সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪ এবং ফ্রি ভিসা সম্পর্কে জানুন

প্রিয় পাঠক, সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪ এবং সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত তা জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করেছেন। আজ আমাদের আর্টিকেলের মূল বিষয় হলো কেউ সৌদি আরবে গেলে, সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪ সালে এছাড়া সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত কত হয়ে থাকে সে বিষয়ে আলোচনা করবো।
সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত
এই আর্টিকেলটিতে আরো জানানোর চেষ্টা করবো- সৌদি আরবের ভালো কোম্পানি নাম, সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত এবং সৌদি আরবে সাপ্লাই কোম্পানির কাজ কেমন এবং বেতন কত।

ভূমিকা: সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪ - সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত

সৌদি আরব এমন একটি দেশ যেখানে কাজের কোন অভাব নেই। বিশ্নের অন্যান্য ধনী দেশগুলোর সাথে সৌদি আবর সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। আর সৌদি আরব প্রবাসীদের জন্য দ্বিতীয় মাতৃভূমি হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ প্রবাসীর প্রথম পছন্দ থাকে সৌদি আরব।
সৌদি আরব পছন্দের কারন হলো, এখানে কাজ পাওয়া অত্যন্ত সহজ। সৌদি আরবের ভিসা, কাজ আরো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আপনি যদি সৌদি আরব যাওয়ার আশা পোষণ করে থাকেন আশা করি এই আটিকেলটি আপনার কাজে আসবে।

সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪

সৌদি আরব যাওয়ার আগে আপনার মাথায় যে কথাটি আসে তাহলো সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত, যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে আপনার কাজ অনুযায়ী আপনার বেতন কত হবে। এসকল প্রশ্ন আপনার মাথায় সবসময় চলতে থাকে। আজ এই আর্টিকেলটি পড়ে বুঝতে পারবেন- সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪ সালে-
সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪
সৌদি আরবে সাধারণত সরকার কতৃক ঐ দেশের নিয়ম অনুযায়ী এবং কর্মদক্ষতার উপর হয়ে থাকে। এছাড়া এক এক কোম্পানিতে একেক রকম বেতন হয়ে থাকে। যেখানে সৌদি আরবের স্থায়ী নাগরিকদের জন্য এক বেতম এবং প্রবাসীদের জন্য তাদের কাজের ধরন, কাজের অভিজ্ঞতার ভিত্তি করে আলাদা আলাদা বেতন হয়ে থাকে।

সৌদি আরবের স্থায়ী নাগরিকদের বেতন তাদের দেশের নিয়ম অনুযায়ী সর্বোনিম্ন ৪০০০ রিয়েল যা বাংলাদেশী টাকায় প্রায় ১,২৪,০০০ টাকা প্রায়। এই বেতনের পাশাপাশি ও সৌদি আরবের স্থায়ী নাগরিকগন কোম্পানির নীতিমালা অনুযায়ী থাকা, খাওয়া সুবিধাসহ আরো অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

বাংলাদেশ বা অন্যান্য দেশের প্রবাসীদের জন্য ‍সৌদি আরবের সরকার কতৃক নিয়ম অনুযায়ী ১০০০ রিয়েল থেকে শুরু করে ৩০০০ রিয়েল থেকে ৪০০০ হাজার রিয়েল বা তার বেশি বেতন হয়ে থাকে। তবে সৌদি আরর গেলে কর্মদক্ষতা ছাড়া শুরুতেই এক ভালো বেতন পাবেন না। আস্তে আস্তে যত অভিজ্ঞ হবেন আপনার বেতন তত বাড়তে থাকবে।

সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত

ফ্রি ভিসা বলতে এমন একধরনের ভিসাকে বুঝায়, যে ভিসা নিদিষ্ট কোন কোম্পানি বা মালিকের সাথে চুক্তিবদ্ধ নয়। ফ্রি ভিসায় নিজের কাজ নিজে খুঁজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। সৌদি আরবের আইন অনুযায়ী এই ধরনের অধিকাংশ ভিসা বৈধ্য নয়। ফ্রি ভিসাকে অবৈধ্য ভিসা হিসেবে ধরা হয়। নিম্নে সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত তা নিয়ে আলোচনা করা হলো-

