ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি সম্পর্কে জানুন
প্রিয় পাঠক, ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি সম্পর্কে জানতে চান? এবং ইউটিউব থেকে টাকা তোলার উপায় কি কি? তাহলে এই আর্টিকেলটি কেবলমাত্র আপনার জন্য। এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন- ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি এবং ইউটিউব থেকে টাকা তোলার উপায় কি সে সম্পর্কে বিস্তারিত।
তাই মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন যেখানে ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি সহ যাবতীয় সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন।
পোস্ট সূচিপত্র:
ভূমিকা: ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি
ইউটিউব কেবলমাত্র ভিডিও দেখার একটি মাধ্যম নয়, যেখানে অনেকেই ভিডিও তৈরী করে অনেক অর্থ উপার্জন করে থকে। দিন দিন এই ইউটিউব থেকে ইনকাম করার উপায়টি জনপ্রিয়তা লাভ করছে। এই মাধ্যমে আপনি আপনার পছন্দমত বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই ভিডিও থেকে অর্থ আয় করতে পারবেন।
ইউটিউবে সফল হতে হলে আপনাকে অন্যদের থেকে আলাদা কিছু করতে হবে। তার জন্য প্রয়োজন আপনার ভিতরে থাকা ট্যালেন্ট, নিয়মিত ভিডিও আপলোড এছাড়া দর্শকদের ভালো লাগে এমন কন্টেন্ট নিয়ে কাজ করা। আর এই বিয়য় গুলো নিয়মিত করলে আপনি সফল হতে পারেন ইউটিউব থেকে। ইউটিউব থেকে আয় করার পদ্ধতি সম্পর্কে আরো জানতে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি
ইউটিউব এমন একটি সোশ্যাল মিডিয়া যেখানে ভিডিও দেখে শিক্ষা গ্রহন বা ইন্টারটেইমেন্টের পাশাপাশি এখানে নানা পদ্ধতিতে আয় করা করা। ইউটিউবে আয় করার অনেক পদ্ধতি রয়েছে যার মধ্যে সেরা ১২ টি পদ্ধতি নিয়ে আলোচনা করবো। যেই পদ্ধতি সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সাথে সাথে ইউটিউব টাকা তোলার উপায় সম্পর্কে ও জানাবো।
ফেসবুক বা অন্যান্য মাধ্যম গুলোর থেকে ইউটিউবে ফলোয়ার বাড়ানো অনেকটা কঠিন হলেও এখান থেকে অন্য মাধ্যম থেকে ইনকাম অনেক বেশি হয়ে থাকে। ইউটিউব থেকে কেবলমাত্র ১২ টি পদ্ধতিতেই নয়, ইনকাম করার আরো অনেক পদ্ধতি রয়েছে। তাই ইউটিউব থেকে ইনকামের প্রধান ১২টি পদ্ধতি তুলে ধরা হলো-
১. গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম: আপনার ইউটিউব ভিডিও থেকে যদি ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০০০ ফলোয়ার বা সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে থাকে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ইউটিউব কতৃপক্ষ আপনার ভিডিও যাচাই করে, যদি আপনার ভিডিও কপিরাইট না হয় বা ভিডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনাকে মনিটাইজেশন প্রদান করবে। মনিটাইজেশন পাওয়ার ফলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে অ্যাড দেখা যাবে। এই অ্যাড দেখানোর মাধ্যমে আপনি গুগল এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।
২. স্পন্সার শিপের মাধ্যমে ইনকাম: আপনার একটি মনিটাইজ ইউটিউব চ্যানেল থাকলে এবং আপনার ফলোয়ার সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অনেক স্পন্সার শিপ পাবেন। তার জন্য আপার মিনিমাম ৫০ হাজার বা তার বেশি ফলোয়ার হতে হবে এবং আপনার ভিডিওতে ভিউ বেশি হতে হবে।স্পন্সার অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে প্রধান হলো কোন পন্য বা কোন কোম্পানির স্পন্সার।
