কিভাবে মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করে আয় করা যায়
প্রিয় পাঠক, মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং কিভাবে করা যায়? এবং সিপিএ ডিজিটাল মার্কেটিং কি সে বিষয়ে বিস্তারিত জানতে চান, কিন্তু কোথাও কোন সঠিক তথ্য পাচ্ছেন না। তাহলে এই আর্টিকেলটি কেবলমাত্র আপনার জন্য। যেখানে আপনি জানতে পারবেন সিপিএ ডিজিটাল মার্কেটিং কি এবং মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং কিভাবে করা যায়।
এছাড়া এই আর্টিকেলে আরো জানবেন- সিপিএ মার্কেটিং শিখতে কতদিন লাগবে এবং সিপিএ মার্কেটিং টুলস সম্পর্কে বিস্তারিত।
ভূমিকা: মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং - সিপিএ ডিজিটাল মার্কেটিং কি
আমরা অনেকেই সিপিএ মার্কেটিং বিষয়টির নাম শুনলেও , সিপিএ মার্কেটিং কি? এটি কিভাবে কাজ করে এবং এই কাজ করতে কি কি টুলসের ব্যবহার হয়ে থাকে সে বিষয়ে অবগত নই। সিপিএ মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর অনেক গুরুত্বপূর্ন একটি সেক্টর। দিন দিন এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাচ্ছে।
আপনার কাছে যদি ল্যাপটপ বা পিসি না থাকে, তাহলে আপনি মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করতে পারবেন। এই কাজ করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় না। মোটামুটি ইন্টারনেট বিষয়ে ধারনা এবং একটি শর্ট কোর্স করার মাধ্যমে মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করতে পারবেন এবং এখান থেকে মোটা অংকের টাকা আয় করতে পারবেন।
সিপিএ ডিজিটাল মার্কেটিং কি
ডিজিটাল মার্কেটিং হলো- কোন অনলাইন মাধ্যমকে ব্যবহার করে আপনারর কোন পণ্য বা সেবা বিক্রি করা। ধরুন আপনি একটি মোবাইল বিক্রি করতে চান সেটি কোন ওয়েব সাইট হোক বা কোন সোশ্যাল মিডিয়া, যেখানে আপনি প্রচার প্রচারণা করে সর্বস্তরের মানুষের কাছে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপণ পৌঁছে দিতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং এর ভাষায় সিপিএ অর্থ হলো Cost Per Action। সহজ ভাবে বলতে গেলে আপনি কোন একটি নিদিষ্ট কাজ সম্পূর্ণ করা মাধ্যমে তার বিনিময়ে টাকা পাবেন। সেটি হতে পারে কোন পণ্য ক্রয় করা, কোন মোবাইল অ্যাপ ডাউনলোড করা অথবা কোন কাজের ফর্ম পূরন করা বা অন্য কোন কাজ হতে পারে।
আরো পড়ুনঃ কোটি টাকা আয় করার ৫টি উপায়
তাহলে উপরে উল্লেখিত তথ্য মতে, আমরা বলতে পারি সিপিএ ডিজিটাল মার্কেটিং হলো- কোন অনলাইন মাধ্যমকে ব্যবহার করে কোন অ্যাড বা ক্যাম্পেইন চালিয়ে আপনার কোন কাজ (যেমন- অ্যাপস ডাউনলোড, পণ্য বিক্রয় বা কোন ফর্ম পূরণ করা) সবার মাঝে প্রচার করে কোন একটি কাজের প্রতি সবাইকে আকৃ্ষ্ট করা।
আপনার চলানো অ্যাড বা ক্যাম্পেইন থেকে কেউ যদি অ্যাপ ডাউনলোড করে বা কোন পণ্য ক্রয় করে, তাহলে সেই ডাউনলোডকৃত অ্যাপ বা বিক্রি করা পণ্য থেকে একটি নিদিষ্ট পরিমান অর্থ কমিশন পাবেন। আশা করি সিপিএ ডিজিটাল মার্কেটিং কি? তা সম্পূর্ন ভাবে বুঝতে পেরেছেন।
মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং সেক্টরে অন্যতম একটি মাধ্যম হলো সিপিএ মার্কেটিং। যা আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ও ব্যবহার করতে পারবেন। বর্তমান সময়ে সিপিএ মার্কেটিং অনেক বেশি জনপ্রিয় আয় করার একটি মাধ্যম। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সিপিএ মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে।
