বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ সম্পর্কে জানুন

প্রিয় পাঠক, বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ কোনগুলো তা জানতে চান? অথবা বর্তমানে অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি সে বিষেয়ে অবগত নন বলেই আর্টিকেলটিতে ক্লিক করেছেন। আমি এই আর্টিকেলে জানাবো বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ কোনগুলো এবং বর্তমানে অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি।
বর্তমানে অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি
এই আর্টিকেলে আরো বিস্তারিত আলোচনা করবো- বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন পণ্য এবং Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়।

ভূমিকা: বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ - বর্তমানে অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি

বাংলাদেশে অন্যান্য দেশের মত অনলাইন কেনাকাটার ব্যপকতা বৃদ্ধি পেছেয়ে। বিশেষ ২০২০ সালে মহামারির পর থেকে এর পরিসর অরো বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন মাধ্যম গুলো এমন হয়েছে, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু কেনাকাটা করতে পারবেন।
বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ মধ্যে ইলেকট্রনিক্স এবং গ্যাজেটস এর চাহিদা সবচেয়ে বেশি। মোবাইল, ল্যাপটপ, টিভি এই অনলাইন মাধ্যেমে অনেক বিক্রি হয়ে থাকে। এছাড়া লাইফস্টালের সকল পণ্য অধিক পরিমানে বিক্রি হয়ে থাকে। অনলাইন মাধ্যে গৃহসজ্জা সহ প্রসাধণীর ও চাহিদা অনেক বেশি।

বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ

বাংলাদেশে অনলাইনে কেনাকাটার চাহিদা অনেক বেশি থাকলেও তা কেবলমাত্র নিদিষ্ট পণ্যের উপর। সেই পণ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক্স ডিভাইজ থেকে শুরু করে আমাদের গৃহসজ্জার যাবতীয় সকল কিছু। চলুন জেনে নেই- বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ সম্পর্কে-
বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ
ইলেক্ট্রনিক্স ডিভাইজঃ ইলেক্ট্রনিক্স ডিভাইজ গুলো অনলাইনে অনেক বেশি বিক্রি হয়ে থাকে। যার মধ্যে কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ব্লুটুথ স্পিকার এবং ডিজিটাল ক্যামেরা অনেক বেশি বিক্রি হয়ে থাকে। কারণ এই পণ্যগুলো সুবিধামত স্থানে ডেলিভারি নেয়া যায় এবং পণ্য দেখে টাকা দেওয়ার সুযোগ রয়েছে। তাই সবাই অনলাইন মাধ্যম গুলোকে ববহার করে কেনাকাটা করে থাকে।
গ্যাজেটসঃ গ্যাজেটস পণ্য পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সকল বয়সের মানুষরা গ্যাজেটস পছন্দ করেন এবং ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করেন। এই গ্যাজেটস পণ্য গুলো রয়েছে- স্মার্টওয়াচ, গেমিং কনসোল, ইয়ারফোন বা হেডফোন, VR হেডসেট, ড্রোন, পাওয়ার ব্যাংক ইত্যাদি অনলাইনে অনেক বেশি বিক্রি হয়ে থাকে।

লাইফস্টাইল বা ফ্যাশনঃ অনলাইনে ফ্যাশন বা লাইফস্টাইল পণ্যে চাহিদা ক্রমাগত বেড়েছে। যারা ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে সতেচন কেবল মাত্র তাদের জন্য অনলাইন কেনাকাটার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। লাইফস্টাইল ও ফ্যাশন পণ্যের মধ্যে কাস্টম পোশাক, জুতা, জুয়েলারি, ব্যাগ, পার্স, ট্রেন্ডি পোশাক, ফলমাল পোশাক অনলাইন মাধ্যম গুলোতে অনেক বেশি বিক্রি হচ্ছে।
গৃহসজ্জা পণ্যঃ অনলাইন কেনাকাটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গৃহসজ্জার পণ্য সমূহের ক্রয়ের প্রবণতা ও বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফার্নিচার, বেডশিট, কাপের্ট, লাইটিং, ওয়াল ডেকোর, সোফার বালিশ বা কাভার, শো-পিস এবং রান্নাঘরের নানা আইটেম অনলাইনে অনেক বেশি জনপ্রিয়।

পার্সোনাল কেয়ার পণ্যঃ অনলাইনে কেনাকাটা পণ্য সমূহের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় পার্সোনাল কেয়ার পণ্য সমূহ। যার মধ্যে- স্কিনকেয়ার পন্য, মেকআপ আইটেম, চুলের শ্যাম্পু বা তেল, পারফিউম বা বডি স্প্রে, বডি লোশন, ফেসওয়াস এবং নানা ধরনের বিউটি ক্রিম অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে।

