বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪ সালে তা জানুন

প্রিয় পাঠক, বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪ সালে তা জানতে চান? আরো জানতে চান ২০২৪ সালে ঢালাই এর জন্য কোন সিমেন্ট ভালো হবে? তাহলে এই আর্টিকেলটি কেবলমাত্র আপনার জন্য, যেখানে জানতে পারবেন বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪ সালে এবং ঢালাই এর জন্য কোন সিমেন্ট ভালো সে সম্পর্কে বিস্তারিত।
ঢালাই এর জন্য কোন সিমেন্ট ভালো
আরো জানতে পারবেন- বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট ২০২৪, বাংলাদেশের সিমেন্ট কোম্পানির নাম, বাংলাদেশের ১ নাম্বার সিমেন্ট কোনটি এবং প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো হবে সে সম্পর্কে।

ভূমিকা: বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪ - ঢালাই এর জন্য কোন সিমেন্ট ভালো

বাসা বাড়িসহ বিভিন্ন নিমার্ণ কাজে সব চেয়ে প্রয়োজনীয় হলো সিমেন্ট। সিমেন্ট ছাড়া নির্মাণ কাজ কখনোই সম্ভব নয়। বাসা বাড়ি নির্মাণের আগে আমরা দ্ধিধা-দন্ডে ভূগী। কারণ আমাদের নির্মাণে ব্যবহৃত সিমেন্ট কোনটি হবে? কোন সিমেন্ট ভালো এবং দীর্ঘস্থায়ী হবে? এসকল চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খায়।
এই সকল প্রশ্নের সমাধান আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলটি পড়ে আপনি বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪ সালে এছাড়া ভালো সিমেন্ট কিভাবে চিনবেন এসকল বিষয় সহ সিমেন্ট বিষয়ে যাবতীয় সকল তথ্য জানতে পারবেন। অতএব সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪

বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সিমেন্ট রয়েছে। এই সিমেন্ট গুলো গুন ও মানের দিক থেকে আলাদা হয়ে থাকে। কোন সিমেন্ট সবচেয়ে ভালো সেটা বলা মুশকিল। এক এক কোম্পানির সিমেন্ট আলাদা আলাদা কারনে ভালো হয়ে থাকে। নিম্নে বাংলাদের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪ সালে তা আলোচনা করা হলো-
বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪
বসুন্ধরা সিমেন্ট:
বাংলাদেশে অধিক জনপ্রিয় একটি সিমেন্ট হলো বসুন্ধরা সিমেন্ট। এই সিমেন্ট বহুবছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে ক্লিংকার নাম একধরনের উপাদান, যেটি সিমেন্টের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই ক্লিংকার তৈরী হয় চুনাপাথর এবং ক্লে নামক উপাদানকে উচ্চ মাত্রায় দহনের মাধ্যমে।

বসুন্ধরা সিমেন্টে আরো রয়েছে জিপসাম। এটি ক্লিংকারের মিশে দ্রুত জমাট বাধতে সাহায্য করে। এই সিমেন্টের শক্তি ও স্থায়ীত্ব রাড়াতে এতে ব্যবহার করা হয়ে ফ্লাই অ্যাশ। এই সিমেন্ট সঠিক ভাবে ব্যবহারে কাঠামোগত স্থিতিশীলতা বজায় রাখে। বসুন্ধরা সিমেন্ট সহজেই ব্যবহার যোগ্য এবং পরিবেশ বান্ধব। এই সিমেন্ট বিআইএসটি কতৃক অনুমদিত।
শাহ সিমেন্ট:
বাংলাদেশের আরো একটি জনপ্রিয় সিমেন্ট হলো আবুল খায়ের কর্তৃক নির্মিত শাহ সিমেন্ট। ২০০২ সাল থেকে সুগৌরবের সাথে বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে আসছে সকলের পরিচিত শাহ সিমেন্ট।২০১৯ সালের একটি জরিপ অনুযায়ী সিমেন্ট বাজারে যত শেয়ার রয়েছে, তার প্রায় ২০ শতাংশ শাহ সিমেন্টের শেয়ার। বিশ্বের সবচেয়ে বড় রোলার মিল তৈরীর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর অন্তর্ভূক্ত হয়।

শাহ সিমেন্ট ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। জাপান, জার্মানি ও ডেনমার্কের বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই সিমেন্ট প্রস্তুত করা হয়। শাহ সিমেন্ট ব্যবহারে নির্মাণ হয় মজবুত ও দীর্ঘস্থায়ী। শাহ সিমেন্ট তৈরীতে ক্লিংকার, জিপসাম সহ আরো উপদান ব্যবহার করা হয়ে থাকে। শাহ সিমেন্ট বছরে ১৫ মিলিয়ন মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করে থাকে।