ফ্রি ভিসার দাম সাধারণত ১১,০০০ হাজার রিয়েল থেকে শুরু করে, ১৬,০০০ হাজার রিয়েল পর্যন্ত হতে পারে। যা বাংলাদেশী টাকায় প্রায় ৩,৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ২০১৮ সালের আগে আবদি ভিসার খরচ মালিকপক্ষ প্রদান করত। ২০১৮ সালের পর থেকে সৌদি সরকার এটি পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে। এখন ফ্রি ভিসার খরচ কর্মচারীদের বহন করতে হয়।
ফ্রি ভিসার দাম তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যার একটি হলো ভিসার মেয়াদকাল, ভিসার মেয়াদকাল যদি বেশি হয় সেক্ষেত্রে ভিসার দাম ও বেশি হবে আর ভিসার মেয়াদ যদি কম হয় তবে ভিসার দাম ও কম হবে। ফ্রি ভিসায় যে সমস্যাটি হয় তাহলো কাজ পেতে অনেক সময় লেগে যায়। যার কারনে ভিসার দাম বেশি হলে ও দীর্ঘ মেয়াদী ভিসার জন্য আবেদন করুন।

ফ্রি ভিসার দাম নির্ধারনের আরো একটি বিষয় হলো- ভিসার ধরন। কোন কাজের উপর আপনাকে ভিসা প্রদান করা হবে, তার উপর ও ভিসার দাম নির্ভর হয়ে থাকে। সৌদি আরবে বিভিন্ন কাজ থাকে আর বিভিন্ন কাজের ভিসার দাম ভিন্ন হয়ে থাকে। তাই ভিসা আবেদন করার সময় কোন কাজের ভিসায় যাচ্ছেন সেটি খেয়াল রাখা জরুরি।

সর্বশেষ যে বিষয়টি তাহলো, যার মাধ্যমে ভিসার প্রসেস করবেন তার একটি নিদিষ্ট ফি রয়েছে। আর এই ফির উপরেও ভিসার দাম নির্ভর করে। তাই ভিসার জন্য আবেদন করার আগে অবশ্যই ভালো কোন এজেন্ট বা মধ্যস্থতাকারী নির্বাচন করুন। কোন দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে ভিসার আবেদন করবেন না। এতে করে আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন।

সৌদি আরবের ভালো কোম্পানি নাম

সৌদি আরবে শত শত কোম্পানি রয়েছে, যে কারনে সৌদি আরবে কাজ পেতে খুব একটা বেগ পেতে হয় না। খুব সহজেই কাজ মেলে। কিন্তু কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোতে কাজের পরিমান অনেক বেশি হলেও বেতন খুব বেশি হয় না। সৌদি আরবে এমন ও কোম্পানি রয়েছে যারা কর্মচারীর থেকে কাজ বুঝে নিয়ে তার বেতন দেয় না।

সেজন্য ভিসা আবেদন করার আগে কোন কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানিতে কাজের ধরন কেমন, চেনা পরিচিত কেউ থাকলে তার থেকে শুনে নিতে পারেন যে, কোন কোম্পানি সবচেয়ে ভালো হবে, কাজ কেমন এবং কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নিতে পারেন। নিম্নে কিছু সৌদি আরবের ভালো কোম্পানি নাম দেয়া হলো-

Aramco: সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম তেল কোম্পানির নাম আরামকো কোম্পানি। এটি কেবল মাত্র সৌদি আরব নয়, বহির বিশ্বের কাছে ও একটি অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। যেখানে কাজ করা প্রত্যেকটি কর্মচারী ভালো বেতন পাওয়ার সাথে সাথে নানা সুযোগ সুবিধা পেছে থাকে। এই কোম্পানিটি দাম্মাকে অবস্থিত।
SABIC (Saudi Basic Industries Corporation): সাবিক কোম্পানি সৌদি আরেবের একটি নাম করা রাসায়নিক পন্য প্রক্রিয়াজাত কোম্পানি। এই কোম্পানিতে পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল, এবং মেটাল প্রোডাক্টস অর্থাৎ প্লাস্টিক উৎপাদন করে থাকে। সাবিক কোম্পানি মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম প্লাস্টিক উৎপাদানকারী কোম্পানি গুলোর মধ্যে একটি। এটি রিয়াদে অবস্থিত।

STC (Saudi Telecom Company): এটি একটি টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে পরিচিত। সৌদি আরবের প্রধান টেলিকমিউনিকেশন কোম্পানি। এটিসি কোম্পানি বিভিন্ন টেলি সেবা প্রদান করে থাকে। এই কোম্পানিতে ও কাজের চাহিদা অনেক। যার কারনে কাজ পাওয়া সহজ হয়ে থাকে এবং কোম্পানি হতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে। এই কোম্পানিটি ও রিয়াদে অবস্থিত।

