তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ সম্পর্কে জানুন

প্রিয় পাঠক, তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ সম্পর্কে এবং মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ সম্পর্কে জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আমি আলোচনা করবো তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ ও মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ সম্পর্কে বিস্তারিত। 
মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ
এছাড়া আরো আলোচনা করবো- ৪০ দিন তাহাজ্জুদ নামাজের ফজিলত, তাহাজ্জুদ নামাজের হাদিস এবং তাহাজ্জুদ নামাজের মোনাজাত সহ তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল সে সম্পর্কিত সকল তথ্য।

ভূমিকা: তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ - মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

আপনি একজন মুসলিম হিসেবে আপনি জানেন কি? তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ সম্পর্কে? টানা ৪০ দিন তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে? অথবা আমরা যে তাহাজ্জুদ নামাজ পড়ি তা সুন্নত নাকি নফল? একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে এই সকল বিষয় জানা এবং যথাযথ ভাবে পালন করা আমাদের বাধ্যতামূলক।
এহকালে আমরা স্বাভাবিক জীবন যাপন করার জন্য কত কিছুই না করি। কিন্তু আমরা পরকালে জন্য, যেখানে আমাদের স্থায়ী বসতি। যেখানে আমাদের চিরকাল থাকতে হবে, তার জন্য আমরা আদৌ কি কিছু করি। কেবল মাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে, জান্নাত দান করতে। সেজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা পালন সহ তাহাজ্জুদের নামাজ কায়েম করা উচিত।

তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪

আমরা অনেকেই রয়েছি যারা তাহাজ্জুদের নামাজ পড়ে থাকি। তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ সম্পর্কে অবগত না থাকার করণে, আমরা ঘুম থেকে যখন জাগা পাই তখনি তাহাজ্জুদের নামাজ পড়ে থাকি। আসলেই কি এটি সঠিক সময়? এই বিষয়ে আমাদের যথাযথ ধারণা নেই। চলুন জেনে নেই তাহাজ্জুদ নামাজের সঠিক সময় সূচি ২০২৪ সম্পর্কে-
তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪
এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের পূর্ব মহূত অবদি, যে কোন সময় তাহাজ্জুদের নামাজ আদায় করা যায় বলে অনেক আলেমগন দাবি করেন। কিন্তু সর্বোত্তম ফজিলতপূর্ণ সময় হিসেবে দাবি করা হয় রাতের শেষ তৃতীয় অংশে সুবহে সাদিকের পূর্ব মুহূর্ত। আল্লাহ তাআলা এই সময় প্রথম আসমানে অবতরণ করেন।

আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করা কারণে, বান্দার সকল চাওয়া, সকল দোয়া প্রথনা অনেক কাছে থেকে শোনেন এবং বান্দর সকল মনে আশা পূরণ করেন এবং এ সময় আল্লাহর রহমত ও মাগফিরাত বেশি বেশি করে বর্ষিত হয়। তাই আমরা বলতেই পারি তাহাজ্জুদ নামাজের ‍উপযুক্ত সময় হলো রাতের শেষ তৃতীয়াংশে।

