ন্যাপথলিন এর উপকারিতা ও ন্যাপথলিন দিয়ে ছারপোকা তাড়ানোর উপায়

প্রিয় পাঠক, ন্যাপথলিন এর উপকারিতা সম্পর্কে জানতে এবং ন্যাপথলিন দিয়ে কি ছারপোকা তাড়ানো যায় এমন ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন। আপনাদের সুবিধার্থে আজকে এই অর্টিকেলটি সাজিয়েছি ন্যাপথলিন এর উপকারিতা এবং ন্যাপথলিন দিয়ে কি ছারপোকা তাড়ানো যায় এমন প্রশ্নে সকল উত্তর নিয়ে।
ন্যাপথলিন দিয়ে কি ছারপোকা তাড়ানো যায়
এছাড়াও ন্যাপথলিন এর পার্শ্বপ্রতিক্রিয়া, ন্যাপথলিন কি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ নাকি নয়, ন্যাপথলিন শুকলে কি হয় এসকল তথ্য সহ ন্যাপথলিন এর যাবতীয় সকল বিষয়াদি জানতে পারবেন।

ভূমিকা: ন্যাপথলিন এর উপকারিতা - ন্যাপথলিন দিয়ে কি ছারপোকা তাড়ানো যায়

ন্যাপথলিন ক্যাম্ফর নামে পরিচিত। এটি সাধারণত স্ফটিকাকার জৈব যৌগ। ন্যাপথলিন সাদা রঙ্গের হয়ে থাকে। এই রাসায়নিক জৈব যৌগ নানা ধরনের পোকা মাকড় সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। ন্যাপথলিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ অনেক সময় এ ন্যাপথলিন বিষাক্ত হয়ে থাকে।
যা আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা সহ আমাদের ত্বকের সমস্যার কারণ হতে পারে। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ন্যাপথলিন পাওয়া যায়। এটি সাধারণত বল আকারে দোয়া গুড়া আকারে পাওয়া যায়। ন্যাপথলিন বিষয়ে এরকম আরো তথ্য জানতে সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি ন্যাপথলিন বিষয়ে সকল তথ্য জানতে পারবেন এবং উপকৃত হবেন।

ন্যাপথলিন এর উপকারিতা - ন্যাপথলিন এর ব্যবহার

ন্যাপথলিন এর উপকারিতা অনেক। এটি বিভিন্ন পোকামাকড় রোধে, কৃষি ক্ষেত্রে এবং ঔষধ তৈরী করার ক্ষেত্রে ও ব্যবহার করা হয়। তবে এটি ব্যবহারে সর্তকতা অবলম্বন করা দরকার। কারণ ন্যাপথলিন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। নিম্নে কিছু ন্যাপথলিন এর উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো-
ন্যাপথলিন এর উপকারিতা
  • ন্যাপথলিন সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে পোকামাকড় তাড়াতে। এর তীব্র গন্ধ পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে।
  • ন্যাপথলিন কাপড়, আসবাবপত্র এবং কার্পেটসহ নানা খাদ্যদ্রব্য সংরক্ষনে ব্যবহার করা হয়ে থাকে।
  • ন্যাপথলিনে জীবাণুনাশক উপদান থাকায় এটি বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়া রোধে ব্যবহার করা হয়। তার মধ্যে জুতা, টয়লেট এবং আসবাবপত্র জীবণুমুক্ত করতে বেশ কার্যকারি।
  • রঞ্জক পদার্থ, কীটনাশক এবং প্লাস্টিক সহ বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরীর ক্ষেত্রে ন্যাপথলিন প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
  • ন্যাপথলিন বিভিন্ন ঔষধ তৈরী করার জন্য ও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ও মশা তাড়ানোর ক্ষেত্রে ও ন্যাপথলিন ব্যবহার করা যেতে পারে।
  • কৃষিক্ষেত্রে ও ন্যাপথলিনের ব্যবহার লক্ষ্যনীয়। এটি ফসলে আক্রমন করা বিভিন্ন পোকা মাকড় থেকে ফসলকে রক্ষা করতে ন্যাপথলিন ব্যবহার করা হয়। পোকামাকড় হীন ফসলের উৎপাদন অনেক ভালো হয়।
  • ন্যাপথলিন মথ প্রজাতির সকল পতঙ্গের লার্ভা এবং ডিম ধ্বংস করে আমাদের সকল প্রয়োজনীয় জিনিসের সরক্ষা প্রদান করে। বিশেষ করে কাঠ জাতীয় পদার্থে বেশ কার্যকারি।

