সৌদি আরবের কোম্পানি ভিসা 2024 - ভিসা সৌদি আরবের কোম্পানি নাম
সৌদি আরবের কোম্পানি ভিসা 2024 সম্পর্কে এবং ভিসা সৌদি আরবের কোম্পানি নাম সম্পর্কে অবগত নন বলেই আর্টিকেলটিতে ক্লিক করেছেন। আমি আপনাদের জানাবো সৌদি আরবের কোম্পানি ভিসা 2024 এবং ভিসা সৌদি আরবের কোম্পানি নাম সহ সৌদি আরবের যাবতীয় সকল তথ্য। কোন কোম্পানির চাহিদা বেশি এবং বেতন কেমন হয়।
পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন, আশা করি সৌদি আরব বিষয়ে আপনার যত জল্পনা- কল্পনা রয়েছে সকল প্রশ্নের উত্তর।
ভূমিকা
সৌদি আরব বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। সৌদি আরবের অর্থনৈতিক সমীক্ষা দিন দিন বেড়েই চলছে। এই দেশে যেমন অনেক কর্মক্ষেত্র রয়েছে ঠিক তেমনি এই দেশে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়মিত নিয়োগ হয়ে থাকে। আপনি যদি বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে চান, সৌদি আরব আপনা পছন্দের তালিকায় প্রথম সারিতে রাখা উচিত।
সৌদি আরবের কোম্পানি ভিসা 2024 - সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪
বর্তমান সময়ে মানুষ তার স্বপ্ন পূরনের জন্য বিদেমগামী হচ্ছেন। তার মধ্যে সৌদি আরব অন্যতম। অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে কাজ পাওয়া সহজ বলেই সবাই তাদের পছন্দের তালিকায় সৌদি আরবকে প্রথমে রাখে। সৌদি আরবে কোম্পানি সংখ্যা অনেক, তাই সবাই কোম্পনি ভিসায় যেতে চান। নিম্নে সৌদি আরবের কোম্পানি ভিসা সম্পর্কে আলোচনা করা হলো-
কোম্পানি ভিসা হলো এমন এক ধরনের কর্মী ভিসা, যেখানে সৌদি আরবে কাজ করার জন্য সৌদি আরব সরকার কতৃক অনুমদিত বৈধ্য কোম্পানি গুলোতে অন্য দেশের কর্মী নিয়োগ দিয়ে থাকে। কোম্পানি গুলোতে আপনি চাইলে কোন দালাল ছাড়া নিজে অনলাইনে আবেদন করে সৌদি আরবে যেতে পারবেন।
সৌদি আরবে কোম্পানি ভিসার জন্য আবেদন করার মাধ্যম এবং কি কি কাগজ পত্র লাগবে:
সৌদি আরবে কোম্পানি ভিসা আবেদনের জন্য একটি বৈধ্য পাসপোর্টের প্রয়োজন হবে। যে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৬ মাস। আপনি ৫ থেকে ১০ বছরের করে নিবেন। নয়তো ভিসা সংক্রন্ত কোন সমস্যা হলে, পাসপোর্টের মেয়াদ শেষ হতে পারে। যে কারনে সর্বনিম্ন ৫ বছর মেয়াদী পাসপোর্ট হলে ভালো হয়।
আরো পড়ুনঃ মালয়েশিয়া বেসিক বেতন কত ২০২৪
এরপর আপনাকে ভিসার জন্য অনলাইন থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি https://visa.mofa.gov.sa/ ওয়েব সাইডের মাধ্যমে পূর্ন করতে পারবেন।
আপনার আবেদন প্রক্রিয়া সর্ম্পন হলে, আপনাকে একটি ইমেইল বা এসএমএসের মাধ্যমে জানানো হবে। আপনার ভিসা অনুমোদিত হলে, আপনি এটিকে সৌদি দূতাবাস বা কনস্যুলেট থেকে সংগ্রহ করতে পারবেন।
আবেদন করতে বৈধ্য পাসপোর্টের পাশাপাশি আরো লাগবে-
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- মেডিকেল সার্টিফিকেটস
- কাজের অভিজ্ঞতা (যদি থাকে)
- পুলিশ ক্লিয়ারেন্স এবং
- চাকরির চুক্তিপত্র
এরপর ভিসা ফি জমাদিন। ভিসা ফি ৩০০ রিয়াল বা তার একটু বেশি হতে পারে। ভিসা প্রক্রিয়াকরনে সময় লাগে ২০ থেকে ৩০ দিনের মত। ভিসার মেয়াদ কোম্পানি ও কর্মী উপর ভিত্তি করে সাধারনত ১ থেকে ২ বছর হয়ে থাকে।
ভিসা সৌদি আরবের কোম্পানি নাম
