দাউদের সবচেয়ে ভালো ঔষধ বাংলাদেশ - দাউদের সবচেয়ে ভালো হোমিও ঔষধ

প্রিয় পাঠক, দাউদের সবচেয়ে ভালো ঔষধ বাংলাদেশ এ কোনটি এবং দাউদের সবচেয়ে ভালো হোমিও ঔষধ সম্পর্কে জানতে চেয়ে আর্টিকেলটি তে ক্লিক করেছেন। এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি, দাউদের সবচেয়ে ভালো ঔষধ বাংলাদেশে কোনটি ও দাউদের সবচেয়ে ভালো হোমিও ঔষধ সম্পর্কে বিস্তারিত।
দাউদের সবচেয়ে ভালো হোমিও ঔষধ
এখানে আরো জানতে পারবেন, দাউদের ঘরোয়া চিকিৎসা এবং দাউদের ট্যাবলেট এর নাম, কোন কোম্পানির এবং কেনো ব্যবহার করা উচিত সে সম্পর্কে।

দাউদের সবচেয়ে ভালো ঔষধ বাংলাদেশ

দাউদ সাধারনত ত্বকে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রামনে হয়ে থাকে। এছাড়া শরীরে ঘাম জমে যাওয়াতে ও দাউদ হতে পারে। দাউদ নিরাময়ে বিভিন্ন জেল, ক্রিম বা ঔষধ পাওয়া যায়। যেগুলো দাউদ নিরাময়ে কাজ করে। দাউদের সবচেয়ে ভালো ঔষধ বাংলাদেশ কোনটি চলুন সে বিষয়ে জেনে নেয়া যাক-
দাউদের সবচেয়ে ভালো ঔষধ বাংলাদেশ
Mycoten: বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড কতৃক প্রস্তুতকৃত দাউদ নিরাময়ের একধরনের ক্লোট্রিমাজল অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ। এটি ক্রিম আকারে পাওয়া যায়। এটি বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল প্রতিরোধে কাজ করে। Mycoten ক্রিম বা ট্যাবলেট আমাদের শরীরে যেখানে সংক্রামন হয়, সেই অংশটুকুর কোষ ঝিল্লিতে ইরগোস্টেরল গঠনে বাধা প্রদান করে।

ইরগোস্টেরল হলো ফাঙ্গাল কোষ ঝিল্লি গঠনে এক কার্যকারি উপাদান। যা শরীরে থাকা দাউদ আরো বৃদ্ধি করতে সাহায্য করে। এই ক্রিম ব্যবহারে ইরগাস্টেরল বাধাপ্রাপ্ত হয়। যাতে দাউদ আর বৃদ্ধি পায়। এটি সংক্রামনের জায়গা ব্যাকটেরিয়ামুক্ত বা পরিষ্কার রাখে। যার কারনে অতি দ্রুত আমাদের শরীরে থাকা দাউদ সেরে যায়।

Funginal: বাংলাদেশের আরো একটি জনপ্রিয় ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড কতৃক প্রস্ততকৃত দাউদ নিরাময়ের আরো একটি মিকোনাজল ক্রিম। এই ক্রিম ব্যবহারে দাউদ আক্রান্ত জায়গা পরিষ্কার হয় এবং ফাঙ্গাসের কোষ ঝিল্লিতে অবস্থানরত ইরগোস্টেরল কে ধ্বংস করে দেয়। যা দাউদ নিরাময়ে বেশ উপকারি।

দাউদ আক্রান্ত জায়গা ভালোভারে ধুয়ে পরিষ্কার করে এই Funginal ক্রিমটি ঘুষে ব্যবহার করতে হয়। প্রতিদিন ২ থেকে ৩ বার ব্যবহার করা যেতে পারে। এভাবে ২ থেকে ৩ সপ্তাহ ব্যবহারে দাউদ চিরতরে বিদায় হয়। তবে যেকোন ঔষধ বা ক্রিম ডাক্তারের পরার্মশ ছাড়া ব্যবহার করা উচিত নয়।

