১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ২০২৪ সম্পর্কে জানুন
প্রিয় পাঠক, ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ২০২৪ সম্পর্কে এবং 17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এ কোনটি তা জানতে চান? তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। যেখানে ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ২০২৪ সালে কোনটি ভালো এবং 17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এ কোনটি তা জানতে পারবেন।
আরো জানতে পারবেন- 17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এ কোনটি? 13 হাজার টাকার মধ্যে ভালো ফোন কোনটি? ১৬ হাজার টাকার মধ্যে মোবাইল ২০২৪ সালে কোনটি তা জানতে পারবেন।
ভূমিকা
বর্তমান সময়ে প্রায় কম বেশি সবার হাতেই মোবাইল রয়েছে। অনলাইনের এই যুগে মোবাইল ছাড়া চলা বেশ মুশকিল। যার কারনে আমরা সুলভ মূল্যে মোবাইল কেনার চেষ্টা করি। মোবাইল কেনার আগে এর দাম সম্পর্কে এর দাম সম্পর্কে জানা খুব জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনায় অধিকাংশ মানুষ ১০ হাজার থেকে ২০ হাজারের মধ্যে মোবাইল কেনার চেষ্টা করে।
আরো পড়ুনঃ হোন্ডা মোটরসাইকেল দাম ২০২৪ বাংলাদেশ
সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন- যেখানে ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ২০২৪ সহ ২০ হাজারের মধ্যে সবচেয়ে ভালো ফোন কোন গুলো, দাম ও ফিচার সম্পর্কে জানতে পারবেন। আশা করি এখান থেকে আপনার পছন্দের ফোন কোনটি হবে তা জানতে পারবেন। সাথে দাম ও ফিচার সম্পর্কে অবগত হবেন।
১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ২০২৪ - 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2024 - ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪
বর্তমান সময়ে প্রায় সবাই মোবাইল কেনার আগে যে জিনিসটি দেখে তা হলো ফোনে থাকা ক্যামেরা। অন্যান্য ফিচার ভালো কিন্তু ক্যামেরা ভালো না এমন ফোন কিনতে, অনেক কম মানুষই আগ্রহ প্রকাশ করে। আমানার ফোন কেনার বাজেট যদি ১৫ হাজার টাকা হয়ে থাকে, তাহলে নিচে থাকা ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল (২০২৪) গুলো দেখতে পারেন।
Samsung Galaxy F13 - দাম ১৫,৫০০ টাকা (আনঅফিসিয়াল)
ক্যামেরা - 50MP মেইন ক্যামেরা, 5MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 2MP ম্যাক্রো লেন্স, 8MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে
প্রসেসর - Exynos 850 প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 128GB ROM
ব্যাটারি - 6000mAh ব্যাটারি (১৫ ওয়াট ফাস্ট চার্জার)
Tecno Spark 10 Pro - দাম ১৩,৪৯৯ টাকা (অফিসিয়াল)
ক্যামেরা - 50MP ক্যামেরা, .08MP ম্যাক্রো লেন্স, 0.3MP ডেপথ লেন্স, 32MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.7-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (১০৮০x২৪৬০ পিক্সেল)
প্রসেসর - MediaTek Helio G88 প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 128GB ROM
ব্যাটারি - 6000mAh ব্যাটারি
আরো পড়ুনঃ টিভিএস মোটরসাইকেলের দাম ২০২৪
Motorola Moto G24 - দাম ১৫,২০০ টাকা (অফিসিয়াল)
ক্যামেরা - 50MP ক্যামেরা, 2MP ডেপথ লেন্স, 16MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.56-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (৭২০x১৬১২ পিক্সেল)
প্রসেসর - MediaTek Helio G85 প্রসেসর
স্টোরেজ - 8GB RAM, 128GB ROM
ব্যাটারি - 6000mAh ব্যাটারি
Moto E7 Plus - দাম ১৪,৬৫০ টাকা (অফিসিয়াল)
ক্যামেরা - 48MP ক্যামেরা, 2MP ডেপথ লেন্স, 8MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (৭২০x১৬০০ পিক্সেল)
প্রসেসর - Qualcomm SM4250 Snapdragon 460 (11 nm) প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 64GB ROM