সৌদি আরবে অনেক কোম্পানি রয়েছে, যারা বাংলাদেশ সহ বিভন্ন দেশের কর্মী নিয়োগ ভিসা প্রদান করে থাকে। কনস্ট্রাকশনের কাজ, তেল ও গ্যাস, স্বাস্থ্য সেবা, তথ্যপ্রযুক্তি এবং নানা ধরনের পরিষেবা ফাঁদে বিদেশী কর্মী নিয়োগ করে থাকে। নিম্ন কিছু সৌদি আরবের ভিসা প্রদান করে এমন কোম্পানির নাম উল্লেখ করা হলো-
Saudi Binladin Group: কনস্ট্রাকশনের কাজ এবং প্রকৌশল খাতে কাজ করার সব থেকে ভালো এবং সহজেই কাজ পাওয়া যায় Saudi Binladin Group কোম্পানিতে। যেখানে বিদেশী কর্মীদের নিয়োগ বা ভিসা প্রদান করে থাকে।
Saudi Aramco: সৌদি আরবে অনেক জনপ্রিয় তেল কম্পানি এবং বিশ্বের নাম করা বা বৃহত্তম তেল কোম্পানি Saudi Aramco, এই কোম্পানি অনেক বিদেশী কর্মীদের নিয়োগ প্রদান করে থাকে।
Saudi Electricity Company (SEC): বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিগুলোর মধ্যে সৌদি আরবে অন্যতম বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি Saudi Electricity Company (SEC), যারা অনেক বেশি বিদেশী কর্মী নিয়োগ করে থাকে।
Almarai: দুগ্ধজাত পন্য তৈরীতে সৌদি আরবের অন্যতম সেরা একটি কোম্পানি Almarai, যে কোম্পানি খাদ্য ও দুগ্ধজাত পানীয় বা খাবার খাদে বাংলাদেশ সহ অন্যান্য দেশের কর্মী নিয়োগ করে থাকে।
Saudi Basic Industries Corporation: সৌদি আরবে কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো মধ্যে বৃহত্তম একটি কোম্পানি। যেখানে এই পেশায় কাজ করার ইচ্ছুক কর্মীদের নিয়োগ বা ভিসা প্রদান করে থাকে।
Saudi Telecom Company (STC): প্রযুক্তি ও টেলিকমিনিকেশন খাতে কাজ করতে চান, এমন বিদেশী কর্মীরা ভিসার জন্য আবেদন করতে পারেন। Saudi Telecom Company (STC) হলো সৌদি আরবের অন্যতম এবং জনপ্রিয় কোম্পানি।
Al Rajhi Bank: এখানে ব্যাংক জাতীয় কাজে বিদেশ যেতে চান এমন কর্মীরা আবেদন করতে পারবেন।
সৌদি আরবের আরামকো কোম্পানি ভিসা
সৌদি আরবের আরামকো কোম্মানি ভিসা পাওয়া অন্য কোম্পানি থেকে পাওয়া সহজ। আরামকো কোম্পানি হলো সৌদি আরবের বৃহত্তম তেল ও গ্যাস কোম্পানি গুলোর মধ্যে অন্যতম। সৌদি আরবে তাদের কাজের অনেক চাহিদা বিধায়, আরামকো কোম্পানি বিভিন্ন পদে নিয়মিত জনবল নিয়োগ করে থাকে।
আরামকো কোম্পানি ভিসার জন্য আবেদন করার পদ্ধতি আগের মতই। ২০২৪ সালে এর কোন পরিবর্তন হয়নি। এখানে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন এবং আবেদন করার প্রক্রিয়া অত্যান্ত সহজ। চলুন আবেদন করার প্রক্রিয়া জেনে নেয়া যাক-
প্রথমে আপনাকে তাদের অফিয়াল ওয়েব সাইট https://www.aramco.com/en/careers এ যেতে হবে এবং প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরী করুন। অ্যাকাউন্ট তৈরী হয়ে গেলে এবার আপনাকে আবেদন করতে হবে। তাদের চাহিদা অনুযায়ী আপনার (ইতিমধ্যে আলোচনা করা হয়েছে) সকল তথ্য দিয়ে আবেদন দাখিল করুন।
আবেদন করার ক্ষেত্রে অব্যশই আপনার বৈধ্য পাসপোর্ট, তাদের কোম্পানি তে কাজ করার মত যোগ্যতা, পুলিশ ক্লিয়ারেন্স, কিছু ক্ষেত্রে ইংরেজি ভাষায় প্রয়োজন হতে পারে , তবে আরবি ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং অবশ্যই মেডিকেলে উত্তির্ণ হতে হবে।
আবেদন করার পর আপনি যদি নির্বাচিত হন তাহলে আরামকো কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার র্ভাচুয়ালি একটি ইন্টারভিউ নেবে। ইন্টারভিউয়ে উর্ত্তিণ হলে আপনাকে তারা এটি ভিসা প্রদান করবে। যার মাধ্যমে আপনি সৌদি আরবে গিয়ে তাদের কোম্পানিতে কাজ করতে পারবেন।
সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
যারা সৌদি আরবে যেতে চান, তাদের অনেকের কমন একটি প্রশ্ন থাকে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি। আমি আমি আপনাদের জানাবো কোন কোম্পানি এবং কি কি কাজের দক্ষতা থাকলে অনেক টাকা ইনকাম করা যায়। চলুন জেনে নেয়া যাক-
আপনি যদি বাংলাদেশে বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ করে থাকেন এবং এই ভিসায় বিদেশ যান। তাহলে মিনিমাম ৩০০০ রিয়াল ইনকাম করতে পারবেন। সৌদি আরবে বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজে নিযুক্ত একজন লেবারের মাসিক বেতন মিনিমাম ৩০০০ রিয়াল। এছাড়া অন্যান্য পদে আরো বেতন বেশি হয়ে থাকে।
টাইলস এর কাজ এ বেতন অনেক বেশি হয়ে থাকে। যাদের টাইলস এ কাজে অভিজ্ঞতা রয়েছে তারা সৌদি আরবে এই কাজের জন্য যেতে পারেন। যেখানে আপনি মাসে ২০০০ থেকে ৩০০০ রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে আপনার বেতন কেমন হবে।
ইলেকট্রিকের কাজ এর বেতন ৩০০০ রিয়েল থেকে ৫০০০ পর্যন্ত হয়ে থাকে। এই কাজে যদি আপনার অভিজ্ঞতা থেকে থেকে তাহলে এই কাজে সৌদি আরব যেতে পারেন। সৌদি আরবে এই কাজের চাহিদা অনেক বেশি। তবে এই কাজে অনেকটা ঝুঁকি রয়েছে। এই কাজে যাওয়ার আগে অবশ্যই এই ব্যাপারে ভালো ভাবে অভিজ্ঞ হতে হবে।
থাইয়ের কাজ এর চাহিদা অনেক বেশি। সৌদি আরবে এই কাজে গেলে আপনার বেতন মিনিমাম ২৫০০ থেকে ৩৫০০ রিয়াল হবে। তবে অবশ্যই আপনাকে থাইয়ের সম্পর্কে জানতে হবে বা অভিজ্ঞ হতে হবে। কাজ জানা বা অভিজ্ঞতা ছাড়া এমন বেতন পাওয়া সম্ভব না। এই কাজে সৌদি আরব যেতে চাইলে অবশ্যই কাজ শিখে যাবেন।
সৌদি সাপ্লাই কোম্পানি
সৌদি আরবে অনেক সাপ্লাই কম্পানি রয়েছে, যার মধ্যে অনেক কয়েকটি সাপ্লাই কম্পানি তাদের বিভিন্ন খাতে বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশের কর্মী নিয়োগ করে থাকে। এসব সাপ্লাই মূলত নির্মান কাজ থেকে শুরু করে তেল, গ্যাস বিভিন্ন খাদ্য তৈরী সহ বিভিন্ন শিল্প ক্ষেত্রে কাজ করে থাকে। নিচে কিছু সৌদি সাপ্লাই কোম্পানি সম্পর্কে বলা হলো-
- Abdullah A. Al-Barrak & Sons Co.
- Rezayat Group
- Nesma & Partners Contracting Co. Ltd.
- Al-Rushaid Group
- Zamil Industrial Investment Co.
- Saudi Arabian Trading & Construction Company
- Saudi Logistics Services (SAL)
এই সাপ্লাই কোম্পানি গুলো সৌদি আরবে অনেক বেশি জনপ্রিয়। কর্মী নিয়োগ সংখ্যা অনেক বেশি হয়। অনেক মোটা অংকের বেতন সহ নানা সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। আপনি যদি সপ্লাই কোম্পানিতে যেতে চান তাহলে উপরে উল্লেখিত যে কোন একটিতে যেতে পারেন। আমার জানা মতে এই কোম্পানি গুলো অনেক নিরাপদ এবং অধিক টাকা ইনকাম করা যায়।
লেখকের মন্তব্য: সৌদি আরবের কোম্পানি ভিসা 2024 - ভিসা সৌদি আরবের কোম্পানি নাম
প্রিয় পাঠক, সৌদি আরবের কোম্পানি ভিসা 2024 সম্পর্কে এবং ভিসা সৌদি আরবের কোম্পানি নাম গুলো জানতে পেরেছেন। আরো জানতে পেরেছেন সৌদি সাপ্লাই কোম্পানি নাম এবং সৌদি আরবে কোন কাজের বেতন বেশি। সৌদি আরব যাওয়ার আগে অবশ্যই ভালো ভাবে কোম্পানি সম্পর্কে এবং আপনার কাজ সম্পর্কে জেনে তারপর যাবেন। দালালে বা প্রতারক চক্র এড়িয়ে চলুন।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url