Flugal ট্যাবলেট: দেশ সেরা বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি কতৃক প্রস্তুতকৃত মুখে খাওয়ার একটি ফ্লুকোনাজল ট্যাবলেট। এই ট্যবলেট মূলত অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে বা বিভিন্ন সংক্রামন এড়াতে কাজ করে থাকে। Flugal ট্যাবলেট খাওয়ার নিময় বলতে দিনে যেকোন একটি নিদিষ্ট সময় খাওয়া যেতে পারে।

সেটা সকাল, দুপুর বা রাত এই তিন বেলার যেকোন এক সময়। Flugal ট্যাবলেট খাওয়ার আগে বা পরে উভয় খাওয়া যেতে পারে। তবে খাওয়ার পরে খাওয়াই সবচেয়ে ভালো। এই ট্যাবলেট খাওয়ার ফলে আক্রমনাক্ত জায়গার কোষ ঝিল্লি দূর্বল হয়ে পড়ে এবং একটা সময় সর্ম্পূন ভাবে নিরাময় হয়ে যায়। ১ থেকে ২ সপ্তাহ নিয়মিত এই ট্যাবলেট সেবন দাউদ ভালো হয়ে যায়।

দাউদের সবচেয়ে ভালো হোমিও ঔষধ

দাউদ হলো একধরনের চর্মরোগ, যা সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রামনে হয়ে থাকে। সাধারন চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিতে ও দাউদের বিভিন্ন চিকিৎসা রয়েছে। হোমিও ঔষধ ব্যবহার করে দাউদ সারানো সম্ভব। তবে হোমিওপ্যাথিক ডাক্তারের পরার্মশ ছাড়া হোমিও ঔষধ ব্যবহার না করাই ভালো। নিম্নে দাউদ নিরাময়ে কিছু হোমিও ঔষধ সম্পর্কে আলোচনা করা হলো-

Sulphur: এটি নানা চর্ম রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যার মধ্যে দাউদ একটি। এই হোমিও ঔষধটি অনেক বেশি চুলকানো, সংক্রামন জায়গায় জালাপোড়া, চুলকানোর পর লাচচে বা খসখসে হলে অনেক বেশি কার্যকারি। এছাড়া ও অধিক গরমে দাউদ বেড়ে গেলে এই Sulphur হোমিও ঔষধ নিয়মিত ব্যবহারে দাউদ সর্ম্পূণ ভাবে সেড়ে যায়।

Graphites: চর্মরোগে ব্যবহার যোগ্য হোমিও ঔষধ হলো Graphites. যা বিশেষ করে দাউদ বা চুলকানির জন্য অনেক বেশি উপকারি। ত্বকে সংক্রামন অনেক বেড়ে গেলে বা আঠালো তরল বের হলে অথবা আক্রমনাক্ত জায়গায় শুষ্ক হয়ে গেলে এই Graphites হোমিও ঔষধ প্রতিদিন ব্যবহার করলে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে দাউদ ভালো হয়ে যায়।

Tellurium: চর্মরোগের আরো একটি কার্যকারি ঔষধের নাম হলো Tellurium. যা দাউদ সহ বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। দাউদ অনেক বেশি ফুলে যাওয়া, অনেক বেশি চুলকানো এবং চুলকানোর পর কস বের হলে এই হোমিও ঔষধ অনেক বেশি কাজ করে। এটি আপনার সংক্রামনাক্ত জায়গা দ্রুত সারাতে সাহায্য করে।

Antimonium tartaricum: চর্মরোগ থেকে মুক্তির আরো একটি হোমিও ঔষধ হলো Antimonium tartaricum. এটি ত্বকের লালচে ভাব, ফোঁড়া এবং দাউদের জন্য বিশেষ ভাবে তৈরী হয়ে থাকে। গরমের জন্য দাউদে সংক্রমন বেড়ে গেলে, অনেক বেশি চুলকালে এবং ত্বক ফুলে গেলে Antimonium tartaricum ব্যবহার করা উচিত। নিয়মিত ব্যবহারে দাউদ অনেক তাড়াতাড়ি ভালো হয়।

