টেলিগ্রাম থেকে আয় করা এবং অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৪
টেলিগ্রাম থেকে আয় ২০২৪ সালে কিভাবে করতে হয় এবং টেলিগ্রাম কিভাবে খুলতে হয় তা জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন টেলিগ্রাম থেকে আয় ২০২৪ সালে কিভাবে করবেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোন ব্যবহার করে খুলবেন।
এছাড়া টেলিগ্রাম রেফার করে ইনকাম করার মাধ্যম সম্পর্কে এবং টেলিগ্রাম কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচন করবো। আশা করি উপকৃত হবেন।
পোস্ট সূচিপত্র:
ভূমিকা: টেলিগ্রাম থেকে আয় ২০২৪ - টেলিগ্রাম কিভাবে খুলবো
অনেকেই জানেন না টেলিগ্রাম অ্যাপস থেকে টাকা ইনকাম করা যায়। টেলিগ্রাম একটি চ্যাটিং অ্যাপস হলেও এখান থেকে ইনকাম করার নানা উপায় রয়েছে। যেখানে অনেক কম পরিশ্রমে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। এই অ্যাপসটি ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হওয়াতে ইনকাম ও খুব তাড়াতাড়ি হয়ে থাকে।
এই টেলিগ্রাম অ্যাপসে ইনকাম হয় মূলত বিভিন্ন চ্যানেল ও গ্রুপ তৈরী করার মাধ্যমে। যার মধ্যে থেকে পেইড চ্যালেন থেকে বেশি ইনকাম হয়ে থাকে। টেলিগ্রাম চ্যালেন ব্যবহার করে আপনার কন্টেন্ট সহজেই অন্য সকলের কাছে পৌছানো যায় বলেই এখানে ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি থাকে। সমস্ত আর্টিকেল জুড়ে টেলিগ্রাম থেকে ইনকাম সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো। তাই মনোযোগ সহকারে পড়ুন।
টেলিগ্রাম থেকে আয় ২০২৪
বর্তমান সময়ে টেলিগ্রাম কেবলমাত্র ম্যাসেজিংয়ের কাজেই ব্যবহার হবে না ববং আপনার স্কিলকে কাজে লাগিয়ে আপনি এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। ধীরে ধীরে এই টেলিগ্রাম অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে বলেই এখান অনেক অধিক পরিমানে ইনকাম করা যায়। চলুন টেলিগ্রাম থেকে আয় ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানি।
টেলিগ্রাম থেকে নানা উপায়ে ইনকাম করা যায়। যে উপায়গুলোর মধ্যে যেকোন একটি ব্যবহার করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমার দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। যদি আগে থেকে কাজ জেনে থাকেন তাহলে আপনার জন্য সহজ হবে অন্যথায় আপনাকে এই খুঁটিনাটি কিছু জানতে হবে।
ডিজিটাল পণ্য বিক্রি করে ইনকাম: আপনার চ্যানেলে আপনার নিজের তৈরী ডিজিটাল সেবা প্রদান করে ইনকাম করতে পারেন। বর্তমানে সবাই ফ্রিল্যান্সিং শিখতে চায় এই বিষয়েও কোন কোর্স তৈরী করতে পারেন। এছাড়া প্রিমিয়াম কোন সফটওয়্যার বা একাডেমিক শিক্ষা বিষয়ে কোর্স তৈরী করতে পারেন। দাম কিছুটা নাগালের মধ্যে রাখুন, যাতে আপনার চ্যানেলের ফলোয়াররা সহজেই ক্রয় করতে পারে।
পেইড চ্যানেলে মাধ্যমে ইনকাম: পেইড চ্যানেল খোলার মাধ্যমে এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ফলোয়ার সহজেই বাড়ানো যায় বলেই এখান থেকে দ্রুত ইনকাম করা সম্ভব। ফলোয়ার বাড়ানোর জন্য আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন। যেখানে বিভিন্ন গ্রুপে আপনার লিংক ব্যবহার করে ফলোয়ার বাড়ানো সম্ভব। ফলোয়ারা যাতে আপনার চ্যানেলে যুক্ত হয় এমন কিছু কন্টেন্ট তৈরী করার চেষ্টা করুন। হতে পারে তা শিক্ষা বিষায়ক, ট্রেডিং বিষয়ক বা ব্যবহারকারীর উপকারে আসে এমন কন্টেন্ট তৈরী করুন।
অ্যাফেলিয়েট মার্কেটিং: অ্যাফিলিয়েট মার্কেটিং করে ও টেলিগ্রাম অ্যাপ থেকে আয় করা যায়। আপনার যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোন লিংক থাকে, তাহলে সেই লিংক আপনার চ্যানেলে শেয়ার করতে পারেন। আপনার ফলোয়াদের প্রয়োজনের পণ্য হলে তারা সেটি ক্রয় করতে পারে, যার মাধ্যমে আপনার ইনকাম হবে। তবে চেষ্টা করুন কোন ডিজিটাল পণ্য বা সেবা শেয়ার করার এই ধরনের পণ্যের প্রতি গ্রাহকদের চাহিদা অনেক বেশি থাকে।
