১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী জানুন
প্রিয় ছোট সোনামণিরা, ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী লেখতে চাও এছাড়া ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলায় লেখতে গেলে তোমরা সঠিকভাবে বানান লিখতে পারো না? তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি থেকে এবং ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান শুদ্ধভাবে দেওয়া হলো আজকের এই লেখাটি।
তোমরা ভালোভাবে নিচে থাকা ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী পড়ো এবং কথায় লিখতে তোমরা যাতে ১ থেকে ১০০ পর্যন্ত কোন ভুল না করো সেজন্য কথায় লেখা ছবি দেওয়া হয়েছে। এছাড়া ৪১-৫০ পর্যন্ত বানান এবং 1 থেকে 10 পর্যন্ত বানান ও দেওয়া হয়েছে।
১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি সম্পর্কে ভূমিকা
শ্রদ্ধেয় অভিভাবকগন, আপনারা আপনাদের ছোট বাচ্চাদের ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী শিখাতে চান বা লেখাতে চান। কিন্তু কোথাও সর্বশেষ সংশোধন অনুযায়ী ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলায় খুঁজে পাচ্ছি না? তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। যেখানে ১ থেকে ১০০ পর্যন্ত শদ্ধ বানান বাংলাতে পেয়ে যাবেন।
আপনার আদরের বাচ্চাকে শুদ্ধভাবে ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী শিখাতে আশা করি এই আর্টিকেলটি ভূমিকা রাখবে। এছাড়া আপনাদের সুবিধার্থে ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী ছবিসহ দেওয়া হয়ে।
১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি - 1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা - ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা
প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমারদের মাঝে ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযয়ী তুলে ধরলাম। তোমরা এগুলো বানান করে পড়ার পাশাপাশি খাতায় পেন্সিল দিয়ে লিখে লিখে শেখার চেষ্টা করো। প্রথম প্রথম একটু ভুল হতে পারে তোমাদের, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো জেনে নেই ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী।
১ - এক
২ - দুই
৩ - তিন
৪ - চার
৫ - পাঁচ
৬ - ছয়
৭ - সাত
৮ - আট
৯ - নয়
১০ - দশ
১১ - এগারাে ( সংশোধনের আগে ছিল - এগার )
১২ - বারাে (সংশোধনের আগে ছিল -বার )
১৩ - তেরাে (সংশোধনের আগে ছিল -তের)
১৪ - চৌদ্দ (সংশোধনের আগে ছিল -চোদ্দ)