৩. পণ্য বিক্রয় বিক্রি করে ইনকাম: ইউটিউবের মাধ্যমে পণ্য বিক্রি করে ও টাকা ইনকাম করা যায়। সেটি আপনার নিজেস্ব পণ্য হতে পারে বা অন্য কারোর। বর্তমান সময়ে অনেকেই ইউটিউব ব্যবহার করে তাদের পণ্য বিক্রি করার মাধ্যমে টাকা আয় করছে। তার জন্য প্রথমে আপনাকে সেই পণ্য সম্পর্কে অনেক ভালো ভাবে জানতে হবে এবং সেই পণ্য নিয়ে অনেক তথ্যবহুল করে একটি ভিডিও তৈরি করতে হবে।
৪. কন্টেন্ট বিক্রি করে ইনকাম: একটি ভালো কন্টেন্ট একটি ভিডিও বা ব্লগকে ফুটিয়ে তুলতে পারে। তার জন্য আপনার ইউটিউব চ্যনেলে অনেক ভালো মানের কিছু কন্টেন্ট থাকতে হবে। যা দেখে আপনার কাস্টমাররা আপনার থেকে কন্টেন্ট কেনার প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে। তার কন্টেন্ট বিক্রি করার পূর্বে নিজের কন্টেন্ট যুগউযোগী বা মানসম্পূর্ণ করতে হবে।
৫. অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম: ইউটিউব থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করা সম্ভব। তার জন্য আপনাকে আপনার ভিডিওতে কোন পন্য সম্পর্কে রিভিউ বা তার লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য আপানার দেয়া লিংক থেকে পন্য ক্রয় করতে হবে, তাহলে আপনি সেই ক্রয়কৃত পণ্য হতে কমিশন আকারে আয় করতে পারবেন।
৬. ইভেন্ট আয়োজনের মাধ্যমে ইনকাম: আপনার ফলোয়ার সংখ্যা যখন অনেক বেশি হবে, তখন অন্যান্য ছোট ইউজারদের নিয়ে একটি ইভেন্ট আয়েজন করতে পারেন। যার মূল উদ্দেশ্য হবে, ছোট ইউজারদের সাহয্য করা। সেই ইভেন্টে আপনি টিকিটের ব্যবস্থা করতে পারবেন বা স্পসার নিয়ে টাকা আয় করতে পারবেন।
৭. শর্টস আপলোডে ইনকাম: আপনার ইউটিউব চ্যনেলে ভিডিও আপলোড করার পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করে ও টাকা ইনকাম করতে পারবেন। এই শর্টসের মাধ্যমে ফলোয়ার তাড়াতাড়ি বৃদ্ধি করা যায়। এতে করে আপনার সময় ও অনেক সাশ্রয় হবে এবং অতিদ্রুত সবার কাছে পৌঁছাতে পারবেন।
৮. ইউটিউব লাইভ স্টিমের মাধ্যমে ইনকাম: আপনি ইউটিউবে লাইভ স্টিমের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। বর্তমান সময়ে অনেক জনপ্রিয় গেমস রয়েছে, যেগুলো লাইভ স্টিম করতে পারেন। তবে এজন্য আপনাকে এই গেমসে পারদর্শী হতে হবে। বর্তমান সময়ে জনপ্রিয় গেমস গুলোর মধ্যে রয়েছে পাবজি, ফ্রি ফায়ার সহ আরো অন্যান্য গেমস।
৯. চ্যলেন মেম্বারশীপের মাধ্যমে ইনকাম: আপনার ভিডিও কোয়ালিটি যদি অনেক ভালো হয়ে থাকে এবং ভিডিও গুলো যদি কোন কোর্স বা মানুষ শিখতে পারে তাহলে আপনি ইউটিউব চ্যানেলে মেম্বারশীপ অপশন চালু করতে পারেন। যার মাধ্যমে আপনার সাবস্ক্রাইবারা অর্থে প্রদানে মাধ্যমে ভিডিও গুলো দেখতে পারে।
১০. প্রমোশনের মাধ্যমে ইনকাম: প্রমোশন যেকোন কিছুর হতে পারে। হতে পারে সেটি কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের। তারা তাদের কোন লোগো বা ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করার বিপরীতে আপনাকে অর্থ প্রদান করে থাকে। এজন্য আপনার ইউটিউব চ্যানেলে অনেক বেশি ফলোয়ার থাকতে হবে। প্রমোশণ করে ইউটিউব থেকে ইনকাম করার সেরা একটি মাধ্যম।
