দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস ও বিদায় বাংলাদেশ (১৫০+) স্ট্যাটাস

দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস ফেসবুকে প্রকাশ করতে চান অথবা বিদায় বাংলাদেশ স্ট্যাটাস ‍দিতে চান কিন্তু কোথাও উপযুক্ত স্ট্যাটাস পাচ্ছেন না তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। যেখানে কোন ব্যক্তি বাংলাদেশ থেকে অন্যদেশে যেতে, দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস সহ বিদায় বাংলাদেশ স্ট্যাটাস পেয়ে থাকবেন।
দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস
এছাড়া আরো পেয়ে থাকবেন, কোন নারীর যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে স্বামী বিদেশ যাওয়ার স্ট্যাটাস এবং কারো বড় ভাই বিদেশ গেলে, বড় ভাইকে প্রবাসে বিদায় দেওয়ার স্ট্যাটাস এই আর্টিকেলে পেয়ে থাকবেন।

দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস

আমাদের পরিচিত অনেকেই জীবিকার চাহিদায় দেশ ছেড়ে অন্যদেশে পাড়ি জমান। নিজের দেশ, প্রিয়জন ছেড়ে অন্য দেশে যাওয়া যে কতটা কষ্টের, তা কেবল সেই মানুষটাই জানে, যিনি দেশ ছেড়ে চলে যান। তারা এতটা কষ্ট বুকে চেপে রাখের, যা প্রকাশ করার মাধ্যম কেবলমাত্র ফেসবুক বা অন্য কোন সোশ্যাল মিডিয়া। তাদের জন্য দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস নিম্নে দেওয়া হলো-
  • প্রিয় জন্মভূমি ছেড়ে, স্বপ্ন পূরনের আশায় নতুন একটি দেশে আমার পথ যাত্রা। দেখা হবে আবার আমার জীবনের সফলতার গল্প নিয়ে।
  • কত স্মৃতি আমার এই দেশে, আমার এই ছোট্ট গ্রামে। আমি আবার ফিরে আসবো কোন এক জীবন বদলানোর গল্প নিয়ে।
  • প্রিয় দেশ, প্রিয়জনকে রেখে এক বুক আশা নিয়ে, পা বাড়ালাম অন্য কোন দেশে। হে আমার দেশ, হে আমার প্রিয়জন তোমরা ভালো থেকো।
  • জীবিকার চাহিদার দেশ ছেড়েছি, কিন্তু এই দেশে কাটানো প্রত্যেকটা মহূত আমার মনে গেঁথে থাকবে। তোমাকে অনেক মিস করবো আমার জন্মভূমি।
  • একবুক স্বপ্ন নিয়ে প্রিয় দেশকে ছেড়ে যাচ্ছি। স্বপ্নগুলো পূর্ন করে একদিন আবারো এই দেশের মাটিতে পা রাখবো। আল্লাহ সহায় হোন।
  • প্রতিটি বিদায়ই কষ্টের এবং বেদনার, তার সবচেয়ে কষ্টের বিদায় হলো প্রিয় মুখগুলো ছেড়ে এই দেশ ত্যাগ করার।
  • হার মেনে নয়, অনেক সাহস দিয়ে এই দেশ ছেড়ে যাচ্ছি। সফলতা সেতো সময়ের গল্প মাত্র। সময় একদিন কথা বলবে।
  • দেশ ছেড়ে চলে যাচ্ছি, ভালো থেকো আমার প্রিয় মানুষগুলো, তোমাদের সকলের চাহিদা গুলো একদিন আমার মাধ্যমে পূর্ণতা পাবে ইনশাআল্লাহ।