১৫ - পনেরাে (সংশোধনের আগে ছিল -পনের)
১৬ - ষােলাে (সংশোধনের আগে ছিল -ষোল)
১৭ - সতেরাে (সংশোধনের আগে ছিল -সতের)
১৮ - আঠারাে (সংশোধনের আগে ছিল - আঠার)
১৯ - উনিশ (সংশোধনের আগে ছিল -ঊনিশ)
২০ - বিশ (সংশোধনের আগে ছিল -কুঁড়ি)
২১ - একুশ
২২ - বাইশ
২৩ - তেইশ
২৪ - চব্বিশ
২৫ - পঁচিশ
২৬ - ছাব্বিশ
২৭ - সাতাশ
২৮ - আটাশ
২৯ - ঊনত্রিশ
৩০ - ত্রিশ
৩১ - একত্রিশ
৩২ - বত্রিশ
৩৩ - তেত্রিশ
৩৪ - চৌত্রিশ
৩৫ - পঁয়ত্রিশ
৩৬ - ছত্রিশ
৩৭ - সাঁইত্রিশ (সংশোধনের আগে ছিল - সাত্রিশ)
৩৮ - আটত্রিশ
৩৯ - ঊনচল্লিশ
৪০ - চল্লিশ
৪১ - একচল্লিশ
৪২ - বিয়াল্লিশ
৪৩ - তেতাল্লিশ
৪৪ - চুয়াল্লিশ
৪৫ - পঁয়তাল্লিশ
৪৬ - ছেচল্লিশ
৪৭ - সাতচল্লিশ
৪৮ - আটচল্লিশ
৪৯ - ঊনপঞ্চাশ
৫০ - পঞ্চাশ
৫১ - একান্ন
৫২ - বাহান্ন (সংশোধনের আগে ছিল - বায়ান্ন)
৫৩ - তিপ্পান্ন
৫৪ - চুয়ান্ন
৫৫ - পঞ্চান্ন
৫৬ - ছাপ্পান্ন
৫৭ - সাতান্ন
৫৮ - আটান্ন
৫৯ - ঊনষাট
৬০ - ষাট
৬১ - একষট্টি
৬২ - বাষট্টি
৬৩ - তেষট্টি
৬৪ - চৌষট্টি
৬৫ - পঁয়ষট্টি
৬৬ - ছেষট্টি
৬৭ - সাতষট্টি
৬৮ - আটষট্টি
৬৯ - ঊনসত্তর
৭০ - সত্তর
৭১ - একাত্তর
৭২ - বাহাত্তর
৭৩ - তিয়াত্তর
৭৪ - চুয়াত্তর
৭৫ - পঁচাত্তর
৭৬ - ছিয়াত্তর
৭৭ - সাতাত্তর
৭৮ = আটাত্তর
৭৯ - ঊনআশি
৮০ - আশি
৮১ - একাশি
৮২ - বিরাশি
৮৩ - তিরাশি
৮৪ - চুরাশি
৮৫ - পঁচাশি
৮৬ - ছিয়াশি
৮৭ - সাতাশি
৮৮ - আটাশি
৮৯ - ঊননব্বই
৯০ - নব্বই
৯১ - একানব্বই
৯২ - বিরানব্বই
৯৩ - তিরানব্বই
৯৪ - চুরানব্বই
৯৫ - পঁচানব্বই
৯৬ - ছিয়ানব্বই
৯৭ - সাতানব্বই
৯৮ - আটানব্বই
৯৯ - নিরানব্বই
১০০ - একশত (সংশোধনের আগে ছিল - একশ)
কথায় লিখ ১ থেকে ১০০ পর্যন্ত কথায় লেখা ছবি - কথায় লিখ ১ থেকে ১০০ পর্যন্ত বানান
ক্লাস ওয়ান ও ক্লাস টু এর ছোট বন্ধুরা, তোদের যাতে সুবিধা হয় সেজন্য ক্লাস ওয়ান ও টু এর বই থেকে ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা দেওয়া হলো যেগুলো বাংলা একাডেমি থেকে সংশোধনীয়। তাই নিচে থাকা ছবি গুলো ভালো করে লক্ষ করো। যাতে তোমাদের ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী লিখতে অসুবিধা না হয়-
৫০ থেকে ১০০ পর্যন্ত বানান - ৫১ থেকে ১০০ পর্যন্ত বানান
প্রিয় প্রথম শ্রেনির বাবুরা, তোমবা অনেকেই ১ থেকে ৫০ পর্যন্ত বানান লেখতে পারলেও ৫০ থেকে ১০০ পর্যন্ত লেখতে পারো না। কারন তোমাদের বইয়ে কেবল মাত্র ১ থেকে ৫০ পর্যন্ত বানান’ই থাকে। তোমরা এখন ক্লাস টুতে ভর্তি হবে এখন জানতে পারবে ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান। তো চলো জেনে নেই ৫০ থেকে বা ৫১ থেকে ১০০ পর্যন্ত বানান সমূহ-