ন্যাপথলিন দিয়ে কি ছারপোকা তাড়ানো যায়

ন্যাপথলিন দিয়ে সাধারনত ছারপোকা তাড়ানো যায়। বিশেষ করে এটি ছারপোকার বংশ বিস্তার রোধ কাজ করে। তবে ন্যাপথলিন পুরো পুরি ভাবে ছাড়পোকা মেরে ফেলতে পারে না। তবে সাময়িক ভাবে ছাড়পোকা দূর করতে সক্ষম। নিম্নে ন্যাপথলিন দিয়ে কি ছারপোকা তাড়ানো যায় কি যায়না সে বিষয়ে আলোচনা করা হলো-
  • ন্যাপথলিন এর একটি টুকরো কাপরের মধ্যে রাখলে, ছাড়পোকা দূর হয় এবং কাপড় সুরক্ষিত থাকে।
  • ঘরের মধ্যে ন্যাপথলিন রাখলে, ঘরে থাকা ছাড়পোকা সহ অন্যান্য পোকামাকড় দূর হয়।
  • আমাদের জুতার মধ্যে ও ছাড়পোকা থাকতে পারে। সেক্ষেত্রে জুতার মধ্যে ন্যাপথলিন রাখলে ছাড়পোকা দূর হয়।
  • খাটের তোষকের নিচে ও ছাড়পোকা থাকতে পারে। সেক্ষেত্রে তোষকের নিচে একটি ন্যাপথলিন বল রেখে দিলে ছাড়পোকা থেকে রক্ষা পাওয়া যায়।
ন্যাপথলিন ছাড়পোকা পুরোপুরি ভাবে নিধন করতে পারে না। ছাড়পোকা তাড়াতে নিম্নে লিখিত ‍উপায়গুলো প্রয়োগ করা যেতে পারে।
  • ছাড়পোকা গরম সহ্য করতে পারেনা। সেজন্য নিয়মিত তোষক, বালিশ, কম্বলসহ ছাড়পোকা থাকতে পারে এমন জিনিসপত্র প্রখর রোদে শুকানো উচিত। এতে করে ছাড়পোকা সম্পূর্ণ ভাবে নিধন হয়।
  • আবার অতিরিক্ত ঠান্ডা ও ছাড়পোকা সহ্য করতে পারে না। এজন্য ছাড়পোকা বাসা বাধে এমন জিনিসপত্র ফ্রিজে রেখে ‍দিলে ছাড়পোকা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায়।
  • কীটনাশক ব্যবহারে ও ছাড়পোকা দূর করা যায়। বাজারে বিভিন্ন ছাড়পোকা রোধী কীটনাশক পাওয়া যায়। এগুলো পরিমিত ব্যবহার করলে ছাড়পোকা নিধন করা যায়।
  • এছাড়া আমাদের ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখলে, ছাড়পোকা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

ন্যাপথলিন শুকলে কি হয় - ন্যাপথলিন এর গন্ধ কি ক্ষতিকর - ন্যাপথলিন এর ক্ষতিকর দিক - ন্যাপথলিন এর পার্শ্বপ্রতিক্রিয়া

