা মরিচ ছাদ বাগানে চাষের জন্য উপযোগী। ছাদে থাকা রোদে কাঁচা মরিচ অনেক ভালো ফলন দেয়। কাঁচা মরিচ লাগানোর জন্য খুব বেশি জায়গার ও প্রয়োজন হয়না।
  • মূলা চাষ ও করা যেতে পারে। ছাদ বাগানে বস্তায় বা বড় ধরনের টবে বা জিও ব্যাগে মূলা চাষ অনেক বেশি ফলনশীল হয়ে থাকে।
  • ছোট গাছের পেঁপে ছাদ বাগানের জন্য বেশ উপযোগী একটি চাষাবাদ। বড় জিও ব্যাগে বা ড্রামে পেঁপে গাছ লাগানো যেতে পারে।
  • শিম গাছ ছোট পাত্রে অনেক ভালোভাবে বেড়ে ওঠে এবং শিম গাছের লতা রোদে খুব দ্রুত বেড়ে ওঠে। তাই ছাদে চাষ উপযোগী সবজির মধ্যে শিম অন্যতম।
  • লাউ চাষ ছাদে অনেক উচ্চফলনশীল হয়। ছাদে লাউ গাছ খুব তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে এবং ছাদে পাওয়া পর্যপ্ত আলো বাতাস লাউয়ের উৎপাদন অনেক ভালো হয়।
  • আদা-রসুন চাষের সবচেয়ে উপযুক্ত হলো ছাদ বাগান। ছাদ বাগানে খুব কম পরিচর্যায় এবং কম জায়গায় অনেক আদা-রসুন পাওয়া যায়।
এছাড়া ও ধনেপাতা, লেটুস পাতা, পালং শাক, লাল শাক সহ নানা ধরণের সবজি লাগালো যায়। ছাদ বাগানে সব ধরনের আবাদ অনেক উচ্চফলনশীল হয়ে থাকে। তাই আর দেরী না করে আপনার ছাদে উপরে উল্লেথিত সবজি গুলো চাষাবাদ করুণ এবং ভেজাল বা পিজারভেটিব মুক্ত খাবার গ্রহন করুন। সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার্ধে ভুমিকা রাখুন।

ছাদ বাগানের জন্য উপযুক্ত ফল গাছ

ছাদ বাগানে শাক-সবজি চাষ করার পাশাপাশি অনেক ফল গাছ ও লাগানো যেতে পারে। ছাদ বাগানে প্রায় সকল ধরনের ফল গাছ লাগানো যায়। আর এমন কিছু ফল রয়েছে যেগুলো ছাদে অনেক বেশি ফলন হয়ে থাকে। বড় কোন ড্রাম বা জিও ব্যাগে এই গাছ গুলো লাগানো যায়। চলুন জেনে নেই ছাদ বাগানের জন্য উপযুক্ত ফল গাছ সম্পর্কে-
  • ছাদ বাগানে সবচেয়ে ভালো হয় আম গাছ। বর্তমানে অনেক নতুন নতুন প্রজাতির কলম গাছ পাওয়া যায় যেগুলো উচ্চ ফলনশীল হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য - চ্যাংমাই, কিউজাউ, ‍কিং চাকাবাত, ব্লাকস্টোন, ব্যানানা ও কাঠিমন সহ আরো নানা প্রজাতির উচ্চফলনশীল কলম গাছ রয়েছে। যেগুলো ড্রাম বা জিও ব্যাগে খুব কম জায়গাতে লাগাতে পারবেন।
  • ড্রাগন ফল সবচেয়ে বেশি ফলে ছাদ বাগানে। এটি একটি লতা জাতীয় গাছ।এটি ছাদে থাকা রোদে অনেক বেশি বিস্তার করে। ড্রাগন ফলের গাছ অনেক কম জায়গাতে অনেক বেশি ফল দিতে পারে। লাল ড্রাগনফল সাদা ড্রাগনের চেয়ে বেশি ফলনশীল হয়।
  • ছাদ বাগানের জন্য উপযুক্ত আরো একটি গাছ পেয়ারা গাছ। নানা উন্নত জাতের পেয়ারা গাছ রয়েছে যেগুলো ছাদের আলো বাতাসে অনেক ফল দিয়ে থাকে।
  • ব্লুবেরি ফলের গাছ ছাদের অনেক কম জায়গা জুরে অনেক ফল দিয়ে থাকে। এই ধরনের গাছ অনেক কম পরিচর্যাতে বেড়ে ওঠে। ছাদের জন্য উপযোগী এই ব্লুবেরী গাছ।
  • বামন প্রজাতির জাম্বুরা গাছ ছাদ বাগানে লাগানো যেতে পারে। এই ধরনের জাম্বুরা গাছগুলো খুব একটা বড় হয় না কিন্তু অনেক বেশি ফল ‍দিয়ে থাকে।
  • কমলা গাছ সাধারনত আবাদি জমিতে কম চাষ হয়। কারণ এই মাটিতে জন্মানো গাছের কমলা টক হয়ে থাকে। কিন্তু টবে বা জিও ব্যাগের মাটি প্রক্রিয়াজাত করা হয় বলে, এতে কমলার ফলন বেশি হয় এবং অনেক মিষ্টি হয়ে থাকে।
  • ছাদ বাগানের জন্য উপযোগী আরো একটি ফল হলো স্ট্রবেরি। এটি অনেক ছোট টবে লাগানো যায়। ছাদে থাকা রোদ ও নিয়মিত পানি দিলে ফলন ভালো হয়।
  • ছাদে লেবু গাছ লাগানো যেতে পারে। পরিচর্যা বিহীন লেবু গাছ খুব তাড়াতাড়ি ফল দিয়ে থাকে। ছাদ বাগানের জন্য উপযুক্ত লেবু গাছ।
  • এছাড়া ও আঙ্গুর গাছ, পেঁপে, মালটা, তেতুল গাছ সহ আরো নানা ধরনের গাছ ছাদে লাগানো যায়।

