মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো এবং দাম কত

মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো এবং কম দামে ভালো নাইট ক্রিম কোনটি তা জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো হবে এবং কম দামে ভালো নাইট ক্রিম কোনটি ও দাম কত?
কম দামে ভালো নাইট ক্রিম
এছাড়া আরো জানতে পারবেন- তৈলাক্ত ত্বকের ঘরোয়া নাইট ক্রিম, নাইট ক্রিম কোনটা ভালো এবং বিশ্বের সেরা নাইট ক্রিম কোনটি? তার দাম কত এবং কোথায় পাওয়া যায় সে সম্পর্কে।
পোস্ট সূচিপত্র: 

ভূমিকা: মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো - কম দামে ভালো নাইট ক্রিম

নাইট ক্রিম যা রাতে ব্যবহার করা হয়ে থাকে। সারাদিনের ধূলাবালি এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মুক্তি পেতে নাইট ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। দিনের থেকে রাতে বেশি আমাদের ত্বকের কোষগুলো সতেজ হতে শুরু করে। এই ত্বকের সতেজতা আরো বাড়িয়ে তুলতে নাইট ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। যেটি ব্যবহারে ত্বক প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার পাশাপাশি ত্বকের আদ্রতা বজায় থাকে।
নাইট ক্রিম ব্যবহারে মেয়েদের ত্বক অনেক বেশি কোমল, মসৃন এবং উজ্জ্বল হয়ে থাকে। কারন নাইট ক্রিম গুলোতে থাকা বিদ্যমান ভিটামিন-এ, হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। যা ত্বকের টান টান ভাব ধরে রাখতে এবং বয়সের ছাপ মুছে দিতে সাহায্য করে। মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে, সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে সমস্ত আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো

ছেলেদের থেকে মেয়েরা তাদের ত্বকের প্রতি বেশি যত্নশীল হয়ে থাকে। এজন্য তারা নান ধরনের ফেসওয়াস, ক্রিম এবং নাইট ক্রিম ব্যবহার করে থাকে। এক্ষেত্রে তারা চায় সবচেয়ে ভালো মানের পণ্য ব্যবহার করে থাকে। কিন্তু এখানেই বাধে বিপত্তি কোন কোন নাইট ক্রিম ভালো, কোনটি তাদের ত্বকের জন্য উপযুক্ত এসকল বিষয় কোন নাইট ক্রিম ক্রয় করার পূর্বে তাদের চিন্তার বিষয়।
মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো
মেয়েদের চিন্তার অবসান ঘটিয়ে আমি এমন কিছু নাইট ক্রিম নিয়ে আলোচনা করবো, যেগুলোর যেকোন একটি তারা ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেই মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো-

Clinique Moisture Surge Overnight Mask ৩০ মিলি - দাম ১৪৮০ টাকা
এটি একটি নাইট মাস্ক ক্রিম। যাদের ত্বক অনেক বেশি শুষ্ক তারা এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে ত্বকের আদ্রতা বজায় থাকে। কারণ এতে রয়েছে অ্যালোভেরা, মধু এবং অন্যান্য হাইড্রেটিং উপাদান যা ত্বকে আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি অনেকটা জেলের মত হয়ে থাকে, যার ফলে খুব সহজেই আমাদের ত্বক এটি শোষন করতে পারে।
এটি সব ধরনের ত্বকের জন্যই উপকারি। অ্যালার্জি হোক বা অন্য কোন ত্বকের সমস্যা এই ক্রিম সহজেই ব্যবহার করতে পারবেন। কারণ এই ক্রিমে কোন ধরনের প্যারাবেন, ফথালেট বা কোন সুগন্ধি ব্যবহার করা হয় না। তাই সকল ত্বকের সাথে মানিয়ে যায়। ত্বকে অ্যালর্জি বা অন্য কোন সমস্যা থাকলে তা সাড়াতে সাহায্য করে।

Olay Regenerist Night Recovery Cream ৫০ মিলি - দাম ২৬৪০ টাকা
এটি একটি অ্যান্টি এজিং নাইট ক্রিম। যা বার্ধক্য হওয়ার থেকে আমাদের রক্ষা করে। এতে থাকা রেটিনয়েড ও অ্যামিনো পেপটাইড উপাদান আমাদের ত্বককে সতেজ করে উজ্জিবিত করে। এছাড়া এতে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বকের আদ্রতা দীর্ঘ সময় ধরে রাখতে সহায়তা করে এবং ত্বকের মসৃণতা বজায় রাখতে কাজ করে।
এই ক্রিমটি তাদের জন্য বেশি উপকরি যাদের বয়স ৩০ বছরের বেশি। এসময় ত্বকে অনেক বেশি ক্ষতিকর ব্যকটেরিয়া সংক্রমন হয় থাকে, যা ক্রিমটি ব্যবহারে ভালো রাখা সম্ভব। এছাড়া ত্বকের বলিরেখা ও ফাইন কমাতে ও বেশ কার্যকর এই ক্রিমটি। দাম একটু বেশি হলেও এই ক্রিমটি ব্যবহার করার চেষ্টা করুন।