ব্যাটারি - 5000mAh ব্যাটারি (১০ ওয়াটের ফাস্ট চার্জার)
17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ
আপনার বাজেট যদি হয় ১৭০০০ টাকা বা তার আশে পাশে, তাহলে নিম্নে উল্লেখিত ফোনগুলো হতে পারে আপনার সেরা পছন্দের ফোন। কম দাম হিসেবে অনেক ভালো মানের ফোন। যেগুলো ব্যবহারে আপনাকে স্বস্তি প্রদান করবে। পাশাপাশি গেমিং এর জন্য মোটামুটি ভালো। চলুন জেনে নেই 17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ কোনগুলো-
Motorola Moto G34 5G - দাম ১৭,৭০০ টাকা
50MP মেইন ক্যামেরা, 2MP ম্যাক্রো লেন্স, 16MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (৭২০x১৬০০ পিক্সেল)
প্রসেসর - Snapdragon 695 5G (6nm) প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 64GB ROM
ব্যাটারি - 5000mAh ব্যাটারি ( ২০ ওয়াটের ফাস্ট চার্জার)
আরো পড়ুনঃ বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৪ বাংলাদেশ
realme 10 - দাম ১৬,৩০০ টাকা
50MP মেইন ক্যামেরা, 2MP ডেপথ লেন্স, 16MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.4-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (১০৮০x২৪০০ পিক্সেল)
প্রসেসর - Unisoc T616 প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 64GB ROM
ব্যাটারি - 5000mAh ব্যাটারি ( ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার)
Samsung Galaxy F13 - দাম ১৩,৩০০ টাকা
50MP মেইন ক্যামেরা, 5MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 2MP ডেপথ লেন্স, 8MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (১০৮০x২৪০৮ পিক্সেল)
প্রসেসর - Exynos 850 প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 64GB ROM
ব্যাটারি - 6000mAh ব্যাটারি ( ১৫ ওয়াটের ফাস্ট চার্জার)
১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৪
১২০০০ হাজার টাকায় ফোন কিনতে চান? তাহলে নিচে থাকা ফোনগুলো দেখুন। দাম কম হিসেবে ফোনগুলোর মান অনেক ভালো। ফোনগুলো সবলীল ভাবে ব্যবহার করা যায়। ডিসপ্লে ও অনেক ভালো মানের হয়ে থাকে। এই ফোন গুলোতে অনেক ভালো গেমিং করা যায় না, তবে গেমিং করা যায়। নিম্নে ১২ হাজার টাকার মধ্যে কিছু ভালো ফোন নিয়ে আলোচনা করা হলো-
Symphony Z60 Plus - দাম ১১,২৯৯ টাকা
64MP মেইন ক্যামেরা, 5MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 2MP ম্যাক্রো লেন্স, 8MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.82-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (১০৮০x২৪০৮ পিক্সেল)
প্রসেসর - Unisoc T616 প্রসেসর
স্টোরেজ - 6GB RAM, 128GB ROM
ব্যাটারি - 6000mAh ব্যাটারি ( ১৮ ওয়াটের ফাস্ট চার্জার)
Infinix Hot 30i - দাম ১০,৯৯৯ টাকা
13MP মেইন ক্যামেরা, 0.8MP ম্যাক্রো লেন্স, 5MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (৭২০x১৬১২ পিক্সেল)
প্রসেসর - MediaTek Helio G37 প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 64GB ROM
ব্যাটারি - 5000mAh ব্যাটারি
Motorola Moto G04 - দাম ১২,০০০ টাকা
16MP মেইন ক্যামেরা, 5MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.56-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (৭২০x১৬১২ পিক্সেল)
প্রসেসর - Unisoc T606 (12 nm) প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 64GB ROM
ব্যাটারি - 5000mAh ব্যাটারি (১৫ ওয়াটের ফাস্ট চার্জার)
১৬ হাজার টাকার মধ্যে মোবাইল ২০২৪
১৬ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ওয়ান প্লাসের মত মোবাইল তাও আবার ২০২৪ সালে। নতুন নতুন সব ফিচারে সাজানো ফোনগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি ব্যবহারে ভালো পার্ফমেন্স পাওয়া যায়। এই ফোন গুলো গেমিং এর জন্য বেশ ভালো। চলুন জানা যাক ১৬ হাজার টাকার মধ্যে কোন মোবাইল গুলো ২০২৪ সালে অনেক বেশি ভালো-