আকিজ সিমেন্ট:
বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত সিমেন্ট উৎপাদক কোম্পানি আকিজ সিমেন্ট। ১৯৫০ সাল থেকে সফলতার সাথে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা এবং সিমেন্ট ব্র্যান্ডে পরিণত হয়েছে। আকিজ সিমেন্ট র্পোটল্যান্ড সিমেন্ট তৈরী করে থাকে যার মধ্যে ওপিসি এবং পিসিসি বিদ্যমান।

আকিজ সিমেন্ট বছরে ৬ মিলিয়ন মেট্রিক টন সিমেন্ট উৎপন্ন করে। যুক্তরাজ্য সহ ইতালি ও জার্মানির বহুমুখী উন্নত প্রযুক্তি ব্যবহারে এই সিমেন্ট তৈরী করা হয়ে থাকে। যে কারণে এই সিমেন্ট দ্বারা নির্মাণ কাজ অনেক শক্তিশালি ও মজবুত হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে মজবুত ও টেকসেই সিমেন্ট হিসেবে স্বীকৃত পেয়েছে আকিজ সিমেন্ট।

ঢালাই এর জন্য কোন সিমেন্ট ভালো

বাংলাদেশে যত সিমেন্ট রয়েছে অধিকাংশ সিমেন্টই ঢালাই উপযোগী। ঢালাই নির্ভর করে কি পরিমান বালু, কি পরিমান ইটের টুকরো বা খোয়া এবং কি পরিমান সিমেন্ট ব্যবহার করা হয় তার উপর। সবকিছু পরিমান মত ব্যহার করলে ঢালাই মজবুত ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তবে ঢালায়ের জন্য বিশেষ কিছু সিমেন্ট রয়েছে যে সিমেন্ট গুলো ঢায়ার জন্য প্রস্তুত করা হয়ে থাকে। চলুন জেনে নেই ঢালাই এর জন্য কোন সিমেন্ট ভালো সে সম্পর্কে-

প্রিমিয়ার সিমেন্ট:
প্রথমে আমরা যে সিমেন্ট নিয়ে কথা বলবো তা হলো প্রিমিয়ার সিমেন্ট। প্রিমিয়ার সিমেন্ট একটি অর্ডিনারী পোর্টল্যান্ড সিমেন্ট। এই সিমেন্ট বিভিন্ন ঢালাই ও নিমার্ণ কাজে ব্যবহার হয়ে থাকে। ১৯৮৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রিমিয়ার সিমেন্ট সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ঢালাইয়ের জন্য।

এই সিমেন্ট ভারত, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। প্রিমিয়ার সিমেন্ট বাংলাদেশ ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও ন্যাশনাল এক্সর্পোট ট্রফি পুরষ্কার লাভ করে। এই সিমেন্ট তৈরীতে ইতালী, জার্মানি ও জাপানের উন্নত প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া ব্যবহার হয়ে থাকে।
সেভেন রিংস সিমেন্ট:
বাংলাদেশে সকল অবকাঠামো নিমার্ণে সবার আস্তা সেভেন রিংস সিমেন্টে। এই সিমেন্ট ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়ে এই ২৫ বছরে অনেক সুনাম অর্জন করেছে। সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ এবং মালদ্বীপে রপ্তানি করা হয়ে থাকে। ঢালাইয়ের জন্য বিশেষ ভাবে তৈরী এই সিমেন্ট পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট নামেও পরিচিত।

সেভেন রিংস সিমেন্ট চীন ও জার্মানির উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা হয়ে থাকে। ওপিসি অর্ডিনারি সিমেন্ট হওয়ায় এটি বিশেষ করে ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয়। সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও ন্যাশনাল েএক্সপোর্ট ট্রফি সহ আরো অন্যান্য জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছে বলেই এটি ঢালাই কাজে ব্যবহার করা যেতে পারে।

এসআইএস সিমেন্ট:
আহসান গ্রুপের একটি পণ্য এসআইএস সিমেন্ট। ১৯৭৮ সাল থেকে চট্টগ্রামের বিশাল একটি জায়গা দখল করে রয়েছে এই কোম্পানিটি। যার বিস্তার পুরো বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে। সর্বশেষ জরিপ অনুযায়ী সিমেন্ট বাজারের প্রায় ১৫ শতাংশ শেয়ার এসআইএস সিমেন্টের। এই সিমেন্ট কোম্পানি বছরে প্রায় ১০ মিলিয়ন মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করে থাকে।

এসআইএস সিমেন্ট তৈরীতে ওপিসি, পিপিসি, স্ল্যাগ ব্যবহার করা হয়ে থাকে। যার কারণে নির্মাণ কাজ হয় টেকসই ও দীর্ঘস্থায়ী। এই সিমেন্ট বাংলাদেশ ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও ন্যামনাল এক্সপোর্ট ট্রফি সহ নানা ধরনে পুরষ্কারে ভূষিত হয়। এসআইএস সিমেন্টে উন্নত গ্রাইন্ডিং প্রযুক্তি ব্যবহার করা যায়। যাতে নিমার্ণ কাজে ফিনিশিং ভালো হয়।

বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট ২০২৪ - বাংলাদেশের সিমেন্ট কোম্পানির নাম

বাংলাদেশে অনেক সিমেন্ট রয়েছে তার মধ্যে থেকে সেরা ১০ সিমেন্ট আলাদা করা কঠিন। সব ধরনের সিমেন্ট দিয়েই নির্মাণ কাজ সম্পূর্ন করা যায়। এটি নির্ভর করে পরিমানের উপর, মিশ্রনের উপর। তবে সবার সুবিধার্থে গুনমান বিবেচনা করে, আমাদের সকলের পরিচিত সেরা ১০ টি সিমেন্ট এর নাম নিম্নে দেওয়া হলো-
  • সিমেক্স সিমেন্ট: সাধারণত তিন ধরনের সিমেন্ট সরবরাহ করে থাকে। একটি ওপিসি সিমেন্ট, অন্যটি পিপিসি সিমেন্ট এবং অপরটি হোয়াইট সিমেন্ট। যেই সিমেন্ট গুলো নির্মাণ কাজে, ঢালাই এবং পিলাস্টার কাজে ব্যবহার করা হয়ে থাকে।
  • আকিজ সিমেন্ট: আকিজ সিমেন্ট সিমেন্ট সকলের পরিচিত একটি সিমেন্ট। আকিজ সিমেন্ট সাধারনত ওপিসি এবং পিপিসি সিমেন্ট সরবরাহ করে থাকে।
  • মেঘনা সিমেন্ট: বাংলাদেশের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি সিমেন্ট কোম্পানি হলো মেঘনা সিমেন্ট। যারা ওপিসি সিমেন্ট সরবরাহ করে থাকে।
  • সেভেন রিংস সিমেন্ট: সুনাম ধন্য একটি সিমেন্ট হলো সেভেন রিংস সিমেন্ট। যারা ওপিসি ও পিপিসি সিমেন্ট সরবারাহ করে।
  • প্রিমিয়ার সিমেন্ট: ইট গাথুনী থেকে শুরু করে ঢালাই এবং প্লাস্টারে সবার নির্ভর যোগ্য একটি সিমেন্ট হলো প্রিমিয়ার সিমেন্ট।
  • ক্রাউন সিমেন্ট: আস্থার আরেক নাম ক্রাউন সিমেন্ট। দাম অনুযায়ী খুবই ভালো মানের একটি সিমেন্ট হলো ক্রাউন সিমেন্ট।
  • ফ্রেশ সিমেন্ট: সব কাজে ব্যবহার উপযোগী একটি সিমেন্ট হলো ফ্রেশ সিমেন্ট। যা দীর্ঘদিন ধরে বিভিন্ন অবকাঠামো তৈরীতে ব্যবহার হয়ে আসছে।
  • বসুন্ধরা সিমেন্ট: সকলের পরিচিত বসুন্ধরা গ্রুপের একটি সিমেন্ট হলো বসুন্ধরা সিমেন্ট। যা সেতু, ক্যালভাট সহ বিভিন্ন নির্মান কাজে ব্যবহার হয়ে আসছে।
  • শাহ সিমেন্ট: সুপরিচিত একটি সিমেন্ট হলো শাহ সিমেন্ট। যে সিমেন্ট ব্যবহারে ঘর বাড়ি, দালান কোঠা নির্মাণ হয় মজবুত ও টেকসই।
  • সুপারক্রিট সিমেন্ট: সুপারক্রিট সিমেন্ট বাংলাদেশের অন্যতম একটি সিমেন্ট যা বিভিন্ন নির্মান বা অবকাঠামো তৈরীতে ব্যবহার হয়ে থাকে।

প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো

প্রায় সকল সিমেন্টেই প্লাস্টারের জন্য কার্যকারি। তার মধ্যে যে সিমেন্ট গুলোতে ওপিসি রয়েছে সেগুলো কম খরচে ভালো ফলাফল পাওয়া যায়। আর যে সিমেন্ট গুলোতে পিপিসি রয়েছে সেগুলো একটি ব্যায়বহুল হয়ে থাকে। তবে এই সিমেন্ট ব্যবহারে প্লাস্টার হয় টেকসই ও শক্তিশালী। তবে বেশিভাগ মানুষ দামের কথা চিন্তা না করে পিপিসি বিদ্যমান সিমেন্ট ব্যবহার করে থাকে।