L’Oréal Paris Revitalift Anti-Wrinkle + Firming Night Cream - দাম ১৮৫০ টাকা
এটি ও একটি অ্যান্টি এজিং ক্রিম। যা বয়সের ছাপ থেকে আমাদের রক্ষা করে থাকে। এই ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বক অনেকটা শীতল অনুভূতি প্রদান করে এবং এতে থাকা সেন্টেলা আসিয়াটিকার উপাদান ত্বকের কোষ গুলোকে সতেজ রাখে এবং নতুন কোষ সৃষ্টি হওয়াতে সহায়তা করে।

এছাড়া ত্বকে শুষ্কতা দূর করে ত্বককে গভীরভাবে আদ্রতা প্রদান করে। এটি এমন একটি ক্রিম যা সকল বয়সের মানুষদের জন্য ব্যবহার যোগ্য। এটি নিয়মিত ব্যবহারে ত্বক কোমল, মসৃনতা প্রদান করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে।

কম দামে ভালো নাইট ক্রিম

আমরা অনেকেই ভেবে থাকি ভালো নাইট ক্রিম কিনতে গেলে অনেক উচ্চমূল্যে কিনতে হয়। কিন্তু এই ধারনাটি একদমই সঠিক নয়। কারণ বর্তমান সময়ে এমন অনেক ক্রিম পাওয়া যায় সেগুলো ত্বকের জন্য খুবই উপকারি এবং দামে ও অনেক কম হয়ে থাকে। তেমনি কিছু ক্রিম নিয়ে আলোচনা করবো। চলুন জেনে নেই কম দামে ভালো নাইট ক্রিম সম্পর্কে বিস্তারিত-

আপনি সেই সকল নাইট ক্রিম ক্রয় করার চেষ্টা করুন, যেই নাইট ক্রিম গুলোতে হায়ালুরনিক এসিড, কোকোয়া বাটার বা শিয়াবটার সহ ভিটামিন-ই রয়েছে কিনা। যদি কোন নাইট ক্রিমে সকল উপাদান বিদ্যমান থাকে, তাহলে অবশ্যই সেই নাইট ক্রিমটি ক্রয় করতে পারেন। যেহেতু কম দামে কিনবেন সেহেতু বাজার যাচাই করে ক্রয় করা উচিত।
CeraVe Hydrating Hyaluronic Acid Serum - দাম ২৯৫০ টাকা
এটি একটি জনপ্রিয় নাইট সিরাম। যা ব্যবহারে আমাদের ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে থাকে। কারন এতে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড, যা ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বকের আদ্রতা বাজায় রাখতে এবং কোমলতা ধরে রাখতে সাহায্য করে। এটি তৈলাক্ত ত্বকের জন্য ও বেশ কার্যকারি হয়ে থাকে। অন্যান্য ক্রিমের তুলনায় এটি দাম অনেকটা কম।

Mamaearth overnight repair face cream ৫০ মিলি - দাম ১৩৫০ টাকা
এটি ক্রিমটি মূলত ত্বক ভালো রাখার একটি নাইট ক্রিম। এই ক্রিমে থাকা কোলাজেন এবং হায়ালুরোনিক উপাদান ত্বকের কোষ গুলোকে সতেজ রাখে এবং দীর্ঘ সময় ধরে আর্দ্রতা বজায় রাখে। এটি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। এটি সহজেই ত্বকের সাথে মিশে যায় যার কারনে ত্বক হয় মসৃন ও উজ্জ্বল।

L’Oréal Paris White Perfect Night Cream ৫০ মিলি - দাম ১৪৫০ টাকা
এই নাইট ক্রিমটি ব্যবহারে আমাদের ত্বকে মেলানিন উৎপাদন কমে যায়, যার কারণে আমাদের ত্বক হয় উজ্জ্বল এবং ত্বকে থাকা সকল দাগ দূর হয়। এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পায় যার ফলে ত্বকে কোন রোদেপোড়া দাগ পড়ে না। এছাড়া নিয়মিত এই ক্রিমটি ব্যবহারে ত্বক সবসময় হাইড্রেট থাকে। ফলে আমাদের ত্বক থাকে নরম ও কোমল।