  • দেশ ছাড়ার কষ্টগুলো একদিন, এক চিমটি সুখের বিনিময়ে বেঁচে দিবো। যত কষ্ট আসুক আমাকে সফল হতেই হবে। আমি সফল হয়ে দেখাবো।
  • তোমাকে চিরবিদায় জানাচ্ছিনা হে আমার প্রিয় দেশ। জীবিকা চাহিদায় তোমার থেকে কিছু দিন ছুটি নিচ্ছি। আবারো দেখা হবে, আমি ফিরবো পরিবারের সকল আশা পূর্নতা দিয়ে।
বিদায় বাংলাদেশ স্ট্যাটাস
বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাওয়া আগে যে একটা অনুভূতির সৃষ্টি হয়। তা মেনে নেওয়া কঠিন। কিন্তু পারিবারিক চাহিদায় এবং নিজের ইচ্ছগুলো পূরণের ইচ্ছায় শত কষ্ট হলে ও যেতে হয়। বাবা-মা, ভাই-বোন সহ সবাইকে ছেড়ে চলে যেতে হয় প্রবাস নামক জেল খানায়। বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে আমরা এতটাই আবেগী হয়ে থাকি যে সোশ্যাল মিডিয়ায় লেখার মত কোন ভাষা খুঁজে পাই না। সেজন্য নিম্নে কিছু দেশ ত্যাগে, বিদায় বাংলাদেশ স্ট্যাটাস দেওয়া হলো-
  • তোমার মাঝে আমি আমার শিশুকাল, কিশোরকাল থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে আমার স্মৃতি জড়িয়ে রয়েছে। বিদায় বাংলাদেশ, ভালোবাসি তোমায়।
  • হে আমার দেশ আমি চাইলে ও তোমার মাঝে নিজেকে খুঁজে পাবো না। কারণ তোমাকে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি প্রবাসে। বিদায় বাংলাদেশ আবার দেখা হবে।
  • বাংলাদেশের মাটি, বাতাস এবং প্রিয় মানুষ গুলো তোমাদের ছায়তলে এতদিন ছিলাম, কখনো তোমাদের কদর বুঝতে পারিনি। আজ কেন জানি তোমাদের জন্য ব্যথায় বুক জর্জরিত। বিদায় বাংলাদেশ এবং আমার প্রিয় মানুষগুলো।
  • দেশের প্রতি এমন এক ভালোবাসা, যে ভালোবাসা কোটি টাকার বিনিময়ে কেনাও সম্ভব নয়। বিদায় বাংলাদেশ তুমি রবে হৃদয়ে চিরকাল।
  • বিদায় বাংলাদেশ। তোমার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা চিরদিনের। খুব তাড়াতাড়ি তোমার ‍বুকে ফিরে আসবো।
  • চোখের কোনে জল, বৃথ্যায় বুকটা ভাড়ি হয়ে আসছে, তবু যেতে হবে তোমার মায়া কাটিয়ে। আশার প্রদীপ জ্বালিয়ে ফিরে আসবো আবার। বিদায় বাংলাদেশ।
  • দেশের উন্নয়নে ভূমিকা রাখতে, আজ সেই দেশ ছেড়েই চলে যেতে হচ্ছে। তোমার উন্নয়নে আমার অবদান থাকবে। বিদায় আমার মাতৃভূমি।
  • সাহস নিয়ে তোমাকে ছাড়ার প্রতিজ্ঞা নিয়েছি, আমি হার মানবো না। বিশ্বের দরবারে তোমাকে তুলে ধরবো একদিন। বিদায় জন্মভূমি।
  • হে আমার দেশ তোমার সাথে আমার দেখা হয়ত আবারো হবে। যেদিন তোমার উন্নয়ন আমার হাতে হবে। বিদায় আমার সোনার বাংলাদেশ।
  • আমার মা, আমার বাংলাদেশ দেখা হবে কোন এক সাফল্যের গল্পে। ভালোবাসার টানে বারবার ফিবে আসবো তোমারি কোলে।

