বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলারে আবেদন করুন এখুনি
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার (Bangladesh ARMY job circular 2024) প্রকাশিত হয়েছে গত ৫ জুলাই ২০২৪ তারিখে তাদের অফিসিয়াল (https://www.army.mil.bd/) ওয়েব সাইট ও দৈনিক ইত্তেফাক পত্রিকায়। যেখানে নিম্ন উক্ত সার্কুলারে উল্লেখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী যোগ্য প্রর্থীরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার আবেদন করতে পারবেন।
আপনি যদি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন, তাহলে দেরী না করে আজই অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার এ আবেদন করুন।
ভূমিকা: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার
যারা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার এর জন্য এত দিন অপেক্ষায় ছিলেন। তাদের অপেক্ষার পালা শেষ করে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার। যেখানে জুলাই মাসের ৫ তারিখ থেকে আগষ্ট মাসের ১০ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আপনার স্বপ্ন যদি থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করার, তাহলে আপনার স্বপ্ন পূর্ন হতে চলেছে। আপনি ও যোগ দিতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে যোগ দেওয়া সম্পর্কে এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার সম্পর্কে আরো বিস্তারিত জানতে সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি উপকৃত হবেন।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার এক নজরে
সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার আবেদন ফি ও আবেদনের শেষ তারিখ
আবেদনের শুরু ও শেষ তারিখ:বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার ৫ জুলাই প্রকাশিত হয়। যেখানে জুলাই মাসের ৫ তারিখ সকাল ১০ টা থেকে আগষ্ট মাসের ১০ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন। শেষের দিকে আবেদন অনেক বেশি জমা পড়ে, যেকারনে র্সাভার ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এখনি আবেদন করুন।
আবেদন ফি:
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার সকল পদের আবেদন ফি বাবদ ১০০০(এক হাজার) টাকা এবং অনলাইন রেজিট্রেশন বাবদ ১০০০(এক হাজার) টাকা সর্বমোট ২০০০(দুই হাজার) টাকা ভিসা বা মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ অথবা রকেট এর মাধ্যমে এককালীন প্রদান করতে হবে।
আরো পড়ুন: বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আবেদন করা অবস্থার আবেদন ফি প্রদান করা যায় এবং সাথে সাথে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়। আবেদন সম্পূর্ন হলেও যদি আবেদন ফি এবং অনলাইন রেজিট্রেশন ফি জমা দেয়া না হয়, সেক্ষেত্রে আবেদন বাতিল বলে গন্য হবে সুতরাং আবেদনের পর পরেই আবেদন কার্যক্রম চলা অবস্থায় যেকোন একটি মাধ্যম ব্যবহার করে ফি প্রদান করুন।
Bangladesh ARMY job circular 2024 পদসমূহ
ক. ইঞ্জিনিয়ার্স কোর - পুরুষ
১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
- জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০।
- ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড ও ১টি তে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড।
২. সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)
আরো পড়ুনঃ পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ ২০২৪খ. সিগন্যালস্ কোর - পুরুষ
১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
- জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০।
- ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে বি’ গ্রেড ও ১টি তে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড।
২. সংশ্লিষ্ট বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
গ. ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর - পুরুষ
১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
- জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০।
- ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড ও ১টি তে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড।
ঘ. আর্মি এডুকেশন কোর (এইসি) - পুরুষ ও মহিলা
১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
- জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
- ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৪টি তে ‘বি’ গ্রেড, ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড।
২. সংশ্লিষ্ট বিষয় সমূহের (ইংরেজি/গণিত/পদার্থ/ইতিহাস/বাংলা/অর্থনীতি/সম্পর্ক/মনোবিজ্ঞান) উপর স্নাতক (সম্মান) আন্তর্জাতিক এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
৩. স্ব স্ব বিষয় সমূহের উপর স্নাতোকোত্তর ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)
আরো পড়ুনঃ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঙ. রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম (আরভিএন্ডএফসি) কোর - পুরুষ
১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
- জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
- ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টি তে ‘বি’ গ্রেড, ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড।
৩. ইন্টার্ণশীপ সম্পন্নকারী
চ. জাজ এ্যাডভোকেট জেনারেল (জেএজি) কোর - পুরুষ
১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
- জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
- ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৪টি তে ‘বি’ গ্রেড, ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ১টি তে ‘সি’ গ্রেড ও ১টি তে ‘ডি’ গ্রেড।
২. এলএলবি (সম্মান) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)
৩. এলএলএম/এমএএলএলএম ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)
বৈবাহিক অবস্থা:
পুরুষ:
অবিবাহিত। তবে, ০১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)
অবিবাহিতা/বিবাহিতা
জাতীয়তা:
জাতীয়তা:
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ pdf
সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার এ যোগ্যতা ও পরিক্ষা সমূহ
বয়স: ০১ জানুয়ারি ২০২৫ থেকে অনুধ্ব ২৮ বছর পর্যন্ত(কোন এফিডেভিট গ্রহনযোগ্য নয়)শারীরিক যোগ্যতা:
- ছেলেদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে এবং মেয়েদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে।
- ছেলেদের ওজন ৫৭ কেজি এবং মেয়েদের ওজন ৪৯ কেজি হতে হবে।
- ছেলেদের বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারণ ৩২ ইঞ্চি এবং মেয়েদের বুকের মাপ স্বাভাবিক ২৮ইঞ্চি, প্রসরণ ৩০ ইঞ্চি হতে হবে।
লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ১৬ আগস্ট ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৪ মাসের ১ম সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ হতে ০৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি এবং কল-আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
চুড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান:
উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
লেখকের মন্তব্য: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার - Bangladesh ARMY job circular 2024
প্রিয় পাঠক, আশা করি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার (Bangladesh ARMY job circular 2024) আবেদন ও টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে, তারা কি কি চেয়েছেন সমস্ত বিষয়ে অবগত হয়ে চাকরির ফর্মটি পুরন করুন। টাকা পেমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় আপনার আবেদন ফরমটি বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্মটি প্রিন্ট করে আপনার কাছে যত্ন সহকারে রাখুন।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url