সিম সাপোর্টেড ৫০০ টাকায় মোবাইল ঘড়ি কিনুন

সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে এবং 500 টাকার মোবাইল ঘড়ি কোনটি কোনটি হতে পারে তা জানতে চেয়ে আর্টিকেলটিতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানাবো সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ দেশে কোনটি এবং 500 টাকার মোবাইল ঘড়ি সবচেয়ে ভালো কোনটি হবে সে সম্পর্কে।
500 টাকার মোবাইল ঘড়ি
এছাড়া আরো জানতে পারবেন- শাওমি স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, মোবাইল ঘড়ি দাম কত ২০২৪ এবং ভালো স্মার্ট ওয়াচ কোনটি সে সম্পর্কে বিস্তারিত।
পোস্ট সূচিপত্র: 

সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ

বর্তমান সময়ে অধিকাংশ স্মার্ট ওয়াচ ‍গুলোতে সিম সোপোর্ট করে না, যা সরাসরি মোবাইলের সাথে কানেক্ট করে ব্যবহার করতে হয়। কিন্তু সিম সাপোর্ট করে এমন কিছু ঘড়িও রয়েছে। যেগুলো ফোনের সাথে কানেক্ট করা ছাড়াই ব্যবহার করা যায়। কথা বলা সহ মোবাইলের যাবতীয় সকল কিছু কিরা যায়। তেমনি কিছু সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ নিয়ে আলোচনা করবো। চলুন জেনে নেই কোন কোন স্মার্ট ওয়াচ আমাদের তালিকায় রয়েছে-
সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ
Xiaomi Mi Watch Lite - দাম - ৪,৫০০ টাকা
এই স্মার্ট ঘড়িটিতে ১.৪ ইঞ্চি ৩২০x৩২০ রেজোলেশনের কালারফুল ডিসপ্লে রয়েছে। এটি আমাদের হার্ট পরিমাপ করতে পারে, নোটিফিশন ও কল দিতে ও রিসিভ করতে পারে। এছাড়া ও এই স্মাট ঘড়িটিতে ১১ ধরনের স্পোর্টস মোড রয়েছে এবং ঘুমের পরিমাপ করতে পারে। এই ঘড়িতে পানিরোধী হিসেবে ব্যবহার করার জন্য ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে, যা ঘড়িকে ৫০ মিটার পর্যন্ত পানির নিচে সুরক্ষিত রাখে। এতে ব্যবহার করা হয়েছে ২৩০ এমএএইচ ব্যাটারি যা ৯ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।
Realme Watch S Pro - দাম - ১২,০০০ টাকা
এই রিয়ালমি স্মার্ট ওয়াচটিতে ১.৩৯ ইঞ্চির ৪৫৪x৪৫৪ রেজোলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্মার্ট ওয়াচটি মিউজিক কন্টোল, নোটিফিকেশন, কল আদান প্রদান, হার্ট পরিমাপ এবং ঘুমের অবস্থা নির্নয় করতে পারে। এছাড়া এতে রয়েছে ১৫টির ও বেশি স্পোর্টস মোড। এই ঘড়িও পানির নিচে ৫০ মিটার পর্যন্ত সুরক্ষিত থাকে। এই স্মার্ট ওয়াচে ৪২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একটাকা ১৪ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

Huawei Watch Fit - দাম - ৯,০০০ টাকা
হাওয়াই স্মার্ট ওয়াচটিতে ১.৩৯ ইঞ্চির ৪৫৬x২৮০ রেজোলেশনের সানলাইটরোধী একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ওয়াচটিতে ৯৬ টি ফিটনেস মুড সহ হার্ট পরিমাপ এবং ঘুমের অবস্থা নিনর্য় করার অপশন রয়েছে। এটি পানিতে ও ব্যবহার করা যায়, যার কারনে যারা সাঁতার পছন্দ করে করেন তাদের জন্য সবচেয়ে ভালো। এই স্মার্ট ওয়াচটিতে ১৮০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা প্রায় ১০ দিনের মত ব্যাটারি ব্যাপআপ দিয়ে থাকে।
Amazfit Bip U Pro - দাম - ৪,৫৫০ টাকা
এই স্মার্ট ওয়াচটিতে ১.৪৩ ইঞ্চির ৩২০x৩২০ রেজোলেশনের এসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা অনেকটা উজ্জ্বল এবং স্পষ্ট। এছাড়া এতে ২৪ ঘন্টা হার্ট পরিমাপ, রক্তের অক্সিজেন পরিমাপ এবং ঘুমের পরিমাপ করার ফিচার রয়েছে। এতে আরো রয়েছে ৬০ টির বেশি স্পোর্টস মোড। সাঁতারসহ ৫০ মিটার পানির নিচে ব্যবহার উপযোগী। এছাড়া এই স্মার্ট ওয়াচের মাধ্যমে ফোনের সকল কিছু কন্টোল করা যায়। এই ওয়াচটিতে রয়েছে ২৩০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ, যার ব্যাটারি লাইফ হয় প্রায় ৯ দিন।

