পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করুন ঘরে বসে ২০২৪

প্রিয় পাঠক, পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ সম্পর্কে জানতে চান এবং আপনি যদি পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে চান। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। যেখানে জানতে পারবেন পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ এবং পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪
এই আর্টিকেল থেকে আরো জানতে পারবেন, মিটার আবেদনের সর্বশেষ অবস্থা, পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম এবং পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করবেন কিভাবে।

ভূমিকা: পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ - পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন

প্রিয় পাঠক, আপনি যদি গ্রামীণ পরিবেশে বড় হয়ে থাকেন তাহলে কম বেশি পল্লী বিদ্যুৎ এর সাথে পরিচিত হয়ে থাকবেন। গ্রামের দিকে বেশির ভাগ কারেন্ট পল্লী বিদ্যুৎ সংযোগ করে থাকে। আপনি যদি একজন পল্লী বিদ্যুৎ সেবা গ্রহীতা তা পল্লী বিদ্যুৎ এর সেবা নিতে আগ্রহী হয়ে থাকেন। তাহলে এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আশা করি পল্লী ‍বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ কিভাবে করতে হয়, পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করার নিয়ম, নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন কিভাবে করবেন এ সকল বিষয়ে যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ - মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা

প্রিয় পাঠক, আপনারা অনেকেই মিটারের জন্য আবেদন করে থাকেন কিন্তু মিটারের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান কিন্তু কিভাবে জানবেন? কোথায় থেকে জানবেন সেটা খুঁজে পেতে সমস্যার সম্মুখীন হন। সবার সমস্যার কথা মাথায় রেখে, আমি আপনাদের জানাবো পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ বা আপনার মিটারের সর্বশেষ অবস্থা। চলুন জেনে নেওয়া যাক-

সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং ব্রাউজারে লেখতে হবে- মিটারের আবেদন অনুসন্ধান। প্রথম যে ওয়েব সাইটটি আসবে তাতে ক্লিক করুন।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪
তারপর নিচেদেওয়া ছবির মত একটি ইন্টাফেস আসবে। যেখানে ট্রাকিং নম্বার এবং পিন নম্বর চাইবে। আপনি আবেদন করার পর যে একটি আবেদন ফরম সংগ্রহ করেছেন তাতে ট্রাকিং নম্বর রয়েছে, সেটি সঠিক ভাবে বসিয়ে আপনার পিন নম্বরটি দিয়ে সাবমিট করুন।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪
সাবমিট হয়ে গেলে আপনি আপনার মিটারের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে পারবেন এছাড়া আপনার মিটারের কোন কোন ধাপ পেরিয়ে গেছে সে বিষয়ে ও জানতে পারবেন এবং কোন কারনে যদি আপনার আবেদন বাতিল ও হয়ে থাকে, কি কারনে বাতিল হয়েছে তা দেখতে পারবেন। নিম্নে ছবি সহ দেওয়া হলো-
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪
এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন পাঁচটি ধাপ সম্পূর্ণ হওয়ার পর ষষ্ঠ ধাপে গিয়ে আবেদন পত্রটি বাতিল হয়েছে। ঠিক েএকই ভাবে আপনি মিটারের জন্য আবেদন করার পর উপরিউক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ সম্পর্কে জানতে পারবেন।

পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন

আমরা অনেক সময় মিটার পরিবর্তন করে থাকি। মিটার পরিবর্তনের অনেক কারণ থাকতে পারে। যেমন ধরুন আপনি মাসে ২৪০ ইউনিট খরচ করেন (২ বা ১ মাস এদিক সেদিক হতে পারে)। কিন্তু গত দুই মাস যাবত ৫০০ ইউনিট বা তার বেশি আসছে। সেক্ষেত্রে আপনি পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।

অথবা মিটার মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আবার চালু হয় এই ধরনের সমস্যা সহ অন্য যে কোন সমস্যার জন্য পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু মিটার পরিবর্তনের জন্য কিভাবে আবেদন করবেন তা খুঁজে পাচ্ছেন না? আপনাদের সুবিধার্থে নিম্নে পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন কিভাবে করতে হয় তা দেওয়া হলো-

তারিখ:
বরাবর,
বাণিজ্যিক ব্যবস্থাপক
গাইবান্ধা জোনাল অফিস
গাইবান্ধা, রংপুর।
বিষয়: বিদ্যুৎ বিল বেশি হওয়াতে, মিটার পরিবর্তনের জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি গোবিন্দগঞ্জ প্রধান পাড়ার একজন বাসিন্দা। আমার নাম মোঃ জয়নাল আবেদীন নান্নু এবং আমার মিটার নং.................। জনাব গত ২ মাস যাবত আমার বিদ্যুৎ মিটার গতানুগতিক ভাবে কাজ করছে না এবং অস্বাভাবিক ভাবে বিদ্যৎ ইউনিট মিটারে যোগ হচ্ছে। যার কারনে গত ২ মাস যাবত বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে। এমতবস্থায় আমার মিটার পরিবর্তন করা প্রয়োজন।

অতএব, মহাশয়ের নিকট আমার আকুল আবেদন, আমার মিটারটি পরির্বতনের জন্য পদক্ষেপ গ্রহন করিবেন এবং একটি নতুন মিটার দিয়ে সহযোগিতা করিবেন। আশা করি আমার এই আবেদন পত্রটি গ্রহন করে বাধিত করিবেন।

বিনীত নিবেদন,
মোঃ জয়নাল আবেদীন নান্নু
মোবাঃ ০১৭.........................