১১. ফ্রিল্যান্সিংয়ের কোর্স বিক্রির মাধ্যমে ইনকাম: বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি পেশা হলো ফ্রিল্যান্সিং। সবাই এখন ফ্রিল্যান্সিং শিখতে চায়। কিন্তু এটি শিখতে অনেকেই সঠিক গাইড লাইন পায় না। আপনি এজন্য আপনার সাবস্ক্রাইবারদের বিশ্বস্ততা অর্জন করে তাদের কাছে ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করতে পারবেন।
১২. সার্ভিস সেল করে ইনকাম: আপনি যদি কোন সাভির্স সেল করতে চান, তাহলে আপনি অনেক বেশি দক্ষ যে বিষয়ে, সেই বিষয়ে একটি ভিডিও তৈরী করুন। হতে পারে সেটি একাডেমিক শিক্ষার কোর্স, অনলাইন মার্কেটিংয়ের কোন কোর্স বা অন্য কিছু। আপনার তৈরী ভিডিওতে অবশ্যই আপনার কোর্স বা সার্ভিস সম্পর্কে সকল বিষয় তুলে ধরতে হবে।
প্রিয় পাঠক, উপরে উল্লেখিত ১২ টি পদ্ধতি অনুসরণ করে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে এই ১২ টি পদ্ধতি অনেক সময় সাপেক্ষ এবং দীর্য়মেয়াদী হতে পারে। তার জন্য আপনাকে ধৈর্য্য ধারণ করতে হবে। নিয়মিত ভালো কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে হবে। প্রথমে অনেক কম ভিউ বা সাবস্ক্রাইবার আসতে পারে। তাই হতাশ না হয়ে নিয়েমিত কাজে করুন।
ইউটিউব থেকে টাকা তোলার উপায়
অনেক ইউটিউবার রয়েছেন যারা ইউটিউব থেকে ইনকাম করার উপায় সম্পর্কে জানলেও ইউটিউব থেকে টাকা তোলার উপায় সম্পর্কে জানেন না বা ইউটিউব থেকে তুলতে গিয়ে ঝামেলায় পড়েন। তাদের জন্য আজ আমি জানাবো কিভাবে ইউটিউব থেকে টাকা তুলবেন তার কয়েকটি পদ্ধতি সম্পর্কে। চলুন জেনে নেয়া যাক-
গুগল এডসেন্সের সাথে একাউন্ট লিঙ্ক: আপনার ইউটিউব চ্যানেলে মানিটাইজেশন অন হলে, আপনাকে গুগল এডসেন্সে একটি অ্যাকাউন্ট খুলে আপনার চ্যানেলের সাথে তা লিংক আপ করতে হবে। এডসেন্সের মাধ্যমে আপানার কত টাকা ইনকাম হলো তা দেখতে পারবেন এবং এখান থেকেই টাকা উত্তলন করতে হবে।
এডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যোগ: আপনার গুগল এডসেন্স অন হলে আপনি সেখানে আপনার ব্যাংক একাউন্ট যোগ করতে পারবেন। যার ফলে এই গুগল এডসেন্স থেকে পাওয়া অর্থ আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন। তাই এডসেন্সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সকল তথ্য সঠিক ভাবে পূরণ করুন।
মিনিমায় পেমেন্ট: গুগল এডসেন্স থেকে টাকা উত্তলন করতে আপনাকে অবশ্যই তাদের দেওয়া একটি নিদিষ্ট টার্গেট পরিমান টাকা আয় করতে হবে। তবে যারা নতুন এবং অধিকাংশ ইউটিউবাররা ১০০ ডলার হলেই টাকা উত্তলন করতে পারেন। আপনার ইনকাম যদি ১০০ ডলারের বেশি হয়ে থাকে, তাহলে আপনি ২১ তারিখের মধ্যে টাকা উত্তলন করতে পারবেন।
লেখকের মন্তব্য: ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি - ইউটিউব থেকে টাকা তোলার উপায়
প্রিয় পাঠক, আশা করি ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবং ইউটিউব থেকে টাকা তোলার উপায় সম্পর্কে অবগত হয়েছেন। ইউটিউব এমন একটি মাধ্যম যেখানে আমরা বিনোদন বা শিক্ষণীয় কিছু শিখতে আসি। এই সোশ্যাল মিডিয়া পরিষ্কার রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ন। এমন কিছু আপলোড দেওয়া থাকি যা দেখে দেশ ও দশের ক্ষতি হয়।
আমরা সবাই যদি এক হয়ে কাজ করি তাহলে এটি সম্ভব। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।
অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url