Apple Watch Series 4 - দাম - ৩৬,০০০ টাকা
এই অ্যাপেরটির ৪০ মিমি এবং ৪৪ মিমি সাইজের অলিড রেটিনা ডিসপ্লে রয়েছে। এতে এস-৪ চিপ ব্যবহার করা হয়েছে। এতে আরো রয়েছে ইসিজি অ্যাপ যা ব্যবহার হার্ট পরিমাপ সহ হৃদরোগের লক্ষনগুলো শনাক্ত করা যায়। এছাড়া এই ঘড়িটি ব্যবহার করে ক্যালোরি বার্ন থেকে শুরু করে স্টেপ কাউন্টিং এবং বিভিন্ন ফিটনেস পর্যবেক্ষনের জন্য আলাদা আলাদা ফিচার রয়েছে। এটি সাঁতার ও পানির নিচে ৫০ মিটার পর্যন্ত ব্যবহার যোগ্য। এতে রয়েছে আরো নানা ধরনের ফিচার যার মধ্যে সিরি সহ মোবাইল কন্টোলিং এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার।

500 টাকার মোবাইল ঘড়ি - 1000 টাকার মোবাইল ঘড়ি

আমরা অনেকেই ৫০০ টাকার মধ্যে মোবাইল ঘড়ি খুঁজে থাকি, কিন্তু কেবলমাত্র ৫০০ টাকায় মোবাইল ঘড়ি পাওয়া যায়না। আর পাওয়া গেলে ও সেগুলো দীর্ঘ সময় ধরে ব্যববহারের অযোগ্য। যেগুলো অতিদ্রুত নষ্ট হয়ে যায়। তাই বাজেট কিছুটা বাড়িয়ে ভালো দামে মোবাইল ঘড়ি ক্রয় করার চেষ্টা করুন। তাহলে অন্যান্য ফিচার পাওয়ার সাথে সাথে দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন।
চলুন জেনে নেই 500 টাকার মোবাইল ঘড়ি সম্পর্কে বিস্তারিত।
  • D116 plus Smart Watch - দাম - ৪৫০ টাকা
  • D18 Smart Bracelet Watch - দাম - ৪৯৯ টাকা
  • Y68 Sport Smart Mobile Watch - দাম - ৫৫০ টাকা
  • 115 Plus Smart Bracelet With Heart Rate and BP Monitor - দাম - ৫৫০ টাকা
  • D13 Plus Waterproof Smart Sports Watch - দাম - ৫৯০ টাকা
  • M8 Smart Bracelet Watch - দাম - ৬৫০ টাকা
  • T500 Bluetooth Call Smart Watch - দাম - ৬৯০ টাকা
  • T800 Ultra 2 Smart Watch দাম - দাম - ৭০০ টাকা
  • i7 Pro Max Smartwatch - দাম - ৭৫০ টাকা
  • GT1 Bluetooth Call Touch Smartwatch - দাম - ৮০০ টাকা
  • T55 Smart Watch - দাম - ৮৫০ টাকা
  • T500 Plus Pro 6 Series Smartwatch - দাম - ৯৫০ টাকা
  • Smartwatch Y1S - দাম - ৯৯৯ টাকা
  • L68 Bluetooth Call Smart Watch - দাম - ৯৯৯ টাকা
  • D1 Smartwatch - দাম - ৯৯৯ টাকা
  • Carbon Y1 Nano SIM Touchscreen Smartwatch - দাম - ৯৯৯ টাকা

শাওমি স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ

শাওমি হলো বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। সব ধরনের মানুষ এই ব্র্যান্ডের সাথে মানিয়ে নিতে পারে। সেই শাওমি ব্র্যান্ডের অন্যতম পণ্য হলো শাওমি স্মার্ট ওয়াচ। এটির জনপ্রিয়তার মূলকারন হলো েএতে থাকা নতুনত্ব ফিচার এবং আকার্ষনীয় সকল মডেল। যা সব বয়সের মানুষের সাথে মানানসই। সবচেয়ে বড় কথা হলো অনেক কম দামে ভালো স্মার্ট ওয়াচ পাওয়া যায়।