ন্যাপথলিন শুকলে আমাদের বিভিন্ন ক্ষতি হতে পারে। ন্যাপথলিন যেহেতু একটি শক্তিশালী রাসায়নিক পদার্থ, সেহেতু এটি শুকলে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যাসহ নানা সমস্যা হতে পারে। তাই আমাদের ‍উচিত ন্যাপথলিন ব্যবহারে সর্তক হওয়া। নিম্নে ন্যাপথলিন শুকলে কি হয় এবং ন্যাপথলিন এর গন্ধ কি ক্ষতিকর সেবিষয়ে আলোচনা করা হলো-
  • ন্যাপথলিন শুকলে আমাদের রক্তে থাকা মেটেমোগ্লোবিনেমিয়ার সমস্যা দেখা দিতে পারে। মেটেমোগ্লোবিনেমিয়া সাধারণত আমাদের রক্তে প্রবাহমান অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখে। ন্যাপথলিন শুকার ফলে তা কমে যায়। যার কারনে আমাদের রক্তের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এটি ক্ষতিকর।
  • ন্যাপথলিন শুকলে আমাদের নিশ্বাস নেয়ার সমস্যা সহ শ্বাসতন্ত্রে জ্বালা হতে পারে। এর প্রভাবে কাশি ও হতে পারে।
  • ন্যাপথলিন শুকলে আমাদের মাথা ঘোরা, মাথা ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে। অনেক সময় বমি ও হতে পারে।
  • ন্যাপথলিন চোখ লাগলে চোখ লালচে হতে পারে। এছাড়া চোখ জ্বালা করা, চোখ দিয়ে অনবরত পানি পড়া সহ চোখের আরো নানা সমস্যা হতে পারে।
  • ন্যাপথলিন আমাদের শরীরে লাগলে আমাদের ত্বক জ্বালাপোড়া, ফুসকুড়ি এবং লালচে ভাব হওয়ার সম্ভাবনা থাকে।
  • ন্যাপথলিন শুকলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটি একটি রাসায়নিক পদার্থ হওয়াতে ক্যান্সার হতে পারে।

ন্যাপথলিন এর দাম

ন্যাপথলিনের দাম স্থান, কালভেদে ভিন্ন হতে পারে। বাজারে ন্যাপথলিনের চাহিদা এবং এর উপাদন খরচ কম বেশি হওয়ার কারনে ও এর দাম পরিবর্তিত হতে পারে। ন্যাপথলিন এর দাম সাধারণত কিলোগ্রাম বা গ্রামের উপর ভিত্তি করে হয়ে থাকে। চলুন জেনে নেই বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যাপথলিন এর দাম সম্পর্কে-

প্রতি ১০০ গ্রাম ন্যাপথলিনের দাম বর্তমান বাজার অনুযায়ী ২০ থেকে ২৫ টাকা হয়ে থাকে। ২৫০ গ্রাম ন্যাপথলিনের দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে হয়ে থাকে এবং ৫০০ গ্রাম ন্যাপথলিনের দাম ৭০ থেকে ৭৫ টাকা পর্যন্ত হতে পারে। অন্য জায়গাতে দাম আলাদা হতে পারে। আপনাদের প্রাথমিকভাবে ধারনা দেওয়ার জন্য উপরিউক্ত দামগুলো দেওয়া হয়েছে।

বাংলাদেশের কিছু জনপ্রিয় কম্পানির নাম এবং দাম-
রংধনু ন্যাপথলিন: প্রতি ১০০ গ্রাম ন্যাপথলিনের দাম-২০ টাকা। ২৫০ গ্রামের দাম-৪০ টাকা এবং ৫০০ গ্রামের দাম-৭০ টাকা।
আহমেদ ন্যাপথলিন: প্রতি ১০০ গ্রাম ন্যাপথলিনের দাম-২৫ টাকা। ২৫০ গ্রামের দাম-৫০ টাকা এবং ৫০০ গ্রামের দাম-৯০ টাকা।
সুগন্ধি ন্যাপথলিন: প্রতি ১০০ গ্রাম ন্যাপথলিনের দাম-৩০ টাকা। ২৫০ গ্রামের দাম-৫৫ টাকা এবং ৫০০ গ্রামের দাম-১০০ টাকা।