বড় ভাইকে প্রবাসে বিদায় দেওয়ার স্ট্যাটাস

পরিবারের হাল বাবার পরে বড় ভাই ধরেন। বাবা হলে পরিবারের বটবৃক্ষ আর বড় ভাই হলো সেই বটবৃক্ষের মূল কান্ড। এই দুই জন মানুষ থাকেন বলেই আমরা এত স্বাবলীল ভাবে চলতে পারি। জীবনের তাগিদে সেই বড় ভাইকে ও বিদেশ চলে যেতে হয়। সেই বড় ভাইদের উৎসর্গ করে কিছু বিদায়ী স্ট্যাটাস তুলে ধরা হলো-
  • আপনার প্রবাস যাত্রা মঙ্গলময় হোক বড় ভাই, আমি আপনার আর্দশে বড় হচ্ছি আমার জন্য দোয়া করবেন, নিজের খেয়াল রাখবেন।
  • বাবার পরের আপনি একমাত্র ব্যক্তি যার কাছে কোন কিছু চাওয়ার পরে কখনো পাইনি, তা কখনোই হয়নি বড় ভাই। আপনার চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে. প্রবাসে ভালো থাকবেন ভাই।
  • বিদায় আমার প্রানের বড় ভাই। আপনাকে ছাড়া আমরা কেউ ভালো নেই ভাই। সবাই আপনাকে নিয়ে ভাবছে। আপনি ভালো থাকবেন ভাই।
  • আমি অনেক ভাগ্যবান আপনার মত ভাই পেয়ে, আপনার আর্দশে নিজের জীবন গড়তে পেড়ে। আপনি আজ দেশের মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন বড় ভাই। আপনার কথা সবসময় মনে থাকবে।
  • প্রিয় বড় ভাই আপনার বিদেশ যাত্রা হয়তো আমাদের স্বাবলম্বী করে তুলবে। কিন্তু আপনার অপূর্নতা পরিবারের প্রতিটি মানুষ অনুভব করবে ভাই।
  • আমার ছোট বেলাগুলো আপনার সাথে কাটানো। আপনার স্নেহ-আদর, শাসন, ঝগড়া সব কিছু মনে পড়ছে ভাই। আপানর প্রবাস জীবন সুখের হোক বড় ভাই।
  • আমার জীবনে আপনার অবদান ভোলার নয় আমার প্রিয় অভিভাবক। আপনার বলা প্রতিটি কথা আমার জীবনের আলোর দিশারী। প্রবাসে ভালো থাকবেন বড় ভাই।
  • ছোটবেলার প্রতিটি স্মৃতি আজ চোখে ভেসে উঠছে, আপনার চলে যাওয়ায় বুঝতে পারছি আমাদের ভালো রাখতে আপনি কত কিনা করেছেন। বিদায় বড় ভাই, আপনার প্রবাস জীবন কল্যানময় হোক।
  • আমার জীবনে আমি তিনটি মানুষের ঋণ শোধ করতে পারবো না। যার মধ্যে প্রথম দুইজন হলেন মা-বাবা এবং আরেকজন হলেন আপনি।
  • প্রিয় বড় ভাই আজ আপনাকে বিদায় জানাতে কষ্ট হচ্ছে। খুব দ্রুত সফল হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাকে অনেক ভালোবাসি ভাই।