এই শাওমী স্মার্ট ওয়াচ গুলোতে রয়েছে উজ্জ্বল ও স্পষ্ট অ্যামোলেড ও এলসিডি ডিসপ্লে। যা রোদে ও সবধরনের তাপমাত্রাতে ব্যবহার যোগ্য। এছাড়া এই স্মার্ট ওয়াচ গুলোতে হার্ট পর্যবেক্ষন, ঘুমের অবস্থা পর্যবেক্ষন সহ এই স্মার্ট ওয়াচে রয়েছে নানাধরনের ফিটনেস মোড। অ্যান্ড্রয়েট ফোন ব্যবহারকারীদের জন্য শাওমী স্মার্ট ওয়াচ বিশেষ ভাবে তৈরী।
এছাড়া এই স্মার্টওয়াচ গুলো সাঁতারে এবং পানিতে ব্যবহার করা যায়। এই সকল স্মার্ট ওয়াচ গুলোতে SpO2 সেন্সর ব্যবহার করা হয়। এছাড়া এগুলোতে ব্যবহার করা হয় শক্তিশালী ব্যাটারি যা একবার চার্জ করলে, প্রায় ১০ থেকে ১২ দিন ব্যবহার করা যায়। নিম্নে শাওমী ব্র্যান্ডের কিছু স্মার্ট ওয়াচের দাম তুলে ধরা হলো-
  • Xiaomi Smart Kids Watch - দাম - ৩৫৯০ টাকা
  • Xiaomi Smart Band 9 - দাম - ৪,৮০০ টাকা
  • Xiaomi Watch Lite - দাম - ৫,৩০০ টাকা
  • Xiaomi Smart Band 8 Pro - দাম - ৭,৮০০ টাকা
  • redmi watch 4 - দাম - ১০,০০০ টাকা
  • Xiaomi Watch 2 - দাম - ১৭,০০০ টাকা
  • Xiaomi Watch 2 Pro - দাম - ১৭,৫০০ টাকা
  • Xiaomi Watch S1 - দাম - ১৯,০০০ টাকা
  • Xiaomi Watch S3 - দাম - ২০,০০০ টাকা
  • Xiaomi Watch S1 Pro - দাম - ২৫,০০০ টাকা

ভালো স্মার্ট ওয়াচ

বিভিন্ন কিছুর উপর বিবেচনা করে ভালো স্মার্ট ওয়াচ নির্বাচন করা হয়। যার মধ্যে রয়েছে স্মার্ট ওয়াচগুলোর ফিচার, কোন ব্র্যান্ড এবং আপনার বাজেট কেমন তার উপর বিবেচনা করে ভালো স্মার্ট ওয়াস নিবার্চন করা উচিত। আপনার বাজেট যদি কম হয় তাহলে সেই কম দামের মধ্যে ভালো স্মার্ট ওয়াচ খুঁজতে হবে। আবার আপনার বাজেট যদি বেশি হয়ে থাকে তাহলে বেশি দামের মধ্যে ভালো স্মার্ট ওয়াচ খুঁজতে হবে।

এছাড়া আপনি আপনার চাওয়া স্মার্ট ওয়াচ থেকে কেমন ধরনের ফিচার আশা করেন, তার উপর ও ভালো নির্ভর করে। আপনি হার্ট মনিটরিং, স্লিপ ট্রাকিং এবং ওয়াটার রেজিস্টেন্স সহ স্মার্ট ওয়াচ চাইলে দাম ও অনেকটা বেশি হবে। প্রধানত আপনাকে সকল স্মার্ট ফোন সম্পর্কে জানতে হবে তার পর আপনি নিজেই বুঝতে পারবেন আসলে ভালো স্মার্ট ওয়াচ কোনটি।
এছাড়া আপনি কেমন ডিজাইনের মধ্যে স্মার্ট ওয়াচ চান তার উপর ও ভালো স্মার্ট ওয়াচ নির্ভর করে। আবার ব্যাটারি লাইফ কেমন হবে, কতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে তার উপর ও ভালো স্মাটফোন নির্ভর করে। এছাড়া আরো রয়েছে অপারিটিং সিস্টেম আপনি কোন ধরনের অপারেটিং সিস্টেম পছন্দ করেন, কোন অপারেটিং সিস্টেমের চাহিদা বেশি সে সকল বিষয়ের উপরে ও ভালো স্মার্ট ওয়াচ নির্ভর করে।