ই-কমার্স: আপনার চ্যানেলে আপনার নিজের তৈরী করা কোন পণ্য বা সেবা বিক্রি করতে পারেন। বর্তমানে এই পদ্ধতি ব্যবহার করে অনেক টাকা ইনকাম করছেন। এতে আপনি হাতের তৈরী পণ্য থেকে শুরু করে ডিজিটাল পণ্য ও বিক্রি করতে পারবেন। আপনার ফলোয়ারা এইসকল পণ্য ক্রয় করার মাধ্যমে আপনার ইনকাম হতে পারে।
টেলিগ্রাম কিভাবে খুলবো
টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে গেলে আপনাকে প্রথমে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ জানেন না কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। অথবা খুলতে গেলে ও নানা ধররেন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। তাদের সুবিধার জন্য আজকের এই পোস্টটি। যা পড়ে আপনি স্টেপ বাই স্টেপ ভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন জেনে নেই টেলিগ্রাম কিভাবে খুলবো।
প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে সার্চবারে টেলিগ্রাম লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর নিচে দেওয়ার ছবিমত মত একটি ইন্টারফেস দেখতে পারবেন, সেখান থেকে ইনস্টল লেখাতে ক্লিক করে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নিন।
ইন্সটল হয়ে গেলে নিচে দেওয়া ছবির মত একটি পেজ আসবে সেখানে Start Messaging লিখাতে ক্লিক করে এগিয়ে যান। এবার আপনার ফোন কলের জন্য অ্যালাও অপশন আসতে পারে যা আসবে সবকিছু ALLOW করে দিন।
এবার আপনার অ্যাকাউন্টটি তৈরী করার জন্য আপনার দেশ কোনটি এবং একটি ফোন নাম্বার চাইবে। আপনার একাধিক নাম্বার হলে যেনাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেটি দিয়ে এবং দেশ বাংলাদেশ সিলেক্ট করে অ্যারো বাটনে ক্লিক করুন। নিচের দেওয়া ছবিরমত করে। এবার আপনার নাম্বার সঠিক রয়েছে কিনা তা জানতে চাইবে Yes ক্লিক করে এগিয়ে যান।
তারপর আপনার ফোনের phone call logs এক্সেস চাইবে, আপনি ALLOW সিলেক্ট করে সামনে এগিয়ে যান। আবার আপনার ফোন নাম্বারে অথবা জিমেইল অ্যাকাউন্টে একটি ৫ সংখ্যার কোড যাবে। যেখান থেকে নিয়ে আপনার ভেরিফিকেশন অপশনে বসিয়ে দিন। হয়ে গেলো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা।
এবার বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে জয়েন হয়ে ইনকাম করার জন্য চেষ্টা করুন। ইতিমধ্যে অনেক চ্যানেল রয়েছে যেগুলোতে সরাসরি যুক্ত হওয়ার মাধ্যমে আপনি কিছু কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তবে কোন লিংকের মাধ্যমে কোন চ্যানেল বা গ্রুপে জয়েন হওয়ার আগে অবশ্যই সেই লিংক সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।
টেলিগ্রাম রেফার করে ইনকাম
অনেক অ্যাপ রয়েছে যেই অ্যাপগুলোর লিংক সরাসরি শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায়। কিন্তু টেলিগ্রাম অ্যাপের লিংক পরিচিতদের মাঝে শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায় না। টেলিগ্রাম থেকে এর ভিতরের কিছু ইন্টারনাল রেফার লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায়। তা কয়েকটি পদ্ধিতিতে করা যেতে পারে। চলুন জেনে নেই টেলিগ্রাম রেফার করে ইনকাম করার পদ্ধতি সম্পর্কে-
বট রেফার লিংক: টেলিগ্রাম অ্যাপে কিছু রেফার বট তৈরী করা যায়, যেই বট গুলো নিজে নিজে লিংক তৈরী করতে পারে এবং এই লিংক শেয়ারের মাধ্যমে যে ইনকাম হয়ে থাকে তার কমিশন পেতে সাহায্য করে এই বট লিংকগুলো। এই বট লিংক গুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত বট লিংক হলো Rewards Bot এবং ক্রিপটো বট। এগুলো শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায়।