বিশ্বের সেরা নাইট ক্রিম

সারা বিশ্ব ব্যাপি বেশ কয়েকটি ব্র্যান্ডের নাইট ক্রিম অনেক বেশি প্রচলিত। যা ত্বকে ভেদে একেক জন একেক নাইট ক্রিম ব্যবহার করে থাকে। যেমন শুষ্ক ত্বকের জন্য আলাদা ক্রিম, তৈলাক্ত ত্বকের জন্য আলাদা ক্রিম, বয়সের ছাপ এড়িয়ে চলতে আলাদা ক্রিম এবং মসৃণতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে আলাদা ক্রিম ব্যবহার করে থাকে। নিম্নে কিছু বিশ্বের সেরা নাইট ক্রিমের নাম দেওয়া হলো-
  • L'Oréal Paris Revitalift Laser X3 Night Cream - সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।
  • Clinique Smart Night Custom-Repair Moisturizer - শুষ্ক ত্বকের জন্য ব্যবহার যোগ্য।
  • La Mer Crème de la Mer - শুষ্ক ও বয়সের ছাড়া এড়াতে ব্যবহার করা হয়ে থাকে।
  • Kiehl’s Midnight Recovery Concentrate - সব ধরনের ত্বকে ব্যবহার যোগ্য।
  • Olay Regenerist Retinol 24 Night Moisturizer - সাধারণ ত্বক বা শুষ্ক ত্বকে ব্যবহার করা যায়।
  • Neutrogena Hydro Boost Gel-Cream - তৈলাক্ত ও শুষ্ক ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরী।
  • Estée Lauder Advanced Night Repair Synchronized Recovery Complex II - বয়সের ছাপ এড়িয়ে চলতে বিশেষ ভাবে তৈরী।
  • Charlotte Tilbury Magic Night Cream - সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।
  • Drunk Elephant T.L.C. Framboos Glycolic Night Serum - তৈলাক্ত ত্বকে ব্যবহার যোগ্য।
  • Sunday Riley Luna Sleeping Night Oil - সাধারণ ত্বক এবং সংক্রমন যুক্ত ত্বকে বেশি কার্যকর।

নাইট ক্রিম কোনটা ভালো

আমাদের ত্বকের ধরন অনুযায়ী নাইট ক্রিম বাছাই করা খুবই বিভ্রান্তিকর, কারন অনেকেই জানে না, কোন নাইট ক্রিম আমাদের ত্বকের জন্য ভালো হবে। অনেক সময় এ সব নাইট ক্রিমে ক্ষতিকর কেমিক্যাল থাকে যা আপনার ত্বকে ম্যাচ না হলে হিতে বিপরীত হয়ে ত্বকে রিয়াকশন দেখা দিতে পারে। ত্বকের ধরন অনুযায়ী সঠিক নাইট ক্রিম সম্পর্কে জানাতে সর্বচ্চো চেষ্টা করব।

বাজারে নাইট ক্রিম এর শত শত কোম্পানি বা ব্রান্ড রয়েছে পাশাপাশি বাংলাদেশে পাওয়া যায় লোকাল নাইট ক্রিমে ও সয়লাভ। তাই কোনটি অথেনটিক প্রোডাক্ট আর কোনটি লোকাল তা বুঝে উঠতেই আমরা সাধারণ ক্রেতারা হিমশিম খেয়ে যাই। তাই প্রিয় পাঠক সব সময় চেষ্টা করুন বিশ্বস্ত সেলার বা ব্রান্ড থেকে নাইট ক্রিম ক্রয় করার।সাধারণত বয়স, ত্বকের ধরন এবং ত্বকের শুষ্কতা বা তৈলাক্ততার উপর নির্ভর করে নাইট ক্রিম বাছাই করতে হয়। আজকে আমি আপনাদের ৩ টি বিশেষ ত্বকের ধরন অনুযায়ী নাইট ক্রিম সম্পর্কে জানাবো।
বয়স অনুযায়ী নাইট ক্রিম: যে সব আপুদের বয়স ৩০ বছরের উর্ধ্বে তাদের ত্বকের জন্য এমন ক্রিম বাছাই করতে হবে ত্বকে কোলাজেন বুস্টিং করতে পারে। এমন একটি এন্টি এজিং নাইট ক্রিম হলো Ponds Age Miracle Wrinkle Corrector Night Cream। নিয়মিত এই নাইট ক্রিম ব্যাবহারের ফলে ত্বকে বলিরেখা, ডার্ক স্পটস , স্মাইল লাইনস ও চোখের ডার্ক সার্কলস রিমুভ করতে সাহায্য করে।

যে সব আপুরা ৩০ বছরের নিচে নাইট ক্রিম ব্যাবহার করতে চান তাদের জন্য নাইট ক্রিম এর ফর্মুলা সম্পর্কে বিস্তারিত জেনে নাইট ক্রিম কিনুন চেষ্টা করুন যেনো তাতে অ্যান্টি এজিং উপাদান না থাকে। এ রকম একটি নাইট ক্রিম হল Lakme Peach Milk Soft Cream হালকা উপাদান সমৃদ্ধ এই নাইট ক্রিম ব্যাবহার এ ত্বকের ময়েশ্চারাইজ লেভেল স্বাভাবিক মাত্রায় থাকে এবং সাধারণত অল্প বয়সের আপুদের জন্য সব চেয়ে ভালো নাইট ক্রিম।