বাংলাদেশ প্রচলিত কিছু ব্র্যান্ড রয়েছে, যেই ব্র্যান্ডগুলোর অনেক ভালো ভালো স্মাট ওয়াচ রয়েছে। আপনি চাইলে অ্যাপেল, স্যামসাং, হাওয়াই, শাওমী এভং ফিটবিট ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ গুলো দেখতে পারেন। যেগুলো অনেক কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামের পর্যন্ত ভালো স্মাট ওয়াচ রয়েছে। নিম্নে কিছু ভালো স্মার্ট ওয়াচের নাম ও ব্র্যান্ড দেওয়া হলো-
  • Apple Watch Series 8 - দাম - ৪০,০০০ টাকা
  • Samsung Galaxy Watch 6 - দাম - ১৯,০০০ টাকা
  • Xiaomi Watch S1 Pro - দাম - ২৫,০০০ টাকা
  • Amazfit GTR 4 - দাম - ২৪,৫৫০ টাকা
  • Realme Watch 3 Pro - দাম - ৮,০০০ টাকা

মোবাইল ঘড়ি দাম কত ২০২৪

মোবাইল ঘড়ির দাম নির্ভর করে আপনি কোন ফিচারের মধ্যে মোবাইল ঘড়ি কিনতে চান। ২০২৪ সালে বিভিন্ন দামের মধ্যে মোবাইল ঘড়ি পাওয়া যায়। যেখানে আপনি ৫০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা বা তার বেশি দামে ও মোবাইল ঘড়ি পেয়ে থাকবেন। আপনি আপনার পছন্দ মত দাম এবং ফিচার অনুযায়ী মোবাইল ঘড়ি ক্রয় করতে পারবেন।
মোবাইল ঘড়ি দাম কত ২০২৪
মোবাইল ঘড়ির দাম বিভিন্ন মডেলের উপর নির্ভর করে হয়। বিভিন্ন ব্যান্ডের উপর নির্ভর করে হয়। এছাড়া মোবাইল ঘড়ির ফিচার, ডিসপ্লে, কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরী হয়ে তার উপর নির্ভ করে দাম হয়ে থাকে। এছাড়া ব্যাটারি লাইফ কেমন হবে এবং কত এমএএইচের ব্যাটারি তার উপর ও দাম নির্ভর করে। আবার বিভিন্ন শোরুম বা দোকানের থেকে অনলাইনে দাম আলাদ আলাদা হয়ে থাকে।

কম দামি মোবাইল ঘড়ি গুলোতে কেবলমাত্র সময় দেখানো, স্টেপ গননা এবং বিভিন্ন নোটিফিকেশন সহ মোবাইল কন্ট্রোল করা যায়। তুলনামূলত একটু বেশি দামের মোবাইল ঘড়ি গুলোতে জিপিএস কন্ট্রোল, হার্ট পর্যবেক্ষন এবং ঘুমের অবস্থা পর্যবেক্ষন সহ পানি প্রতিরোধী হয়ে থাকে। যেগুলোর দাম ২০০০ থেকে ৯০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল ঘড়ির দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। যেগুলো উপরের সকল ফিচার সহ আরো অন্যান্য ফিচার সহ পাওয়া যায়। এগুলোতে কোয়ালিটিফুল উন্নত ফিচার, উন্নত ডিজাইন এবং উচ্চ ক্ষমতা সম্পূর্ন ব্যাটারি লাইফ পাওয়া যায়। তাই মোবাইল ঘড়ি ক্রয় করার পূর্বে আপনার বাজেটের উপর বিবেচনা করে আপনার পছন্দের মোবাইল ঘড়িটি বেঁছে নিন।

লেখকের মন্তব্য: সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ - 500 টাকার মোবাইল ঘড়ি

প্রিয় পাঠক, আশা করি সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ কোনটি কোনটি পাওয়া যায়, 500 টাকার মোবাইল ঘড়ি কোনটি ভালো এবং দাম সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া শাওমি স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, মোবাইল ঘড়ি দাম কত ২০২৪ এবং ভালো স্মার্ট ওয়াচ কোনটি সে সম্পর্কে বিস্তারিত জেনেছেন।

কম দামে স্মার্ট ওয়াচ গুলো সাধারণত ভালো মানের হয় না। অল্প কিছু দিন ব্যবহার করার পর তা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার টাকা ও সময় দুটোই নষ্ট হবে। তাই চেষ্টা করুন বাজেট বেশি রেখে ভালো স্মার্ট ওয়াচ ক্রয় করার। যাতে উন্নত সব ফিচার উপভোগ করার পাশাপাশি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরকম তথ্যবহুল বা আপনার উপকারে আসে এমন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। নিজে ভাল থাকুন, অন্যকে ভালো রাখুন। পৃথিবী হোক সুন্দরময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অ্যামপ্লি ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url