দাউদের ঘরোয়া চিকিৎসা

দাউদ মোটামুটি সব বয়সের বা সব পেশার মানুষের হয়ে থাকে। দাউদ হওয়ার ফলে ত্বক অনেক চুলকায় এবং অনেক জ্বালাপোড়া হয়ে থাকে। যা সবার সামনে অনেকটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। এই দাউদ থেকে মুক্তি পেতে বিভিন্ন ঘরোয়া চিকিৎসা পদ্ধতি ব্যবহার রয়েছে। চলুন জেনে নেই দাউদের ঘরোয়া চিকিৎসা পদ্ধতি সম্পর্কে-

নারিকেল তেল: ঘরোয়া পদ্ধতিতে দাউদ ভালো করতে নারিকেল তেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ নারকেল তেলের রয়েছে এন্টিফাঙ্গাল বিশিষ্ট উপাদান যা শরীরের থাকা চুলকানি বা দাউদ কমাতে সাহায্য করে। দাউদের ক্ষেত্রে নারকেল তেল দিনে ২ থেকে ৩ বার ব্যবহার করলে অতি দ্রুত দাউদ থেকে মুক্তি পাওয়া যায়।

অ্যাপল সিডার ভিনেগার: দাউদ থেকে মুক্তি পেতে ঘরোয়া পদ্ধতিতে কার্যকারী উপায় হলো অ্যাপেল সিডার ভিনেগারের ব্যবহার। এটি পানি সঙ্গে মিশিয়ে তুলা ব্যবহার করে, দাউদের উপর ব্যবহার করা যায়। ‍এর অ্যান্টিফাঙ্গাল উপাদান দাউদে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে। গোসলের ১৫ থেকে ২০ মিনিট আগে ব্যবহর করুন এবং গোসলের সময় ভালো ভাবে ধুয়ে ফেলুন। খুব তাড়াতড়ি দাউদ থেকে মুক্তি পাবেন।

রসুন: দাউদ থেকে মুক্তির আরো একটি ঘরোয়া উপায় হলো রসুনের ব্যবহার। কয়েকটি রসুনের কোয়া সংগ্রহ করে, তা থেকে রস বের করে নিন। রসুনের রসে রয়েছে অ্যালিসিন উপাদান, যা দাউদ সাড়াতে অনেক উপকারি। প্রতিদিন দাউদের আকান্ত স্থানে রসুনের রস লাগিয়ে ১০ থেকে ১৫ পর ধুয়ে ফেলুন। ১ থেকে ২ সপ্তাহ ব্যবহার করলে দাউদ অনেকটা কমে যাবে।

হলুদ: হলুদের ব্যবহার দাউদের জন্য বেশ কার্যকারি। হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট যা দাউদ থেকে মুক্তি পেতে সাহায্য করে। ১ চা চামচ পরিমান হলুদ নিয়ে তাতে ১ চা চামচ পরিমান পানি বা টক দই মিশিয় মিশি করে পেস্ট তৈরী করুন। দাউদ আক্রান্ত স্থানে এই পেস্টটি লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা: অ্যালোভেরা জেল দাউদ ভালো করতে বেশ উপকারি। কারণ অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি এবং ত্বক হাইড্রেট রাখার বৈশিষ্ট। যা ব্যবহারে দাউদ চুলকানো অনেকটা কমে যায় এবং অতি দ্রুত দাউদ সাড়াতে সাহায্য করে। অ্যালোভেরা থেকে জেল গুলো আলাদা করে নিয়ে আক্রান্ত স্থানে সরাসরি লাগান এবং ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