ন্যাপথলিন এর কাজ

ন্যাপথলিন একটি বহুমুখী রাসায়নিক পদার্থ, যা ব্যবহার অনেক আমরা নানা ধরনের উপকারিতা পেয়ে থাকি। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, যা আমাদের দৈন্দিন জীবনে ফলপ্রদ হয়ে থাকে। নিম্নে ন্যাপথলিনের কিছু কাজ নিয়ে আলোচনা করা হলো-
ন্যাপথলিন এর কাজ
  • ন্যাপথলিন পরিষ্কার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ন্যাপথলিন বিভিন্ন জায়গা পরিষ্কার ক্ষেত্রে বেশ উপযোগী হয়ে থাকে।
  • ন্যাপথলিনের সাহায্যে গোয়াল ঘরের মশা তাড়াতে বেশ উপযোগী। কয়েকটি ন্যাপথলিন বল নিয়ে গোয়াল ঘরের চারকোনায় রেখে দিলে, গোয়াল ঘরের মশা অনেকটা কমে যায়।
  • কীট পতঙ্গের কারনে আপনার ফসল ভালো হচ্ছেনা? সেজন্য প্রতিশেধক হিসেবে ন্যাপথলিন ব্যবহার করা যেতে পারে।
  • আপনার বিছানার তলায় বা তোষকের নিচে তেলাপোক বা ছাড়পোকার উপদ্রব অনেক বেশি? সেক্ষেত্রে ন্যাপথলিন ব্যবহার করুন। যেখানে তেলাপোকা বা ছাড়পোকার উৎপাত সেখানে ১ থেকে ২ টি ন্যাপথলিন রেখে দিন। কয়দিন পর দেখবেন আপনার ঘর হবে পোকমাকড় মুক্ত।
  • আলমেরিতে কাপড় রাখাতে সেখানে বিভিন্ন কীট বাসা বেধেছে? আপনার আলমেরির ভিতরে ১ টি ন্যাপথলিন বল রেখে দিন। সকল কীট দূর হবে।
  • বাথরুম বা টয়লেটের জীবানু নিধনে কয়েকটি ন্যাপথলিন রেখে দিন। তাতে করে বাথরুম এবং টয়লেটের জীবানু অনেকটা কমে যাবে।

প্রশ্ন ও উত্তর

Q. ন্যাপথলিন কি
A. ন্যাপথলিন হলো একধরনের স্ফটিকাকার পদার্থ।
Q. কর্পূর আর ন্যাপথলিন কি এক
A. না। দুটি সম্পূর্ন আলাদা পদার্থ।
Q. ন্যাপথলিন কি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ
A. হ্যা। অনেক ক্ষেত্রে ন্যাপথলিন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
Q. ন্যাপথলিন সংকেত - ন্যাপথলিন এর সংকেত - ন্যাপথলিন এর সংকেত কি
A. C10​H8Q. ন্যাপথলিন কোথায় পাওয়া যায়
A. ন্যাপথলি মুদি দোকনে এবং হোমিওপ্যাথি ঔষধ যেখানে রয়েছে, সেখানে পাওয়া যায়।
Q. ন্যাপথলিন কি বিষাক্ত
A. কিছু কিছু ক্ষেত্রে বিষাক্ত হতে পারে।
Q. ন্যাপথলিন খেলে কি মানুষ মারা যায়
A. না। ততক্ষনাৎ শারীরিক সমস্যা হতে পারে, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
Q. ন্যাপথলিন এর উৎস কি
A. কয়লা এবং পেট্রোলিয়াম।

লেখকের মন্তব্য: ন্যাপথলিন এর উপকারিতা - ন্যাপথলিন দিয়ে কি ছারপোকা তাড়ানো যায়

প্রিয় পাঠক, আশা করি ন্যাপথলিন এর উপকারিতা এবং ন্যাপথলিন দিয়ে কি ছারপোকা তাড়ানো যায় নাকি যায় না সে সম্পর্কে বুঝতে পেরেছেন। ন্যাপথলিন আমাদের যেমন উপকারে আসে. তেমনি এটি যথাযথ সঠিক ব্যবহার না করলে ক্ষতির কারণ হতে পারে। ন্যাপথলিন ছোট বাচ্চাদের থেকে দূরে রাখূন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url