ছাদে বাগান করলে ছাদের কোন ক্ষতি হয়

ছাদে বাগান করলে সাধারনত ছাদের কোন ক্ষতি হয় না বরং সম্পর্ন ভবনটি ঠান্ডা রাখে। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে। ‍যদি সঠিক পরিকল্পনা মাপিক ছাদ বাগান করা না হয় এবং রক্ষণাবেক্ষনে ঘাতটি থাকলে ছাদের ক্ষতি হতে পারে। চলুন জেনে নেই ছাদে বাগান করলে ছাদের কোন কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে
ছাদে বাগান করলে ছাদের কোন ক্ষতি হয়
ছাদে যদি পানি বের হওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে ছাদে অনেক ক্ষন পানি জমে থাকার কারনে ছাদে যে পানি রোধে স্তর রয়েছে সেটা নষ্ট হয়ে যায় এবং সম্পর্ন ছাদ স্যাঁতসেঁতে হয়ে যায়। এছাড়া ও টপ বা জিও ব্যাগের নিচে ট্র্রে ব্যবহার না করার কারনে এর টব বা জিও ব্যাগের নিচে পানি জমে ছাদকে দূর্বল করতে পারে।
আপনার ছাদ যদি অনেক পুরোনো হয়ে থাকে এবং গাছ পালার পরিমান বেশি হয়ে থাকে তাহলে তা ছাদের জন্য ক্ষতি এমনকি ছাদ ফাটল ধরতে পারে। তাই গাছ লাগানোর আগে ছাদ কতটুকু ওজন ধরতে পারবে সে বিষয়ে জানা উচিত এবং কম ওজনের টপ বা ড্রামে অল্প পরিমান মাটি ব্যবহার করা উচিত।যাতে ছাদের কোন ক্ষতি না হয়।

গাছের শিকর ছাদ ভেদ করতে পারে এমন গাছ লাগানো থেকে বিরত থাকা উচিত। এমন গাছ লাগালে যেকোন সময় ক্ষতির সম্মুখিত হতে পারেন। নিয়মিত ছাদ পারিষ্কার করা ‍উচিত, নয়তো গাছের ঝরে যাওয়া পাতা পচে গিয়ে ছাদের ক্ষতি করতে পারে। এছাড়া নিয়মিত গাছের যত্ন নিন, নয়তো গাছে পোকামাকড় বেড়ে যেতে পারে।

লেখকের মন্তব্য: ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছ - ছাদ বাগানের উপকারিতা

প্রিয় পাঠক, আশা করি ছাদ বাগানের জন্য উপযুক্ত ফুল গাছ সম্পকে এবং ছাদ বাগানের উপকারিতা সম্পর্কে অবগত হয়েছেন। এছাড়া ও ছাদ বাগানের জন্য উপযুক্ত সবজি ও ছাদ বাগানের জন্য উপযুক্ত ফল গাছ সম্পর্কে বুঝতে পেরেছেন। ছাদে গাছ লাগনো পরিবেশের জন্য উপকারি এবং আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে। কিন্তু ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে সর্তক হওয়া জরুরি। ছাদে প্রাচীরের উপর গাছ লাগাবেন না, ঝড়-বৃষ্টির সময় এগুলো পড়ে গিয়ে ক্ষতির কারন হতে পারে।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url