স্বামী বিদেশ যাওয়ার স্ট্যাটাস

আমাদের অনেক প্রিয় মানুষ বা আপনজন থাকে। মেয়েদের বেলায় তাদের সবচেয়ে আপনজন হলো তার স্বামী। সেই স্বামীদের ও জীবনের তাগিদে প্রবাসে যেতে হয়। তাদের বিদায় জানাতে স্ত্রীদের অনেক কষ্ট হলে ও বিদায় ‍জানাতে হয়। কিন্তু তাদের বিদায় জানাতে অনেকেই উপযুক্ত স্ট্যাটাস খুঁজে পায় না। তাই সকলের সুবিধার্থে স্বামী বিদেশ যাওয়ার কিছু স্ট্যাটাস দেওয়া হলো। যা আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে লেখতে পারবেন।
  • তুমি ছাড়া আমি শূন্য, তোমার সাথে কাটানো প্রতিটি মহূত আমার জীবনের একটি অংশ হিসেবে পরিনত হয়েছে। বিদেশে ভালো থেকো তুমি।
  • তোমার প্রতিটি পদক্ষেপে আমার দোয়া ও ভালোবাসা থাকবে। তুমি জীবনে অনেক বড় হও। তোমার মা বাবা সহ আমাকে ভালো রেখো।
  • ওগো প্রিয়তম, আজ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তোমার অনুপস্থিতি আমাদের বার বার মনে করিয়ে দিবে, তুমি আমাদের কাছে কি ছিলো। তোমাকে অনেক মিস করবো।
  • আজ তুমি দেশ ছেড়ে, আমাদের ছেড়ে একটি ভিন্ন দেশে চলে যাচ্ছ। তোমার আগামীর পথচলা সহজ হোক তুমি সফল হও।
  • আজ এমন একটি ‍দিন, যেদিনে আমি আমার প্রশান্তি হারাতে যাচ্ছি। তুমি ছাড়া আমি অনেক একা। তুমি জলদি চলে এসো।
  • তুমি ছাড়া এই সংসার কেমন জানি অন্যরকম লাগছে, সব কিছুতেই অপূর্নতা অনুভব করছি। না চাইতে ও চোখের কোনে পানি চলে আসছে।
  • ভাবতেই বুকটা কেঁপে উঠছে, তুমি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ। প্রতিক্ষণে মনে হচ্ছে কিভাবে তোমাকে ছাড়া এতগুলো দিন কাটাবো।
  • প্রবাসে যেয়ে আমাকে কখনো ভূলে যেয়ো না। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সকল চাওয়া-পাওয়া। ভালোবাসি তোমাকে।
  • আমি মনে প্রাণে বিশ্বাস করি, তুমি একদিন সফল হবে। পূর্নতা পাবে আমাদের সকল আশা। তোমার জন্য মন উজার করে দোয়া রইলো।
  • তোমাকে ছেড়ে থাকার এই কষ্ট আমি এই ভেবে ভূলে থাকি যে, এই কষ্টের বিনিময়ে আমরা একদিন আমাদের উজ্জ্বল ভবিষৎ পাবো।

ছোট ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস

জীবন তার স্বাভাবিত গতিতে চলে। জীবনে চলতে কিছু দুঃখ, কষ্ট, বেদনা মেনে নিতে হয়। আর এই সবকিছু মিলেই আমাদের জীবন। ‍পরিবারের স্বাচ্ছলতায় একদিন পরিবারের সব থেকে আদরের, দুষ্ট ছেলেটিকে ও বিদেশ পাড়ি জমাতে হয়। বড় ভাই হয়ে ছোট ভাইকে বিদায় জানানো অনেক কষ্টের। নিম্নে ছোট ভাই বিদেশ যাওয়ার কিছু আবেগঘন স্ট্যাটাস দেওয়া হলো-
  • তুই ছিলি পরিবারের সবচেয়ে দুষ্ট একটি ছেলে, তোর দুষ্টমীগুলো এক সময় বিরক্তির কারণ হলেও আজ তা বারে বার মনে পড়ছে। প্রবাসে ভালো থাকিস ছোট।
  • পরিবারের সবার বকা খাওয়া ছেলেটি ও পরিবারের হাল ধরতে, বিদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখিস ভাই এই বকাগুলো তোর জীবনে আর্শিবাদ হয়ে ফিরে আসবে।
  • বিদেশে নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। তুই সফল হবি জীবনে, তোর জন্য মন খুলে দোয়া রইলো আমার আদরের ভাই।
  • প্রবাস জীবনে তোর প্রতিটি পদক্ষেপ সুদৃঢ হোক, তুই আমার সন্তানের মত। তোর জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা রইলো।
  • তুই আমাদের পরিবারের গর্ব। তোর প্রতিটি স্বপ্ন পূরণে আমরা তোর সাথে আছি ছোট। তুই এগিয়ে চল আপন শক্তিতে।
  • আজ তুই আমাদের রেখে দূর প্রবাসে চলে যাচ্ছিস। জানিনা আবার কবে দেখা হবে। তবে যেখানেই থাকিস অনেক ভালো থাকিস ভাই।
  • তুই আমার রক্তের বাঁধন। তোকে ছাড়া আমাদের চলতে একটু কষ্ট হবে। কিন্তু ভবিষৎ এর কথা ভেবে তোকে প্রবাসে পাঠানো। একটু কষ্ট মেনে নি ভাই। তুই সফল হবি।
  • তোর দুষ্টমী ছাড়া পরিবারটা ফ্যাকাসে হয়ে উঠেছে। তুই দ্রুত ফিরে আসিস ভাই। তোর দুষ্টমী গুলো আবারো উপভোগ করতে চাই।
  • তোর সাথে মাঝে মাঝে কোন কারণ ছাড়া ঝগড়া, বাকা বাকা কথা বলা খুব মিস করছি রে। তুই জলদি ফিরে আসিস ভাই।
  • ছোট বেলা থেকে তুই আমার একমাত্র খেলার সঙ্গি ছিলি, আপদে বিপদে আমার পাশে ছিলি। কি করে ভূলে থাকি ভাই দিনগুলো। কষ্ট হচ্ছে কিন্তু মেনে নিয়েছি। তুই নিজের খেয়াল রাখিস ছোট।