আপনি যদি মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেই ধাপগুলো মেনে কাজ করলে আপনি এই সিপিএ মার্কেটিং সেক্টরে সফল হবেন এবং অধিক অর্থ উপার্জন করতে পারবেন। চলুন জেনে নেই মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করতে কি কি ধাপ অনুসরণ করতে হয়।
ধাপ ১ । মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করতে প্রথমে আপনাকে একটি নিদিষ্ট সিপিএ নেটওয়ার্কের সাথে যোগ দিতে হবে। দেখে শুনে একটি ভালো নেটওয়ার্কের সাথে যোগ দান করবেন, যেই নেটওয়ার্ক গুলো বিভিন্ন অফার দিয়ে থাকে। সবচেয়ে ভালো নেটওয়ার্ক সাইটগুলোর মধ্যে MaxBounty, CPAlead এবং AdWork Media অন্যতম। আপনি যেকোন একটি নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারেন।
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অবস্থান ২০২৪
ধাপ ২। আপনি একটি নিদিষ্ট নিস বা আপনি কোন ধরনের অফার প্রচার করতে চান তা নিবার্চন করুন। কোন নেটওয়ার্কে যোগ দেওয়ার পর আপনাকে অবশ্যই এই মোবাইলে সাথে মানানসই এমন অফার নিয়ে কাজ করতে হবে। যাতে মোবাইল ব্যবহারকারী গ্রাহকরা সহজেই আপনার অফারটি গ্রহন করে কাজ সম্পূর্ন করতে পারে। সহজ অফার গুলোর মধ্যে অ্যাপ ডাউনলোড, পন্য বিক্রি বা ফর্ম পূরণ সবচেয়ে বেশি জনপ্রিয়।
ধাপ ৩। আপনার অফার নিবার্চন হয়ে গেলে এবার আপনাকে একটি মোবাইলে অনেক ভালো কাজ করে এমন একটি পেজ তৈরী করতে হবে। সেটাকে আমরা লেন্ডিং পেজ বলে থাকি। লেন্ডিং পেজ হলো- আপনার বিজ্ঞাপন দেখে গ্রাহকরা আপনার বিজ্ঞাপনে ক্লিক করলে যে পেজে নিয়ে যায়, সেটাকে লেন্ডিং পেজ বলে।
সিপিএ মার্কেটিংয়ে ভালো করতে লেন্ডিং পেজ অনেক গুরুত্বপূর্ন। অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে লেন্ডিং পেজটি অনেক দ্রুত লোড নিতে পারে এবং গ্রহকদের দের ক্রয় করা যে প্রক্রিয়া সেটা যাতে সহজ হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। আপনি লিডপেজ নামক একটি টুলস ব্যবহার করে সহজেই লেন্ডিং পেজ তৈরী করতে পারবেন।
ধাপ ৪। আপনার যদি লেন্ডিং পেজ তৈরী হয়ে থাকে, তাহলে এবার আপনাকে বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করতে হবে। হতে পারে সেটি ফেসবুক, টিকটক, ইউটিউব বা ইনস্টাগ্রাম ব্যবহার করে মার্কেটিং করতে পারেন। অনেক বেশি ট্রাফিক পেতে ফেসবুক অ্যাড বা ইনস্টাগ্রাম অ্যাড পরিচালনা করতে পারেন। যার মাধ্যমে আপনি চাইলে নিদিষ্ট একটি এলাকা ভিত্তিক টার্গেটেট গ্রাহক আনতে পারবেন।
এই ধরনের অ্যাড থেকে অনেক বেশি ফলাফল পাওয়া সম্ভব। এছাড়া আপনি ওয়েবসাইডে ব্লগ লিখে অনেক গ্রহক আনতে পারবেন। সেটি হতে পারে আপনার ওয়েব সাইট বা অন্য কারোর ওয়েব সাইট। যেখানে আপনার একটি লিংক দেওয়া থাকবে, যেটাতে ক্লিক করে গ্রহকরা আপনার লেন্ডিং পেজে যেতে পারবে।
ধাপ ৫। আপনার বিজ্ঞপনটি সবার কাছে পৌঁছানোর আরো একটি সহজ মাধ্য হলো পুশ নোটি ফিকেশন। পুশ নোটিফিকেশন অনেক সহজেই গ্রহকদের কাছে পৌঁছে। যার কারনে গ্রহকরা অতি উৎসাহ নিয়ে সেই নোটিফিকেশনে প্রবেশ করে। সিপিএ মার্কেটাররা এই পুশ নোটিফিকেশন থেকে অনেক বেশি সফল হতে পারেন।
ধাপ ৬। অপনার অ্যাড বা ক্যাম্পেইন থেকে কেমন ফলাফল আসছে, তা নিয়মিত চেক করুন।পারফরম্যান্স অবনতির দিকে গেলে, সেটিংস পরিবর্তন করুন। এখান থেকে আপনি আপনার অ্যাড থেকে কেমন ক্লিক বা ইম্পেশন দেখতে পারবেন। এছাড়া কতগুলো কাজ সম্পূর্ন হয়েছে সেটিও দেখতে পারবেন।
উপরোক্ত ৬টি ধাপ থেকে আশা করি কিভাবে মোবাইলে দিয়ে সিপিএ মার্কেটিং করবেন, সে বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়া কোন বিষয়ে না বুঝতে পারলে কমেন্টবক্সে আপনার প্রশ্নটি লিখুন।
সিপিএ মার্কেটিং শিখতে কতদিন লাগবে