দাউদের ট্যাবলেট এর নাম

দাউদ সাধারণত বিভিন্ন ব্যাটেরিয়ার সংক্রামনে হয়ে থাকে। অতিরিক্ত গরমে ঘাম জমে দাউদ হতে পারে। এছাড়া ও কোন দাউদ আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে বা তার ব্যবহৃত করা জমা-কাপড় ব্যবহার করলে দাউদ হতে পারে। আমরা ইতিমধ্যে দাউদের ক্রিম সম্পর্কে জেনেছি। এখন দাউদ থেকে মুক্তি পেতে কিছু ট্যাবলেটের নাম নিয়ে আলোচনা করা হলো-
দাউদের ট্যাবলেট এর নাম
Fungidal: ফাঙ্গাসের সংক্রমন এড়াতে Fungidal ট্যাবলেট বেশ উপকারি। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান আপনার শরীরে থাকা দাউদকে র্নির্মূল করে। এই ট্যাবলেটটি ইসকায়েফ ফার্মাসিটিক্যাল এর একটি পণ্য। যা বিশেষ করে চর্মরোগ ও দাউদের জন্য তৈরী করা হয়েছে। Fungidal ট্যাবলেটটি নিয়মিত ডাক্তারের পরার্মশে খেলে দাউদ ভালো হয়।

Itra: রিনাটা লিমিটেডের অনেক চাহিদা সম্পূর্ণ একটি ট্যাবলেট Itra. এই ট্যাবলেটটি মুখ, নখ ও অন্যান্য সংক্রামন এড়াতে বেশ কার্যকারি। এটি দাউদ সাড়াতে ও ভূমিকা রাখে। কারণ এই ট্যাবলেটে রয়েছে ক্যানডিডা অ্যালবিকেন্স নামক এক ধরণের উপাদান, যা দাউদ সহ নখ ও মুখের সংক্রামন এড়াতে সাহায্য করে। যা নিয়মিত খেলে দাউদ সেড়ে যায়।

Terbex: দাউদের সংক্রামন এড়াতে এবং দাউদ ভালো করতে অন্যতম একটি ট্যাবলেট হলো Terbex. যার প্রস্তুতকারক কোম্পানি হলো এসিআই লিমিটেড। এই ট্যাবলেটটি নিয়মিত খেলে, ফাঙ্গাসে থাকা কোষ ঝিল্লিতে স্কোয়ালিন ইপক্সাইডেজ নামক এনজাইমকে প্রতিরোধ করে। যার কারনে কোষ ঝিল্লিতে ইরগোস্টেরল তৈরী হতে পারে না। যার কারনে অতি দ্রুত দাউদ ভালো হয়।

Fluconix: দাউদের থেকে মুক্তি পেতে Fluconix ট্যাবলেট হতে পারে সব থেকে ভারো একটি ঔষধ। যা স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান বিশিষ্ট একটি ট্যাবলেট। যা ইরগোস্টেরল উৎপাদনে বাধা প্রদান করে। এই ট্যাবলেট নিয়মিত খাওয়ার ফলে শরীরে থাকে বিভিন্ন চর্মরোগ এবং দাউদ ভালো হয়।

লেখকের মন্তব্য: দাউদের সবচেয়ে ভালো ঔষধ বাংলাদেশ - দাউদের সবচেয়ে ভালো হোমিও ঔষধ

প্রিয় পাঠক, আশা করি দাউদের সবচেয়ে ভালো ঔষধ বাংলাদেশ এ কোনগুলো এবং দাউদের সবচেয়ে ভালো হোমিও ঔষধ এর ব্যাবহার এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে বুঝতে পেরেছেন। দাউদ থেকে মুক্তি পেতে অবশ্যই ডাক্তারের পরার্মশ নিবেন। কারো বলা কথাতে যে কোন ঔষধ গ্রহন করা থেকে বিরত থাকুন। দাউদ হলে গোসলে সাবান ব্যবহার করবেন না। সাবানে থাক ক্ষার দাউদ বৃদ্ধিতে ভূমিকা রাখে।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url