রাতের শেষ তৃতীয়াংশ যেভাাবে নির্ণয় করবেন-
রাতের শেষ তৃতীয়াংশ নির্ণয় করতে মাগরিবের আজানের সময় থেকে শুরু করে ফজরের আজানের সময় পর্যন্ত সময়কে তিন দিয়ে ভাগ করুন তাহলে রাতের শেষ তৃতীয়াংশ বের হবে। চলুন আরো বিস্তারিত জানি-
ধরুন, মাগরিবের নামাজের আজান সন্ধ্যা ৬ টায় হয় এবং ফজরের নামাজের আজান ভোর ৪ টায় হয়। তাহলে হিসাব করতে হবে সন্ধা ৬ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত কত ঘন্টা সময় হয় এবং তার তিন দিয়ে ভাগ করুন। ৬ টা থেকে ৪ টা পর্যন্ত মোট সময় হয় ১০ ঘন্টা। এখন এই ১০ কে ৩ দিয়ে ভাগ করলে প্রতি অংশে সময় হয় ১ ঘন্টা ২০ মিনিট।
  • তাহলে রাতের শুরুর প্রথমাংশ- ৬ এর সাথে ৩ ঘন্টা ২০ মিনিট যোগ করলে ৯ টা ২০ মিনিট।
  • রাতের মধ্যমাংশ বা দ্বিতীয়াংশ- ৯ টা ২০ মিনিটের এর সাথে ৩ ঘন্টা ২০ মিনিট যোগ করলে ১২ টা ৪০ মিনিট।
  • রাতের শেষ তৃতীয়াংশ- ১২ টা ৪০ মিনিটের সাথে ৩ ঘন্টা ২০ মিনিট যোগ করলে ৪ টা।
অতএব, এক্ষেত্রে রাতে শেষ তৃতীয়াংম হলো রাত ১২ টা ৪০ মিনিট থেকে ভোর ৪ টা পর্যন্ত। খেয়াল রাখবেন মাগরিবের নামাজের সময় এবং ফজরের নামাজের সময় পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে অনুরুপ ভাবে হিসাব করতে হবে। যে পরিবর্তন ই হোক না কেনো মাগরিব থেকে ফজর পর্যন্ত সময়কে তিন দিয়ে ভাগ দিবেন। রাতের শেষ তৃতীয়াংশ পেয়ে যাবেন। আশা করি তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ সম্পর্কে বুঝতে পেরেছেন।

মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

পুরষ হোক বা মহিলা সকলে তাহাজ্জুদ নামাজের নিয়ত একই। মহিলাদের জন্য তাহাজ্জুদের নামাজের আলাদা কোন নিয়ত নেই। এক নিয়ত ব্যবহার করে নর-নারী সবাই এই সালাত আদায় করতে পারবেন। তাহাজ্জুদ নামাজে নিয়ত করা জরুরি, হোক সেটা মনে মনে অথবা উচ্চরন করে। তবে তাহাজ্জুদ নামাজের নিয়ত মনে মনে করলেই হয়ে যায়।
তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চরণ-
নাওয়াইতুয়ান উছওয়াল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই ছালাতিল তাহাজ্জুদী সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

যার অর্থ হলো- আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদের দুই রাকাত সুন্নাত নামাজ এর নিয়ত করিলাম। আল্লাহু আকরার।

৪০ দিন তাহাজ্জুদ নামাজের ফজিলত

৪০ দিন তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে কোরআন বা হাদিসে নিদিষ্ট করে কিছু বলা হয়নি। তবে কিছু হাদিসে রয়েছে হযরত মুহাম্মাদ (সাঃ) ৪০ দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর সাহাবীদের পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তবে মনে রাখতে হবে ফজিলত লাভের আশায় কেবল ৪০ দিন নয়, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করা জরুরি।

নিম্নে নিয়মিত তাহাজ্জুদ নামাজের কিছু ফজিলত সম্পর্কে বলা হলো-
  • প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জীবন পরিচালনা করা যায়।
  • দোয়া কবুলের সব চেয়ে সহজ মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করা। তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর দয়া ও রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয়। যার কারনে দোয়া কবুল হয়।
  • গুনাহ মাপের সবচেয়ে কার্যকারি উপায় হলো তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা খুশি হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় কারীদের গুনাহ ক্ষমা করে দেন।
  • যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তার সকল কাজে বরকত দান করেন এবং রিযিক বৃদ্ধি করে দেন।
  • নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি সাধন হয়। ঈমান মজবুত হয় এবং আল্লাহর প্রতি একাগ্রতা বৃদ্ধি পায়। উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায়।
  • তাহাজ্জুদ নামাজ আদায়কারী ব্যক্তি এহকালে সকল বালা-মসিবত থেকে মুক্তি পায় এবং পরকালে জান্নত লাভ করা যায়।

তাহাজ্জুদ নামাজের হাদিস

তাহাজ্জুদ নামাজ আদায় করা সম্পর্কে, এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। যেগুলো আমরা অনুধাবন করলে বুঝতে পারি তাহাজ্জুদের নামাজ আদায় করা কতটা ফজিলত ও বরকতময়। একজন মুসলমান হিসেবে আমাদের সকলের উচিত নিয়মিত তাহাজ্জুদের সালাত কায়েম করা। চলুন জেনে নেই তাহাজ্জুদ নামাজের কিছু হাদিস সম্পর্কে-