সিপিএ মার্কেটিং শিখতে কতদিন লাগবে তা নিদিষ্ট করে বলা খুব কঠিক। সিপিএ মার্কেটিং মোটামুটি লম্বা একটি সেক্টর। এটি শিখতে আপনার এ বিষয়ে কতটুকু জ্ঞান রয়েছে, তার উপর নির্ভর করে। এছাড়া আপনার এই কাজের প্রতি আপনি কত সময় দিতে পারবেন এবং এই কাজে আপনার আগ্রহ কতটুকু রয়েছে, তার উপর নির্ভর করে বলা যাবে আপনার সিপিএ মার্কেটিং শিখতে কতদিন লাগবে।
আপনার যদি পূর্বে কোন কাজের অভিজ্ঞতা থেকে থাকে যেমন ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে অ্যাড চালনা বিষয়ে। তাহলে আপনার সিপিএ মার্কেটিং এ সময় অনেকটা কম লাগবে। কিন্তু এই বিষয়ে যদি কোন জ্ঞান না থাকে বা প্রাথমিক ধারণা না থাকে তাহলে সিপিএ মার্কেটিং আপনার জন্য সময় সাপেক্ষ হতে পারে।
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি ২০২৪
আপনি কোন উপায়ে সিপিএ মার্কেটিং শিখছেন, তার উপর নির্ভর করে সময় কম বেশি হতে পারে। যেমন ধরুন আপনি যদি কোন অনলাইন কোর্স করেন তাহলে এ সময় লাগবে, যদি ইউটিউবে ভিডিও দেখে শিখেন তাহলে আলাদা সময় লাগবে বা আপনি যদি অন্য কোন মাধ্যমে সিপিএ মার্কেটিং শিখেন তাহলে আলাদা সময় লাগবে।
সবচেয়ে বড় কথা আপনি এই বিষয়ে প্রতিদিন কত সময় দিতে পারছেন, আপনার এই কাজের প্রতি ধৈর্য্য কেমন রয়েছে। সিপিএ মার্কেটিং অনেকটা দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ একটি সেক্টর। আপনি চাইলেই একদিনে সবকিছু শিখতে পারবেন না। প্রতি বিষয় বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সময় দিয়ে শিখতে হয়।
সিপিএ মার্কেটিং টুলস
সিপিএ মার্কেটিং শিখতে অনেকগুলো টুলসের ব্যবহার শিখতে হয়। এই টুলস গুলোর ব্যবহার যদি আপনি এ টু জেট না জানেন তাহলে সিপিএ মার্কেটিং এ আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। আর সবগুলো টুলস একটার সঙ্গে আরেকটা রিলেটেড। তাই সিপিএ মার্কেটিং শিখতে নিম্নউক্ত টুলসগুলো সম্পর্কে যথাযত জ্ঞান থাকা প্রয়োজন।
ট্রাফিক সোর্স টুলস: ট্রাফিক সোর্স টুলসের কাজ হলো আপনি যে অফার গুলো নিয়ে কাজ করছেন, তার কতটা কাজ করছে তাসহজেই দেখতে পারবেন। এছাড়া এখান থেকে আপনার কেমন ট্রাফিক আসছে এবং সেই ট্রাফিক এর উৎস সম্পর্কে ও জানতে পারবেন। তাই ট্রাফিক সোর্স টুলস সম্পর্কে ভালো ভাবে শিখুন।
ল্যান্ডিং পেজ বিল্ডার: সিপিএ মার্কেটিং এর জগতে আপনি কতটা সফল হবেন, তা পুরোপুরি নির্ভর করে এই ল্যান্ডিং পেজ টুলসের উপরে। মোবাইলের জন্য মানানসই একটি ল্যান্ডিং পেজ টুলস থাকা অত্যাবশ্যক এই সিপিএ মার্কেটিংয়ের জন্য। এছাড়া ল্যান্ডিং পেজ টুলসে কনভার্শন-ফোকাসড করা গুরুত্বপূর্ন একটি বিষয়।
অ্যাড স্পাই টুলস: সিপিএ মার্কেটিং এ আরো একটি গুরুত্বপূর্ন টুলস হলো অ্যাড স্পাই টুলস। এই অ্যাড স্পাই টুলস ব্যবহার করে আপনার প্রতিযোগীদের অ্যাড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আরো অনেক টুলস রয়েছে যেগুলো সিপিএ মার্কেটিং করতে ব্যবহার হয়ে থাকে। তাই আপনি যদি সিপিএ মার্কেটিং শিখতে চান, তাহলে এই টুলস গুলো সম্পর্কে বিস্তারিত জানুন।
লেখকের মন্তব্য: মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং - সিপিএ ডিজিটাল মার্কেটিং কি
প্রিয় পাঠক, আশা করি মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং কিভাবে করবেন সিপিএ ডিজিটাল মার্কেটিং কি এবং সিপিএ মার্কেটিং শিখতে কতদিন লাগবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এছাড়া সিপিএ মার্কেটিং করতে কি কি টুলস এর ব্যবহার হয় তা জানতে পেরেছেন। কাজ শিখতে সময় দিন, নিয়মিত সেগুলো চর্চা করুন। সফলতা আপনার হয়ে কথা বলবে।
এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে অ্যামপ্লি ইনফোর সাথেই থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url