আপনি যদি পাতলা বা ৫ মিলি মিটারের নিচে প্লাস্টার করতে চান তাহলে ওপিসি যুক্ত সিমেন্ট ব্যবহার করা উত্তম। আর যদি প্লাস্টার মোট বা ৫ মিলি মিটারের বেশি করতে চান তাহলে পিপিসি যুক্ত সিমেন্ট ব্যবহার করা সবচেয়ে ভালো হবে। নিম্নে প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো তার একটি লিস্ট দেওয়া হলো। আপনি যেকোন একটি প্লাস্টারের কাজে ব্যবহার করতে পারবেন।
  • বসুন্ধরা সিমেন্ট
  • আনোয়ার সিমেন্ট
  • শাহ সিমেন্ট
  • আকিজ সিমেন্ট
  • মেঘনা সিমেন্ট
  • এসআইএস সিমেন্ট
  • হোলসিম সিমেন্ট
  • ডায়মন্ড সিমেন্ট
  • সিমেক্স সিমেন্ট
  • রূপসী বাংলা সিমেন্ট
  • সেভেন রিংস সিমেন্ট

ভালো সিমেন্ট চেনার উপায়

আমাদের আমাদের বাসা বাড়ি এবং বিভিন্ন নির্মাণ কাজে সবচেয়ে ভালো সিমেন্ট খোঁজার চেষ্টা করি। কিন্তু কোনটি ভালো হবে তা নিয়ে ভাবনাতে পড়তে হয়। ভালো সিমেন্ট নির্ণয় করা আগে আমাদের বিভিন্ন বিয়য়ের উপর নজর রাখতে হয়। চলুন জেনে নেই ভালো সিমেন্ট চেনার উপায় সম্পর্কে বিস্তারিত-
ভালো সিমেন্ট চেনার উপায়
সিমেন্ট কিনার আগে অবশ্যই সিমেন্টের পরিচিতি ও বিশ্বস্ত ব্যান্ড দেখে কেনার চেষ্টা করুন। আরো লক্ষ রাখা প্রয়োজন যে ব্যান্ডের সিমেন্ট কিনবেন সেটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএটিআই এর অনুমোদন রয়েছে কিনা। এছাড়া সিমেন্ট কিনার আগে সিমেন্টের রং দেখে কেনার চেষ্টা করুন।
যে সিমেন্টের রং গাঢ় ধূসর ও উজ্জ্বল মসৃণ সেই সিমেন্ট গুলো কিনার চেষ্টা করুন। ভালো সিমেন্ট চেনার আরো একটি উপায় হলো- একটি পাত্রে পানি নিয়ে সেই পানিতে কিছু পরিমান সিমেন্ট ছেড়ে দিন। যদি সিমেন্টগুলো দ্রুত পাত্রের নিচের দিকে চলে যায় এবং উপরে কোন আস্তরণ না পাড়ে, তবে সেই সিমেন্টটি কেনা যেতে পারে। এটি ভালো সিমেন্ট।

সিমেন্ট কেনার আগে অবশ্যই তৈরী করার তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে কেনা উচিত। সিমেন্ট তৈরী হওয়ার ৯০ দিনের মধ্যে ব্যবহার করতে হয়। অন্যথায় এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এছাড়া সিমেন্ট ঠিকভাবে বাঁধাই করা রয়েছে কিনা তা দেখে নিবেন। ছিড়ে যাওয়া বা ফেটে যাওয়া কোন সিমেন্টের বস্তা না কেনায় ভালো।

এছাড়া আপনার চারিপাশে অনেক মানুষ রয়েছে যারা সিমেন্ট ব্যবহার করে থাকে, তাদের থেকে সিমেন্ট বিষয়ে খোঁজ খবর নিন। কোন ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি থেকে পরামর্শ নিতে পারেন, কোন সিমেন্টটি সবচেয়ে ভালো এবং তার দাম সম্পর্কে। এছাড়া বাজার যাচাই করে সিমেন্ট সম্পর্কে ধারণা নিন এবং নিজে অনুধাবন করার চেষ্টা করুন কোন সিমেন্টে ভালো হবে।

লেখকের মন্তব্য: বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪ - ঢালাই এর জন্য কোন সিমেন্ট ভালো

প্রিয় পাঠক, আশা করি বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্ট কোনটি ২০২৪ সালে বাড়ি বা কোন নির্মাণ কাজে এবং ঢালাই এর জন্য কোন সিমেন্ট ভালো সে সম্পর্কে অবগত হয়েছেন। প্রায় সব সিমেন্টই ভালো হয়ে থাকে। এটি সম্পূর্ণ নির্ভর করে সিমেন্ট সহ অন্যান্য উপাদানের মিশ্রনের উপরে। কেনা সময় উপরে উল্লেখিত বিষয়গুলো মেনে সিমেন্ট কেনার চেষ্টা করুন এবং সঠিক দামে কেনার চেষ্টা করুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url