আপনার মিটারটি পরিবর্তনের অন্য কোন কারণ থাকলে বিষয় পরিবর্তন করতে পারবেন। আবেদন করার সময় অবশ্যই মার্জিত ভাষার প্রতি লক্ষ রাখতে হবে। সাধূ এবং চলিত ভাষার মিশ্রন হলে দরখাস্ত বাতিল হতে পারে। এছাড়া আবেদন  করার সময় অবশ্যই যথা সম্ভব সম্মান প্রদর্শন করে আবেদন পত্রটি লেখুন।

পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন - নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

আমাদের বাসা বাড়িতে যদি বিদ্যৎ না থাকে। সেক্ষেত্রে আমরা যদি নতুন মিটার নিতে চান তাহলে সবার আগে আমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার কিছু ধাপ রয়েছে যেগুলো অনুসরণ করে আমাদের মিটারের জন্য আবেদন করতে হয়। তাই অতি দ্রুত মিটার পেতে নিম্নে উল্লেখিত নিয়ম বা ধাপ গুলো মেনে পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন।

প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং সার্চবারে লিখতে হবে, পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন। সার্চ দেয়ার পর প্রথম যে ওয়েব সাইডটি আসবে সেটির আবেদন পত্র লেখা তে ক্লিক করতে হবে।
পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন
আবেদন পত্রতে ক্লিক করলে নিম্নে দেওয়া ছবির মত একটি ইন্টারফেস আসবে। যেখানে আপনার যাবতীয় সকল তথ্য দিয়ে আপনাকে ফরমটি পূরণ করতে হবে। ফরম পূরণ করার সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করা উচিত। কারণ কোন একটি বিষয়ে ভূল হলে আপনার আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে। তাই ফরমটি পূরণ করার আগে অবশ্যই সজাগ থাকতে হবে।
পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন
আবেদন ফরমটি সঠিক ভাবে পূরন হয়ে গেলে ফরমটির নিচের দিকে আপনার একটি ছবি আপলোড করতে হবে (৩০০*৩০০) সাইজের যা সর্বোচ্চ ১৫০ কিলোবাইটের হতে হবে। এছাড়া আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের একটি ছবি আপলোড করতে হবে (৬০০*৪৭৫) সাইজের যা সর্বোচ্চ ৩০০ কিলোবাইট বা তার নিচে হতে হবে।

আরো একটি জিনিস আপলোড করতে হবে তা হলো আপনার জমির খতিয়ানা। আপনার জমির যদি একাধিক কাগজ হয়ে থাকে তাহলে তা ৭০০ কিলোবাইটের মধ্যে পিডিএফ করে আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি জমির মালিক না হয়ে থাকেন তাহলে, আপনি যে উত্তরাধীকারী তার একটি কাগজ আপলোড করে দিবেন।

সব কিছু সঠিক ভাবে আপলোড করা সম্পূর্ন হলে সাবমিট করে দিন। সবমিট করার পর আপনার আবেদন ফরমটি দেখতে পারবেন এবং অবশ্যই সেটি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর পিডিএফটি ওপেন করলে সেখানে ওয়্যারিং সম্পূর্ন করার কথা বলা হয়েছে।
পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন
ওয়্যারিং সম্পূর্ন করতে আমাদের আবার ওয়েব সাইডে ফিরে যেতে হবে। সেখানে আবেদন অপশন থেকে হাউজ ওয়্যারিং নিশ্চিত করুন লেখাতে ক্লিক করুন।
পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন
হাউজ ওয়্যারিং নিশ্চিত করুন লেখাতে ক্লিক করলে নিম্নে দেওয়া ছবির মতো একটি পেজ আসবে যেখানে আপনাকে ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে।
পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন
হাউজ ওয়্যারিং বিষয়ে সকল তথ্য দেওয়ার পর, আপনাকে গ্রাউনডিং রডের মেমো ছবি আকারে আপলোড করতে হবে যার সাইজ হবে (৩০০*৩০০) এবং সর্বোচ্চ ১৫০ কিলোবাইট বা তার নিচে। সর্বশেষ একটি ক্যাপচা নাম্বার থাকবে যেটি হুবহু টাইপ করে আপলো সর্মপণ করুন লেখাতে ক্লিক করলেই আপনার সকল প্রক্রিয়া সফল হবে।
পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন

লেখকের মন্তব্য: পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ - পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন

প্রিয় পাঠক, আশা করি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৪ কিভাবে করবেন এবং পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে বুঝতে পেরেছেন। আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করুন অন্যথায় আপনার আবেদন পত্রটি বাতিল হতে পারে। আবেদন করার পূর্বে উপরিউক্ত ডুকুমেন্ট গুলো নির্ভূল ভাবে সংগ্রহ করুন। কোন কিছু বুঝতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url