OnePlus Nord N30 SE 5G - দাম ১৫,৯৯৯ টাকা
ক্যামেরা: 50MP মেইন ক্যামেরা, 2MP ডেপথ লেন্স, 8MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে: 6.72-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (১০৮০x২৪০০ পিক্সেল)
প্রসেসর: Mediatek Dimensity 6020 (7 nm) প্রসেসর
স্টোরেজ: 4GB RAM, 128GB ROM
ব্যাটারি: 5000mAh ব্যাটারি (৩৩ ওয়াট ফাস্ট চার্জার)
Samsung Galaxy A04 - দাম ১৪,৯৯৯ টাকা
ক্যামেরা: 50MP মেইন ক্যামেরা, 2MP ডেপথ লেন্স, 5MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে: 6.5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (৭২০x১৬০০ পিক্সেল)
প্রসেসর: MediaTek Helio P35 প্রসেসর
স্টোরেজ: 3GB RAM, 32GB ROM
ব্যাটারি: 5000mAh ব্যাটারি
20000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ
অনেকের মোবাইল কেনার জন্য বাজেট হয়ে থাকে ২০০০০ হাজার বা তার আশে পাশে। নিম্নে ২০০০০ এর মধ্যে বাচাই করা কিছু ফোন রয়েছে। যেগুলোর ডিসপ্লে থেকে শুরু করে, প্রসেসর এবং ক্যামেরা অনেক ভালো মানের হয়ে থাকে। আর গেমিং এর জন্য সব চেয়ে ভালো এই ফোন গুলো। তো চলুন জেনে নেই বাংলাদেশে 20000 টাকার মধ্যে ভালো মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত জানি।
Realme C55 - দাম ১৯,৯৯৯ টাকা
ক্যামেরা: 50MP মেইন ক্যামেরা, 2MP ম্যাক্রো লেন্স, 2MP ডেপথ লেন্স, 16MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে: 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে
প্রসেসর: Unisoc T612 প্রসেসর
স্টোরেজ: 4GB RAM, 64GB ROM
ব্যাটারি: 5000mAh ব্যাটারি
Redmi 11 Prime 5G: দাম ১৮,০০০ টাকা
ক্যামেরা: 50MP মেইন ক্যামেরা, 2MP ম্যাক্রো লেন্স, 2MP ডেপথ লেন্স, 8MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে: 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে
প্রসেসর: MediaTek Dimensity 700 প্রসেসর
স্টোরেজ: 4GB RAM, 64GB ROM
ব্যাটারি: 5000mAh ব্যাটারি
Samsung Galaxy F13 - দাম ১৯,৯৯৯ (অফিসিয়াল)
ক্যামেরা - 50MP মেইন ক্যামেরা, 5MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 2MP ম্যাক্রো লেন্স, 8MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (১০৮০x২৪০৮ পিক্সেল)
প্রসেসর - Exynos 850 প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 128GB ROM
ব্যাটারি - 6000mAh ব্যাটারি (১৫ ওয়াট ফাস্ট চার্জার)
Realme Narzo 50 - দাম ১৭,৯৯৯ (অফিসিয়াল)
ক্যামেরা - 50MP মেইন ক্যামেরা, 2MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 2MP ম্যাক্রো লেন্স, 16MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (১০৮০x২৪১২ পিক্সেল)
প্রসেসর - Mediatek Helio G96 (12 nm) প্রসেসর
স্টোরেজ - 4GB RAM, 64GB ROM
ব্যাটারি - 5000mAh ব্যাটারি
Infinix note 30 - দাম ১৭,৯৯৯ (অফিসিয়াল)
ক্যামেরা - 64MP মেইন ক্যামেরা, QVGA, 2MP ম্যাক্রো লেন্স, 16MP সেলফি ক্যামেরা
ডিসপ্লে - 6.78-ইঞ্চি IPS LCD ডিসপ্লে (১০৮০x২৪৬০ পিক্সেল)
প্রসেসর - Mediatek Helio G99 প্রসেসর
স্টোরেজ - 8GB RAM, 128GB ROM
ব্যাটারি - 5000mAh ব্যাটারি
লেখকের মন্তব্য: ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ২০২৪ - 17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ
প্রিয় পাঠক, আশা করি ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল ২০২৪ সালে কোন গুলো এবং 17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এ কোনটি সে বিষয়ে বুঝতে পেরেছেন। মোবাইল কেনার আগে অবশ্যই মোবাইলের দাম সম্পর্কে জানুন তার পর ক্রয় করুন। মোবাইল ফোন ব্যবহারে সর্তকতা অবলম্বন করুন। ছোট বাচ্চাদের মোবাইল ব্যবহারে সজাগ থাকুন।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url