বর্তমানে অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি

প্রিয় পাঠক, বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের বেশির ভাগ কেনাকাটা হয়ে থাকে অনলাইনে। গ্রোসারি পণ্য থেকে শুরু করে ফার্নিচার, জামা কাপড় এক কথায় সমস্ত কিছু অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই যেসব ব্যবসায়ী নির্দিষ্ট স্থানে দোকান বা কোম্পানি দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে ধীরে ধীরে তারাও অনলাইনের আওতায় চলে আসছে।

তাই প্রত্যেকটি ব্যবসায়ী বা ক্ষুদ্র উদ্যোক্তাদের অবশ্যই এই বিষয়ে জানতে হবে যে বর্তমানে অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি। একজন সফল ব্যবসায়ী হিসাবে আপনার পণ্যের চাহিদা কেমন সে বিষয়ে বিস্তারিত জেনে ব্যবসা শুরু করতে হবে। বর্তমানে অনলাইনে যেসব পণ্যের চাহিদা বেশি তার মধ্যে কয়েকটি হল-
জৈব পণ্যঃ অনলাইনে জৈব কৃষিপণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। তাজা এবং অর্গানিক পণ্যের চাহিদা সবচেয়ে বেশি যেমন মধু, মাংস, দুগ্ধজাত পণ্য, হিমায়িত খাবার এবং পানীয় এর চাহিদা সর্বোচ্চ, কেননা জৈব পণ্য সমূহ পুষ্টিগুণে ভরপুর, শরীর-বান্ধব ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, ভাল স্বাদ, সতেজতা নিয়ে আসে এবং রাসায়নিকের কম এক্সপোজার, কম কীটনাশক থাকার কারনে অনলাইনে গ্রাহকরা এসব পণ্য বেশি কেনাকাটা করে থাকেন।

ইলেক্ট্রনিক্স গ্যাজেটসঃ বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস দারাজে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য গুলোর মধ্যে অন্যতম হলো ওয়্যারলেস ও ইলেক্ট্রনিক্স গ্যাজেটস পণ্য। প্রতিনিয়ত নিত্য নতুন গ্যাজেটসে ভরপুড়। এসব পণ্য অনলাইনের মাধ্যমে গ্রাহক দের কাছে পরিচিত করতে অনলাইন মার্কেটপ্লেস সবচেয়ে ভালো মাধ্যম।

ইলেক্ট্রনিক্স গ্যাজেটস পণ্যের মধ্যে রয়েছে ওয়্যারলেস ইয়ারবাড, পোর্টেবল চার্জার, ফোন হোল্ডার, ব্যাককাভার, ডিসপ্লে, এক্সট্রা ক্যামেরা, পেনড্রাইভ, রিং লাইটের মতো প্রযুক্তি পণ্যগুলি প্রচুর চাহিদা রয়েছে কেননা এগুলো সহজে বহনযোগ্য এবং সব জায়গায় ব্যবহার উপযোগী। স্মার্টফোনের ব্যবহার বাড়ার সাথে সাথে এই ধরনের অ্যাক্সেসরিজের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে অনলাইনে।
ফিটনেস পণ্যঃ বর্তমানে প্রায় সব ব্যক্তিই স্বাস্থ্য সচেতন। ফলে ফিটনেস পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। যেমনঃ ট্রেডমিল, ব্যায়াম সাইকেল, রোয়িং মেশিন, পুল আপ আপ ফ্রেম এবং বার ইতাদি দ্রব্যাদি সমূহ ফিটনেস এবং সুস্থ থাকার প্রবণতা বাড়তে থাকায় এ ধরনের পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

উপরোক্ত পণ্য গুলো অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য। এসব পণ্যের চাহিদা বর্তমানে আমদের দেশে সব চেয়ে বেশি রয়েছে।

বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন পণ্য

কোন একটি দেশে পণ্য আমদানি হয় মূলত কয়েকটি বিষয়ের উপর বিবেচনা করে। যার মধ্যে রয়েছে সেই দেশেরে অর্থনৈতিক অবস্থা, ভৌগলিক অবস্থান, শিল্প কারখানার চাহিদা এবং দেশের জনগনের প্রয়োজনের উপর নির্ভর করে করে পণ্য আমদানি করা হয়। বাংলাদেশের এই অবস্থা বিবেচনা করে যেসকল পণ্য আমদানি করা হয়, তার উল্লেখযোগ্য কিছু আমদানি করা পণ্য সম্পর্কে আলোচনা করা হলো-

তেল ও গ্যাসঃ বাংলাদেশে আমাদানি করা পণ্য সমূহের মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে তেল ও গ্যাস। দেশের উন্নয়নে বিদ্যুৎ উৎপাদন, পরিবহনে ব্যবহার এবং নানা শিল্প কারখানার কাজে প্রচুর পরিমানে তেল ও তরল গ্যাসের ব্যাপক ব্যবহার হয় বিধায় বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করা পণ্যের মধ্যে তেল ও গ্যাস অনেক বেশি আমদানি করা হয়।