আরো পড়ুনঃ লুডু গেম খেলে টাকা আয় করুন নগদ ও বিকাশে
চ্যানেল লিংক রেফার: অনেকেই রয়েছে যারা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানোর জন্য তাদের চ্যানেল লিংক শেয়ার করে যুক্ত হওয়ার মাধ্যমে নিদিষ্ট পরিমান অর্থ প্রদান করে থাকে। এখানে যত ইচ্ছা তত ফলোয়ারদের যুক্ত করার মাধ্যমে ইনকাম করা যায়। আপনি যতজনকে যুক্ত করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন।
অ্যাফিলিয়েট রেফার লিংক: অনেকেই রয়েছে তাদের চ্যানেলে অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে থাকে, যেখানে ফলোয়ার সংখ্যা বৃদ্ধি করতে তারা এই চ্যানেল লিংকের মাধ্যমে জয়েনকৃত ফলোয়ারদের অর্থপ্রদান করে থাকে। এতে করে তার ফলোয়ার সংখ্যা বৃ্দ্ধি পাওয়ার পর তিনি তার অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে, যা ফলোয়াররা ক্রয় করে থাকে এবং আপনার যুক্ত করা ফলোয়ার যদি সেখান থেকে পন্য ক্রয় করে তাহলে আপনি সেখান থেকে কমিশন আকারে ইনকাম করতে পারবেন।
টেলিগ্রাম ডাউনলোড
আমরা ইতিমধ্যে মোবাইলে কিভাবে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে তা জানতে পেরেছি এবার জানবো কিভাবে পিসি বা ল্যাপটপে টেলিগ্রাম ডাউনলোড করবেন। তার জন্য আমার নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করুন। সহজেই একটি টেলিগ্রাম অ্যাপ আপনার পিসি বা ল্যাপটপে ডাউনলোড করতে পারবেন এবং টেলিগ্রাম থেকে আয় ২০২৪ সালে করতে পারবেন।
প্রথমে আপনাকে যেকোন একটি ব্রাউজারে যেতে হবে, আমি ক্রম ব্রাউজার ব্যবহার করছি। এবার গুগল সার্চবাবে download telegram for pc লিখে ইন্টার বাটনে চাপ দিতে হবে। তারপর প্রথমে যে সাইটটি পাবেন Telegram Desktop সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এবার Get Telegram for Windows x64 ক্লিক করার সাথে সাথে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হবে।
এবার ডাউনলোড ফোল্ডার থেকে টেলিগ্রাম অ্যাপলিকেশনটি বের করে, তাতে ডাবল ক্লিক করুন। সেখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে, আপনি ইংলিশ রেখেই ওকে করে দিন। তারপর তিন বার নেষ্ট বাটনে ক্লিক করুন। এবার আসবে ইনস্টলের পালা, ইনস্টল বাটনে ক্লিক করুন দেখবেন আপনার টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এবং ফিনিস লেখাতে ক্লিক করে শেষ করুন।
এবার আপনার ল্যাপটপ বা পিসির ডেক্সটপে দেখবেন একটি টেলিগ্রাম অ্যাপ। সেটি ডাবল ক্লিক করে ওপেন করুন।ওপেন হয়ে গেলে সেখানে Start Messaging লেখা দেখতে পারবেন সেখানে চাপ দিন। যদি আপনার পূর্বে কোন অ্যাকাউন্ট লগইন করতে চান তাহলে কেবল মাত্র একটি স্ক্যান করলেই লগইন হয়ে যাবে আর যদি নতুন করে খুলতে চান তাহলে Using your phone number লেখাতে চাপ দিন।
তারপর এখান থেকে আপনার দেশ এবং ফোন নাম্বার দিয়ে নেষ্ট বাটনে চাপ দিন। তারপর আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে তা এখানে বসাতে হবে এবং নেষ্ট বাটনে চাপ দিতে হবে। এবার আপনার নাম এবং ছবি যুক্ত করুন। হয়ো গেলো আপনার টেলিগ্রাম ডাউনলোড করা এবং ইনস্টল করা।
লেখকের মন্তব্য: টেলিগ্রাম থেকে আয় ২০২৪ - টেলিগ্রাম কিভাবে খুলবো
প্রিয় পাঠক, আশা করি টেলিগ্রাম থেকে আয় ২০২৪ সালে কি কি পদ্ধতি রয়েছে এবং টেলিগ্রাম কিভাবে খুলবো সে সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া টেলিগ্রাম রেফার করে ইনকাম করার উপায় এবং ল্যাপটপ বা পিসিতে কিভাবে টেলিগ্রাম ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সে বিষয়ে ও বিস্তারিত জানতে পেরেছেন।
অধিক টাকা ইনকাম করার জন্য যেকোন লিংকে ক্লিক করবেন না। ক্লিক করার পূর্বে অবশ্যই সেই লিংক সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url