হযরত আলী (রাঃ) হতে বর্ণিত, হযরত মুহাম্মাদ (সাঃ) বলেছেন- হে ঈমানদারগন তোমরা তাহাজ্জুদের সালাত কায়েম করো। যা তোমার পূর্ববর্তী আলেমগন কায়েম করেছেন। কেবলমাত্র এই নামাজই তোমার প্রভূর নৈকট্য অর্জনের উপায়। এই নামাজ পাপ থেকে দূরে রাখে এবং পাপ থেকে ক্ষমা পেতে সাহায্য করে। (সহিহ তিরমিযী, হাদিস নং- ৩৫৪৯)

আবু উমামাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন- রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজের তুলনায় এত অধিক পরিমানে সওয়াব অন্য কোন নামাজে নেই। (সহিহ তিরমিযী, হাদিস নং- ৪৩৫৫)

যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর সান্নিধ্য লাভে এবং জান্নাত লাভের আশায় নিয়মিত রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে, তার সকল গুনাহ সমূহ মাফ করে দেওয়া হয়। (সহিহ তিরমিযী, হাদিস নং- ১১৫৩)

তোমরা রাতের বেলা নামাজ আদায় করো। কারণ রাতের নামাজ আদায় করা ঈমানদের ঐশ্বর্যের লক্ষণ। (সহিহ মুসলিম, হাদিস নং- ৭২৮)

তাহাজ্জুদ নামাজের মোনাজাত

তাহাজ্জুদ নামাজ শুরু করার পূর্বে যে দোয়া পড়া উত্তম তাহলো-
আল্লাহুম্মা রাব্বা জিবরাঈলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফীলা ফাতিরাস সামাওয়াতে ওয়াল আরযি আলিমাল গাইবে ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। বিইজনিকা ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতুম মুস্তাকীম।

বাংলা অর্থ- হে আল্লাহ জিবরাঈল, মিকাঈল ও ইসরাফীলে প্রভু, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, সকল জ্ঞানের অধিকারী, যেসকল বিষয়ে (তোমার বান্দাগণ) মতানৈক্য করছে তার ফয়সালাকারী এবং হক সম্পর্কে যে মতভেদ হচ্ছে সে ব্যাপারে তোমার অনুগ্রহ দ্বারা আমাকে পথ দেখাও। নিশ্চয় তুমি সঠিক পথ প্রদর্শনকারী।

তাহাজ্জুদ নামাজের দোয়া:
আল্লাহুম্মা লাকাল হামদু আনতা ক্বাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়ামান ফীহিন্না, ওয়ালাকাল হামদু লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়া মান ফীহিন্না, ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ্ব, ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু, ওয়া ওয়া দুকাল হাক্কু, ওয়া ক্বাওলুকাল হাক্কু, ওয়া লিকাউকাল হাক্কু, ওয়াল জান্নাতু হাক্কু, ওয়ান্নারু হাক্কু, ওয়ান্নাবীয়্যূনা হাক্কু, ওয়া মুহাম্মাদুন হাক্কু, ওয়াস সাআতু হাক্কু, আল্লাহুম্মা লাকা আসলামতু, ওয়া বিকা আমানতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়া ইলাইকা আনাবতু, ওয়া বিকা খাসামতু, ওয়া ইলাইকা হাকামতু, ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু, ওয়া মা আসরারতু ওয়া মা আআলানতু, আনতা ইলাহী লা ইলাহা ইল্লা আনতা। (সহিহ বুখারী)

লেখকের মন্তব্য: তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ - মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

প্রিয় পাঠক, আশা করি তাহাজ্জুদ নামাজের সময় সূচি ২০২৪ সম্পর্কে এবং মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ সম্পর্কে অবগত হয়েছেন। উপরিউক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি, তাহাজ্জুদের নামাজ কতটা গুরুত্বপূর্ন ও ফজিলতময়। আপনার তাহাজ্জুদ নামজ হোক কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আপনাকে রহমত দান করুন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url