এছাড়া আরো কিছু কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলো ভালো বেতন দেওয়ার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে থাকে। নিম্নে আরো বেশ কিছু সৌদি আরবের ভালো কোম্পানি নাম দেওয়া হলো-
  • Almarai: খাদ্যজাত এবং পানীয় উৎপাদনকারী একটি কোম্পানি, বিশেষ করে দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত এই কোম্পানিটি।
  • Saudi Electricity Company: সৌদি আরবের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। যেখানে অনেক কর্মক্ষেত্র রয়েছে।
  • Ma'aden (Saudi Arabian Mining Company): খনি থেকে ধাতু উৎপাদনকারী একটি কোম্পানি।

সৌদি সাপ্লাই কোম্পানি

সৌদি সাপ্লাই কোম্পানি হলো এমন একধরনের কোম্পানি, যারা সৌদি আরবের বহূমুখী পণ্য বা পরিসেবা প্রদান করে থাকে। নির্মাণ কাজ, তৈল বা গ্যাস উত্তলন, খাদ্য ও পানীয় প্রস্ততকারক, ইলেকট্রনিক্স পরিসেবা সহ এই কোম্পানি গুলো আরো বিভিন্ন খাতে কাজ করে থাকে। যেখানে এই কোম্পানিগুলো কর্মচারী নিয়োগ প্রদান করে।
সৌদি সাপ্লাই কোম্পানি
সৌদি আরবে এরকম অনেক কোম্পানি রয়েছে যেগুলো সরকারি মালিকানাধীন সাপ্লাই কোম্পানি হিসেবে কাজ করে। সে কোম্পানি গুলো ও বড় এবং প্রতিষ্ঠিত। যারা বিভিন্ন পরিসেবায় কর্মচারী নিয়োগ করে থাকে। নিম্নে কিছু সৌদি সাপ্লাই কোম্পানি এর নাম এবং তাদের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
  • Saudi Aramco Supply Chain: সৌদি আরামকো তাদের বিভিন্ন সাপ্লাই চেইনের জন্য বিখ্যাত। তেল ও গ্যাস উত্তলন ও সরবরাহ করে থাকে।
  • Abdulla Fouad Group: এটি একটি বৃহত্তর খাদ্য কোম্পানি, যা বিভিন্ন সাপ্লাই সার্ভিস প্রদান করে।
  • Zahid Group: জাহিদ গ্রুপ মূলত নির্মাণ সরঞ্জাম সরবরাহ করে থাকে।
  • Al Fozan Group: সকল প্রকার প্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং নির্মাণ উপকরণ সরবরাহ করে থাকে এই কোম্পানিটি।
  • Binzagr Company: এই বিখ্যাত কোম্পানিটি খাদ্য ও পানীয় পণ্যের সাপ্লাই চেইনের জন্য বিখ্যাত।
  • Al Abdulkarim Holding (AKH): এই সুনামধন্য কোম্পানিটি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সরঞ্জাম সাপ্লাইকারী প্রতিষ্ঠান।
  • Saudi Industrial Services Company (SISCO): এই কোম্পানিটি শিল্প সরঞ্জাম এবং সেবা সরবরাহ করে থাকে।।
  • Aljomaih Group: এই কোম্পানিটি বিভিন্ন খাতে সাপ্লাই চেইন পরিচালনা করে, তার মধ্যে নির্মাণ কাজ, খাদ্য প্রস্তত বা সরবরাহ এবং ইলেকট্রনিক্স পরিসেবা।

লেখকের মন্তব্য: সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪ - সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত

প্রিয় পাঠক আশা করি সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৪ সালে এবং সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত সে বিষয়ে অবগত হয়েছেন। বিদেশে যাওয়ার আগে অবশ্যই নিজে যাচাই করে দেখবেন কোন কোম্পানি ভালো, কাজ কেমন এবং বেতন সহ সুযোগ সুবিধা কেমন। কারো শোনা কথা বিশ্বাস করবেন না বা দালালের চাটুকদার কথায় প্রলোভিত হয়ে যেকোন ‍ভিসায় যেতে রাজী হবেন না। পরিচিত বিদেশ যারা রয়েছেন, তাদের থেকে যে কোম্পানিতে যেতে চান সে কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানুন এবং নিজে ভিসার জন্য আবেদন করুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url