তৈলাক্ত ত্বকের জন্য নাইট ক্রিম: হায়ালুরনিক এসিডযুক্ত নাইট ক্রিম তৈলাক্ত ত্বকের আপুদের জন্য বেস্ট অপশন কেননা এই এসিড ত্বকে তৈলাক্ততা দূরে করতে সাহায্য করে।এ রকম একটি নাইট ক্রিম Lakmé Absolute Perfect Radiance Skin Lightening Night Crème। ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি ত্বক টানটান করতেও সহায়তা করে।

শুষ্ক ত্বকের জন্য নাইট ক্রিম: ভিটামিন বি৩, ভিটামিন ই, প্রো-রেটিনল এবং কোলাজেন সমৃদ্ধ নাইট ক্রিম ব্যাবহার করা শুষ্ক ত্বকের আপুদের জন্য ত্বক উন্নত করতে সাহায্য করবে। Ponds Gold Radiance Youthful Night Cream ত্বকের ময়েশ্চারাইজিং বৃদ্ধি করে, ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং শুষ্ক ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ত্বকের ছোপ ছোপ দাগ রিমুভ করে ত্বককে হাইড্রেড করতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকের ঘরোয়া নাইট ক্রিম

তৈলাক্ত ত্বকে কোন ক্রিম বা কোন মেকাপ ব্যবহার করা অনেক কষ্টকর একটি বিষয়। বাজারে যেসকল নাইট ক্রিম পাওয়া যায়, তা তৈলাক্ত ত্বকের জন্য খুব কম উপকারে আসে। এই ধরনের ত্বকের জন্য প্রয়োজন হয় ঘরে তৈরী করা নাইট ক্রিমের। এই ধরনের ক্রিম তৈরী করা এবং ব্যবহার কারা অনেকটা সহজ বলে অনেকেই এটি তৈরী এবং ব্যবহার করে থাকে। চলুন জেনে নেই তৈলাক্ত ত্বকের ঘরোয়া নাইট ক্রিম তৈরী করার নিয়ম সম্পর্কে-
তৈলাক্ত ত্বকের ঘরোয়া নাইট ক্রিম
অ্যালোভেরা ও লেবুর রস: প্রথমে একটি পরিষ্কার পাত্রে কিছু অ্যালোভেরা জেল নিন। এবার তাতে লেবুর রস এবং পরিমান মত গোলাপজল মিশিয়ে নিন। ভালো ভাবে মিশানো হয়ে গেলে রাতের বেলা সেটি মুখে লাগিয়ে রেখে দিন। সারারাত মুখে লাগিয়ে সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চন্দন ও গোলাপ জল: প্রথমে চন্দন ভালো ভাবে গুড়ো করে নিন। এমন ভাবে গুড়ো করুন যাতে মিহি হয়ে যায়। আবার তাতে পরিমিত গোলাপ জল দিয়ে একটি পেস্ট তৈরী করে নিন। এবার মুখ ভালো ভাবে পরিষ্কার করে পেস্টটি সমান ভাবে লাগিয়ে ‍নিনি। সারারাত রেখে সকালে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দই ও মধু: যে কোন দই হলেই হয়, তবে টক দই হলে বেশি ভালো হয় এটি ত্বকের জন্য উপকারি। একটি পাত্রে দই নিয়ে তাতে সামান্য পরিমান মধু ‍নিয়ে ভালোভাবে মিশান। মেশানো হয়ে গেলে এবং সমস্ত মুখ জুড়ে তুলার বলের সাহায্যে ধীরে ধীরে লাগিয়ে সারা রাত রেখে দিনে এবং সকালে গরম পানিতে ধুয়ে ফেলুন। এভাবেই ঘরোয়া পদ্ধতিতে নাইট ক্রিম তৈরী করা যায়।

লেখকের মন্তব্য: মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো - কম দামে ভালো নাইট ক্রিম

প্রিয় পাঠক, আশা করি মেয়েদের জন্য কোন নাইট ক্রিম সবচেয়ে ভালো এবং কম দামে ভালো নাইট ক্রিম কোন টি তা বুঝতে পেরেছেন। এছাড়া তৈলাক্ত ত্বকের ঘরোয়া নাইট ক্রিম, নাইট ক্রিম কোনটা ভালো এবং বিশ্বের সেরা নাইট ক্রিম কোনটি সে সম্পর্কে অবগত হয়েছেন। নাইট ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই সেই ক্রিম সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।

দাম বেশি হলেও ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে ত্বক ভালো থাকবে। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url