৫০ - পঞ্চাশ
৫১ - একান্ন
৫২ - বাহান্ন
৫৩ - তিপ্পান্ন
৫৪ - চুয়ান্ন
৫৫ - পঞ্চান্ন
৫৬ - ছাপ্পান্ন
৫৭ - সাতান্ন
৫৮ - আটান্ন
৫৯ - ঊনষাট
৬০ - ষাট
৬১ - একষট্টি
৬২ - বাষট্টি
৬৩ - তেষট্টি
৬৪ - চৌষট্টি
৬৫ - পঁয়ষট্টি
৬৬ - ছেষট্টি
৬৭ - সাতষট্টি
৬৮ - আটষট্টি
৬৯ - ঊনসত্তর
৭০ - সত্তর
৭১ - একাত্তর
৭২ - বাহাত্তর
৭৩ - তিয়াত্তর
৭৪ - চুয়াত্তর
৭৫ - পঁচাত্তর
৭৬ - ছিয়াত্তর
৭৭ - সাতাত্তর
৭৮ - আটাত্তর
৭৯ - ঊনআশি
৮০ - আশি
৮১ - একাশি
৮২ - বিরাশি
৮৩ - তিরাশি
৮৪ - চুরাশি
৮৫ - পঁচাশি
৮৬ - ছিয়াশি
৮৭ - সাতাশি
৮৮ - আটাশি
৮৯ - ঊননব্বই
৯০ - নব্বই
৯১ - একানব্বই
৯২ - বিরানব্বই
৯৩ - তিরানব্বই
৯৪ - চুরানব্বই
৯৫ - পঁচানব্বই
৯৬ - ছিয়ানব্বই
৯৭ - সাতানব্বই
৯৮ - আটানব্বই
৯৯ - নিরানব্বই
১০০ - একশত
১ থেকে ৫০ পর্যন্ত বানান - ৪১-৫০ বানান - 1 থেকে 10 পর্যন্ত বানান
প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে ১ থেকে ১০০ পর্যন্ত বানান জেনেছো কিন্তু অনেকেই আবার ১ থেকে ৫০ পর্যন্ত আলাদা করে জানতে চেয়েছো। তাদের জন্য নিম্নে ১ থেকে ৫০ পর্যন্ত বানান বাংলাতে দেওয়া হলো। তোমরা চাইলে এখান থেকে একবার করে পড়তে পারো, কারণ যত পড়বে তত শিখবে।
১ - এক
২ - দুই
৩ - তিন
৪ - চার
৫ - পাঁচ
৬ - ছয়
৭ - সাত
৮ - আট
৯ - নয়
১০ - দশ
১১ - এগারাে
১২ - বারাে
১৩ - তেরাে
১৪ - চৌদ্দ
১৫ - পনেরাে
১৬ - ষােলাে
১৭ - সতেরাে
১৮ - আঠারাে
১৯ - উনিশ
২০ - বিশ
২১ - একুশ
২২ - বাইশ
২৩ - তেইশ
২৪ - চব্বিশ
২৫ - পঁচিশ
২৬ - ছাব্বিশ
২৭ - সাতাশ
২৮ - আটাশ
২৯ - ঊনত্রিশ
৩০ - ত্রিশ
৩১ - একত্রিশ
৩২ - বত্রিশ
৩৩ - তেত্রিশ
৩৪ - চৌত্রিশ
৩৫ - পঁয়ত্রিশ
৩৬ - ছত্রিশ
৩৭ - সাঁইত্রিশ
৩৮ - আটত্রিশ
৩৯ - ঊনচল্লিশ
৪০ - চল্লিশ
৪১ - একচল্লিশ
৪২ - বিয়াল্লিশ
৪৩ - তেতাল্লিশ
৪৪ - চুয়াল্লিশ
৪৫ - পঁয়তাল্লিশ
৪৬ - ছেচল্লিশ
৪৭ - সাতচল্লিশ
৪৮ - আটচল্লিশ
৪৯ - ঊনপঞ্চাশ
৫০ - পঞ্চাশ
লেখকের মন্তব্য: ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি - ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান
প্রিয় সোনামনিরা, আশা করি তোমরা ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা একাডেমি অনুযায়ী এবং ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান কিভাবে শুদ্ধভাবে পড়তে ও লিখতে হয় তা বুঝতে পেরেছো। তোমরা প্রতিদিন এগুলো খাতায় বেশি বেশি করে লিখে পড়বে তাহলে তোমরা আর ভুলে যাবে না এবং তোমাদের হাতের লেখা ও সুন্দর হবে।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url