প্রবাস জীবন সুখের হোক বন্ধু স্ট্যাটাস

নতুন যারা প্রবাসে যান, তাদের অধিকাংশের প্রথম কয়েক মাস অনেক কষ্টের কাটে। যারা এই সময়টা ধয্যৈর ধারণ করতে পারে, তারাই জীবনে সফলতার দেখা পায়। তাই আপনার পরিবারের কেউ বা বন্ধ-বান্ধব প্রবাসে যাওয়ার দিন থেকে তার পাশে থাকার চেষ্টা করুন। নিম্নে কিছু প্রবাস জীবন সুখের হোক এই সম্পর্কে কিছু স্ট্যাটাস-
  • নতুন একটি অধ্যায়ে পা দিতে যাচ্ছো বন্ধু, এখানে অনেক বাধা বিপত্তি আসবেই। সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করিস। তোমর প্রবাস জীবন সুখের হোক বন্ধু।
  • প্রবাস এমন একটি যায়গা যেখানে সাহসী হয়ে থাকাটা জরুরী। পাশাপাশি কাজে মন দিস বন্ধু তোর প্রবাস জীবন সফলতায় পূনতায় ভরে যাক।
  • তোর সাথে আমার দূরত্ব বাড়লেও, তোর আমার বন্ধন সারা জীবন অটুট থাকবে। তোর প্রবাস জীবনের জন্য শুভকামনা রইলো বন্ধু।
  • প্রথমে একটু পরিশমী হয়ে থাকিস বন্ধু, তোর জীবনের লক্ষগুলো সবসময় মাথায় রাখিস। আশা রাখি আল্লাহ তোর আশা গুলো পূর্ন করুক।
  • কখনো হাল ছেড়ে দিবি না। তোর মধ্যে এমন কিছু রয়েছে, যা অন্যদের মাঝে খুব কমই রয়েছে। তুই আমাদের বন্ধুমহলে গর্বিত একজন।

লেখকের মন্তব্য: দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস - বিদায় বাংলাদেশ স্ট্যাটাস

প্রিয় পাঠক, আশা করি দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস, বিদায় বাংলাদেশ স্ট্যাটাস সহ ছোট ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস এবং স্বামী বিদেশ যাওয়ার স্ট্যাটাস গুলো আপনাদের কাজে আসবে। প্রবাসে যারা যান, তারা সেই ভিন দেশে অনেক একাকিত্ব বোধ করেন। শুরুর সময়টা তাদের কাছে অনেক দীর্ঘস্থায়ী এবং কষ্টের হয়ে থাকে। এই সময় তাদের মানসিক ভাবে শক্তি যোগান, তাদের পাশে থাকুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url