মেশিনারি যন্ত্রপাতিঃ শিল্পক্ষেত্রে উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়নে মেশিনারি যন্ত্রপাতির ব্যবহার অপরিহার্য। বিভিন্ন শিল্প কারখানায় উন্নয়নের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য নানা ধরনের মেশিনারি যন্ত্রপাতির প্রচুর ব্যবহার হয়ে থাকে। তাই বাংলাদেশে আমদানি করা পণ্য সমূহের মধ্যে মেশিনারি যন্ত্রপাতি উল্লেখযোগ্য।
কাপড় এবং টেক্সটাইল কাঁচামালঃ বাংলাদেশে প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হলো কাপড় ও টেক্সটাইল খাত। এই খানে কিছু প্রয়োজনীয় পণ্য অনেক বেশি আমদানি করা হয়। যার মধ্যে তুলা, নান ধরনের ফাইবার এবং ড্রাই কেমিক্যালস সবচেয়ে বেশি। যে কারণে কাপড় ও টেক্সটােইল আমদানি তে শীর্ষে।

খাদ্য দ্রব্যঃ বাংলাদেশ যত পন্য আমদানি করে তার অর্ধেকের ও বেশি আমদানি করে খাদ্য দ্রব্য। তার মধ্যে রয়েছে খাবার তেল সোয়াবিন ও সরিষা। এছাড়া আরো আমদানি করে চিনি ও গম। এই সকল পণ্য আমদানি করার মূল কারণ হলো দেশে খাদ্যের অভাব হলে যাতে ঘাটতি পূর্ন করা যায়।

এছাড়া ঔষধ এবং ঔষধ তৈরী করার কাঁচামাল, লোহা এবং স্টিল, গাড়ি, প্লাস্টিক বা তার উৎপাদনে ক্যামিক্যালস, সার সহ ইলেকট্রনিক্স ডিভাইজ বা তার সরন্জ্ঞাম বাংলাদেশে অনেক বেশি আমদানি করা হয়ে থাকি। আর এই সকল পণ্য আমাদের প্রায় সকল ভোক্তাপণ্য চাহিদা মেটাতে ভূমিকা রাখে।

Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়

মার্ট সাধারণত ই-কমার্স ভিত্তিক হয়ে থাকে। যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয় সকল কিছু ঘরে বসে পেয়ে থাকি। এছাড় এই মার্ট ব্যবহার করে আপনি প্রায় সকল ধরনের পণ্য কিনতে পারবেন, যা আপনার প্রয়োজন। চলুন জেনে নেই Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়-
Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়
মার্ট এ আপনি কাঁচা বাজারের শাক-সবজি, ফল-মূল, মাছ, মাংস থেকে শুরু করে মুদি দোকানের তেল, মশলা, চাল, ডাল, আটা-ময়দা বা চিনি সকল কিছু কিনতে পারবেন। এছাড়া এখানে আরো পাওয়া যায় সাবান, শ্যাম্পু, টুথপেস্ট. ডিটার্জেন্ট, টিস্যু, টয়লেট পেপার সহ ডাইপার ও পেয়ে থাকবেন।

এছাড়া মহিলাদের সাজ-গোজের জন্য সকল প্রসাধনী পাওয়া যায় এই মার্টে। যার মধ্যে পাওয়া যায় ফেসওয়াস, মেকআপ আইটেমের সকল পণ্য, চুলের তেল, বডি লোশন, পারফিউম বা বডি স্প্রে সহ পার্সোনাল কেয়ারের সকল পন্য পেয়ে যাবেন এই মার্টে।

বেকারি পণ্য ও পাণীয়ঃ মার্টে বেকারি আইটেম থেকে শুরু করে পাণীয় সকল পন্য পাওয়া যায়। যার মধ্যে পাউরুটি, কেক, ড্রাই কেক, বিস্টুক সহ দই, মাখন, চিজ সহ ফ্রোজেন জাতীয় সকল পন্য। এছাড়া পানীয় পণ্য জুস , চা. কফি , পানি এবং নানা ধরনের কোমল পাণীয় এই মার্টে পেয়ে থাকবেন।

এছাড়া মার্টে আরো পাবেন বাচ্চাদের বই বা খেলনা. নানা প্রানির খাদ্য, হোম ক্লিনারের আইটেম, ইলেকট্রিক পণ্য সহ বিভিন্ন লেখকে বই ও একাডেমিক বই এই ধরনের মার্ট গুলোতে পাওয়া যায়।

লেখকের মন্তব্য: বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ - বর্তমানে অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি

প্রিয় পাঠক, আশা করি বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য সমূহ সম্পর্কে এবং বর্তমানে অনলাইনে কোন পণ্যের চাহিদা বেশি সে সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন পণ্য এবং Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায় সে সম্পর্কে পূণাঙ্গ ধারণা পেয়েছেন। অনলাইন থেকে কোন কিছু ক্রয় করার আগে অবশ্যই সেই পণ্য সম্পর্কে জেনে ক্রয় করবেন।

তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে অ্যামপ্লি ইনফোর সাথেই থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url